Tag: গলায় গুলি

  • দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গলায় গুলি করে হত্যা

    দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গলায় গুলি করে হত্যা

    দক্ষিণ আফ্রিকার নর্দানকেপ প্রভিন্সের স্টেকস্প্রিট শহরের পলমিট লোকেশনে স্বশস্ত্র ডাকাতরা কামাল আহমেদ ভুট্টো নামে এক বাংলাদেশির গলায় গুলি চালিয়ে হত্যা করেছে।

    বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে একদল দোকানে ঢুকে প্রথমে চাপাতি দিয়ে কোপ দেয় তাকে।

    কামাল হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে চাপাতির আঘাতে দুটি আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ডাকাতদল তাকে গলায় গুলি করে।

    এতে তিনি মারাত্মকভাবে আহত হয়ে ইস্ট লন্ডন হাসপাতালে দীর্ঘ ২৫ দিন চিকিৎসাধীন ছিলেন। এসময় তার ৩টি সফল অপারেশন হয়েছিলো। অবশেষে তিনি ১৯ নভেম্বর (সোমবার) রাত ১২.৩০ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন।

    নিহত কামাল আহমেদ ভুট্টো ফেনী জেলার সোনাগাজীর পশ্চিম দরবেশের আব্দুস সোবহানের পুত্র। তিনি দীর্ঘ ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।