Tag: গুলিবিদ্ধ

  • খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    খাগড়াছড়িতে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

    পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

    মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

    মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়।

  • ইমরান খান গুলিবিদ্ধ

    ইমরান খান গুলিবিদ্ধ

    গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলে একটি লংমার্চে নেতৃত্ব দেওয়ার সময় তার গাড়িবহরে গুলির ঘটনা ঘটে। এসময় ইমরানের পায়ে গুলি লাগে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

    পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও চার থেকে পাঁচজন পিটিআই নেতা আহত হয়েছেন, তাদের মধ্যে ফয়সাল জাভেদ অন্যতম।

    পিটিআই নেতা আসাদ উমর বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এক লোক স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন জখম হয়েছেন। ইমরান খানও আহত।

    ইমরান ইসমাইল নামে দলটির এক নেতা জানিয়েছেন, পিটিআই চেয়ারম্যানের পায়ে তিন থেকে চারবার গুলি করা হয়েছে।

    স্থানীয় বোল টিভির সঙ্গে আলাপকালে ইসমাইল জানান, হামলার সময় তিনি ইমরান খানের পাশেই ছিলেন। হামলাকারী একটি অস্ত্র হাতে সোজা কন্টেইনারের সামনে চলে আসে।

    পিটিআই নেতা হাম্মাদ আজহার জানিয়েছেন, দলের সদস্য আহমদ চাত্থার শরীরে দুটি গুলি লেগেছে। তবে তিনি বিপদমুক্ত।

    পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গুলিবিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    এক টুইটে ক্ষমতাসীনদের দিকে ইঙ্গিত করে আসাদ উমর বলেছেন, থামাতে না পারলে কাপুরুষরা হত্যার চেষ্টা করে। ইমরান খানের ওপর আল্লাহর ছায়া রয়েছে।

    হামলার পর পিটিআই নেতা শাহবাজ গিল বলেছেন, ইমরান খান আমাদের লাল রেখা (রেড লাইন) এবং সেই লাল রেখা অতিক্রমের চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেছেন, ইমরান খান শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বেন।

    এদিকে, পিটিআই’র লংমার্চে গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক এবং পাঞ্জাবের মুখ্য সচিবের কাছ থেকে অবিলম্বে রিপোর্ট চাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশ দিয়েছেন তিনি। শাহবাজ বলেছেন, নিরাপত্তা ও তদন্তের বিষয়ে পাঞ্জাব সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে কেন্দ্রীয় সরকার।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আরিছ আলভি জানিয়েছেন, ইমরান খান আহত হলেও নিরাপদে রয়েছেন। তিনি বলেছেন, সাহসী ইমরান খানের ওপর জঘন্য হত্যাচেষ্টা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি নিরাপদে রয়েছেন। কিন্তু পায়ে কয়েকটি গুলি লেগে তিনি আহত হয়েছেন। আশা করি (জখম) গুরুতর নয়। এই হামলা মর্মান্তিক, উদ্বেগজনক, কলঙ্কজনক, প্রতারণামূলক ও কাপুরুষোচিত। আল্লাহ তাকে এবং আহত সবাইকে সুস্থতা দান করুন।

    ২৪ঘণ্টা/এনআর

  • টেকনাফে শরণার্থী ক্যাম্পে ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ৪

    টেকনাফে শরণার্থী ক্যাম্পে ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ৪

    ২৪ ঘণ্টা জেলার খবর : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড় এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ চালিয়েছে ডাকাত জকিরের গ্রুপের স্বশস্ত্র সদস্যরা। এতে শরণার্থী ক্যাম্পের চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    আহত ও গুলিবিদ্ধদের মধ্যে তাৎক্ষনিক চারজনের নাম জানা গেছে। এরা হলেন, ২৬নং মোচনী পাড়া ক্যাম্পের এইচ ব্লকের ২৮১নং রোমের বাসিন্দা ওমর আব্বাসের পুত্র রহমত উল্লাহ (৩০), একই ব্লকের আবু সালামের পুত্র জামাল (২৮), দুদু মিয়ার পুত্র সৈয়দ আমান (৩৫), সৈয়দ নুরের পুত্র আব্দুল সালাম (৩৫)।

    আজ মঙ্গলবার ভোরে রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    হ্নীলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার গভীর রাতে ক্যাম্প সংলগ্ন এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,আহত ও গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

    এই ঘটনার পর সাধারণ রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আবারো হামলার আশংকায় আতংকিত ক্যাম্পের রোহিঙ্গা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • লোহাগাড়ায় চুনতি পুলিশ ফাঁড়ির নাকের ডগায় ডাকাতি : গুলিবিদ্ধ ব্যবসায়ীর মামলা, আটক ১

    লোহাগাড়ায় চুনতি পুলিশ ফাঁড়ির নাকের ডগায় ডাকাতি : গুলিবিদ্ধ ব্যবসায়ীর মামলা, আটক ১

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি পুলিশ ফাঁড়ির নাকের ডগায় স্থানীয় সাবেক ইউপি মেম্বার হোসাইন আহমদের বাড়িতে সস্বস্ত্র ডাকাতির পর তাঁর ভাতিজা ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়ি ডাকাতির চেষ্টাকালে ডাকাতদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    ১৭ জুলাই (শনিবার) রাতে গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম (৫৫) বাদী হয়ে ১০/১২ জন অজ্ঞাতনামা সস্বস্ত্র ডাকাত দলের সদস্যদের আসামী করে এ মামলাটি দায়ের করেন।

    আজ শনিবার বিকেলে ডাকাতির শিকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। লোহাগাড়া থানার মামলা নম্বর ২৭, তারিখ :১৭/০৭/২০২০।

    এদিকে, এ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মাদ ইলিয়াছ নামের এক ব্যাক্তিকে শনিবার ভোরে আটক করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিম চুনতি মিরিখীল এলাকার মৃত আজম উল্লাহর ছেলে।

    এর আগে গত ১৬ জুলাই বৃহষ্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার চুনতি ইউনিয়নের মিরিখিল এলাকায় সস্বস্ত্র ডাকাতির এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম ছাড়াও তাঁর ভাই জাহেদুল আলম(৪৮) আহত হয়। জাহাঙ্গীর আলম ও জাহেদুল আলম ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। জাহাঙ্গীর আলম উপজেলা সদর বটতলী শহরের রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ।

    মামলার বাদী ব্যবসায়ী মো : জাহাঙ্গীর আলম জানান, ঘটনারদিন রাত দেড়টার দিকে আমার ভাগিনা ইঞ্জিনিয়ার নেওয়াজ তানভীর, খালাতো ভাই নাঈম উদ্দিন, মো : ইমরান, মো : জুয়েল ও চাচাতো ভাই সালমানসহ ৫জন মিলে আমাদের পারিবারিক পুকুরে বড়শী দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় দিনগত রাত ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল তাদেরকে পুকুর সংলগ্ন আমার চাচা মনির আহমদের পরিত্যক্ত বাড়ীর একটি কক্ষে নিয়ে রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৩৯ হাজার টাকা ও ৮টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এরপর আমার আরেক চাচা চুনতি ইউনিয়ন পরিষদের স্থানীয় সাবেক মেম্বার হোসাইন আহমদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা থেকে নগদ ৪০ হাজার টাকা, একটি আয়রণ ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে আমার বাড়ির গ্রিলের দরজা ভেঙে ভেতরে ঢুকার চেষ্টা করলে আমি ও ছোট ভাই জাহেদুল আলমের সাথে ডাকাতদের হাতাহাতি হয়। একপর্যায়ে আমার ডান হাতের কব্জিতে গুলি করে এবং কপালে লোহার রড় দিয়ে আঘাত করে ডাকাতরা পালিয়ে যায়। এতে আমি গুলিবিদ্ধ ও গুরতর আঘাতপ্রাপ্ত হই। এসময় আমার ভাই জাহেদুল আলমও (৪৭) আহত হয়। এ ঘটনায় গত শনিবার রাতে আমি বাদী হয়ে ১০/১২ জন অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে মামলা দায়ের করেছি।

    অন্যদিকে, চুনতি পুলিশ ফাঁড়ির সন্নিকটে অনেকটা নাকের ডগায় ডাকাতি ও ডাকাতের গুলিতে গৃহকর্তা ব্যবসায়ী গুলিবিদ্ধের ঘটনায় চরম আতংকে দিনাতিপাত করছে চুনতিবাসী।

    জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় মামলা রেকর্ড হওয়ার পর পরই মো : ইলিয়াছ নামের এক ব্যাক্তিকে আটক করেছি। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ১৫

    রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ১৫

    কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে শিশুসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

    সোমবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা গ্রুপের ভেতর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালমান-জাকির গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে পুরো রোহিঙ্গা ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। গুলিবিদ্ধ ১৫ জনের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

    শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ১৫ জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হচ্ছে।

    স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘ই’ ব্লকের দুই গ্রুপের গোলাগুলিতে ১৫ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। জকির গ্রুপ ও পুতুইয়া গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়’

  • নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সমুদা বেগম (৪০) নামে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

    পুলিশের ভাষ্যমতে,নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী । পেটের ভিতর করে ইয়াবা পাচার করত বলে জনশ্রুতি রয়েছে । তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে ।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

    এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    তিনি বলেন, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে । তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

    ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কারণে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে । এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

  • পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের বদলে পুলিশের গুলি খেলেন দুই ক্রেতা

    পেঁয়াজ কিনতে গিয়ে পেঁয়াজের বদলে পুলিশের গুলি খেলেন দুই ক্রেতা

    সিলেটে টিসিবির ট্রাক থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে গিয়ে ধাক্কাধাক্কির সময় পুলিশের ‘মিস ফায়ারে’ নারী-পথচারীসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে সোমবার বেলা সোয়া ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

    আহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচুং উপজেলার বাসিন্দা আলেয়া বেগম। তিনি বর্তমানে নগরীর আপন টাওয়ারে বসবাস করছেন। আর অপরজন হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা চন্দ্রকান্ত সিংহ। তিনি নগরীর ভাতালিয়া এলাকায় মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

    সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ক্রেতাদের অডিটোরিয়ামের ফটক দিয়ে ভেতরে প্রবেশের সুযোগ দিচ্ছিল। এর মধ্যে পেছন থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় লোড করা একটি শর্টগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়।

    প্রসঙ্গত, গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে এক ট্রাক পেঁয়াজ উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পেঁয়াজ জব্দসহ দুইজনকে আটক করা হয়। ৭ হাজার ২০০ কেজি পেঁয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা।

    পরে ওই পেঁয়াজগুলো প্রথমে নিলামে ওঠানোর কথা থাকলেও পরবর্তীতে টিসিবির মাধ্যমে খোলাবাজারে বিক্রি করার সিদ্ধান্ত হয়।

  • নাইক্ষ্যংছড়িতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

    নাইক্ষ্যংছড়িতে বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

    বান্দরবা‌নের নাইক্ষ্যংছ‌ড়ি‌র ঘুমধু‌মের রেজুমুখে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) ক‌য়েকজন সদস্য‌কে লক্ষ্য ক‌রে মাদক ব্যবসায়ীরা গু‌লি করেছে। এতে দুই বি‌জি‌বি সদস্য গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন।

    সোমবার (১১ ন‌ভেম্বর) রাত ৯টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

    আহতরা হলেন- সৈ‌নিক ফ‌রিদ উ‌দ্দিন‌ (২৪) ও সৈ‌নিক মৃত্যুঞ্জয় (২৩)।

    এর মধ্যে ফরিদ উদ্দিনকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আর মৃত্যুঞ্জয়কে বিজিবি সেক্টর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    কক্সবাজার বি‌জি‌বির রি‌জিয়ন কমান্ডার সা‌জেদুর রহমান বলেন, ‘টহলের সময় মাদক বিক্রেতারা গু‌লি চালা‌লে দুজন গু‌লি‌বিদ্ধ হন। প‌রে ফ‌রিদ উ‌দ্দিন‌কে সিএমএইচে ও মৃত্যুঞ্জয়‌কে রামু সাম‌রিক হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়।’

    সা‌জেদুর রহমান জানান, নাইক্ষ্যংছ‌ড়ির ঘুমধু‌মের সীমা‌ন্তের রেজুমুখ বি‌জি‌বির সদস্যরা টহল দেওয়ার সময় থোয়াইংগা পাড়ায় মাদক বিক্রেতারা গু‌লি চালায়। এসময় তা‌দের গু‌লি‌তে দুই বি‌জি‌বি সদস্য গু‌লি‌বিদ্ধ হ‌ন। প‌রে পু‌লিশ ও বি‌জি‌বি ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধার ক‌রে।

  • টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

    টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

    টেকনাফে চলমান মাদক উদ্ধার অভিযানে পুলিশ-বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ-বিজিবির ৫জন সদস্য আহত হয়েছে।

    ২০ অক্টোবর (রবিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ থানা পুলিশের হাতে আটক একাধিক মামলার আসামী ও মাদক কারবারী সদর ইউপির ডেইল পাড়ার ছালেহ আহমদের পুত্র মোঃ আজিজ (২৪) স্বীকারোক্তিতে মহেশখলিয়াপাড়া নৌকাঘাটে অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে যায়।

    তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এসআই কামরুজ্জামান (৫০), এএসআই মিশকাত (৩৩) ও কনস্টেবল রোমন দাশ(৩০)গুলিবিদ্ধ হয়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। পরে উভয়পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ ৩ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ আজিজকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

    হাসপাতালে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদক কারবারী আজিজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাতে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

    এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

    অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং ঊনছিপ্রাং বিওপির এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির সাথে গোলাগুলিতে দুই বিজিবি জওয়ান আহত হলেও এক মাদক কারবারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে মারা যায়।

    অপর দিকে ২০ অক্টোবর রাতের প্রথম প্রহরের দিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং ক্যাম্পের একটি টহল দল মদিনার জোরা নামক খালে অবস্থান নেয়। সেখানে এক ব্যক্তি ঘোরা-ফেরা করতে দেখার কিছুক্ষণ পর ১টি নৌকা আসলে ঐ ব্যক্তি এগিয়ে যায়। বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা দূর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবির দুই সদস্য আহত হয়। তখন বিজিবিও প্রাণ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

    কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ৬০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অবস্থায় কাঁদার মধ্যে পরিত্যক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তখন আহত ব্যক্তি মধ্যম কাঞ্জর পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ রহিম উদ্দিন (৩৭) ওরফে রফিক বলে পরিচয় দেয়।

    সেখানে আহত দুই বিজিবি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ রহিমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

    এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।