Tag: গাছে ঝুলছে

  • চট্টগ্রামে কিশোরীর আত্মহনন, কাপ্তাইতে গাছে ঝুলছে পাহাড়ি নারীর মরদেহ

    চট্টগ্রামে কিশোরীর আত্মহনন, কাপ্তাইতে গাছে ঝুলছে পাহাড়ি নারীর মরদেহ

    প্রেমঘটিত কারণে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী এক কিশোরী।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে বায়েজিদ থানার খান বিল্ডিং এলাকায় গলায় ফাঁস দিয়ে ফারিয়া আক্তার (১৫) নামে ওই কিশোরী আত্মহনন করে। নিগত ফারিয়া স্থানীয় মইনুল হাসানের মেয়ে বলে জানা গেছে।

    ঘটনার তথ্যসূত্র নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি নিহতের পরিবারের বরাতে জানান, প্রেমঘটিত কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

    অন্যদিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই চিৎমরম ইউনিয়ন পরিষদ থেকে ৯’কিলো মিটার ভিতরে দূর্গোম আড়াছড়ি এলাকার তাইহ্লা পাড়াস্থ নিজ বাড়ির অদূরে নদীর ধারের গাছে ঝুলছে সুইক্রাচিং মারমা (৩৮) নামে বিধবা নারীর মরদেহ।

    খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধবা এ পাহাড়ি নারীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ। পুলিশ নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছেন বলে জানিয়েছেন। সুইক্রাচিং ওই এলাকার মৃত. মংসুইপ্র মারমার স্ত্রী।

    নাম প্রকাম না করা স্বর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, একদল দুর্বৃত্ত নিহতের বাড়িটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছিলো। হয়তো ওই সন্ত্রাসী বাহিনীটি বিধাব নারীটিকে হত্যা কওে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে।

    চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।