২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ভেড়ার ঘরের ছাদ (ছপ্পর) ভেঙ্গে জিনিয়া আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়া আক্তার স্থানীয় আবুল কাশেমের স্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, একচালা বেঁড়ার ঘরের ছাদে অতিরিক্ত লাকড়ী রাখায় হঠাৎ ছাদটি ভেঙ্গে নিহত গৃহবধুর মাথার উপর পড়লে প্রতিবেশিরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত গৃহবধুর দুই কন্যা সন্তানও আহত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।