Tag: গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

    ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রহস্যজনকভাবে মারা গেছে সুলতানা আক্তার (২০) নামে এক গৃহবধূ।

    বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ব্রহ্মোত্তর দক্ষিণ পাড়া গ্রামে মৃত্যুর ঘটনাটি ঘটে।

    শ্বশুর বাড়ির লোকজনের দাবি, মেয়েটি সবার অজান্তে নিজ কক্ষে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। তবে মৃতের পরিবারের দাবি-যৌতুকের দাবিতে মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

    অন্যদিকে ময়নাতদন্তের পর রিপোর্ট এলেই হত্যা না আত্মহত্যা সেই রহস্যের উম্মোচন হবে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, মৃত সুলতানা আক্তার উপজেলার পোমরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাইনী পাড়া গ্রামের আবুল কদরের মেয়ে এবং ব্রহ্মোত্তর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আকতার হোসেনের স্ত্রী।

    রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, খবর পেয়ে থানার একটি টিম সেখানে পৌছালে ঘটনাস্থল কক্ষের দরজাটি ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। ফলে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

    তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে হত্যা না আত্মহত্যা সেই বিষয়ে জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

    যশোরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

    যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে রিতু খাতুন (২২) নামে একজন গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশের এই মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় রিতু খাতুনের স্বামী মো. মামুনকে (২৪) আটক করেছেন। তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।

    পুলিশ জানিয়েছেন, নিশ্চিন্তপুর গ্রামের আব্দুর রহমান ওরফে আব্দুলের ছেলে মামুনের সাথে ৪ বছর আগে বিয়ে হয়েছিলো, কেসমত গ্রামের ওহাব আলীর মেয়ে রিতুর। কিন্তু বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো।

    এরই জের ধরে ৩মাস আগে রিতু পিতার বাড়িতে চলে যায়। এরপর গত (১০ জুন) পিতার বাড়ির লোকজন তাকে নিশ্চিন্তপুর গ্রামে স্বামীর বাড়িতে রেখে যান। পরদিন (১১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্বামীর বাড়িতে রিতুর রহস্যজনক মৃত্যু হয়।

    এই ঘটনায় তার পিতা কোতয়ালি থানায় ১টি অপমৃত্যু মামলা করেন। কিন্তু রিতুকে হত্যা করা হয়েছে না-কি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এই কারণে পুলিশ রিতুর স্বামীকে আটক করেছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়