Tag: গুরুতর আহত

  • গুরুতর আহত ইউএনও ওয়াহিদা ঢাকায়

    গুরুতর আহত ইউএনও ওয়াহিদা ঢাকায়

    দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে (৩৫) রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। তাকে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সরকারি বাসভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবাকে পিটিয়ে আহত করে দুষ্কৃতকারীরা। গুরুতর অবস্থায় তাদের প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর কমিউনিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। তার বাবাকে ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

    জানা গেছে, তার মাথার বাম পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ও পা কোনো রকম সাড়া দিচ্ছে না। হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার ওসি এ তথ্য জানিয়েছেন।

    ওয়াহিদা খানমের বাবার নাম ওমর আলী। নওগাঁ থেকে মাঝে মাঝে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী। ওয়াহিদা খানমের স্বামী মেজবাহুল হোসেন রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত। তাদের তিন বছরের ছেলে সন্তান রয়েছে। হামলার সময় শিশুটি ঘুমন্ত ছিল। বর্তমানে সে ভালো আছে।

    দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম জানান, আনুমানিক রাত ৩টার দিকে ঘরের ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে। প্রথমে তার বাবাকে আহত করে পাশের ঘরে বাথরুমে আটকে রাখে। পরে ওয়াহিদা খানমের ওপর হামলা চালায়। এলোপাতাড়িভাবে তাকেও পিটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    মূলত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে ধারণা জেলা প্রশাসকের। ঘটনার পর জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা-ওসি আমিরুল ইসলাম জানান, প্রথমে নির্বাহী কর্মকর্তার বাবাকে আহত করে বাথরুমে আটকে রাখে। এরপর নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে পিটিয়ে গুরুতর আহত করে। বাসভবনের নাইট গার্ডকে তালা দিয়ে আটকে রাখে। কাজের মেয়েও নিচে ছিল।

    এটি কোনো ডাকাতি ছিল না, সম্ভবত হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে মনে করেন পুলিশের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে ট্রাফিক সার্জেন্ট

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া গলির মুখে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জামাল নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছে।

    গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত মো. জামাল চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন আছে বলে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দর জোনে কর্মরত ট্রাফিক পুলিশ জামাল তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দেন। এসময় বাইক থেকে দুরে ছিটকে পড়ে ট্রাফিক পুলিশের এ সদস্য।

    পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধিন আছেন। তিনি কোমড়ে ও পায়ে আঘাত প্রাপ্ত হন।

    ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, দুর্ঘটনার ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে।

    তাছাড়া ঘটনাস্থলে জনগণের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার ট্রাক চালককেও আটক করে তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেন ওসি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • পটিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত কলেজ ছাত্রী

    পটিয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত কলেজ ছাত্রী

    চট্টগ্রামের পটিয়াতে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়েছেন মেরিনা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী। বুধবার সকালে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও মো. আলির বাড়িতে এ দুর্ঘটাটি ঘটে।

    আহত মেরিনা আকতার ওই বাড়ির মো. আলির মেয়ে। সে পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

    পরিবার সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া মেয়ে মেরিনা (১৭) বুধবার সকালে নির্মানাধীন পাকা ঘরের কাজ করার সময় এলোমেলা ভাবে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে তাকে জোড়ে ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

    সেখানে জরুরী বিভাগের কর্ত্যব্যরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন পটিয়া হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাপিয়া চক্রবর্তী।