Tag: গৃহবধুর মৃত্যু

  • ফটিকছড়িতে বেড়ার ঘরের ছপ্পর ভেঙ্গে গৃহবধুর মৃত্যু, আহত-২

    ফটিকছড়িতে বেড়ার ঘরের ছপ্পর ভেঙ্গে গৃহবধুর মৃত্যু, আহত-২

    ২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ভেড়ার ঘরের ছাদ (ছপ্পর) ভেঙ্গে জিনিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।

    জানা যায়, একচালা বেঁড়ার ঘরের ছাদে অতিরিক্ত লাকড়ী রাখায় হঠাৎ ছাদটি ভেঙ্গে নিহত গৃহবধুর মাথার উপর পড়লে প্রতিবেশিরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত গৃহবধুর দুই কন্যা সন্তানও আহত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • বোয়ালখালীতে বিষপান,৭ দিন পর ঢাকায় গৃহবধূর মৃত্যু

    বোয়ালখালীতে বিষপান,৭ দিন পর ঢাকায় গৃহবধূর মৃত্যু

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানের ৭দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৈশাখী দে (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

    নিহত বৈশাখী দে উপজেলার দক্ষিণ জৈষ্ঠ্যপুরা গ্রামের প্রবাসী সুজন দে এর স্ত্রী। তাদের সংসারে অংকন দে নামের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

    স্থানীয়রা জানায়, বৈশাখী দে গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সকালে তার ছেলেকে মারধর করে। এ নিয়ে বৈশাখীর শ্বশুড় রণজিৎ দে ও দেবর সুমন দে বকাবকি করেন। এতে বৈশাখী অভিমান করে কীটনাশক খেয়ে ফেলেন।

    মুমূর্ষ অবস্থায় স্বজনরা বৈশাখীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে বৈশাখীর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় বৈশাখী শনিবার ভোরে মারা যান।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফরুকী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।