Tag: গ্রন্থের মোড়ক উন্মোচন

  • ঠাকুরগাঁওয়ে কবি আফসার আলীর গ্রন্থের মোড়ক উন্মোচন

    ঠাকুরগাঁওয়ে কবি আফসার আলীর গ্রন্থের মোড়ক উন্মোচন

    ঠাকুরগাঁও প্রতিনিধি: আজ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সম্মেলন। ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ। মোড়ক উন্মোচন, সাহিত্যের আলোচনা, গুণীজন সম্মননার মধ্য দিয়ে লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে ।

    লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি জুনায়েদ কবীর বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অনুপম মনি। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সোহাগ, দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত।

    বিশেষ পর্বে শব্দশিল্প ঘর প্রকাশনের ব্যানারে কবি ও ছড়াকার মো. আফসার আলী রচিত-‘খোকার স্বপ্ন’ নামক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় কবি ও ছাড়াকার মো. আফসার আলী তাঁর অনুভূতি ব্যক্ত করেন। আলেচনা করেন শব্দশিল্প ঘর এর পরিচালক গোলাম সারোয়ার সম্রাট।

    আলোচক হিসেবে ছিলেন লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদ-দীন, বিশিষ্ট কবি ও গল্পকার সরকার ফজলুল হক।

    বেলা সাড়ে ৩টায় ধারাবাহিক ভাবে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা এবং গুণীজন সাহিত্য সম্মননা অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে বছরের গুণীজন সাহিত্য সম্মননা প্রদান করা হয় জেলার বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক কবি আশরাফ উল আলমকে।

    এ সাহিত্য সম্মেলনে সংগঠনের প্রায় ১৫ জন কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগীয় লেখক পরিষদ ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক রাফিক আহানজ।

    ২৪ ঘণ্টা/গৌতম চন্দ্র বর্মন

  • ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

    ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।

    ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়।

    আগামীকাল সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের নায়ক, নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি।

    আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

    ২৪ ঘণ্টা/এম আর