Tag: গাছের চারা বিতরণ

  • লক্ষ্মীপুরে সাড়ে সাত হাজার গাছের চারা বিতরণ

    লক্ষ্মীপুরে সাড়ে সাত হাজার গাছের চারা বিতরণ

    লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নে ৩৭৫ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বনায়ন প্রকল্প কর্মসূচির আওতায় ওই ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন ৩৭৫ পরিবারের মাঝে সাড়ে ৭ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

    গতকাল বিকালে সদর উপজেলা নার্সারী ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস.এম মহি উদ্দিন চৌধুরী, সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) ভারপ্রাপ্ত কর্মকর্তা ছন্দন ভৌমিক, শহিদুল ইসলাম।

    বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এ এস এম মহি উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে জেগে উঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন প্রকল্পের আওতায় সদর (নার্সারী রেঞ্জ) ও সোস্যাল ফরেষ্ট নার্সারী ট্রেনিং সেন্টার (সদর উপজেলা) যৌথ উদ্যোগে চর রমণী মোহন ইউনিয়নের ৩৭৫ পরিবারের বসতবাড়িতে সাড়ে ৭ হাজার ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আকাশ

  • ডিমলায় গাছের চারা বিতরণ করলেন এমপি আফতাব

    ডিমলায় গাছের চারা বিতরণ করলেন এমপি আফতাব

    আজকের শিশু সু-শিক্ষায় শিক্ষিত হয়ে যেমন আগামী দিনের জন্য ভবিষৎ হয়ে গড়ে উঠছে, তেমনি আজকের একটি চারা গাছও আগামী দিনের জন্য সম্পদ।

    বাড়ির আশপাশে কিংবা ফসলী জমির সাথে আজ একটি বৃক্ষ রোপন করলে তা বিভিন্নভাবে মানুষের উপকারে আসে। যেমন জ্বালানী কাজে ব্যবহার, গাছ থেকে অক্সিজেন গ্রহণ করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, আসবাব পত্র তৈরী সহ নানান কাজে ব্যবহার। সেই সাথে ভবিৎষতে হবে সম্পদ।

    গতকাল শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে বন বিভাগ (নার্সারী) তে জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার পাঁচশত শিক্ষার্থীর মাঝে বন বিভাগের বরাদ্দকৃত বিনামূল্যে গাছের চারা বিতরণ করার পুর্বে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এ সব কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন বন বিভাগের ডিমলা উপজেলা রেঞ্জ অফিসার মাহাবুবর রহমান, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপাধক্ষ্য আলহাজ্ব আব্দুল হক, উক্ত স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক সারোয়ার জাহান সোহাগ, প্রভাষক জুয়েল রানা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম প্রমুখ।