Tag: গীতা

  • বাঁশখালীর পালেগ্রাম মন্দির ও গীতা বিদ্যাপীঠের পরিচালনা পরিষদ গঠিত

    বাঁশখালীর পালেগ্রাম মন্দির ও গীতা বিদ্যাপীঠের পরিচালনা পরিষদ গঠিত

    চট্টগ্রাম ডেস্ক : বাঁশখালীর ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির ও গীতা বিদ্যাপীঠের নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে।

    নবগঠিত কমিটিতে সভাপতি পদে সুরনজিত নাথ লিটন, সাধারণ সম্পাদক পদে শিমুল নাথ তারন ও অর্থ সম্পাদক পদে ডা. বিমল সুশীল নির্বাচিত হয়েছেন।

    এ উপলক্ষে গত ১২ মার্চ বাঁশখালীর ঐতিহ্যবাহী পালেগ্রাম শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দির ও গীতা বিদ্যাপীঠের উপদেষ্টা শিবু রঞ্জন নাথের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রাক্তণ পরিচালনা পরিষদের সাতজন উপদেষ্টা ও এলাকার গন্যমান্য ব্যক্তি মিলে ভোটের মাধ্যমে তিন বছরের (২০২১ থেকে ২০২৩ ইংরেজি পর্যন্ত) জন্য নতুন পরিচালনা পরিষদ নির্বাচন করা হয়।

    মন্দিরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

    ২৪ ঘন্টা/আর এস