Tag: গ্রেপ্তার

  • চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী গ্রেপ্তার

    চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী গ্রেপ্তার

    চট্টগ্রামের দামপাড়ায় বাসে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগ।

    পুলিশ বলছে, গ্রেপ্তাররা তাঁদের শীর্ষ নেতাদের নির্দেশে বাসে আগুন দিয়েছেন।

    মঙ্গলবার চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন।

    গ্রেপ্তারকৃতরা হলেন হৃদয় (২২), নাজির শরীফ (২১) ও রায়হান (২৪)।

    উপপুলিশ কমিশনার সাদিরা খাতুন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে প্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করা হয়।

    তিনি বলেন, গ্রেপ্তার তিনজন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত ৩ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক শরীফুল ইসলাম তুহিনের নির্দেশে খুলশী থানার ছাত্রদলের সদস্যসচিব নূর আলম সোহাগের নেতৃত্বে তাঁরাসহ আরো ১০-১২ জন খুলশী থানার দামপাড়ার সোহাগ বাস কাউন্টারের সামনে থেকে অবরোধের সমর্থনে মশাল মিছিল শুরু করেন। মিছিলটি থেকে রিলাক্স বাস কাউন্টারের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাস ভাঙচুর করে বিস্ফোরক পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেন।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হৃদয় জানিয়েছেন, বাসে আগুন দেওয়ার সময় তাঁর বাঁ হাত আগুনে পুড়ে যায়। তাঁর হাতে আগুনে পোড়ার সেই ক্ষত দৃশ্যমান রয়েছে। শীর্ষ নেতাদের নির্দেশে আগুন দিয়েছেন বলে তাঁরা স্বীকার করেছেন। তাঁদের উদ্দেশ্য ছিল, বাসচালক ও হেলপার হত্যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে জনগণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা।

    এ ছাড়া গত ৩০ অক্টোবর গরিবুল্লাহ শাহ বাস কাউন্টার এলাকায় বাসে আগুন দেওয়া এবং গত ১ ডিসেম্বর পাহাড়তলী পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা তাঁরাই সংঘটিত করেছেন বলে স্বীকার করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচালের জন্য তাঁদের এই ধ্বংসাত্মক কার্যক্রম চলমান ছিল।

    গত ৩ ডিসেম্বর রাতে দামপাড়ায় রিলাক্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হলে এতে বাসটির চালক ও হেলপার দগ্ধ হন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

  • মাদকমিশ্রিত পানি উৎপাদন ও বিক্রি, গ্রেপ্তার ৬

    মাদকমিশ্রিত পানি উৎপাদন ও বিক্রি, গ্রেপ্তার ৬

    আয়ুর্বেদিক ওষুধের আড়ালে মাদকমিশ্রিত পানীয় উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে অন্যতম মূলহোতাসহ ছয় জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে চালানো এ অভিযানে বিভিন্ন ধরনের বিপুল মাদক ও যৌন উত্তেজক দ্রব্যাদি মিশ্রিত পানীয় জব্দ করা হয়। মঙ্গলবার রাতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে র‍্যাব বেশ কিছু অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পায় যে, কামরাঙ্গীরচরে খোলা মোরা জায়গায় একটি দোকানে আয়ুর্বেদিক ওষুধের আড়ালে এক প্রকার পানীয় বিক্রি করা হয়। তাদের ছেলেরা এই আয়ুর্বেদিক ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং তা খাওয়ার পর মাদকাসক্তদের মতো আচারণ করে থাকে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র‌্যাব-২-এর গোয়েন্দা দল গোপনভাবে আয়ুর্বেদিকের দোকান থেকে ওষুধ সংগ্রহ করে এবং তা পরীক্ষাগারে পাঠানো হয়। ওই পানীয়ের মধ্যে গাজা, ইয়াবা, ডান্ডি তৈরিতে ব্যবহৃত টলুইন নামক নামক ‘ক’ শ্রেণির মাদকের উপস্থিতি পাওয়া যায়। এ ছাড়া তীব্র ঘুমের ওষুধ ও যৌন উত্তেজনা বৃদ্ধির বিভিন্ন উপকরণে, এসিড জাতীয় দ্রব্যাদিসহ বিভিন্ন দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া যায় যা গ্রহণ করলে কিডনিসহ শরীরের নানা রকম জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই প্রেক্ষিতে, র‌্যাব-২-এর আভিযানিক দল রাজধানীর নারিন্দাতে অবস্থিত কারখানায় এবং কামরাঙ্গীরচর, কাটাবন, নাজিরা বাজার, গুলিস্তান, পুরান ঢাকার বিভিন্ন আউটলেটে অভিযান পরিচালনা করে আয়ুর্বেদিক/ভেষজ ওষুধের আড়ালে মাদকমিশ্রিত পানীয় উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে অন্যতম মূলহোতা ওয়াজেদ ইসলাম শান্ত (২০), মো. রাসেল (২৯), মো. হৃদয় (২৯), মুরসালিন আহম্মেদ (১৮), সবুজ মিয়া (১৮) ও মো. নান্টুকে (৫২) গ্রেপ্তার করা হয়। সে সময় জব্দ করা হয় তিন হাজার ৫০০ বোতল বিভিন্ন প্রকার মাদক মিশ্রিত পানীয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে জানা যায় যে, তারা ফার্মেসির নামে লাইসেন্স নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আয়ুর্বেদিক ওষুধ বিক্রির আড়ালে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যাদি মিশ্রিত পানীয় প্রস্তু ও বিক্রি করে আসছে। কথিত আয়ুর্বেদিক পানীয়ের প্রতি বোতলের দাম ১৬০ টাকা থেকে ২০০ টাকা। আরও জানা যায় যে, তার ২-৩ বছর ধরে আয়ুর্বেদিক ঔষধের ক্ষতিকর ও নেশা জাতীয় এই পানীয় উৎপাদন ও বিক্রয় করছে। তারা রাজধানীর নারিন্দাতে অবস্থিত কারখানায় উক্ত পানীয় উৎপাদন করে কামরাঙ্গীরচর, কাটাবন, নাজিরা বাজার, গুলিস্তানসহ বিভিন্ন জায়গায় আউটলেটের মাধ্যমে পানীয়টি বিক্রয় করে থাকে। রাজধানীর বিভিন্ন আউটলেট থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ বোতল মাদকমিশ্রিত পানীয় বিক্রয় হতো বলে জানা যায়।

    অভিযুক্তরা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কারখানার কার্যক্রম পরিচালনা করে। বিভিন্ন সময়ে বাসা পরিবর্তনের মাধ্যমে অবস্থান পরিবর্তন করে বলে জানা যায়। অল্প দামে পাওয়া যাওয়ায় এবং নেশা জাতীয় দ্রব্যাদির উপস্থিতি থাকায় তরুণ ও যুবক সম্প্রদায়ের মধ্যে পানীয়টির চাহিদা বৃদ্ধি পায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও আ ন ম ইমরান খান জানান।

    এন-কে

  • বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদ ঢাকায় গ্রেপ্তার

    বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদ ঢাকায় গ্রেপ্তার

    বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক ছয় খুনির মধ্যে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মাজেদ অন্যতম ছিলেন।

    খুনি ক্যাপ্টেন মাজেদ বিদেশে পলাতক ছিলেন। আজ সোমবার (৬ এপ্রিল) গতকাল রাত সাড়ে তিনটায় মিরপুর সাড়ে ১১ নাম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    উল্লেখ্য, পলাতক ছয় খুনি হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী, আব্দুল মাজেদ ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী। মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদ কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য পুলিশের কাছে ছিল না।

  • মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

    মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ছুরিকাঘাতে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় এই ঘুনের ঘটনা ঘটেছে। নিহত রাকিব ওই এলাকার চুনু মিয়ার পুত্র।

    এদিকে শনিবার ভোর রাত ৪টায় ফেনী জেলা থেকে ফেনী জেলা ডিবি পুলিশ এবং জোরারগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে খুনের সাথে জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আশরাফুল আলম হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।

    হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন জানান, কে বা কারা রাকিবকে খুন করেছে তা স্পষ্ট হয়নি। প্রথমে হামলার পর তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে ও পরে শারীররিক অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, রাকিবকে খুনের ঘটনায় জড়িত প্রধান আসামী আশরাফুল আলম হৃদয়কে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত ৪টায় ফেনী জেলার ডিবি পুলিশ সহ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকালে লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • রাউজানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

    রাউজানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেপ্তার কৃতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের হাজী পাড়া গ্রামের মুহাম্মদ ফয়সাল আহমেদ (৩৫) ও রাউজান উপজেলা উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়ার মুহাম্মদ শাকিল। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শেখ জাবেদ মিয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগরপাড়ার ফোরকান ভবনে অভিযান চালানো হয়।

    এ সময় দুই ইয়াবা ব্যবসায়ী ফয়সালের কাছ থেকে এক হাজার পিস ও শাকিলের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৭৫ হাজার টাকা।

    দুজনই চিহিৃত মাদক ব্যবসায়ী জানিয়ে পুলিশ বলেন, মঙ্গলবার রাত ১০ টায় রাউজান থানায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • ইবি ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

    ইবি ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার

    দলীয় নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার রাতে কুষ্টিয়া শহর থেকে তাকে আটক করা হয়।

    জানা যায়, গত ২৯ অক্টোবর রাকিবুল ইসলামের সাথে শাখা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক জুবায়ের হোসেনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

    সেখানে ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধরাণ সম্পাদক জুয়েল রানা হালিমসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সম্পর্কে বিভিন্ন অভিযোগ করা হয়।

    তবে এই অডিওটি রাকিব জোর করে করিয়েছে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছে জুবায়ের। এই ঘটনায় জুয়েল রানা হালিম বাদী হয়ে গত ০২ নভেম্বর ইবি থানায় আইসিটি আইনে মামলা করেন। মামলায় রাকিবুল ইসলাম রাকিব এবং জুবায়ের হোসেনকে আসামি করা হয়েছে।

    রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে ইবি থানার সাব ইন্সপেক্টর মেহেদী হাসান বলেন, ‘ইবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। তার মামলা নং ০২/০২-১১-২০১৯। আজ তাকে আদালতে পাঠানো হবে। ’

  • ডিআইজি বজলুর গ্রেপ্তার

    ডিআইজি বজলুর গ্রেপ্তার

    সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক বজলুর রশীদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    ঘুষ লেনদেনের অভিযোগে সেগুনবাগিচার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে দুদকের সচিব মুহাম্মদ দিলোয়ার বখত জানিয়েছেন।

    জানা গেছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষের কোটি কোটি টাকা লেনদেন ও অবৈধ সম্পদের রহস্য উন্মোচনে বজলুর রশীদ ও তার স্ত্রীকে রোববার সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

    জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে কুরিয়ার সার্ভিসে মাধ্যমে অবৈধ লেনদের তথ্যের সত্যতা পায় সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বজলুর রশীদের বিরুদ্ধে দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয়-১ এ একটি মামলা দায়ের করা হয়েছে।

    কারা ক্যাডারের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা বজলুর রশীদ এখন ঢাকায় কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন। ডিআইজি হিসেবে এর আগে সর্বশেষ রাজশাহীতে ছিলেন। জেল সুপার পদে বরগুনায় কর্মজীবন শুরু করে সিরাজগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার ও খাগড়াছড়ি এবং জ্যেষ্ঠ জেল সুপার হিসেবে চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত ছিলেন তিনি।

    তথ্য মতে, ঘুষের টাকা লেনদেন করতে ডিআইজি প্রিজন বজলুর রশীদ প্রকৃত ঠিকানা গোপন করে স্ত্রীর নামে মোবাইল ফোনের সিম তোলেন। সরাসরি টাকা না পাঠিয়ে ঘুষ চ্যানেলের সোর্স ব্যবহার করেন তিনি। এর মধ্যে এসএ পরিবহনের মাধ্যমে ঘুষের টাকা কুরিয়ার করার ২৪টি রসিদের কথা উল্লেখ করা হয়। এসব রসিদে অঙ্কের যোগফল প্রায় কোটি টাকা।

    এছাড়া কারা অধিদপ্তরে স্টোরকিপার, অফিস সহকারি, গাড়িচালক, দর্জি মাস্টারসহ বিভিন্ন পদে বেশ কিছুসংখ্যক লোক নিয়োগের ক্ষেত্রেও ঘুষ লেনদেনে ডিআইজি প্রিজন ও তার স্ত্রী জড়িত বলে অভিযোগ রয়েছে।

    অভিযোগের বিষয়ে সূত্র জানায়, তার স্ত্রী রাজ্জাকুন নাহারের নামে ২০১৭ সাল থেকেই মোবাইল নম্বরের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে গত ২০ জানুয়ারি ৯৫৮৮২৫ রসিদে ৫০ হাজার টাকা, ১৭ ফেব্রুয়ারি ৯৫৮১০৮ রসিদে ১ লাখ ২ হাজার টাকা, ২৪ ফেব্রুয়ারি ৯৫৮১৪৩ রসিদে ২ লাখ টাকা, ২০ মে ৯৫৯০৬০ রসিদে ১ লাখ টাকা, ২৩ মে ১ লাখ ১৫ হাজার টাকা, ২৭ মে ৯৫৯১৪১ রসিদে ১ লাখ ৯৮ হাজার ৩৫০ টাকা, ৬ জুলাই ৯৫৯৪৬৯ রসিদে ৩ লাখ টাকা, ১৪ জুলাই ৯৫৮৯৭২ রসিদে ১ লাখ টাকা, ২২ জুলাই ৯৫৯৫১২ রসিদে ১০ লাখ ১০ হাজার, ১৬ জুলাই ৯৫৯৪৭০ রসিদে ৩ লাখ টাকা, ৪ মার্চ ৯৫৮২১৮ রসিদে ২ লাখ টাকা, ২৬ সেপ্টেম্বর ৯৫৯৫৪১ রসিদে ১১ লাখ ৫০ হাজার টাকা, ৪ অক্টোবর ৯৫৯৭৪৯ রসিদে ৬ লাখ টাকা স্ত্রীর কাছে পাঠানো হয়।

    ২০১৮ সালের ৮ ডিসেম্বর ৯৫৮৪৮১ রসিদে ২ লাখ ৯৮ হাজার টাকা, ১৯ মার্চ ৯৫৮৩৪৫ রসিদে ৪ লাখ ৯৪ হাজার টাকা, ১১ এপ্রিল ৮৪২১২৮ রসিদে ৩ লাখ টাকা, ২০ নভেম্বর ৮৪২২৩৯ রসিদে ২ লাখ ৬০ হাজার টাকা, ৩০ সেপ্টেম্বর ২ লাখ ৬০ হাজার টাকা, ৯৫৭৬৪০ রসিদে (তারিখ অস্পষ্ট) ২ লাখ টাকা, ২০১৭ সালের ৪ মার্চ ৯৫৮১৬৯ রসিদে ৬ লাখ ৮ হাজার টাকা, (১৬ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭২৩৮ রসিদে ১ লাখ টাকা, (৮ অক্টোবর সাল অস্পষ্ট) ৮১৭১৫৭ রসিদে ১ লাখ ২০ হাজার টাকা, ৯৫৯৭১৩ রসিদে (তারিখ অস্পষ্ট) ৬ লাখ ৪৪ হাজার টাকা, ২০১৭ সালের ১৪ অক্টোবর ৮১৭২১৭ রসিদে ৩ লাখ টাকা, ১২ অক্টোবর ৮১৭২০৭ রসিদে ৫ লাখ ২০ হাজার টাকা লেনদেন করা হয়।