২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে গত দুই দিনে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৭টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। এতে গৃহহারা হয়ে পড়েছে ওই সকল পরিবারের প্রায় শতাদিক সদস্য।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মহানন্দাবাদ গ্রামের মাতাইয়া চৌধুরী বাড়িতে প্রথম অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় একই বাড়ির ১৪টি পরিবারের বাসস্থান।
পরের দিন আজ শনিবার (১৪ মার্চ) পুনরায় আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটে একই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের তেতৈয়া গ্রামের মাঈন ভূইয়াঁ বাড়ির ডাক্তার সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের ঘরে। এতে একই বাড়ির তিনটি পরিবার গৃহহীন হয়ে যায়।
অগ্নিকান্ডে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ফানির্চার, প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
উভয় অগ্নিকান্ডের ঘটনায় ১৭টি পরিবারে প্রায় শতাদিক সদস্য বাসস্থান হারা হয়ে খোলা আকাশের নিজে জীবন যাপন করছে। পৃথক দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন আবু সুফিয়ান, আইয়ুব খাঁন, শেখ ফরিদ, আজিজুল হক, মো. দিদারুল আলম, মিজানুর রহমান, ওয়ারেত উল্লাহ, মোহাম্মদ বাচ্চু, নুরনবী, হকসাহেব, শাহজাহান, বাদশা ও মো. হাসান,ডাক্তার সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।
ক্ষতিগ্রস্থ দিদারুল আলম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মঘাদিয়ার অস্নীকান্ড হক সাহেবের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তেতৈয়ার অগ্নিকান্ডের সূত্রপাত হয় গ্যাসের সিলিন্ডার থেকে।
ক্ষতিগ্রস্থ শেখ ফরিদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ১৪টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, ফ্রিজ, টিভি, মোবাইল, আসবাবপত্র, পাসপোর্ট, জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ আবু সুফিয়ান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, তিনি নতুন ঘর নির্মাণের জন্য রক্ষিত নগদ ৪ লাখ টাকা পুড়ে গেছে। ঘরের দরজায় তালা লাগিয়ে পরিবারের সবাই দাওয়াতে ছিলেন। কিছুই রক্ষা করা যায়নি।
এই বিষয়ে স্থানীয় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চোর ডাকাতে কতটুকু সম্পদ নিতে পারে। কিন্তু আগুনে কিছুই থাকেনা। আমি বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করেছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হবে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার ষ্টেশন ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তানভীর আহম্মেদ। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত উভয় ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের কর্মীরা প্রাণপন চেষ্টা করে আগুন নিয়স্ত্রনে আনতে সক্ষম হয় অন্যথায় ক্ষয় ক্ষতির পরিমান আরো বেড়ে যেতো বহুগুন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর একটি তালিকা করে পয়োজনীয় সাহায্য পাঠানো ব্যাবস্থা নেওয়া হয়েছে।
২৪ ঘন্টা/আশরাফ/আরএসপি