Tag: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে

  • সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের দেহ ছিন্নভিন্ন

    সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের দেহ ছিন্নভিন্ন

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত লিঃ এর রড তৈরী কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয়। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় রঞ্জিত দাশের দেহ।

    লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

  • চট্টগ্রামের ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

    চট্টগ্রামের ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক :  চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় ওই এলাকার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একটি ওয়ার্কশপে ঘটনাটি ঘটে। আহতরা সবাই ওই ওয়ার্কশপের শ্রমিক।

    আহতরা হলেন, ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব(১৮), নুরুল আলম (৩৫), এনায়েত এবং আজম। বর্তমানে আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের লিডার হেলাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সুত্রপাত ঘটে বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে। খবর পায় ১১ টা ১০ এ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যান।

    ফায়ার স্টেশনের এ কর্মকর্তা জানান, ওয়ার্কশপটির বাইরে রাস্তার উপর বসে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে সিলিন্ডারটি টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার সময় ইপিজেড এলাকার জাহাজ কাটার এক ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত পাঁচজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের অনেকের অবস্থা গুরুতর।

  • চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

    চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

    চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইনের বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ২৫ জনদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

    পাথরঘাটার কুঞ্জমনি বড়ুয়া ভবন এবং জসিম ভবনের মাঝামাঝি বিস্ফারণ ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়েই বেশী মানুষ হতাহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তার করা হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অবস্থায় ৫ জনকে মৃত্যু ঘোষণা করা হয়। পরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তবে, দগ্ধসহ আহত ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, গ্যাস লাইন বিস্ফোরণে একটি ভবনের দেওয়াল ধসে পড়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দেওয়ালের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেওয়ালের নিচে পথচারী চাপা পড়ে আছে।