Tag: গুগল

  • গুগলে ডার্ক মোড চালু করবেন যেভাবে

    গুগলে ডার্ক মোড চালু করবেন যেভাবে

    অবশেষে ডেস্কটপ সার্চের জন্য ‘ডার্ক থিম’ নিয়ে এলো গুগল। সম্প্রতি এই ফিচার চালুর ঘোষণা দেয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটির কর্তৃপক্ষ। ফলে এখন থেকে গুগল হোমপেজ, সার্চ রেজাল্ট পেজ, সার্চ সেটিং এবং অন্য অনেক অপশনে ডার্ক মোড সুবিধা পাওয়া যাবে।

    ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাও তাদের এক প্রতিবেদনে জানায়, গুগল সার্চের এই পরিবর্তনটি প্রথম চেখে পড়ে গত বছরের ডিসেম্বরে। তখন পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পেরেছিলেন। অন্যদিকে স্মার্ট ফোনে অনেক আগে থেকেই ডার্ক মোড সুবিধা উপভোগ করতে পারছেন ব্যবহারকারীরা।

    ডেস্কটপে গুগল সার্চের ডার্ক মোড চালু করবেন যেভাবে-

    প্রথমে আপনার ব্রাউজারে গুগল সার্চ ওপেন করুন;

    এবার ওপরে ডান কোণায় থাকা সেটিংস অপশনে যান;

    বাম দিক থেকে ‘অ্যাপিয়ারেন্স’ অপশনটি খুঁজে বের করুন;

    এখানে আপনি তিনটি অপশন পাবেন। এগুলো হলো- ডিভাইস ডিফল্ট, ডার্ক ও লাইট;

    তিনটি অপশন থেকে পছন্দমতো যে কোনও একটি বাছাই করে নিচে থাকা সেভ অপশনে ক্লিক করুন।

    এবার উপভোগ করুন আপনার পছন্দের যে কোনো একটি মোড।

    এন-কে

  • গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা

    গুগলকে দেড় হাজার কোটি টাকা জরিমানা

    সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলকে ১৭৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় হাজার কোটি টাকার বেশি) জরিমানা করেছে দক্ষিণ কোরিয়া। অ্যান্ড্ররয়েড অপারেটিং সিস্টেমে (ওএস) কাস্টমাইসড ভার্সন বন্ধ রাখার কারণে এ জরিমানা গুনতে হচ্ছে গুগলকে।

    সম্প্রতি মোবাইল অপারেটিং সিস্টেমের (ওএস) বাজার নিয়ন্ত্রণে গুগলে আধিপত্য আচরণের লাগাম টানতে টেলিকমিউনিকেন বিজনেস আইন পাস করে দক্ষিণ কোরিয়া। এটি ১৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সেই আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে গুগলকে।

    গুগল এক বিবৃতিতে বলেছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। তাদের মতে, এই রায়ের মাধ্যমে অ্যান্ড্রয়ডের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ সুবিধা ও কাস্টমারদের পছন্দ উপেক্ষা করা হয়েছে।

    মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কোরিয়া ফেয়ার ট্রেড কমিশন (কেএফটিসি) জানিয়েছে, ‍গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) একচেটিয়া বাজারে রয়েছে।

    কেএফটিসির চেয়ারম্যান জোহ সুং-উক এক বিবৃতিতে বলেন, কোরিয়া ফেয়ার ট্রেড কমিশনের সিদ্ধান্তটি যথার্থ। মোবাইল ওএস ও অ্যাপ মার্কেটে প্রতিযোগিতামূলক পরিবেশ পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সারা বিশ্বে ৮০ ভাগ মোবাইল ফোনে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। জনপ্রিয় এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি যাতে স্থানীয় স্মার্টফোন নির্মাতারা মডিফাই (কাস্টমাইসড) করতে না পারে, তার সব ব্যবস্থা করে রেখেছে গুগল। সেজন্যই কার্যকর ব্যবস্থা নিল দক্ষিণ কোরিয়া।

    এর আগে ফ্রান্সে বাজারে গুগলের কর্তৃত্ববাদী বাজারের কারণে ২৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটি।

    নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, গুগল অনৈতিকভাবে ব্যবসায়ের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করেছিল।

    এন-কে

  • গুগল-ফেসবুক-ইউটিউবসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে ভ্যাট দিতে হবে: হাইকোর্টের রায়

    গুগল-ফেসবুক-ইউটিউবসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে ভ্যাট দিতে হবে: হাইকোর্টের রায়

    ডেস্ক নিউজ : গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজনসহ ইন্টারনেট ভিত্তিক কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব ধরনের ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

    আজ রবিবার (৮ নভেম্বর) বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোরের্ট দ্বৈত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেন।

    আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মো. মাজেদুল কাদের, ব্যারিস্টার মোজাম্মেল হক ও ব্যারিস্টার সাজ্জাদুল ইসলাম।

    ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের জানান, গুগল-ফেসবুক এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক কোম্পানির বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয় এবং বাংলাদেশের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনের লক্ষে জনস্বার্থে দায়ের করা রিট পিটিশন এর চূড়ান্ত শুনানি নিয়ে রুল যথাযথ ঘোষণা করে বিবাদীদের প্রতি পাঁচটি নির্দেশনা জারি করেছেন।

    আদালতের ৫ দফা নির্দেশনার প্রথমটিতে বলা হয়, অনতিবিলম্বে সব ইন্টারনেট সেবাপ্রদানকারী কোম্পানি যেমন গুগল-ফেসবুক, ইউটিউব, অ্যামাজন কোম্পানিগুলোকে পরিশোধিত অর্থ থেকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সব প্রকার ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য রাজস্ব আদায় করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসিসহ সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

    ২য় নির্দেশনার বলা হয়, ইন্টারনেটভিত্তিক কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে পরিশোধিত অর্থের বিপরীতে আনুপাতিক হারে বকেয়া রাজস্ব আদায় করতে হবে।

    নির্দেশনার তৃতীয় দফায় বলা হয় উক্ত রাজস্ব আদায়ের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রতি ছয় মাস অন্তর অন্তর হলফনামা আকারে অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবে।

    চতুর্থ নির্দেশনায় আদালত বলেন, এই রায় একটি চলমান আদেশ বা কন্টিনিউয়াস ম্যানডেমাস হিসেবে বলবৎ থাকবে। এবং ৫ নাম্বার নির্দেশনায় বলা হয় এই রায়ের বাস্তবায়নে কোনও ধরনের ব্যত্যয় ঘটলে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো সময় আদালতে আবেদন দাখিল করে প্রতিকার চাইতে পারবেন।

    ২০১৮ সালে একটি পত্রিকার প্রতিবেদন সংযুক্ত করে এবং সারা বিশ্বে গুগল-ফেসবুক কর্তৃক ট্যাক্স ফাঁকি দেওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার মোহাম্মদ কাওছার, ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের, ব্যারিস্টার মো. সাজ্জাদুল ইসলামসহ ৬ জন আইনজীবী জনস্বার্থে রিট পিটিশন দাখিল করেছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব