Tag: গাজীপুর

  • রেললাইন কেটে নাশকতা : কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

    রেললাইন কেটে নাশকতা : কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

    গাজীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান আজমল ভূঁইয়াসহ (৫০) সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বাকি গ্রেপ্তারকৃতরা হলেন- জান্নাতুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২৫), মো. হাসান আজমল ভূঁইয়া (৫০), জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), শাহানুর আলম (৫৩), মো. সাইদুল ইসলাম (৩২) ও সোহেল রানা (৩৮)।

    গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

    এ ব্যাপারে আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

    প্রসঙ্গত, গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় গত বুধবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকোমোটিভ মাস্টারসহ কয়েকজন গুরুতর আহত হন।

    এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) মামলা হয়। ঘটনা তদন্তে রেলওয়ে, গাজীপুর জেলা প্রশাসন এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে।

  • গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

    গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১

    গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। এর পরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আসলাম। তিনি একজন মুরগি ব্যবসায়ী ছিলেন।

    জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত ৪টা থেকে সোয়া ৪টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহলগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছু দূর যাওয়ার পর পরই ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

    তিনি আরও বলেন, আমরা শুনেছি— দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, নারী নিহত

    গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, নারী নিহত

    গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সংঘর্ষে নারী শ্রমিক আঞ্জুয়ারা খাতুন (৩০) নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন এলাকা থেকে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া যায়।

    সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন দুপুর ১২টায় আঞ্জুয়ারার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

    নিহত পোশাক শ্রমিক আঞ্জুয়ারা খাতুন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর নাটিপাড়া গ্রামের জামাল হোসেনের স্ত্রী। তিনি কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন।

    সকাল সাড়ে ৯টার পর থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় আন্দোলন করেছেন শ্রমিকরা। এ সময় তারা যানবাহন ভাঙচুর ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেন। পুলিশ গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ শ্রমিক আহত হয়েছেন।

    আন্দোলনরত শ্রমিক, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ১৫ দিনের বেশি সময় ধরে পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করছেন। মঙ্গলবার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করে সরকার। তবে এ মজুরিতে শ্রমিক ও তাদের সংগঠন সন্তুষ্ট নন। এর জেরে আজ সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, বাইমাইল ও জরুনসহ বিভিন্ন এলাকায় তারা আন্দোলন ও বিক্ষোভ শুরু করেন।

    একপর্যায়ে শ্রমিকরা কাঠ ও টায়ারে আগুন ধরিয়ে ওই সব এলাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনে ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেটে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কোনাবাড়ী পপুলার এবং কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

    কোনাবাড়ী থানার ওসি এ কে এম আশরাফ উদ্দিন বলেন, শ্রমিকরা আঞ্চলিক সড়কগুলোতে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে। এ সময় তারা ভাঙচুরের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

     

  • গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা

    গাজীপুরের নতুন মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা

    গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করে গাজীপুরের নগরমাতা হলেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। ৪৮০টি কেন্দ্রের ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) পেয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৭৩৭ ভোট ও জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) পেয়েছেন দুই লক্ষ ৩৮ হাজার ৯৩৪ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন জায়েদা খাতুন।

    ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় গাসিক নির্বাচনের ফলাফল ঘোষণা করতে শুরু করেন রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম।

    শুক্রবার (২৬ মে) রাত দেড়টায় সব কেন্দ্রের মোট ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

    সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সিটি করপোরেশনে ভোটগ্রহণ চলে। পরে সন্ধ্যায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফল ঘোষণা শুরু করেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

    অপর মেয়র প্রার্থীদের মধ্যে মাছ প্রতীকে আতিকুল ইসলাম ১৬ হাজার ৯৭৪, লাঙ্গল প্রতীকে এম এম নিয়াজ উদ্দিন ১৬ হাজার ৩৬২, হাতপাখা প্রতীকে গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩৫২, গোলাপ ফুল প্রতীকে মো. রাজু আহাম্মেদ ৭ হাজার ২০৬, ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রাশিদ ২ হাজার ৪২৬ এবং হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম ২৩ হাজার ২৬৫ ভোট পেয়েছেন।

    নির্বাচনে রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন।

    এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, মহিলা ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন এবং হিজড়া ভোটার ১৮ জন।

    এ নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে ৪৮০টি ভোট কেন্দ্র ৩ হাজার ৪৯৭টি ভোট কক্ষে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৪৬ জনসহ মোট ৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

     

  • গাজীপুরের জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো আ.লীগ

    গাজীপুরের জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো আ.লীগ

    গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাকে ক্ষমা করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এক চিঠিতে এই ক্ষমা করার কথা জানানো হয়েছে।

    শনিবার (২১ জানুয়ারি) জাহাঙ্গীর আলম নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

    তিনি বলেছেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দল থেকে চিঠি দিয়েছে। শনিবার চিঠি পেয়েছেন বলেও তিনি জানান।

    তিনি আশা করছেন শিগগিরই মেয়ের পদও ফেরত পারবেন।

    ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই সময় তার দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। এর পরপরই স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে।

    ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গাজীপুর জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তবে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ওই বছরের ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদ জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে।

    ক্ষমা ঘোষণা করে দেওয়া ওবায়দুল কাদেরের সই করা চিঠিতে বলা হয়, আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা, তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী সম্পৃক্ততার জন্য ইতোপূর্বে জাহাঙ্গীর আলমকে সংগঠন থেকে বহিষ্কার/অব্যাহতি দেওয়া হয়েছিল। অভিযোগ স্বীকার করে তিনি ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছেন। এর পরিপ্রেক্ষিতে দলের গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুসারে তাকে ক্ষমা করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বিবেচিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    জানা গেছে, গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও স্থানীয় সরকারের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হওয়া নেতাদের আবেদনের ভিত্তিতে সাধারণ ক্ষমা ঘোষণা করার সিদ্ধান্ত হয়। ওই সভার আগে যারা দোষ স্বীকার করে আবেদন করেছিলেন, তাদের ক্ষমা ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ভবিষ্যতে যারা দোষ স্বীকার করে আবেদন করবেন, তাদেরও যাচাই-বাছাই করে ক্ষমা করার সিদ্ধান্ত হয়।

    এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, দল আমার প্রতি সদয় হয়ে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। এজন্য দলীয় সভাপতি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলে আমি যে পদে ছিলাম সে পদে যেহেতু অন্য কাউকে নির্বাচন করা হয়েছে—ফলে দল আমাকে নতুন করে যে দায়িত্ব দিবে তা পালন করবো।

    মেয়র পদ ফিরে পেতে আশা

    দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম শিগগিরই মেয়র পদ ফেরত পাবেন বলে আশা প্রকাশ করেন। এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমার বিষয় তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। আমার বিরুদ্ধে কোনও অনিয়ম খুঁজে পায়নি। তাছাড়া আমাকে যে নোটিশ দিয়েছিল তার যথাযথ জবাব আমি দিয়েছি। আশা করছি আমি মেয়র পদ ফেরত পাবো।

  • গাজীপুরে সেরা ২১ করদাতাকে সম্মাননা প্রদান

    গাজীপুরে সেরা ২১ করদাতাকে সম্মাননা প্রদান

    গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে সেরা করদাতাকে সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান বুধবার (২৮ ডিসেম্বর) সকালে গাজীপুর টাউনের রথখোলাস্থ বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠিত হয়েছে।

    কর অঞ্চল-গাজীপুর এর কর কমিশনার রঞ্জিৎ কুমার তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (তথ্য ব্যবস্থাপনা ও সেবা) মোহাম্মদ জাহিদ হাছান।

    আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ট্যাক্সেস বার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ সহিদুজ্জামান (রিপন), ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার।

    অনুষ্ঠানে ২০২১-২০২২ করবর্ষের কর অঞ্চল-গাজীপুর এর অধিক্ষেত্রাধীন গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর জেলা ও টাংগাইল জেলার দীর্ঘ সময় কর প্রদানকারী ৬ জন করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ৯ জন করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ৩ জন মহিলা করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী ৪০ (চল্লিশ) বছরের নিচে ৩ জন তরুণ করদাতা চারটি ক্যাটাগরীতে মোট ২১ জন করদাতাকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, সম্মাননা সনদ ও ট্যাক্স কার্ড প্রদান করা হয়।

    সম্মাননা প্রাপ্ত করদাতাবৃন্দ উক্ত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্তকালে সম্মাননা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড ও কর অঞ্চল-গাজীপুর এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রধান অতিথি তার বক্তব্যে সম্মাননা প্রাপ্ত করদাতাবৃন্দকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করদাতাবৃন্দের অবদান অপরিমেয় বলে উল্লেখ করেন।

    সভাপতির ধন্যবাদ জ্ঞাপন শেষে করদাতাবৃন্দকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

  • গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

    গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

    গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন।

    শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

    নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।

    স্থানীয়রা জানান, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

    কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

  • গাজীপুরে একই ফ্যানে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

    গাজীপুরে একই ফ্যানে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

    গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরে একই ফ্যানে ঝুলে প্রেমিক ও প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

    শনিবার (৮ জানুয়ারি) বিকেলে নগরীর জাঝর উত্তরপাড়া এলাকার ডাঃ শাহীন মিয়ার বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন কালীগঞ্জের বেতুয়া এলাকার মিজানুর রহমানের মেয়ে লিমা আক্তার (২৫) ও সিলেট সদরের বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে নওমুসলিম মোস্তফা শাহরিয়ার (রজত কান্তি চৌধুরী) (৩৭)।

    স্থানীয়রা জানান, রজত চৌধুরী গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল রোডে অবস্থিত সিগমা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন। লিমা সেখানে নার্স হিসেবে চাকরি করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    ঘটনাটি জানাজানি হলে লিমা গাছা এলাকার মোটেক সোয়েটার কারখানায় মেডিকেল সহকারী হিসেবে যোগ দেন। তবে রজত চৌধুরী তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

    গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • কারা কর্মকর্তাদের কক্ষে বন্দীর নারীসঙ্গ, তদন্ত কমিটি গঠন

    কারা কর্মকর্তাদের কক্ষে বন্দীর নারীসঙ্গ, তদন্ত কমিটি গঠন

    গাজীপুরে কাশিমপুর কারাগারের কর্মকর্তাদের বিরুদ্ধে এবার এক বন্দীকে নারীসঙ্গের ব্যবস্থা করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে এ ঘটনার সত্যতা পেয়েছে জেলা প্রশাসন। বর্তমানে এ ঘটনা তদন্তনাধীন।

    জানা গেছে, কারাগারে থাকা হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমদকে কারা কর্মকর্তাদের কক্ষেই নারীসঙ্গের ব্যবস্থা করা হয়।

    তুষার হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ভায়রা।

    গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ঘটনায় গত ১২ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উন্মে হাবিবা ফারজানা ও ওয়াসিউজ্জামান চৌধুরীকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    এছাড়া ২১ জানুয়ারি অতিরিক্ত কারা মহাপরিদর্শক আবরার হোসেনকে প্রধান করে উপসচিব (সুরক্ষা বিভাগ) আবু সাঈদ মোল্লাহ ও ডিআইজি (ময়মনসিংহ বিভাগ) জাহাঙ্গীর কবিরকে সদস্য করে আরও একটি তদন্ত কমিটি করা হয়েছে।

    গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আবুল কালাম গণমাধ্যমকে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে।

    কারাগারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ৬ জানুয়ারি কারাগারে প্রবেশ পথে কর্মকর্তাদের কার্যালয় সংলগ্ন এলাকায় কালো রঙের জামা পরে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ। তিনি সেখানে আসার কিছু সময় পর বাইরে থেকে বেগুনি রঙের সালোয়ার কামিজ পরা এক নারী সেখানে প্রবেশ করেন।

    কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় ও ডেপুটি জেলার সাকলাইনের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

    তাদের সহযোগিতার বিষয়টিও সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। দুপুর ১২টা ৫৫ মিনিটে কারাগারের দুই যুবকের সঙ্গে ওই নারী কারা কর্মকর্তাদের কক্ষ এলাকায় প্রবেশ করেন। তাকে সেখানে অভ্যর্থনা জানান খোদ ডেপুটি জেলার সাকলায়েন। ওই নারী সেখানে প্রবেশ করার পর অফিস থেকে বেরিয়ে যান ডেপুটি জেলার সাকলায়েন।

    আনুমানিক ১০ মিনিট পর কারাগারে বন্দী তুষার আহমদকে সেখানে আনা হয়।

  • কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

    কালিয়াকৈরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ২

    গাজীপুরের কালিয়াকৈরে একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার ভোরে কালিয়াকৈর কলেজ গেট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন মাসুদ রানা (৩৫) ও রহিমা আক্তার (৪০)। আহতরা হলেন- মানিক, হারুন ও কামরুল। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    স্থানীয়রা জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি ভোরে গাজীপুরের কালিয়াকৈর অতিক্রম করছিল। পথে কালিয়াকৈর উপজেলার কলেজগেট রেলক্রসিং অতিক্রম করার সময় জালালাবাদ পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো ব-১৪-৯২০৩) ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

    জানা গেছে, বাসটি নেত্রকোনা থেকে ইটভাটার শ্রমিকদের নিয়ে গাজীপুর এসেছিল। তাদের নামিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

    নীলসাগর ট্রেনের পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ক্রসিংবার না নামানোয় বাসটি হঠাৎ করেই রেললাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দূর থেকে এ দৃশ্য দেখে ট্রেনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন চালক। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরিয়ে ফেললে সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার

    সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার

    ঢাকার ধামরাইয়ে বেসরকারি টিভি চ্যানেল বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধি জুলহাসকে হত্যার ঘটনায় হাতেনাতে গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। এর আগে সকালে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

    গ্রেফতার মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জের বিষু ব্যাপারীর ছেলে ও মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

    এব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান বলেন, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কারও ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না, এমনকি সংগঠনে কোনো অপরাধীর জায়গা হবে না। যুবলীগ কোনো অপরাধ, অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।

    প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে বাড়বাড়িয়া বাসস্ট্যান্ডে বিজয় টেলিভিশনের ধামরাই প্রতিনিধিকে জবাই করে ও কুপিয়ে হত্যা করে শাহিন ও মোয়াজ্জেমসহ আরও কয়েকজন। পরে হাতেনাতে শাহিন ও মোয়াজ্জেমকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। বর্তমানে তারা ৪ দিনের রিমান্ডে রয়েছে। এঘটনায় নিহতের বোন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অপর আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কেউ এগিয়ে আসেনি:পুলিশ সদস্যই ভ্যান চালিয়ে নিয়ে গেলেন বৃদ্ধের লাশ

    কেউ এগিয়ে আসেনি:পুলিশ সদস্যই ভ্যান চালিয়ে নিয়ে গেলেন বৃদ্ধের লাশ

    বিশ্বব্যাপী চলছে করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্ক। আর এই আতঙ্কের কারণে যখন মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে মানবতার সেবা থেকে, তখন পুলিশ সেখানে স্থাপন করছে অনন্য নজির। আবারও এমন দৃশ্য দেখা গেল গাজীপুরের সাইনবোর্ড এলাকায়।

    মহাসড়কের পাশে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে ছিল।

    করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্য হয়েছে ভেবে ভয়ে কেউ কাছে এগিয়ে আসছিল না। এমনকি খবর পেয়ে পুলিশ একটি ভ্যানগাড়ি ডেকে আনলে এর চালকও লাশবহনে অপারগতা জানান। অবশেষে মরদেহটি ভ্যানে তুলে এক পুলিশ সদস্য নিজেই চালিয়ে থানায় নিয়ে যান।

    ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। আনুমানিক ৫০-৬০ বছর বয়সী মৃত ওই বৃদ্ধের পরনে সাদা রংয়ের হাফ শার্ট, লুঙ্গি ও মাথায় সাদা রঙের টুপি ছিল।

    মৃতের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার ডিউটি করছিলেন। এ সময় তিনি মহাসড়কের উপর অজ্ঞাত এক বৃদ্ধ পড়ে রয়েছেন বলে খবর পান।

    তিনি বলেন, অনেকক্ষণ ধরে তার নিথর দেহ রাস্তার পাশে পড়ে ছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে কেউ তার পাশে যায়নি।

    কনস্টেবল রুবেল মিয়া গিয়ে দেখতে পান বৃদ্ধের দেহ রক্তাক্ত। তার ধারণা অজ্ঞাত কোনও গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়েছে।

    রাত গভীর হওয়ায় বৃদ্ধের দেহটি বহন করার জন্য কোনও গাড়ি পাচ্ছিলেন না তিনি। এ সময় এক রিকশা-ভ্যান চালককে লাশটি থানায় নেওয়ার অনুরোধ করেন তিনি।

    তিনি বলেন, “ওই চালকও তার ভ্যানে লাশটি না তুলতে আমাদের হাতে-পায়ে ধরেন। পরে নিজেই ওই ভ্যানে লাশটি তুলে চালিয়ে থানায় নিয়ে যাই।”

    ২৪ ঘণ্টা/এম আর