Tag: গ্রেফতার

  • জোরারগ‌ঞ্জে মাদক ও অস্ত্রসহ ৫ আসামি গ্রেফতার

    জোরারগ‌ঞ্জে মাদক ও অস্ত্রসহ ৫ আসামি গ্রেফতার

    চট্টগ্রামের মিরসরাই উপ‌জেলার জোরারগঞ্জ থানা পু‌লিশের পৃথক টিম অ‌ভিযান চা‌লি‌য়ে এক‌টি আ‌গ্নেয়াস্ত্র, গু‌লি ও বিপুল প‌রিমান মাদক দ্রব্য উদ্ধার কর‌তে সক্ষম হ‌য়ে‌ছে।

    আ‌গ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য বহ‌নের অ‌পরা‌ধে ৫ আসামী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। এছাড়া পলাতক র‌য়ে‌ছে মাদক ও আ‌গ্নেয়া‌স্ত্রের মূল হোতা মাদক বি‌ক্রেতা মামুন।

    জোরারগঞ্জ থানার দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, বুধবার (৬ এ‌প্রিল) মধ্যরাত দেড়টায় উপজেলার করেরহাট ইউনিয়ন কাটাগাং রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়।

    গ্রেফতারিতিরা হলেন, মো. রুবেল (৩০), মো. রাজু (২৪), মো. সুমন (৩৪), মো. রুবেল(১৯) ও বিবি খতিজা (২৭)।

    পুলিশ জানায়, জোরারগঞ্জ সামনেরখীল ঘেরামারা আদর্শ গ্রামের বাসিন্দা মৃত মো. হারুনের ছেলে মো. রুবেলসহ তার সহযোগীদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কি উদ্ধার করা হয়।

    পরে তাদের দেওয়া তথ্যমতে একই এলাকার মামুনের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪শ গ্রাম গাঁজা, উদ্ধারপূর্বক মূল মাদক কারবারি মো. মামুন (৩৪) এর স্ত্রী বিবি খতিজাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের অভিযানের খবর আগে থেকে টের পেয়ে মাদক ব্যবসায়ি মো. মামুন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

    জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হো‌সেন মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মাদ‌কের গোপন সংবাদ পে‌য়ে আ‌মি নি‌জেই অ‌ভিযা‌ন প‌রিচালনা ক‌রি।

    থানার চৌকস অ‌ফিসার এসআই সাজ্জাদ হোসেন, এসআই মামুনুর রশিদ, এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও প্র‌য়োজনীয় ফোর্স স‌ঙ্গে নেওয়া হয়।

    এ‌তে মাদক ও আ‌গ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক ও অস্ত্র বহনের অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাছাড়া মূল আসামী পলাতক র‌য়ে‌ছে জানিয়ে তা‌কে গ্রেফতা‌রে চেষ্টা চলমান আছে বললেন ওসি।

    তিনি বলেন, আটককৃত‌দের বিরু‌দ্ধে প্র‌য়োজনীয় মামলা রুজু পূর্বক আদাল‌তে প্রেরন করা হ‌বে।

    ২৪ ঘন্টা/আশরাফ উদ্দিন/রাজীব

  • কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী ঢাকা থেকে গ্রেফতার

    কোটি টাকা আত্মসাৎ: সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী ঢাকা থেকে গ্রেফতার

    বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করার দায়ে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক ব্যবসায়ী হোসাইন হায়দার আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।গতকাল ১৭সেপ্টেম্বর শুক্রবার কোতোয়ালী পুলিশের একটি টিম রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আ/এ এলাকা হতে পলাতক এ ব্যবসায়ীকে গ্রেফতার করলেও আজ শনিবার রাতে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    পুলিশ জানায়, আসামী হোসাইন হায়দার আলী মেসার্স জুবলী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের মালিক ছিল। তিনি বিগত ২০১২ইং সালে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রায় ১০০ কোটি টাকা আত্মসাৎ করে নিজেকে আত্মগোপন করে। বিভিন্ন ব্যাংক তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সিআর মামলা দায়ের করলে উক্ত মামলা সমূহের বিচার কার্যশেষে বিজ্ঞ আদালত বিভিন্ন মামলায় প্রায় ১০০ কোটি টাকার অর্থদন্ড প্রদান করে এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। আসামীর বাড়ি এবং প্রতিষ্ঠান কোতোয়ালী থানাধীন হওয়ায় উক্ত গ্রেফতারি পরোয়ানাসমূহ কোতোয়ালী থানায় আসে। আসামী সাজা ভোগ না করার জন্য নিজেকে আত্মগোপনে চলে যায়।গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানার এএসআই সাইফুল আলম, এএসআই রণেশ বড়ুয়া, এসআই মোঃ জুবায়ের মৃধার নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল ঢাকায় গিয়ে তাকে গ্রেফতার করে।

    ওসি বলেন, আত্মসাৎ করে ঢাকায় গিয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ বসবাস শুরু করে। সে সাজা ভোগ না করার জন্য বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকে। বিভিন্ন ব্যাংক থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে সে উক্ত টাকা দিয়ে ঢাকায় একটি অভিজাত বাড়ি বানায়। সে বাড়িতে তার পরিবার সহ বসবাস করে এবং বিলাসবহুল জীবনযাপন করে।গ্রেফতারকৃত আসামী হোসাইন হায়দার আলী, পিতা-মরহুম হায়দার আলী জিওয়ানী, মালিক মেসার্স জুবলী ট্রেডার্স, ১৮৮ জুবলী রোড, এনায়েতবাজার, বাসা-সিফাত-ই-হায়দার মঞ্জিল, আবেদীন কলোনী, লাভলেইন, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাস।

  • পটিয়ায় কার্তুজ উদ্ধার মামলায় মাইকেল জসিম গ্রেফতার

    পটিয়ায় কার্তুজ উদ্ধার মামলায় মাইকেল জসিম গ্রেফতার

    পটিয়ায় চাঞ্চল্যকর ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার মামলায় পলাতক আসামী জসিম উদ্দিন ওরফে মাইকেল জসিমকে ( ৩৫), গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমজুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জসিম জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সালামত খাঁ প্রকাশ অলি আহমদের পুত্র।

    পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘পুলিশ দীর্ঘদিন ধরে জসিমকে গ্রেফতারের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে শুক্রবার সন্ধ্যায় জঙ্গলখাইন ইউনিয়নের আমজুর হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে এবং সে সাজাপ্রাপ্ত আসামি। তাকে কার্তুজ উদ্ধারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।’

    এদিকে গত ১২ এপ্রিল জসিম উদ্দিনের ঘর থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার হলে, পুলিশ বাদী হয়ে একাধিক মামলার দুর্ধর্ষ আসামী জসিম উদ্দিনের নামে থানায় মামলা করে।

    জসিম পলাতক থাকা অবস্থায় তার মা ও বোন সংবাদ সম্মেলন করে দাবি করেন, ‘পুলিশ হেফাজতের নাশকতা কাণ্ডে জড়িত লিয়াকত মেম্বারকে গ্রেফতার করতে এসে তার ঘরেই কার্তুজ গুলো উদ্ধার করেছে। কিন্তু অদৃশ্য কারণে লিয়াকতকে আসামী না করে আসামী করা হয়েছে জসিম উদ্দিনকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দুটো অডিও ক্লিপের কথা উল্লেখ করে তারা বলেন, লিয়াকতের ভাইয়ের ছেলে সোহেল ও ফাহিম এ ঘটনায় জড়িত।’

    এন-কে

  • স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    স্ত্রী কুকুরকে মুখ বেঁধে ধর্ষণ করে গ্রেফতার হলেন যুবক

    ডেস্ক নিউজ : ভারতে শুধু মানুষ, নারী নয়, অবলা পশুরাও এখন আর নিরাপদ নয়। কিছুদিন ধরে দেশটিতে বেড়ে গেছে কুকুর ধর্ষণের ঘটনা। গরুকেও যৌন হয়রানি করছে বিকৃত রুচির ধর্ষকরা।

    এবার দেশটির মুম্বাইতে অবলা এক কুকুরের মুখ বেঁধে ধর্ষণ করেছে ৩০ বছর বয়সী এক শ্রমিক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মুম্বাইয়ের মুলুন্দ এলাকায়। এই ঘটনায় শোভানাথ সরোজ নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

    জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মুম্বাইয়ের পশ্চিম মুম্বইয়ের মুলুন্দ অঞ্চলের একটি পার্কিংয়ে ওই নারকীয় কাণ্ডটি ঘটে। কুকুরটিকে পার্কিং এলাকার একটি ছোট ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে শোভানাথ সরোজ।

    কুকুরটির আর্তনাদ কানে আসায় নিরাপত্তারক্ষীরা দৌড়ে সেখানে পৌঁছলে অসহায় কুকুরটি কাতর অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে এবং তার যৌনাঙ্গ থেকে রক্ত ঝরতে দেখা যায়। তবে নিরাপত্তারক্ষীরা এগিয়ে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।

    এ নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ব্রিজ ভনশালির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি মুলুন্দ থেকে খবর পাই একটি স্ত্রী-কুকুরকে এক শ্রমিক কার পার্কিং এলাকায় ধর্ষণ করেছে।

    আমি সঙ্গে সঙ্গে ১০০ ডায়াল করে পুলিশে খবর দিতে বলি। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আহত কুকুরটিকে একটি পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    উল্লেখ্য, মাত্র কয়েক সপ্তাহ আগেই এমন আরেক কুৎসিত ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বই। সেবারও একটি নিরীহ কুকুরকে ধর্ষণ করা হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

    চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন সংলগ্ন গনশৌচাগারের সামনে থেকে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল, ৬ টি টিপ ছোরা ও ১টি চাপাতির তথ্য দিয়েছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো.মামুন (২২), মেহেদী হাসান (২৩), মো. সোহেল (২৫), মো. তারেক (২৭), আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), রিপন দত্ত (২০) ও জুয়েল দাশ (২৬)।

    গ্রেফতারকৃত ৮ নই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় পথচারিকে আটকে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে।

    মধ্যরাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্য পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বদেউল আলমের বিরুদ্ধে ৩ টি, মো.মামুনের বিরুদ্ধে ২টি, জুয়েলের বিরুদ্ধে ১টি, আসিফ হোসেনের বিরুদ্ধে ৩টি ও রিপন দত্তের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মামলাগুলোর অধিকাংশই মাদক ও অস্ত্র মামলা। তাদের প্রত্যেককে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি মহসিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

    রাঙ্গুনিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ধর্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত

    ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে হোটেলে রেখে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত ২ আসামির মধ্যে একজনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

    জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পোঁড়াবন এলাকা থেকে ১৪ বছর বয়সী ওই কিশোরীকে তুলে নিয়ে যায় ধর্ষকরা।

    শনিবার (৩ অক্টোবর) দুপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাজ্জাদ হোসেন (৩৫)কে আদালতের তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। অন্যদিকে একই ঘটনায় জড়িত আরো এক আসামিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

    মামলার এজহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জোরপূর্বক মেয়েটিকে গাড়িতে তুলে রাঙামাটি নিয়ে যায় গ্রেফতার সাজ্জাদ ও তার বন্ধু মো. রিপন (২০)। সেখানের একটি আবাসিক হোটেলে নিয়ে ভয় দেখিয়ে তাকে রাতভর ধর্ষণ করে দুজনই পালিয়ে যায়।

    এদিকে কিশোরী মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরদিন রাঙ্গামাটির স্থানীয় লোকজন ধর্ষণের স্বীকার ওই কিশোরীকে মূর্মুর্ষু অবস্থায় পরিবারের কাছে নিয়ে আসে।

    কিশোরীটি তার পরিবারের কাছে পুরো ঘটনাটি খুলে বললে ইসলামপুর ইউপি সদস্য মো. বেলালের সহযোগীতা নিয়ে তার নানী ২ যুবককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

    রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন মামলার তথ্যটি নিশ্চিত করে বলেন, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ২ যুবককে আসামি করে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন কিশোরীর নানী।

    মামলার সূত্র ধরে ঘটনার স্বীকার কিশোরী মেয়েটির ডাক্তারি পরীক্ষা করার পর প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টির প্রমাণ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    তিনি বলেন, এই ঘটনায় জড়িত মো. রিপন নামে আরো এক যুবককে গ্রেফতারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১২ লাখ টাকার সিগারেট উদ্ধার হলো পটিয়ায়, গ্রেফতার ২

    চট্টগ্রাম থেকে চুরি হওয়া ১২ লাখ টাকার সিগারেট উদ্ধার হলো পটিয়ায়, গ্রেফতার ২

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পটিয়া কেলিশহর ইউনিয়ন পরিষদের সামনে মা মনি স্টোর নামে একটি দোকান থেকে বিভিন্ন ব্রাণ্ডের চোরাই সিগারেট উদ্ধার করেছে পুলিশ।

    গত শুক্রবার মো. ফয়সাল খন্দকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ এ অভিযানটি পরিচালনা করে। এসময় ভ্যানভর্তি সিগারেট চুরির অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭)। অভিযানে উদ্ধারকৃত চোরাই সিগারেটের মূল্য তিন লাখ ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূইঁয়া বলেন, মো. ফয়সাল খন্দকার নামে এক ব্যক্তি তার ভ্যানভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্রাণ্ডের সিগারেট চুরি হয়েছে।

    তিনি অভিযোগে বলেন গত ১৬ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা এলাকায় রাস্তার পাশে গাড়ি রেখে নাস্তা করতে গেলে ভ্যানসহ সিগারেটগুলো চুরি হয়।

    চুরির কারণ ও চোরদের গ্রেফতারে অনুসন্ধান করতে গিয়ে পটিয়া থানাধীন কেলিশহর ইউনিয়ন পরিষদ এর সামনে মা- মনি স্টোরে চোরাই সিগারেটগুলোর মজুদ আছে এমন তথ্য পাই পুলিশ।

    পরে পটিয়া থানা পুলিশকে অবহিত করে ওই দোকানে অভিযানে গিয়ে তিন লাখ ১২ হাজার টাকার সিগারেট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে গ্রেফতার ২ আসামিকে আদালত পাঠানো হয়েছে বলে জানান ওসি।

    ২৪ ঘন্টা/রাজীব

  • চট্টগ্রামে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ১

    চট্টগ্রামে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ১

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৭। এসময় মুর্তি পাচারের অপরাধে গ্রেফতার হয় মো. মফিজ (২৮) নামে এক চোরকারি।

    গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করার পাশাপাশি এ চোরকারবারিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার মফিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। মুর্তিসহ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন।

    তিনি বলেন, স্টেশন রোডের একটি ভবনের ভাড়া বাসায় কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথরের মূর্তি বেচা কেনা করছে এমন খবর পেয়ে বুধবার বিকেলে সেখানে আভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো মফিজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

    পরে মফিজের হেফাজতে থাকা ৩ কেজি ৬৯০ গ্রাম ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে মফিজ স্বীকার করে কষ্টি পাথরের মূর্তিটি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে এনেছিলেন।

    তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • রাঙ্গুনিয়ায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার/ গ্রেফতার মাদক ব্যবসায়ি

    রাঙ্গুনিয়ায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার/ গ্রেফতার মাদক ব্যবসায়ি

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : মাদক বিক্রিকালে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে রাঙ্গুনিয়ায় মাদক ব্যবসায়ি জামাল উদ্দিন (৪২)।

    সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শিলক ইউনিয়নের কালিন্দিরানী সড়কের আমতল এলাকা থেকে ৭০ লিটার চোলাই মদসহ পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

    গ্রেফতার জামাল উপজেলার সরফভাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পশ্চিম সরফভাটা গ্রামের চৌধুরী বাপের বাড়ি এলাকার মৃত শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসায়সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ি জামালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় প্রাইভেটকার চালক আইয়ুব আলী হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, মো রাব্বী প্রকাশ রাব্বি (২২), আল আমিন (২২), মো. সোহেল (২৫), মো. বাবু প্রকাশ ছোট বাবু প্রকাশ শাকিল (২০) ও মো. কামাল হোসেন প্রকাশ রনি (২০)।

    তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। তিনি বলেন, চারদিন আগে নগরীর আগ্রাবাদ চৌমুনী এলাকায় খুন হওয়া প্রাইভেট কারচালক আইয়ুব আলী হত্যাকাণ্ডে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি সদীপ।

    এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় প্রাইভেট কারচালক আইয়ুব আলী (৫৫)। ঘটনার দিন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে সিআইডি মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আইয়ুব আলীর পরিচয় শনাক্ত করে।

    পুলিশ জানিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় মো. আইয়ুব আলী (৫৫)। নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ফেসবুকে বন্ধুত্ব করে বন্ধুকে অপহরণ/মুক্তিপণের চেষ্টা, গ্রেফতার ৩

    ফেসবুকে বন্ধুত্ব করে বন্ধুকে অপহরণ/মুক্তিপণের চেষ্টা, গ্রেফতার ৩

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম : রুবেল ও সাহেদ দুজনই ফেসবুক বন্ধু। মো. রুবেল সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকার একটি স্টিল কোম্পানীতে বাবুর্চির কাজ করে অন্যদিকে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাহেদ।

    বন্ধুত্ব বেশ চলছিলো। দুজনের মধ্যে আলাপ চারিতায় সাহেদ রুবেলকে জানাই তার ব্যবসা প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার তামাককুণ্ডি লেইনে। সে চট্টগ্রামেই থাকে। সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম আসলে রুবেল যেন তার সাথে দেখা করে।

    গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রুবেল শহরে আসে। তার কাজ শেষে বিকেলে মিউনিসিপ্যাল স্কুলের সামনে এসে সাহেদকে ফোন দেয় রুবেল। ফোন পেয়ে সাহেদ তার আরো ২ সহযোগীসহ রুবেলের সামনে আসে। তবে বন্ধু হিসেবে নয়, সাহেদ আসে ছিনতাইকারী ও অপহরণকারী রুপে।

    তিনজন মিলে রুবেলকে ছোরার ভয় দেখিয়ে নিয়ে যায় তামাকুমন্ডি লেইনস্থ আব্দুল লতিফ মার্কেট প্রকাশ লবণ মার্কেটের ৭ম তলায় ৭১৩ নং রুমে। তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় মোবাইল সেট ও নগদ ১৬শ’ টাকা। শুধু তাই নয়, রুবেলকে একটি রুমে বেঁধে রেখে তার বোনের স্বামীর মুঠোফোনে রুবেলের ফোন থেকেই ফোন করে মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ৫০ হাজার টাকা।

    ফেসবুকের বন্ধুত্বের আড়ালে ভয়ংকর এ ছিনতাইকারী ও অপহরণকারী গ্রুপটির মুখোশ উন্মোচন করেন নগরীর কোতোয়ালি থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তামাকুমন্ডি লেইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    গ্রেফতারকৃত তিন অপরাধী হলেন, চট্টগ্রামের সাতকানিয়া থানা এলাকার বাসিন্দা শুয়ার বাপের বাড়ীর আব্দুর রহিমের ছেলে মো. সাহেদ (১৮), হাটহাজারী উপজেলার চিপাতলি সিকদার বাড়ির মো. মিয়ার ছেলে মো. রুবেল (৩৫) ও চন্দনাইশের গাছবাড়িয়া দিঘীর পাড়ের আব্দুল হামিদের ছেলে গোলাম মোস্তফা (২৪)।

    আজ বুধবার ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ফেসবুকে বন্ধুত্ব করে অপহরণ ও মুক্তিপণ আদায়-চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    এসব মুখোশধারী অপরাধীদের গ্রেফতার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, রুবেলের সাহসিকতা ও ব্যবসায়িদের সহযোগীতায় আজ মুখোশধারী এ তিন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রুবেল অপরাধীদের হাত থেকে পালিয়ে ওই মার্কেটের একটি শাড়ির দোকানে গিয়ে আশ্রয় নেন এবং ঘটনার বিস্তারিত তাদের খুলে বলেন।

    ব্যবসায়ীরা একত্রিত হয়ে ওই তিন অপরাধীকে আটক করে ৯৯৯ তে ফোন করে পুলিশের কাছে আইনী সহায়তা চান। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই তিন অপরাধীকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী রুবেল নিজে বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানায় ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

    ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

    দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার উত্তরা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে।

    এ সময় সোহাগ নামের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান এ সংবাদ নিশ্চিত করেছেন।

    জানা গেছে, ২ হাজার কোটি টাকা পাচার ঘটনায় সিআইডি ঢাকার কাফরুল থানায় মানি লন্ডারিং মামলা করে। সেই মামলায় গ্রেফতার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি অনুসারে পরে আটক করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে।

    ফরিদপুরের পুলিশ সুপার জানান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার পর থেকে নিশান মাহমুদ শামীম পলাতক ছিলেন। মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হলেও তাকে চাঁদাবাজি মামলায়ও গ্রেফতার দেখানো হবে। শামীমকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

    এদিকে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়িতে হামলা ও মানি লন্ডারিং মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।

    এখনো গ্রেফতারের তালিকায় রয়েছেন আরও অর্ধশতাধিক নেতা-কর্মী।

    ২৪ ঘণ্টা/এম আর