Tag: গলাকাটা লাশ উদ্ধার

  • কাপ্তাই-সড়কে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

    কাপ্তাই-সড়কে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

    চট্টগ্রামের কাপ্তাই-মহাসড়কে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। (১১-জুলাই) মঙ্গলবার সন্ধ্যার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সৈয়দা সেলিমা কাদের ডিগ্রি কলেজ এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিলো লাল রঙের গেঞ্জি ও একটি কালো রঙের প্যান্ট। তার গলা কাটা ছিলো।

    জানা যায়, ঘটনার পর লাশটি সিএনজি চালক নাছির নামের এক ড্রাইবারকে জোর করে ঘটনাস্থল থেকে কয়েকজন লোক (চট্টগ্রাম-থ ১৪-২৮১৮) গাড়িতে তুলে দেন। গাড়িতে তুলে দেওয়া সময় তারা জানান সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে গাড়ি চালক মানবিক কারণে লাশটি সেখান থেকে রাউজানের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) গেইটে এনে রাখেন।

    তিনি জানান চুয়েট ক্যাম্পাসের এ্যাম্বুলেন্স যোগে তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানোর জন্য চুয়েটে আনা হয় বলে জানান চালক নাছির। পরে লাশ রাখার পাশে ছিলো চুয়েট পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে রাউজান থানায় বিষয়টি জানান।

    পরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন দ্রুত এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। চুয়েটের ঘটনাস্থল থেকে লাশটি রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া থানায় পুলিশ মর্গে পাঠানো জন্য নিয়ে যান।

  • ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

    ঠাকুরগাঁওয়ে সড়কের পাশ থেকে ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পল্টন সংলগ্ন একটি এলাকায় সগকের ধার থেকে শ্রাবনী রানী রায়(১৪) নামের এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

    আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

    নিহত শ্রাবনী রানী স্থানীয় ভবেশ রায়ের মেয়ে। শ্রাবনী শহরের সি এম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রণির ছাত্রী ছিলো।

    শ্রানীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও পুরো এলাকায়। সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। শ্রাবনীর নির্মম ভাবে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি   দাবি করেন স্থানীয়রা।

    ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।