Tag: গুলিতে

  • টেকনাফে শরণার্থী ক্যাম্পে ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ৪

    টেকনাফে শরণার্থী ক্যাম্পে ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ৪

    ২৪ ঘণ্টা জেলার খবর : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড় এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ চালিয়েছে ডাকাত জকিরের গ্রুপের স্বশস্ত্র সদস্যরা। এতে শরণার্থী ক্যাম্পের চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    আহত ও গুলিবিদ্ধদের মধ্যে তাৎক্ষনিক চারজনের নাম জানা গেছে। এরা হলেন, ২৬নং মোচনী পাড়া ক্যাম্পের এইচ ব্লকের ২৮১নং রোমের বাসিন্দা ওমর আব্বাসের পুত্র রহমত উল্লাহ (৩০), একই ব্লকের আবু সালামের পুত্র জামাল (২৮), দুদু মিয়ার পুত্র সৈয়দ আমান (৩৫), সৈয়দ নুরের পুত্র আব্দুল সালাম (৩৫)।

    আজ মঙ্গলবার ভোরে রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    হ্নীলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার গভীর রাতে ক্যাম্প সংলগ্ন এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,আহত ও গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

    এই ঘটনার পর সাধারণ রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আবারো হামলার আশংকায় আতংকিত ক্যাম্পের রোহিঙ্গা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • মিরসরাইতে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের গুলিতে ডাকাতের মৃত্যু, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

    মিরসরাইতে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের গুলিতে ডাকাতের মৃত্যু, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে করোনাকালেও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবর পেয়ে র‌্যাবের একটি টহল টিমঅভিযানে গেলে ডাকাত সদস্যদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    এতে র‌্যাব সদস্যদের ছোঁড়া গুলিতে এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ লাশের পাশ থেকে দুটি দেশিয় এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব।

    গতকাল (১০ জুন) রাত সাড়ে বার টায় উপজেলার নয় দুয়ারিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ অপারেশন এসপি আমির উল্লাহ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, আমাদের নিয়মিত টহল দল গোপন সংবাদে জানতে পারে নয় দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে একদল ডাকাত।

    খবর পেয়ে টহল দল নয় দুয়ারিয়া এলাকায় পৌছলে ঢাকাত দল টহল দলের উপর গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র‌্যাবের টহল দল। গোলাগুলির এক পর্যায়ে ঢাকাত দলের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ঘটনাস্থল তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে উদ্ধার করা হয়।

    পরে আহত ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ডাকাত সদস্যের কোন পরিচয় পাওয়া যায়নি। এর আগে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

    এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, র‌্যাবের তথ্য অনুযায়ী নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য চমেকের মর্গে রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো র‌্যাবের হেফাজতেই রয়েছে। নিহতের কোন তথ্য বা পরিচয় জানা যায়নি বলে তিনিও জানান।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

  • রাউজানে দুবৃর্ত্তের গুলিতে নিহত হালদার মৎস্যজীবি

    রাউজানে দুবৃর্ত্তের গুলিতে নিহত হালদার মৎস্যজীবি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে দুবৃর্ত্তের গুলিতে বিধান বড়ুয়া (৩৮) নামের হালদা নদীর এক ডিম সংগ্রহকারী মৎস্যজীবি নিহত হয়েছে।

    আজ ২৬ এপ্রিল রবিবার বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের অংকুরীঘোনা এলাকার মিলন বড়ুয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

    নিহত বিধান বড়ুয়া ঐ এলাকার মৃত সাধন বড়ুয়ার পুত্র। বিধান বড়ুয়া হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে মাছের পোনা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো।

    স্থানীয়রা ধারণা করছেন, বর্তমানে হালদা নদীতে মা মাছের ডিম সংগ্রহের জন্য ডিম সংগ্রহকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডিম সংগ্রহের আধিপত্য নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যার উদ্দেশ্যে দুবৃর্ত্তরা মৎস্যজীবি বিধান বড়ুয়াকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় বিধানের মাথায় ও বুকে দুইটি গুলি লাগে। গুলি করার পর দুবৃর্ত্তরা ফাঁকায় গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

    পরে বিধান বড়ুয়াকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

    রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এক সন্ত্রাসীর গুলিতে বিধান বড়ুয়া নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত রাউজান থানায় কোনো মামলা দায়ের হয়নি।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি