Tag: গুলি করে হত্যা

  • রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

    রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে সৈয়দ হোসেন প্রকাশ ওরফে কালা বদ্দা (৩৫) নামের এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।

    বুধবার (৮ মার্চ) ভোরে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে এই ঘটনা ঘটে।

    নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত রোহিঙ্গা ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করত।

    এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

  • আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

    আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

    আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারীরা হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারীদের বয়স ১৮ থেকে ২০। দু’টি পৃথক ঘটনায় ওই নারীদের হত্যা করা হয়েছে তবে এসব হত্যাকাণ্ডের মধ্যে সমন্বয় ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পর চতুর্থ আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রধান হামলাকারীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

    দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানের হামলার শিকার হচ্ছেন। যে তিনজন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন। ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি এ তথ্য নিশ্চিত করেছেন।

    বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুরসাল ওয়াহিদি নামের এক নারী কর্মী বাড়ি ফেরার পথে বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে। বাকি দু’জন হলেন শাহনাজ এবং সাদিয়া। তারা পৃথক হামলায় নিহত হয়েছেন। ওই নারী কর্মীরাও বাড়ি ফেরার পথেই তাদের ওপর হামলা চালানো হয়।

    এএফপিকে জালমাই লাতিফি বলেন, ‘তাদের সবার মৃত্যু হয়েছে। তারা কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।’ এক মুখপাত্র জানিয়েছেন, হামলার ঘটনায় আহত এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

    ইনিকাস টিভি স্টেশন জানিয়েছে, তাদের ১০ জন নারী কর্মী আছে। এর আগে গত ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ নামে এক সংবাদ উপস্থাপিকা নিহত হন। এ পর্যন্ত তাদের চারজন নারী কর্মী নিহত হয়েছেন। এদিকে, গত মাসেই রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে হত্যা করা হয়।

  • গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

    গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

    গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য হামিদুল শরীফ (৪০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

    পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে হামিদুল গোপীনাথপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি যাওয়ার পথে গোপীনাথপুর স্কুলের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে চারটি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সাথে কথা বলেছেন পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান।

    নিহত হামিদুল শেখ গোপীনাথপুর শরীফপাড়া এলাকার মৃত কালা শরীফের ছেলে।

    কি কারণে তাকে হত্যা করা হয়েছে এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

  • বোয়ালখালীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, মুক্তিযোদ্ধাসহ গুলিবিদ্ধ ২ জন

    বোয়ালখালীতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা, মুক্তিযোদ্ধাসহ গুলিবিদ্ধ ২ জন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বোয়ালখালীতে মো. নাছির (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নাছিরের পিতা মুক্তিযোদ্ধা আলী মদন ও ছোট ভাই লোকমান আহত হয়েছেন।

    শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ১১ টার দিকে চরণদ্বীপ ইউনিয়নের খলিল তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় জড়িত স্থানীয় হাছি মিয়ার দুই ছেলে শওকত ও জসিমকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    স্থানীয়রা জানান, রাতে চরণদ্বীপের এক ধন্যাঢ্য ব্যক্তি খলিল তালুকদার বাড়ী এলাকায় যাকাতের টাকা বিলি করছিলেন। এসময় স্থানীয় হাছি মিয়ার ছেলে জসিম আর লোকমানের সাথে বাদানুবাদের সৃষ্টি হয়। এ নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটে যায়।

    এসময় জসিমের ভাই শওকত বন্দুক নিয়ে এ ঘটনায় অংশ নিয়ে লোকমানকে মারধর করতে থাকে। পরবর্তীতে লোকমানকে বাঁচাতে নাছির ও তার পিতা মুক্তিযোদ্ধা আলী মদন এগিয়ে আসলে তারা গুলিবিদ্ধ হন।

    খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ নাছিরের লাশ উদ্ধার করেন। আহতদের হাসপাতালে প্রেরণ করেন।

    এসময় অভিযান চালিয়ে শওকত ও তার ভাই জসিমকে আটক করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

    তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত অব্যাহত রয়েছে। নিহত, আহত ও হামলাকারীরা একই এলাকার বাসিন্দা।

    জানা গেছে, নিহত নাছির চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের অনুসারী। সে যুবলীগ নেতা। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে। এর মধ্য একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিলেন নাছির। তাকে ২০১৯ সালে ফ্রেবুয়ারী মাসে অস্ত্রসহ গ্রেফতার করেছিলো পুলিশ।

    অন্যদিকে শওকত আরেক যুবলীগ নেতা মাহলুমের অনুসারী। নাছির আর শওকতের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

    ২৪ ঘণ্টা/এম আর/পূজন

     

     

  • মসজিদে নামাজ পড়া অবস্থায় সোমালিয়ার সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

    মসজিদে নামাজ পড়া অবস্থায় সোমালিয়ার সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

    করোনাভাইরাসের এই সংকটের মুহূর্তে দুঃসংবাদ সোমালিয়ার ক্রীড়াঙ্গনে। দেশটির জাতীয় দলের সাবেক গোলরক্ষক আব্দিওয়ালি ওলাদ কনইয়ারেকে মসজিদের ভেতর গুলি করে হত্যা করা হয়েছে।

    দেশটির ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে আফগুয়ে শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ঘটনার সময় আব্দিওয়ালি মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন।

    আব্দিওয়ালি ওলাদ ২০১৫ সালে ফুটবল থেকে অবসর নেন। তারপর শুরু করেন কোচিং ক্যারিয়ার। ৩৯ বছর বয়সী আব্দিওয়ালি বর্তমানে সোমালিয়া যুব দলের গোলকিপার কোচ হিসেবে কাজ করছিলেন। তিনি সিএএফ ‘বি’ কোচিংয়ের লাইসেন্সও পেয়েছিলেন।

    ২৪ ঘন্টা/এম আর

  • জার্মানিতে ৮ জনকে গুলি করে হত্যা

    জার্মানিতে ৮ জনকে গুলি করে হত্যা

    জার্মানির হানাউ শহরে আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

    কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভিন্ন দু’টি স্থান থেকে গুলি ছোড়া হয়।

    স্থানীয় সংবাদ মাধ্যম হেসিসশার রুন্ডফংকের রিপোর্টে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে হানাউ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হুক্কা (সীসা) বারে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারার তিনজন। এরপর তারা পাশের আরেকটি বারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হন অনেকে।

    পুলিশ জানায়, হানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ১৭ মাইল পূর্বে অবস্থিত। হামলাকারীরা গাঢ় রঙের গাড়িতে করে পালিয়ে গেছে। তাদের ধরতে ব্যাপকভাবে তল্লাশি শুরু করা হয়েছে। এজন্য হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে যে কোনো তথ্য জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    হানাউ থেকে পাওয়া ভিডিও এবং ছবিতে শহরের অন্ধকার রাস্তাগুলো লাল-সাদা টেপে আবদ্ধ দেখা যাচ্ছে।

  • উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

    উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

    উত্তর কোরিয়ায় কোয়ারেন্টাইন পয়েন্ট থেকে বেরিয়ে গণ-শৌচাগারে যাওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, গণ-শৌচাগার ব্যবহার করায় করোনা বিস্তারের ঝুঁকি বিবেচনা করে তার এই সর্বোচ্চ শাস্তি কার্যকর করেছে উত্তরের প্রশাসন।

    এদিকে, হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, প্রদেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১০ জনে। চীনের মূল ভূখণ্ডে মোট মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১৩৫৫ জন। এছাড়া মধ্যে চীন ছাড়া হংকং ও ফিলিপাইনে দু’জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    দক্ষিণ কোরিয়ার দৈনিক ডং-এ ইলবো এক প্রতিবেদনে বলছে, গণ-শৌচাগারে যাওয়ার কারণে করোনাভাইরাস বিস্তারের আশঙ্কায় ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করা হয়।

    স্থানীয় সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এই দৈনিক বলছে, সম্প্রতি চীন ভ্রমণ করে দেশে ফেরার পর ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছিল। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব-সতর্কতা হিসেবে উত্তর কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন।

    তবে এখন পর্যন্ত উত্তর কোরিয়া দেশটিতে করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করেনি। কিন্তু চীন সীমান্তের এই দেশটি করোনার বিস্তার ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। শরীরে করোনার উপস্থিতি না পাওয়া গেলেও চীনাদের সঙ্গে সম্পর্ক রয়েছে অথবা সম্প্রতি চীন ভ্রমণ করেছেন; এমন যেকোনও ব্যক্তিকে আইসোলেশনে রাখার নির্দেশ দিয়েছেন কিম জং উন।

    শীর্ষ নেতার এমন নির্দেশ যারা অমান্য করবেন। বিশেষ করে অনুমোদন ছাড়া কোয়ারেন্টাইন থেকে বের হলে যে কাউকে সামরিক আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে ডিক্রি জারি করা হয়েছে উত্তর কোরিয়ায়। এদিকে চীন ভ্রমণ শেষে কর্তৃপক্ষের নজর এড়িয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে নির্বাসনে পাঠিয়েছে পিয়ংইয়ং।

    উত্তর কোরিয়ায় সরকারি নির্দেশ উপেক্ষা করে চলা খুবই কঠিন। এছাড়া দেশটিতে প্রত্যেক বছর অনেকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তা যাচাই করা যায় না। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের ব্যর্থ সম্মেলনের পর উত্তর কোরিয়ার শীর্ষ এই নেতার জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে নির্বাসনে পাঠানো হয় বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে পরে ওই কর্মকর্তাকে জনসম্মুখে কিম জং উনের পাশে দেখা যায়।

    বুধবার পিয়ংইয়ংয়ের এক ঘোষণায় করোনা মোকাবেলায় কোয়ারেন্টাইনের সময় বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে বলে জানানো হয়। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা এই ভাইরাসে সন্দেহভাজন আক্রান্তদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছেন।

    বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন কোরীয় উপদ্বীপের এই রাষ্ট্রটির প্রধান কূটনৈতিক মিত্র চীনের সঙ্গে প্রায় সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। বিদেশি পর্যটক নিষিদ্ধ, সড়ক ও রেলপথে চলাচলে ব্যাপক বিধি-নিষেধ আরোপের পাশাপাশি চীনের সঙ্গে আকাশপথের যোগাযোগও কমিয়ে এনেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চলে ব্যাপক সামরিক সমাবেশ ঘটানো হয়েছে।

    ২০০২-২০০৩ সালের দিকে চীনে সার্স ভাইরাসের মহামারির সময়ও একই ধরনের কোয়ারেন্টাইন ব্যবস্থা গ্রহণ করেছিল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া বলছে, সেই সময় সার্সে আক্রান্ত কোনও রোগী পাওয়ার তথ্য জানায়নি উত্তর কোরিয়া।

    গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ঘটে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বিশ্বের ২৪টি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৬৩ জন।

    চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, চীনে এখন পর্যন্ত মোট ৫৯ হাজার ৮০৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু বুধবারই দেশটিতে ১৫ হাজার ১৫২ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। চীনা ভূখণ্ডেই গত ডিসেম্বর থেকে বুধবার পর্যন্ত করোনায় প্রাণ গেছে এক হাজার ৩৬৭ জনের। তবে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে বুধবার। ওইদিন দেশটিতে করোনা আক্রান্ত কমপক্ষে ২৫৪ জন মারা গেছেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নামকরণ করেছে কোভিড-১৯ নামে। আরও লাখ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

  • আট সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা

    আট সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা

    আট সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এক রুশ সেনা। এ সময় অন্তত দুজন সেনা আহত হন।

    শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় শহর চিতার গোর্নি এলাকার একটি সেনাঘাঁটিতে এ ঘটনা ঘটে।

    রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দায়ী সেনাসদস্য সম্ভবত মানসিক সমস্যায় ভুগছেন। তাকে আটক করা হয়েছে। নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করা হয়নি।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাসদস্যদের দায়িত্বের দৈনিক পালাবদলের সময় হামলার ওই ঘটনাটি ঘটে।

    ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে কারতাপোলভ।