Tag: গাজীপুর

  • মসজিদ খুলে দেয়ার ঘোষণা মেয়র জাহাঙ্গীরের

    মসজিদ খুলে দেয়ার ঘোষণা মেয়র জাহাঙ্গীরের

    গাজীপুর সিটি করপোরেশনের যেসব এলাকায় করোনা সংক্রমণ নেই, সেসব এলাকায় আগামী শুক্রবার থেকে সব মসজিদ মুসল্লিদের স্বাভাবিক প্রবেশের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।

    আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।

    মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুর জেলা ও সিটি করপোরেশন এলাকায় গার্মেন্ট কারখানা খুলে দেওয়া হয়েছে। কৃষিকাজও চলছে। এছাড়া গাজীপুরের আটটি থানা ও ৫৭ ওয়ার্ডের কোথাও তেমনভাবে করোনা ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি। তাই সামাজিক দূরত্ব মেনে, সামনে চার ফুট ও পাশে দুই ফুট জায়গা রেখে মসজিদে নামাজের সুযোগ দেওয়া হবে। এটা রোজার মাস, মসজিদে প্রার্থনার সুযোগ দেওয়া উচিত। যেসব এলাকায় করোনা সংক্রমণ নেই, সেসব এলাকায় মসজিদগুলোতে মুসল্লিরা নামাজ পড়তে পারবেন।’

    ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন এবং গাজীপুর জেলা এই দুটি এলাকাকে নিয়েই গাজীপুর বলা হয়। সেজন্য আমরা বলছি, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে করোনা পজিটিভের সংখ্যা অনেক এলাকার চেয়ে কম বলে আমরা মনে করি। এটা আমরা নথিপত্র ঘেঁটে দেখেছি। সেজন্য আমরা মনে করি যেহেতু গার্মেন্ট চালু করে দিয়েছে বিজিএমইএ, সেহেতু আমাদের যেসব ওয়ার্ডে কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী নেই সেগুলোতে আগামী শুক্রবার থেকে মসজিদভিত্তিক মানুষ নামাজ পড়তে পারবেন।

    মেয়র বলেন, মুসলমানদের জন্য বছরের সবচেয়ে উত্তম মাস রমজান মাস। আর এই রমজান মাসে মুসলমানগণ প্রতি দিন মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করে থাকেন।

    তাই মুসল্লিদের সুবিধার্থে মসজিদ খুলে দেয়া হলো।

    তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা মসজিদে যাবেন। এক মহল্লার লোক অন্য মহল্লায় যাবেন না।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের নিয়ম মেনেই মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • গাজীপুরে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

    গাজীপুরে শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

    গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। চারজনের মধ্যে তিনজন নারী ও একজন শিশুপুত্র রয়েছে। এর মধ্যে খাটের ওপর দুই সন্তান এবং মেঝেতে এক সন্তান ও মায়ের মরদেহ পড়েছিল।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

    নিহতরা হলেন ফাতেমা আক্তার (৪০), তার বড় মেয়ে নুরা (১৪), ছোট মেয়ে হাওরিন (১১) ও প্রতিবন্ধী ছেলে ফাদিল (৬)।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী চারজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, এলাকাবাসী ওই বাড়ির ঘরে গিয়ে দরজা ধাক্কালেও ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে।

    বাড়ির গৃহকর্তা কাজল মালয়েশিয়া প্রবাসী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তারা এখানে বাড়ি বানিয়ে বসবাস করছিলেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মন্ত্রীর গানম্যান কিশোর আটক

    মন্ত্রীর গানম্যান কিশোর আটক

    গাজীপুরের কালিয়াকৈরে গুলি করে এক যুবককে হত্যা এবং অপর যুবককে আহত করার ঘটনায় পুলিশের এএসআই ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমার সরকারকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এসময় কিশোরের কাছ থেকে তার ব্যবহৃত পিস্তল ও ছয় রাউন্ড গুলি জব্ধ করা হয়।

    কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের চাপাই ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় কিশোর কুমারের গুলিতে মো. শহীদ (৩০)

    নামের এক যুবক নিহত হন। এছাড়া মঈন উদ্দিন (৩২) নামের আরেকজন গুলিবিদ্ধ হন।

    অভিযুক্ত কিশোর কুমার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায় তারা এলাকায় আড্ডা দিতেন ও নেশা করে বেড়াতেন।

    বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেন এবং নেশা করেন।

    পুলিশ ধারণা করছে, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জেরে কিশোরের কাছে থাকা পিস্তল দিয়ে শহীদ ওমঈনকে গুলি করেন।

    এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলিবিদ্ধ হয়।

    গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এলে কিশোর দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর থানাপুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারেরএনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ছাড়া নিহত শহীদের লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।

    কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার বলেন, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ঘটনার পরথেকে এএসআই কিশোর পলাতক ছিলেন।

  • মন্ত্রীর গানম্যানের গুলিতে নিহত ১,আহত ১

    মন্ত্রীর গানম্যানের গুলিতে নিহত ১,আহত ১

    গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গানম্যান পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) কিশোরের গুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একজন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম শহীদ (২৮)। আহতের নাম মুহিম (২৭)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

    ওসি বলেন, এএসআই কিশোর ছুটিতে কুতুবদিয়ায় তার গ্রামের বাড়িতে এসেছিলেন। সেখানে রাতে এ ঘটনা ঘটে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এএসআই কিশোর পলাতক রয়েছেন।

  • গাজীপুরে ঘর থেকে একই পরিবারের ৩ লাশ উদ্ধার

    গাজীপুরে ঘর থেকে একই পরিবারের ৩ লাশ উদ্ধার

    গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পানিশাইল এলাকার একটি ঘর থেকে স্বামী-স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- মোশারফ হোসেন (২৮), তার স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (আড়াই মাস)।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, পানিশাইল এলাকায় একটি বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন মোশারফ। প্রতিদিনের মতো গতকাল(৩০ মার্চ) রাতেও তারা ঘুমিয়ে পড়েন। আজ সকালে তাদের ঘরের দরজা খুলতে দেরি হাওয়ায় পাশের বাসার লোকজন ডাকাডাকি করেন। এ সময় তাদের কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে ঘরের ভেতর থেকে বিষের গন্ধ পাওয়ায় স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ঘরের ভেতর আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচানো মোশারফের ঝুলন্ত মরদেহ এবং বিছানায় তার স্ত্রী ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

    ওসি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, কোন কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

  • ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি!

    ব্যবহার করা মাস্ক-হ্যান্ড গ্লাভস ধুয়ে বিক্রি!

    করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে গাজীপুরের টঙ্গীতে হাসপাতালের ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মূল হোতা নাছির (৩৫) নামের এক ব্যক্তি।

    নাছির গোপালগঞ্জে সদরের আব্দুল আলিমের বড় ছেলে। গত ১৫ বছর যাবৎ টঙ্গীতে বসবাস করে আসছে সে।

    জানা যায়, নাছির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের কয়েকটি হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক, মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে বাজারে বিক্রি করছে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস উদ্ধার করে।

    স্থানীয় মো. কাশেম সিকদার বলেন, গত এক মাস ধরে হঠাৎ মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস সংকট দেখা দিলে জানতে পারি নাছির নামের এক ব্যক্তি এ ব্যবসা করে আসছে। হঠাৎ এ কালোবাজারি করে প্রচুর টাকার মালিক হয়ে গেছে নাছির।

    টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানায়, গত এক মাস যাবৎ এমন ব্যবসা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমানে রক্তমাখা মাস্ক ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ বাড়ির ম্যানেজার ও আয়রনম্যানসহ দু‘জনকে আটক করে। তবে, মুলহোতা নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুলহোতাকে আটক করতে পুলিশের অভিযান চলছে।

    এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (অপারেশন) শুব্রত পোদ্দার জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করা হয়েছে। তবে, ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান চলছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দেশে আরও এক করোনা রোগী শনাক্ত

    দেশে আরও এক করোনা রোগী শনাক্ত

    দেশে নতুন করে আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যাক্তি ইতালি ফেরত প্রবাসী। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    সিভিল সার্জন জানান, ১৪ মার্চ ৪৪ জন ইতালি ফেরতকে মহানগরীর মেঘডুবি এলাকার মা ও শিশু কেন্দ্র হাসপাতালের কোয়ারেস্টাইনে রাখা হয়। এদের ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়। ওই ৮ জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।

    এখন পর্যন্ত দেশে মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হলো। মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

  • দুই পুলিশ সদস্যকে চড় মেরে যুব মহিলা লীগ নেত্রী আটক

    দুই পুলিশ সদস্যকে চড় মেরে যুব মহিলা লীগ নেত্রী আটক

    গাজীপুরে মহাসড়কে দায়িত্বরত ট্রাফিক বিভাগের দুই কনস্টেবলকে চড়-থাপ্পড় মেরে আটক হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা।

    শনিবার (১৪ মার্চ) দুপুরে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় অবৈধভাবে ইউটার্ন নেয়াকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। আটন রুনা গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী আসনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাউন্সিলর রুহুন নেছা শনিবার দুপুরে নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে চান্দনা চৌরাস্তা মোড় এলাকার উত্তর পাশ অতিক্রম করে দক্ষিণে যাবেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন ওই রাস্তাটি রশি দিয়ে বন্ধ রয়েছে।

    পরে তিনি রশি ঠেলে ইউটার্ন নেয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য তাকে বাধা দেন। এ সময়ে রুহুন নেছা নিজেকে কাউন্সিলর পরিচয় দেন।

    কিন্তু ওই পুলিশ সদস্য তাকে ওই পথে যেতে বাধা সৃষ্টি করেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে রুহুন নেছা উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশের গালে চড় মারেন। পরে সেখানে থাকা ট্রাফিক পুলিশ বক্সে আরও পুলিশ এসে তাকে আটক করে বসিয়ে রেখে বাসন থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বাসন থানা পুলিশ দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যান।

    কাউন্সিলর রুহুন নেছা বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় অনেকেই উল্টোপথে যাতায়াত করে থাকে। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য তাদেরকে নিজের পরিচয় দিয়ে অনুরোধ করলেও তারা কথা শুনেননি। এক পর্যায়ে পুলিশ এমন করছিল যেন তার উপরে এসে পড়বে। তখন নিজেকে রক্ষা করতে চড় দিয়েছি।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, কাউন্সিলর রুহুন নেছা রুনু দুপুর দেড়টার দিকে ট্রাফিক নির্দেশনা না মেনে গাড়ি চালাচ্ছিলেন। কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে অশ্লীল গালাগাল শুরু করেন। একপর্যায়ে দুই টাকার পুলিশ আমরা তোদের পালি, বেতন দেই। আমকে চিনিস, আমি কি করতে পারি ধারণা নেই তোর বলেই ওই পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন। এতে হতবিহ্বল হয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল। তাকে রক্ষা করতে আরেক কনস্টেবল এগিয়ে গেলে, তাকেও থাপ্পড় মারেন রুনু। পরে গাড়িসহ ওই নেত্রীকে চান্দনা পুলিশ বক্সে নেওয়া হয়। বেলা ২টার দিকে তাকে বাসন থানায় সোপর্দ করা হয়।

    বাসন থানার ওসি একেএম কাউছার চৌধুরী জানান, তাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এক সদস্যের পোশাকের বোতাম ছিঁড়ে গেছে। উক্ত ঘটনায় আহত ট্রাফিক পুলিশ সদস্য আশিকুর রহমান বাদী হয়ে ওই নেত্রীর বিরুদ্ধে মামলা করেন।

  • রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা,নিহত ২

    রাজেন্দ্রপুরে কাভার্ডভ্যানকে বাসের ধাক্কা,নিহত ২

    গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কাভার্ডভ্যানকে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়েছে, এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

    শনিবার বেলা ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর গেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল উদ্যানের সামনে এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশও।

    দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।

    তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া নিহত ব্যক্তিরা বাসের যাত্রী না কাভার্ডভ্যানের তাও জানা যায়নি।

    দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, লাশ দুটি সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।

  • হরিনালে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

    হরিনালে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

    গাজীপু‌র সদর উপজেলার হারিনালে এক‌টি ফ্যান কারখানায় অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের এডি মামুনুর রশিদ।

    এ দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

    ফায়ার সার্ভিসের এডি মামুনুর রশিদ জানান, সদর উপ‌জেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লা‌গে। খবর পে‌য়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দুটি ইউ‌নিটের কর্মীরা আগুন নেভা‌নোর চেষ্টা কর‌ছে।

     

  • গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ:৫ জনের মৃত্যু,আক্রান্ত তিন শতাধিক

    গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ:৫ জনের মৃত্যু,আক্রান্ত তিন শতাধিক

    গাজীপুরের বিভিন্ন এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে ডায়রিয়া জনিত কারণে মারা গেছেন নববধূ এবং শিশুসহ পাঁচজন। এছাড়াও তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। গত ৫ দিনে মহানগরীর পূর্ব চান্দনা ও কাজীবাড়ি এলাকায় এতো বিপুল সংখ্যক মানুষের ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটে।

    আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আবহাওয়া ও খাবারের বিষক্রিয়ায় কারণে ডায়রিয়া বাড়ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। তবে হঠাৎ করে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের ছয় সদস্যের টিম এলাকায় কাজ করছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৯৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে নারী, শিশুসহ সব বয়েসী মানুষ রয়েছেন।

    আক্রান্ত রোগীদের মধ্যে সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার মজিদ, চা বাগান এলাকার ফিরোজ, ছোট দেওড়া এলাকার মোয়াজ্জেম ও সামন্তপুরের নূরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর কলেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ অবস্থায় বিশুদ্ধ পানি পান ও নিয়ম মেনে খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

    আক্রান্ত রোগীদের অনেকে জানেন না কী কারণে তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের অধিকাংশই মনে করছেন ফুড পয়েজিং এর কারণে তারা এ রোগে আক্রান্ত হয়েছেন।

    এলাকাবাসী জানায়, গত রবিবার গাজীপুর মহানগরের কাজী বাড়ি এলাকার মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকের নববধূ (স্ত্রী) কামরুন নাহার (২০) ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার ভোর ৪টায় মারা যান। গত আট মাস আগে তার বিয়ে হয়েছিল। এছাড়াও একই এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ময়মনসিংহ জেলার হোসেনপুর থানার বাঘমারা গ্রামের আঃ জব্বার ওরফে খেজু মিয়া (৭০)। তিনি গত সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

    মহানগরীর পূর্ব চান্দনা এলাকার হাছেন আলী জানান, গত সোমবার তার শ্যালক আলী আকবরের স্ত্রী সুমা (৩০) ডায়রিয়ায় আক্রান্ত হন। সন্ধ্যায় তাকে ঢাকার কলেরা (আইসিডিডিআরবি) হাসপাতালে নেয়ার পথে রাত আটটার দিকে মারা যান। এছাড়াও একইদিন একই এলাকার সাত্তার বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া আঃ সালাম (৫৫) ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা কলেরা হাসপাতালে নেয়ার পথে সালাম মারা যান। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। একই এলাকার বাতেনের বাড়ির ভাড়াটিয়া মঞ্জু মিয়ার দুই ছেলে নাহীন (৪মাস) ও ফাহিম (দেড় বছর) মঙ্গলবার বিকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়। তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাহীন মারা যায়। বড় ছেলে ফাহিম ঢাকা কলেরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় কুমার ভুষণ দাস বলেন, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের অবস্থা স্বাভাবিক। তাদের পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন দেয়া হচ্ছে। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

    তিনি আরো বলেন, নগরের ছোট দেওড়া, ছায়াবীথি, চান্দনা এলাকাসহ যেসব এলাকায় প্রকোপটা দেখা বেশি দেখা দিয়েছে, সেসব এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অফিসের ৬ সদস্যের একটি প্রতিনিধিদল পরিদর্শনে গেছেন। আবহাওয়া পরিবর্তন ও খাদ্যে বিষক্রিয়ায় এর প্রকোপ বেড়েছে বলে মনে করছেন তিনি।

    গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান জানান, গাজীপুরের দু’এলাকায় ডায়রিয়ায় শতাধিক লোকের আক্রান্তের সংবাদের প্রেক্ষিতে বৃহষ্পতিবার ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডাঃ দেবাশীষ সাহার নেতৃত্বে চিকিৎসকসহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বেশ কয়েকটি স্থান থেকে পানির নমুনা নিয়ে গেছেন। সংগ্রহকৃত পানির নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় আইসিডিডিআরবিতে পাঠানো হবে।

    তিনি আরো জানান, যে দুটি এলাকায় এ ডায়রিয়ার প্রাদুর্ভাব হয়েছে সে এলাকায় স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট, পানি বিশুদ্ধকরণের পাঁচ হাজার পিস ট্যাবলেট ও খাবার স্যালাইন পাঠানো হয়েছে। স্যুয়ারেজের লাইন পানির লাইনের সঙ্গে মিশে গিয়ে ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটে থাকতে পারে। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছে।

    গাজীপুর সিটি কর্পোরেশনের সহকারি প্রকৌশলী (পানি) মোঃ নজরুল ইসলাম জানান, ৪ দিন ধরে ওই দুটি এলাকায় পানি সরবরাহ লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত পানি সরবরাহ লাইনে ত্রুটি পাওয়া যায়নি। পানির মেইন লাইন থেকে সরবরাহ লাইনের পানিতে ব্লিসিং পাউডার দেয়া হচ্ছে। ইতোমধ্যে পানি সরবরাহের পাইপগুলো পরিস্কার করা হয়েছে। তবে পানির লাইনে কোন ত্রুটি আছে কি-না তা পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত আছে।

  • এবার টঙ্গীতে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

    এবার টঙ্গীতে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

    সারাদেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। এবার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগল। এবার গাজীপুরের টঙ্গী জংশনে দাঁড়ানো অবস্থায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

    শনিবার (২৩ নভেম্বর) টঙ্গি জংশনের ৩ নম্বর প্লাটফর্মে ঢাকাগামী যাত্রীবাহী ওই ট্রেনে এ ঘটনা ঘটে।

    টঙ্গী জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, বিকেল ৪টা ২ মিনিটের দিকে জংশনে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস টেনের ইঞ্জিনের ভেতর ব্যাটারীর বক্সে আগুন লেগে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়।

    বিষয়টি নিশ্চত করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরিভাবে নেভাতে সহযোগিতা করে। এ ঘটনায় কেই হতাহত হয়নি।