সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।
জানা যায়, জিপিএইচ ইস্পাত লিঃ এর রড তৈরী কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয়। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় রঞ্জিত দাশের দেহ।
লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।