সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘর থেকে ২০ হাজার টাকা নিয়ে স্ত্রীকে বলে মঙ্গলবার রাত ৮টার দিকে পাম্প কিনতে বের হয়েছিলো দিনমজুর রফিকুল ইসলাম (৪০)। এর পর আর ফেরা হয়নি তার।
বুধবার সকাল ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ এলাকার বালুর রাস্তার পাশেই মিলে রফিকুলের গলাকাটা লাশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
নিহত রফিকুল ইসলাম (৪০) নাটোর জেলার সিড়াইল থানার কুসুমদি আনন্দনগর গ্রামের শুকলাল পরমানিক এর পুত্র। রফিকুল দীর্ঘদিন যাবৎ ভাটিয়ারী কলেজপাড়া এলাকায় রফিক সওদাগরের ভাড়া বাসায় বসবাস করতেন।
রফিকুল ইসলামের স্ত্রী উন্মে সালমা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গত রাত ৮ টার সময় পানির পাম্প কিনে আনার কথা বলে ২০ হাজার টাকা নিয়ে ঘর থেকে বের হলে রাতে আর ঘরে ফিরে আসেনি।
সকালে ৭ টার সময় ভাটিয়ারীর বিএমএ এলাকার ব্রীজের পাশে একটি লাশ পড়ে আছে শুনে আমি সেখানে গিয়ে আমার স্বামীর লাশ সনাক্ত করি। কে বা কারা তাকে হত্যা করেছে বলতে পারছি না। তবে তার সাথে নির্দ্দিষ্ট কোন ব্যক্তির শত্রুতা ছিলোনা জানিয়েছেন নিহতের স্ত্রী।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনারস্থলে গিয়ে একটি গলাকাটা লাশ উদ্ধার করেছি, তার পরিচয়ও পাওয়া গেছে। নিহতের স্ত্রী তার স্বামীর লাশ শনাক্ত করেছে।
লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তাছাড়া নিহতের স্ত্রীর ভাষ্যমতে এবং ময়নাতদন্তের রিপোর্টের সুত্র ধরে এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে জানালেন এ পুলিশ কর্মকর্তা।