Tag: গরু ব্যবসায়ী

  • ছিনতাইয়ের অভিযোগ: এসআই-কনস্টেবলসহ আটক ৩

    ছিনতাইয়ের অভিযোগ: এসআই-কনস্টেবলসহ আটক ৩

    সাতক্ষীরার দেবহাটায় দুই গরু ব্যবসায়ীর টাকা ছিনতায়ের অভিযোগে যশোর ডিবি পুলিশের এক পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

    এদের মধ্যে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক বিলাশ মন্ডলের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মোশাররফ হোসেন নামে একজন। আটককৃত অপর দুইজন যশোর ডিবি পুলিশের এসআই মলয় বসু ও কন্সটেবল রফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    গত বুধবার (১১ মার্চ) দুপুরে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের পুষ্পকাটি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সাতক্ষীরা সদরের কুশখালী গ্রামের গরু ব্যবসায়ী হাফিজুর রহমান বাদী হয়ে তালা থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন।

    মামলার বিবরনে জানা যায়, সাতক্ষীরা সদরের কুশখালী গ্রামের মৃত. গোলাম বারীর ছেলে গরু ব্যবসায়ী শওকত হোসেন ও নেছারউদ্দীনের ছেলে হাফিজুর রহমান গত শনিবার সন্ধ্যার পর গরু কিনতে কালিগঞ্জের মৌতলা গরু হাটের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় একটি সাদা প্রাইভেটকারে থাকা তিনজন তাদের নামিয়ে নেয়। তারা ডিবির লোক বলে পরিচয় দেন। এরপর তাদের কাছে থাকা এক লাখ ২৯ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেন।

    এ ঘটনায় জড়িত মোশাররফকে প্রথমে জেলা পুলিশ আটক করে। তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক যশোর ডিবি পুলিশের এসআই মলয় বসু ও কন্সটেবল রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। আজ অভিযোগকারী ওই দুই গরু ব্যবসায়ীকে দিয়ে আটককৃত ডিবি অফিসার ও কন্সটেবলকে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে আদালতে প্রেরণ করা হয়।