Tag: গোয়েন্দা পুলিশের

  • গোয়েন্দা পুলিশের অভিযানে তরিকত নেতাসহ ৪ ইয়াবা পাচারকারী গ্রেফতার

    গোয়েন্দা পুলিশের অভিযানে তরিকত নেতাসহ ৪ ইয়াবা পাচারকারী গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৩৬ হাজার পিস ইয়াবা। অভিযানে ইয়াবার চালানে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাসহ ৪ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

    গত (৯ মার্চ) সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা ও ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. আইয়ুব (৫৫), মো. দিদার হোসেন (২৮), তাপস চন্দ্র বাবু (৪৮) ও তাপস সরকার (২২)।

    মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ইয়াবা পাচার দলের সক্রিয় সদস্য। তারা টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।

    গোপন তথ্যে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চারজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু করা হয়েছে।

    ভুজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহও ঘটনার সত্যতা স্বীকার করেন।

    উল্লেখ্য, তাপস চন্দ্র বাবু ভুজপুর ইউনিয়ন পরিষদের গেল নির্বাচনে তরিকত ফেডারেশনের সমর্থন নিয়ে ফুলের মালা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন।