Tag: গাউছিয়া কমিটি

  • সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই দিলেন ওমাইর রজবী

    সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই দিলেন ওমাইর রজবী

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গাউছিয়া কমিটিকে পিপিই উপহার দিয়েছেন হযরত খাজা কালুশাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী।

    রবিবার (২১জুন) সন্ধায় নিজ বাস ভবনে করোনায় আক্রান্ত হয়ে মৃতবরণ ব্যক্তির দাফনের কাফনের কাজে ব্যবহারের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশ ভাটিয়ারী শাখাকে ২০ সেট পিপিই, ২০ জোড়া গামবুটসহ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।

    এসময় তিনি বলেন, বর্তমানে করোনা সংক্রামন যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সবাইকে সাবধান হতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।

    পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটির পক্ষে মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ নুরউদ্দিন, ইফতেখার আলম, মোহাম্মদ সাকিব।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য

    সীতাকুণ্ড প্রতিনিধি:ভাটিয়ারীতে মৃত ব্যক্তির দাফনের জন্য গাউছিয়া কমিটিকে পিপিই দিল ইউপি সদস্য সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন মাসুম ও ৭ নং ওয়ার্ড সদস্য মঈন উদ্দিনের পক্ষ থেকে মৃত ব্যক্তির দাফন কাফনের কাজে ব্যবহারের জন্য গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শাখাকে ১০টি পিপিই প্রদান করা হয়েছে।

    আজ শনিবার (১৩ জুন) সকালেে উক্ত পিপিই প্রদানকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। গাউছিয়া কমিটির পক্ষে পিপিই গ্রহণ করেন মামুনুর রশিদ, মোহাম্মদ নুরউদ্দিন, আলহাজ্ব মাওলানা মাহমুদুল হাসান।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম,সেকান্দার হোসেন, মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মঈন উদ্দিন, কাজী আবুল বসর, মোহাম্মদ আলমগীর প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • ভাটিয়ারীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফনে এগিয়ে এলো গাউছিয়া কমিটি

    ভাটিয়ারীতে করোনা উপসর্গে মৃত ব্যক্তির দাফনে এগিয়ে এলো গাউছিয়া কমিটি

    কামরুল ইসলাম দুলু:হাইপ্রেশার আর ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট নিয়ে নগরীর এই হাসপাতাল থেকে ঐ হাসপাতালে শেষমেশ ডায়াবেটিস হাসপাতালে নিয়েও ভর্তি করাতে পারেনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের নাসির মুহাম্মদ চৌধুরীর বাড়ি প্রকাশ ফৌজদার বাড়ীর আলহাজ্ব ইব্রাহিম আলম(৬০) কে।

    করোনা উপসর্গ নিয়ে রাস্তায় গাড়িতেই মৃত্যু বরণ করেন তিনি।

    সোমবার (৮ জুন) এঘটনা ঘটে। ইব্রাহিম আলমের হঠাৎ প্রেশার ও ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবার তাকে নগরীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে জায়গা নেই বলে কয়েকটি হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়।

    এরপর গাড়িতেই তার মৃত্যু হয়। দাফনের আগে মৃত ইব্রাহিমের করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়।

    এদিকে করোনা আক্রান্ত সন্দেহে মৃত ব্যক্তির দাফনে কেউ এগিয়ে না আসায় গাউছিয়া কমিটি এগিয়ে আসে।

    ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন এর অনুমতিক্রমে গাউছিয়া কমিটি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শাখার একটি টিম সরকারী স্বাস্থবিধি অনুযায়ী উক্ত ব্যাক্তির দাফন কাফন সম্পন্ন করেন।

    এসময় উপস্থিত ছিলেন মো আলাউদ্দিন, আলহাজ্ব মাওলামা মাহমুদুল হাসান আলকাদেরী, নুরউদ্দিন, আবুল কালাম, তসলিম উদ্দিন, রিদুয়ান করিম, জানে আলম, মামুনুর রশিদ মামুন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আমিরাতে গাউছিয়া কমিটির সদস্যের ইন্তেকাল

    আমিরাতে গাউছিয়া কমিটির সদস্যের ইন্তেকাল

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির কেবিনেট সদস্য ও গাউছিয়া কমিটি আজমান শাখার সহ সভাপতি ও উত্তর আমিরাতের কমিউনিটি নেতা, ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এর বাংলাদেশি সফল উদ্দোক্তা (সিনিয়র ঈগল ম্যানেজার) চট্টগ্রাম হাটহাজারীর অধিবাসী সবার পরিচিত মুখ আলহাজ্ব মুহাম্মদ নুরুল আবছার (৫৫) মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ২.৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় দুবাই রাশিদ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    তিনি দীর্ঘদিন ধরে দুবাই ও উত্তর আমিরাতে পরিবার নিয়ে অবস্থান করছিলেন।

    তাঁর আকস্মিক মুত্যুতে গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাতের সকল শাখার নেতৃবৃন্দ, চট্টগ্রাম সমিতি দুবাই ও উত্তর আমিরাত, প্রবাসী সাংবাদিক সমিতি(প্রসাস) সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

  • গাউছিয়া কমিটি দুবাই আবীর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

    গাউছিয়া কমিটি দুবাই আবীর শাখার শিক্ষা সফর অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক আমিরাত থেকে: গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবীর শাখার গত উদ্যোগে গত শুক্রবার (১০ জানুয়ারি) শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

    শিক্ষা সফরের স্হান ছিল আমিরাতের সর্বোচ্চ পাহাড় রাস আল খাইমার জেবল জৈশসহ অন্যান্য ঐতিহাসিক স্হান।

    দিনব্যাপী এ অনুষ্ঠানে নাতে কুরআন তেলোয়াত, রাসুল পরিবেশন, আলোচনা ও দেশীয় খানাপিনার আয়োজন করা হয়।

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মোহাম্মদ মাহাবুুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আইয়ুব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনসংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জানে আলম। এতে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ ইয়াসিন, মোচ্ছাফ্ফার শাখার সভাপতি জামাল মোহাম্মদ, আবুধাবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শওকত আলী প্রমুখ।

    বক্তব্য রাখেন মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মঈনউদ্দীন, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ আলী, মাওলানা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মহী উদ্দিনসহ অন্যান্য।

  • রাউজানে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর আগমনে প্রস্তুতি সভা

    রাউজানে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহর আগমনে প্রস্তুতি সভা

    ২৪ ঘন্টা ডেস্ক : গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা (উত্তর) এর ব্যবস্থাপনায় আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ তাহের শাহ (মাঃজিঃ আলী) এর শুভ আগমন উপলক্ষে আজ বিকাল ৪ টায় রাউজান দারুল ইসলাম মাদ্রাসায় এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। আগামী ১৬ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় তিনি অনুষ্ঠানে যোগ দেবেন।

    অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীর সভাপতিত্বে ও মাওলানা ইয়াসিন হোসেন হায়দরির সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহম্মদিয়া ট্রাস্টের প্রচার ওপ্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী শামসুর রহমান।

    অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুছা চৌধুরী, সাধরণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,সহ-সভাপতি মুহাম্মদ জমির উদ্দিন মাষ্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অর্থ সম্পাদক খোরশেদ আলম মাষ্টার, মুহাম্মদ হারুন সওদাগর, দারুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ রফিক আহম্মদ ওসমানী,মাওলানা মারফাতুন নুর, বি,এম জসিম উদ্দিন হিরু,মাওলানা জয়নাল আবেদীন জামাল, মুহাম্মদ আব্দুল মোতালেব,মোহাম্মদ আবু বক্কর, মাষ্টার জাফর, মাওলানা আবদুল খালেক,আলহাজ্ব নুরুল আমিন, এস আসাদ উল্লাহ,এস এম কামাল উদ্দিন,মুহাম্মদ হানিফ,মাওলানা সিরাজুল ইসলাম, এম এ মতিন,মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শওকত,কে এম ফারুক, মোহাম্মদ মোরশেদ, আব্দুল আওয়ালা সুজন,

    উল্লেখ্য আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআলী) আগামী ১৬ নভেম্বর রোজ শনিবাত বিকাল ৩ টায় রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে রাউজান উপজেলা গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় “রাহমাতুল্লিল আলামিন সুন্নি কনফারেন্স” এতে প্রধান অতিথি হিসাবে তাশরিফ আনবেন। এতে বিশেষ মেহমান হিসাবে আরো উপস্থিত থাকবে হুজুরের শাহাজাদা হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ।

    হুজুর কেবলা রাউজান কলেজ মাঠে মাগরিব ও এশার নামাজের ইমামতি করবেন এবং বাদে আসর রাউজান স্কুল মাঠে সম্পুর্ন পর্দা সহকারে মহিলাদের বায়াত করাবেন।

  • বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (স.)কে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটির শোভাযাত্রা

    বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (স.)কে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটির শোভাযাত্রা

    চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদে মিলাদুন্নবী (স.)কে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার উদ্যোগে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩ নভেম্বর) সকালে গাউছিয়া কমিটি বোয়ালখালী শাখার খান্কা থেকে শুরু হয়ে এ শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরখিজিরপুর গাউছিয়া তৈয়্যবিয়া ছালেহ রাবেয়া মাদ্রাসা প্রাঙ্গনে শেষ হয়।

    এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গাউছিয়া কমিটি বোয়ালখালী শাখার সভাপতি মো.নুরুল ইসলাম চৌধুরী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক মাহবুব ইলাহী সিকদার। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ মাষ্টার।

    মাওলানা ফখরুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি দক্ষিণ জেলা সহ-সভাপতি কাজী ওবাইদুল হক হক্কানী, যুগ্ম সম্পাদক শেখ মো. সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু, এরশাদ খতিবী, এসএম মমতাজুল ইসলাম, ইদ্রিস বিকম, সৈয়দুল হক কোম্পানী, হাফেজ নুরুল হক, মো. জাহাঙ্গীর আলম, জাহেদুল হক তালকুদার, মহিউদ্দিন আলকাদেরী, জয়নাল আবেদীন আলকাদেরী, আবুল মনসুর সিকদার, আয়ুব আলকাদেরী, আলম খান, এসএম ফজলুল কবির, ইস্কান্দর আলম দিদার, মো. ইদ্রিচ সওদাগর, নজরুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন, প্রিয় নবী করিম (দ.) দুনিয়ায় আগমন করে ঈমানী আহ্বানে যে ভাবে বিশ্বের সকল জাতিকে, সকল ধর্মের হানাহানি থেকে মুক্ত করে শান্তির পরশ দিয়েছিলেন ঠিক ওই শিক্ষাকে গ্রহণ করে আমাদেরকে দ্বীনি খেদমতে এগিয়ে যেতে হবে।