Tag: গ্রেফতার

  • চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    মঙ্গলবার ২৯ অক্টোবর সকারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারি হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামুরি এলাকার আবুল বশরের ছেলে আনিছ-উর-রহমান (২২)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইয়াবা কারবারি আনিছের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • ব্রীজঘাটে ইয়াবাসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

    ব্রীজঘাটে ইয়াবাসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

    রবিবার রাত পৌনে আটটার সময় গোপন সুত্রে খবর পেয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ বাহারছড়া নোয়াখালীয়াপাড়ার অছিউর রহমানের ছেলে মো. সেলিম (২০), একই জেলা ও থানার হ্ণীলা জাদিমুরা নুর মোহাম্মদের ভাড়াটিয়া মো. শাকেরের ছেলে আব্দুল আজিজ (২০) ও উখিয়া হলদিয়াপালং পূর্ব লেঙ্গুরবিল এলাকার মৃত রহমত আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২০)।

    নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার চালান চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে সংবাদ পেয়ে অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

    রবিবার রাতে পিকআপ ভ্যানটি ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট অতিক্রম করার সময় গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় তিন ইয়াবা কারবারি পালানোর চেষ্টা চালালে ধাওয়া করে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেখানো মতে পিকআপ ভ্যানের ভেতর থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পিকআপভ্যানটি জব্দ করা হয়।

    গ্রেফতার তিন ইয়াবাকারবারির বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • আনোয়ারায় প্রাইভেট কারে বিদেশি মদ, গ্রেফতার ৫

    আনোয়ারায় প্রাইভেট কারে বিদেশি মদ, গ্রেফতার ৫

    চট্টগ্রামের আনোয়ারায় একটি প্রাইভেট কার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের ৭৫ বোতল বিদেশি মদ। এসময় মদ বহনে প্রাইভেট কারটি জব্দ করার পাশাপাশি অবৈধভাবে বিদেশি মদ পাচারের অভিযোগে ৫ যুবককে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার দুধকুমড়া এলাকার হাজী দলিলুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৩২), নুরুজ্জামানের ছেলে নুর কবির (২৭), মৃত আবদুর রহিমের ছেলে নুর নবী (২৫), বাঁশখালী পশ্চিম চাম্বলের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ আশিক (২৪) ও বোয়ালখালী পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মো. জিল্লুর রহমান (৩২)।

    আজ ২৭ অক্টোবর রবিবার ভোর সোয়া ৫টার সময় উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া অগ্রণী ব্যাংকের সামনে থেকে এসব মদভর্তি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ ১১-৪৪৯৪) জব্দ করে পুলিশ।

    গাড়ি থেকে ইতালির তৈরি ২০ বোতল ভূট্টকা ও ইউকে তৈরি ৫৫ বোতল রাইট লেভেল উদ্ধার করা হয়। এছাড়াও নগদ ৫৫ হাজার ৫শত টাকা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    বিদেশি মদসহ ৫ যুবককে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে জামাল হোসেনের নামে এর আগেও অভিযোগ ছিলো। পর্যটন সৈকত পারকি বিচে ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে এসব বিদেশি মদের মজুদ করে বিক্রি করে আসছেন জামাল হোসেন। তিনি পারকি বিচ দোকান ব্যবসায়ি সমিতির সভাপতি হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস করেনি।

    এলাকায় নানা অপরাধমূলক কর্মকান্ডের পাশাপাশি মাদক সেবন ও পাচার কাজে জড়িত থাকার অভিযোগ ছিল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। দীর্ঘদিন থেকে এ অপরাধী চক্রটিকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

    অবশেষে বিদেশি মদসহ তাদেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি দুলাল।

  • জিনের বাদশা’র তিন বান্দা বাকলিয়ায় গ্রেফতার

    জিনের বাদশা’র তিন বান্দা বাকলিয়ায় গ্রেফতার

    কথিত জিনের বাদশা চক্রের খপ্পরে পড়ে ৪ লাখ ৭১ হাজার টাকা খুইয়েছেন চট্টগ্রামের এক নারী। দুর্বলতাকে কাজে লাগিয়ে ভয়ভীতি ও কৌশল অবলম্বন করে ওই নারীর কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেন প্রতারক চক্রটি।

    চট্টগ্রামের বাকলিয়া থানায় এমনি একটি অভিযোগের সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। এ প্রতারক চক্রের কয়েকজন সদস্যের অবস্থান শনাক্ত করে জিনের বাদশা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    শনিবার রাত থেকে ভোর পর্যন্ত নগরীর বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতরা হলেন, মো. মুক্তার রহমান (২৭), মো. সাইফুল ইসলাম (৩১) ও শীপন চন্দ্র মহন্ত (২৯)।

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এদের জন্মস্থান হলেও প্রতারণায় তারা ঢাকা,চট্টগ্রামসহ অন্যান্য জেলাকেই বেঁচে নেন। সম্প্রতি চট্টগ্রাম এসে তাদের প্রতারণার ফাঁদে ফেলতে বিভিন্ন লোকজনকে টার্গেট করে তার সর্বস্ব হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশ জানায়, চক্রটি সাধারণত দুর্বল প্রকৃতির ও সমস্যায় জর্জরিত লোকদের টার্গেট করে তাদের ফোন নাম্বারটি প্রথমে সংগ্রহ করে নেন। পরবর্তীতে তার এবং তার আত্মীয় স্বজনদের সম্পর্কে খোজ খবর নেন। এরপর সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যাক্তিকে রাতের বেলায় জিনের বাদশা পরিচয়ে আত্মীয় স্বজন সম্পর্কে আজগুবী গল্প বানিয়ে ফোন করে ভয়ভীতি দেখায়। কেউ তাদের ফাঁদে পা দিলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে মোবাইল ফোনটি অফ করে অন্যত্র চলে যায়।

    বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, জিনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক নারীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে প্রতারক চক্রটির কয়েকজন সদস্যের অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রটির আরো সদস্য রয়েছে বলে জানিয়েছেন গ্রেফতারকৃতরা। এ চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে জানালেন ওসি নেজাম উদ্দিন।

  • গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার

    গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার ১, ইয়াবা উদ্ধার

    মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স ঘোষণার বাস্তবায়নে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক হচ্ছে ইয়াবা কারবারি।

    সর্বশেষ শুক্রবার রাত সাড়ে ৯টার সময় নগরীর খুলশী থানাধীন কর্ণফূলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ পিস ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

    গ্রেফতার ফারুক কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ হালগড়া এলাকার মৃত মনসুর আলী দেওয়ানের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কতিপয় যুবক বর্ণিত স্থানে বিক্রির উদ্দ্যেশে ইয়াবা নিয়ে অবস্থান করছে গোপন তথ্যে অভিযান চালানো হয়।

    এসময় ৭শ পিস ইয়াবাসহ ফারুককে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে খুলশী থানায় মাদক আইনে মামলা দাযের করার তথ্যও নিশ্চিত করেন এ পুলিশ কর্মকর্তা।

  • বায়েজিদে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

    বায়েজিদে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর বাযেজিদ বোস্তামি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. কামাল (৩৬) নামে এক মাদক বিক্রেতা।

    গতকাল বুধবার রাত ১টার সময় বায়েজিদের চালিতাতলীস্থ জাগরনি সংঘ ক্লাবের সামনে থেকে ২শ ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খোন্দকার। তিনি বলেন, গ্রেফতার কামাল একজন মাদক বিক্রেতা। বুধবার রাতে গোপন তথ্য মতে বর্ণিত স্থানে অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা ট্যাবলেটসহ কামালকে গ্রেফতার করে থানা পুলিশের একটি টিম। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

  • বায়েজিদ বোস্তামি থানায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

    বায়েজিদ বোস্তামি থানায় দুই মাদক বিক্রেতা গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার সকালে থানার আমিন কলোনীস্থ আমিন শাহী জামে মসজিদের সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ইয়াবা বিক্রির উদ্দ্যেশে সোমবার সকালে একদল মাদক কারবারি বর্ণিত স্থানে অপেক্ষা করছে সংবাদ পেয়ে অভিযানে যায় থানা পুলিশের একটি টিম।

    এসময় ২শ ৪০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে জানান ওসি।

  • আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামি ডাকাত জহির গ্রেফতার

    আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামি ডাকাত জহির গ্রেফতার

    চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি ডাকাত জহিরকে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার রাতে গোপন সংবাদেও ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার জহির আহম্মদ মাঝি উপজেলার বরুমছড়া এলাকার কালু মিয়া প্রকাশ কালা মিয়ার ছেলে বলে জানা গেছে।

    গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে আনোয়ারা থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, জহিরকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। শনিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযানে গিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    তিনি বলেন, জহির মাঝির ডাকাতি মামলাসহ ৩ মামলায় সে ১১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।

  • পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

    পটিয়াতে ইয়াবা কারবারি গ্রেফতার

    চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল্লাহ (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল পৌণে ১০ টার সময় ইউনিয়নের মুজাফরাবাদ এন জে উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের মহাসড়কের উপর থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করে অধিদপ্তরের চট্টগ্রাম খ সার্কেল।

    গ্রেফতার আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানা লেংগুরবিল হাবিব ছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

    গ্রেফতার আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    গণমা্ধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

  • গ্রেফতার দুইজন নব্য জেএমবির সামরিক শাখার সদস্য: মনিরুল ইসলাম

    গ্রেফতার দুইজন নব্য জেএমবির সামরিক শাখার সদস্য: মনিরুল ইসলাম

    রাজধানীর সায়েন্সল্যাব ও গুলিস্তানে পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় ‘নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশে’র (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

    গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

    এর আগে আরেকটি অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছিল।

    তখন আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছিল, সেখানে পাওয়া বোমা ও বিস্ফোরকের সঙ্গে রাজধানীতে পুলিশের ওপর হামলার বিস্ফোরণের উপকরণের মিল রয়েছে।

    গ্রেফতারা হলেন, মোঃ মেহেদী হাসান তামিম ও মোঃ আবদুল্লাহ আজমির। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    এ সংক্রান্ত সোমবার সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ কালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও সিটিটিসি প্রধান মোঃ মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজন নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তারা উভয়েই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের সাথে যুক্ত হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তারা ভোলার একটি দুর্গম চরে প্রশিক্ষণ নেয়। ২০১৯ সালের শুরুর দিকে গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ হতে আটক ফরিদ উদ্দিন রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিকের নেতৃত্বে একটি সামরিক শাখা প্রতিষ্ঠা করেন। এ লক্ষ্যে গ্রেফতাররা ফতুল্লা থানাধীন রফিকের বাসায় বোমা তৈরির একটি কারখানা করে। তারা পরস্পর যোগসাজসে তৈরিকৃত বোমায় গত ২৯ এপ্রিল গুলিস্তানে এবং ৩১ আগস্ট সাইন্সল্যাবে বোমা হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। এছাড়া মালিবাগ, পল্টন ও খামার বাড়ির বোমা হামলায় ব্যবহৃত বোমা তৈরিতে বন্ধু রফিককে সহায়তা করেন।

    তিনি আরো বলেন- গ্রেফতাররা জানায় যে, তাদের পরিকল্পনা এবং নেতৃত্বেই সাম্প্রতিক সময়ে ঢাকায় বিভিন্ন স্থানে পুলিশের উপর বোমা হামলা করা হয়েছে।

    অতি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার তক্কার মোড়ে পরিচালিত জঙ্গি বিরোধী অভিযানস্থলে তারা নিয়মিত শলাপরামর্শ করাসহ বিভিন্ন ধরনের বোমার উৎকর্ষ সাধনে তৎপর ছিল। তাদের অন্যান্য সহযোগিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতার দুইজনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    গত ৩১ আগস্ট সায়েন্স ল্যাবরেটরি ক্রসিংয়ে বোমা বিস্ফোরণে পুলিশের দুজন সদস্য আহত হন। এ ঘটনার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) বিবৃতি দেয় বলে আন্তর্জাতিক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্ট গ্রুপ দাবি করেছিল।

    এর আগে ২৯ এপ্রিল ও ২৬ মে যথাক্রমে মালিবাগ ও গুলিস্তানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন ট্রাফিক পুলিশসহ পাঁচজন আহত হন।

    এরপরই এ ঘটনায় সম্পৃক্ত সন্দেহে ঢাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট। পরে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার দুটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রকৌশলীসহ মোট তিনজনকে আটক করা হয়েছিল।

    তাঁরা হলেন ঢাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি (২৭) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক জামালউদ্দিন রফিক (২৫) এবং রুমির স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মী জান্নাতুল ফুয়ারা অনু (২০)।

  • ব্যক্তি এক চাকুরি দুই প্রতিষ্ঠানে, গ্রেফতার প্রধান শিক্ষক

    ব্যক্তি এক চাকুরি দুই প্রতিষ্ঠানে, গ্রেফতার প্রধান শিক্ষক

    আনোয়ারা উপজেলার চুন্নাপাড়ার আব্দুল সাত্তারের ছেলে রফিকুল ইসলাম (৪৩)। তিনি একাধারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার ইউনিয়ন পরিষদের সচিবও। যা সম্পূর্ণ সরকারি চাকুরীর ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘন।

    সরকারি নীতিমালা অনুযায়ী একই ব্যক্তি দুই জায়গায় চাকরি করতে পারেন না। তবে সরকারি এই নিয়মনীতির তোয়াক্কা না করে রফিকুল ইসলাম গত দেড় যুগ ধরে চট্টগ্রামের দুই উপজেলায় এমন অনিয়ম করে আসছেন। রফিকুল ইসলামের বিরুদ্ধে এমন নানা অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে হাতে নাতে প্রমাণও পায় দুর্ণীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।

    অবশেষে একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকুরী করার অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক। (দুদক মামলা নং-৩(১০)১৯)। এ মামলায় রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

    দুদক ২-’র উপ সহকারি পরিচালক মু. জাফের সাদেক শিবলী গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।

  • বিমানবন্দর থেকে মেজর হাফিজ গ্রেফতার

    বিমানবন্দর থেকে মেজর হাফিজ গ্রেফতার

    বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে র‌্যাব-৪ এর একদল সদস্য শনিবার সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে।

    পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন, তাকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

    বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, হাফিজ উদ্দিন সিঙ্গাপুর থেকে ফিরছিলেন। কালকেও উনার সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। বিভাগীয় সমাবেশে যোগ দেয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে টিকেটও কেনা হয়েছে।

    মেজর হাফিজের স্ত্রী দিলারা হাফিজ সাংবাদিকদের বলেন, আজ বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়েছে। শুনতেছি পুলিশ তাকে আটক করেছে। তবে কারা আটক করেছে এ বিষয়ে আমি কিছুই জানি না। মেজর হাফিজের নামে কোন গ্রেফতারি পরোয়ানা আছে কিনা জানতে চাইলে মিসেস হাফিজ বলেন, উনার নামেতো অনেক মামলা রয়েছে। সবগুলোই সময় মতো আদালতে হাজিরা দিচ্ছেন। আগামীকালও একটা মামলার হাজিরা রয়েছে।

    বিএনপি-জামায়াত জোট সরকারের পানি সম্পদ মন্ত্রী হাফিজ সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিব ছিলেন।