২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ লাকি প্লাজার সামনে বাসচাপায় নিহত হয়েছে স্বপ্না বড়ুয়া (৫২) নামের এক গৃহবধু। ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্বপ্না ফটিকছড়ি উপজেলার ফতেয়াপুর ইউনিয়নের দিলীপ বড়ুয়ার স্ত্রী বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল তথ্যটি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার সময় বাসচাপায় গুরুতর আহত এক নারীকে চমেক হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
বেলা সাড়ে ১১টার সময় নিহত নারীর ভাই সুমন বড়ুয়া মেডিকেলে খোঁজ নিতে এসে জানতে পারে তার বোন সকালে বাস চাপায় নিহত হয়েছে। তার বরাতে জহিরুল বলেন, স্বপ্না বড়ুয়া ডায়াবেটিকস রোগে আক্রান্ত ছিলেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অন্যান্য দিনের মত বৃহস্পতিবার সকালে সে হাটতে বের হলে দুর্ঘটনাটি ঘটে।