Tag: গৃহবধু

  • আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা

    আনোয়ারায় গৃহবধূর আত্মহত্যা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় গলায় ওড়না পেচিঁয়ে শিরিন আক্তার সুমি (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে শিরিন। সকাল থেকে দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরে দরজা ভেঙ্গে তার সন্তানেরা মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, উপজেলার হাজীগাঁও গ্রামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান ওসি।

    নিহত শিরিন আক্তার সুমি কুমিল্লার মুরাদ নগরের টিটু মিঞার কন্যা এবং আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের নুরুজ্জামানের পুত্র মো. রাশেদ (৩০)’র স্ত্রী। তাদের সংসারে দুজন সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

    ২৪ ঘণ্টা/ জাবেদুল/আর এস পি

  • অপহরণ নয়, দুই সন্তানসহ প্রেমিকের সাথেই পালিয়েছে গৃহবধু!

    অপহরণ নয়, দুই সন্তানসহ প্রেমিকের সাথেই পালিয়েছে গৃহবধু!

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : দুই সন্তান নিয়ে উধাও হয়ে সাতদিন পর ফিরে এসেছে চট্টগ্রামের বোয়ালখালীর কুয়েত প্রবাসী ফখরুদ্দিন রুবেলের স্ত্রী ফাতেমা আক্তার নিপা।

    এর আগে পরিবারের সন্দেহ ছিলো সন্তানসহ তাকে অপহরণ করা হয়েছে। ওই সন্দেহের জেরে তাদের উদ্ধারে নেমেছিলো পুলিশ। কিন্তু সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের তৎপরতায় ওই নারী সাতদিন পর ফিরে এসেছে।

    মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ওই নারী দুই সন্তান নিয়ে চট্টগ্রাম নগরীতে ফিরে আসার পর কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের হেফাজতে নেয়। এরপর তাদের জিডিমূলে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

    হেফাজতে পুলিশের কাছে ওই নারী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় তার আট বছরের প্রেমিক সীতাকুণ্ডের ভাটিয়ারির বাসিন্দা দুবাই প্রবাসী বাবুর সাথে পালিয়ে গিয়েছিলো। পুলিশ জানায়, তার ছেলে আদনান সাইদ অয়ন (৪) ও মেয়ে ফাহমিদা জাহান রিমিকে (২) সাথে নিয়ে প্রেমিক বাবুর সাথে ঢাকায় পালিয়ে গিয়েছিলো। নিপার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি বোয়ালখালী উপজেলায়।

    জানা যায়, গত ১২ নভেম্বর চট্টগ্রাম নগরীর আমান বাজার থেকে সিএনজি অটো রিকশা নিয়ে বোয়ালখালী উপজেলার শাকপুরায় নিজ বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়েছিলেন। অটোরিকশাটি কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গেলে দুই সন্তানসহ উধাও হয়ে যান ওই গৃহবধু।

    পরে তাদেরকে অপহরণ করা হয়েছে ভেবে গৃহবধুর মা নগরীর চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডিতে তিনি উল্লেখ করেন কাপ্তাই রাস্তার মাথায় তিনি অটো রিকশা দাঁড় করিয়ে কাপড় কিনতে নামলে মাত্র দশমিনিটের মধ্যে সিএনজিসহ তার মেয়ে ও নাতনিরা উধাও হয়ে গেছে।

    কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মঈনুল ইসলাম বলেন, দুই শিশু সন্তানসহ গৃহবধু উধাও হওয়ার ঘটনাটি বিভিন্ন সামাজিক মাধ্যম ও পত্রিকায় চাঞ্চল্য সৃষ্টি করলে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরির উপর ভিত্তি করে মামলাটির তদন্তভার নেয় চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

    তিনি বলেন, অপহরণ ধরেই তদন্ত করতে গিয়ে বাস্তবে ঘটনার চিত্র উঠে আসে ভিন্ন। উধাও হওয়ার ঘটনাস্থলের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে নিশ্চিত হয়েছি ওই গৃহবধূ অপহৃত হয়নি।

    ঘটনাটি তদন্তে ইউনিটের বিভিন্ন সদস্যরা যখন ওই নারীকে উদ্ধারে কাজ শুরু করেছে এবং তার প্রেমিক বাবুর সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছিল তখন মঙ্গলবার সকালে সে দুই সন্তানসহ চট্টগ্রামে ফিরে আসে। পরে তাকে পুলিশ হেফাজতে নিলে সে স্বীকার করেন তার দুই সন্তানসহ তার প্রেমিকের সাথেই সে ঢাকায় পালিয়েছিলো। পুলিশ জানায়, সাত বছর আগে বিয়ে হওয়ার এক বছর আগে থেকেই বাবুর সাথে প্রেমের সম্পর্ক ছিল গৃহবধুর ফাতেমা আক্তার নিপা (২৫)র।

  • ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধুকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

    ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধুকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

    চট্টগ্রামের হাটহাজারীতে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণের অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

    আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মোতাহের আলী এই রায় দেন।

    ২৪ ঘন্টা ডট নিউজকে তথ্যটি নিশ্চিত করেন মামলায় বাদী পক্ষের আইনজীবি এম এ নাসের। তিনি বলেন, ধর্ষিত গৃহবধূসহ ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ধারায় তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে। তাছাড়া প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।

    আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত আসামীরা হলেন, মৃত আব্দুল শুক্কুরের ছেলে মো. সোহেল (৩২), মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (২৮) ও মৃত তোফায়েল আহম্মেদের ছেলে ফয়েজ আহমদ (৩০)। তারা প্রত্যেকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

    দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ মে রাতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি বাড়িতে দলবেঁধে প্রবেশ করে একদল যুবক। এসময় তাদের কাছে থাকা অস্ত্রের মুখে সন্তানদের জিম্মি করে এক গৃহবধুকে গণধর্ষণ করে যুবকরা।

    পরে এ ঘটনায় হাটহাজারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ধর্ষিত গৃহবধূর স্বামী। মামলার পর থেকে বিভিন্ন স্থানে অবিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সোহেল, ফয়েজ ও মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে গ্রেফতার সোহেল ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

    ২০১৭ সালের ১৭ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে গত বছরের ৪ অক্টোবর অভিযোগ গঠন করে আদালত।