Tag: গোলরক্ষক

  • সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

    সাফের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

    বাংলাদেশ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠতে পারেনি। দক্ষিণ এশিয়ার ফাইনালের মঞ্চে না উঠতে পারলেও বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন।

    টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।

    বাংলাদেশ দল গতকাল দেশে ফিরেছে। আজ ফাইনালে মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি জিকো। তাই তার পক্ষ হয়ে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।

    বাংলাদেশ সাফে চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে পাঁচটি গোল হজম করেছে। জিকো পাঁচ গোল হজম করলেও ভালো কিপিং করেছেন। বিশেষ করে সেমিফাইনালে তার অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে সক্ষম হয়।

    টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের সুনীল ছেত্রী। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

    সাফ সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের পদক ও ট্রফি দেন।

  • ট্রাক চাপায় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যু

    ট্রাক চাপায় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানের মৃত্যু

    সড়ক দুর্ঘটনা কেড়ে নিল সম্ভাবনাময় এক ক্রীড়াবিদের প্রাণ। মাত্র ২১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের হয়ে গত ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন। পাশাপাশি তিনি জাতীয় যুব হ্যান্ডবল দলেও খেলতেন।

    আজ শুক্রবার সকালে সকালে কুষ্টিয়ার হোসেনাবাদ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সোহান। দূরপাল্লার একটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক দিয়ে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার পর তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকায় আনার পথেই মৃত্যু হয় সোহানের।
    এই তরুণ ক্রীড়াবিদের মৃত্যুতে বাংলাদেশের হ্যান্ডবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    এই মর্মান্তিক ঘটনায় যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ।

  • ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক সিজার ঢাকায়

    ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক সিজার ঢাকায়

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উৎযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আমন্ত্রণে প্রথম অতিথি হিসেবে ঢাকায় প্রথমবারেরমতো পা রাখলেন ব্রাজিলেরর সাবেক তারকা গোলরক্ষকে জুলিও সিজার।

    আজ (২২ জানুয়ারি) বাংলাদেশে সময় বিকেল ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি।

    প্রথমবারের মতো বাংলাদেশে এসে নিজের অনুভুতি প্রকাশ করে গণমাধ্যমে জুলিও সিজার বলেন, “এই প্রথম বাংলাদেশে এলাম। এখানকার ফুটবল সম্পর্কে আমি বেশি কিছু জানি না। তবে এখানে এসেছি…এখানকার ফুটবল সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এখানে আসতে পেরে আমি আসলেই খুশি। ফিফা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।”

    নিজের দেশের ফুটবল সম্পর্কে তিনি বলেন, “ব্রাজিল ফুটবলের অন্যতম পরাশক্তি। আমাদের অনেক আইডল আছে, যেমন, রোনালদিনিয়ো, নেইমার, কাকা….বিশ্বের অনেক মানুষ যে আমাদের সমর্থন করবে এটা স্বাভাবিক।”

    উল্লেখ্য, আগামীকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন সিজার। এরপর দুপুরে বাফুফে ভবনে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের সঙ্গে এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ফটোসেশন করবেন। বিকেল সাড়ে ৩ টায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন। বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-বুরুন্ডির সেমি-ফাইনালও দেখবেন বলে বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।