Tag: গাড়ি বহরে

  • বোয়ালখালীতে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    বোয়ালখালীতে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর বিএনপির সিঃ সহ সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের গাড়ী বহরে হামলার অভিযোগ উঠেছে বোয়ালখালী ছাত্রলীগের বিরুদ্ধে।

    অভিযোগে বলা হয় শুক্রবার ২৯ নভেম্বর রাতে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি এক নেতার শাশুড়ীর জানাজা শেষে নগরীতে ফেরার পথে হামলার শিকার হয় বিএনপি নেতা আবু সুফিয়ান ও বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবুসহ বিএনপির নেতারা।

    হামলার প্রতিবাদে আজ শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করার তথ্য জানিয়েছে নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী।

    তিনি বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির এক নেতার আত্মীয়ের জানাজা শেষে বিএনপি নেতারা গাড়ি বহর নিয়ে নগরে ফেরার পথে পৌরসভার পাঠানপাড়া স্কুলের সামনে হামলার শিকার হন।

    তিনি বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহানের নেতৃত্বে ১০/১৫ জন নেতাকর্মী জয় বাংলা শ্লোগান দিয়ে গাড়ীতে ইটপাঠকেল মারতে থাকে। এতে মেয়র আবু’র গাড়ীতে থাকা আবু সুফিয়ান অক্ষত থাকলেও গাড়ীটির কাঁচ ভেঙ্গে চালক ইয়াছিন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।

    এ ঘটনায় বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন হামলার সময় গাড়ি বহরে থাকা নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান।

    তবে এখনো লিখিত কোন অভিযোগ দেয়া হয়নি জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, জানাজা পড়ে শহরে যাওয়ার সময় পৌর মেয়রে গাড়ীতে পাথর মেরেছে বলে রাত ১টার দিকে তিনি ফোনে জানিয়েছেন।