Tag: গ্রেফতার

  • আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি মাজেদুল সিলেটে গ্রেফতার

    আবরার হত্যা: এজাহারভুক্ত আসামি মাজেদুল সিলেটে গ্রেফতার

    বুয়েটের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাজদুল ইসলামকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

    শুক্রবার ভোর ৪টার দিকে তাকে সিলেটের শাহ-কিরণ থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে আবরার হত্যা মামলায় ১৭ জনকে গ্রেফতার করা হল। মাজদুল ইসলাম আবরার ফাহাদ হত্যা মামলার ৮ নম্বর আসামি।

    প্রসঙ্গত, বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে রবিবার রাতে তাকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ২০১১ নম্বর কক্ষে বেধড়ক পেটান বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে তিনি মারা যান।

    এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • আবরার হত্যা মামলায় গ্রেফতার আরও ৩

    আবরার হত্যা মামলায় গ্রেফতার আরও ৩

    বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৮ অক্টোবর) মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, শামসুল আরেফিনকে ডেমরা, গাজীপুর বাইপাস, ঢাকা জিগাতলা থেকে গ্রেফতার করা হয়েছে।

    এর আগে গ্রেফতার হওয়া ১০ আসামি হলেন : বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় বর্ষ), সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ (সিভিল ইঞ্জিনিয়ারিং, দ্বিতীয় বর্ষ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, চতুর্থ বর্ষ), উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ), সদস্য মুনতাসির আল জেমি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), মুজাহিদুর রহমান মুজাহিদ (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, তৃতীয় বর্ষ) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও একই বিভাগের চতুর্থ বর্ষের ইসতিয়াক আহম্মেদ মুন্না।

    ফাহাদ হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেন তার বাবা বরকতুল্লাহ। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার পর পুরান ঢাকার চকবাজার থানায় হত্যা মামলাটি করেন তিনি।

    আবরার ফাহাদকে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যার পরে রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানান তার সহপাঠীরা। এরপরে শেরেবাংলা হলের দ্বিতীয়তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ওই হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন, ১০১১ নম্বর রুমে থাকতেন।

  • ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকার গ্রেফতার

    ধর্ষণের অভিযোগে নেপালের স্পিকার গ্রেফতার

    নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে নেপালের সদ্য সাবেক স্পিকার কৃষ্ণা বাহাদুর মাহারাকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের অভিযোগ অস্বীকার করে গত মঙ্গলবার (১ অক্টোবর) পদত্যাগ করেন তিনি।

    ওই নারী জানান, গত ২৯ সেপ্টেম্বর মাতাল হয়ে স্পিকার তার বাড়িতে আসেন ও তাকে ধর্ষণ করেন।

    তিনি বলেন, আমি কখনো ভাবিনি এমনটা ঘটবে। তিনি জোরপূর্বক এমনটা করেছেন। যখন আমি বলি পুলিশ ডাকব। তখন তিনি চলে যান।

    নেপালে যুগ ধরে চলা গৃহযুদ্ধ থামাতে ২০০৬ সালে মাহারা মাওবাদীদের হয়ে অন্যতম প্রধান আলোচকের ভূমিকা পালন করেছেন। ২০১৭ সালের নির্বাচনের পর তিনি স্পিকার নির্বাচিত হন।

  • ডোমারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    ডোমারে ইয়াবাসহ যুবক গ্রেফতার

    নীলফামারীর ডোমারে অভিযান চালিয়ে ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলসহ ছাদেকুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত ছাদেকুল ইসলাম ছাদেক উপজেলার চিকনমাটি পল্টন পাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

    বৃহষ্পতিবার (৩ অক্টোবর)দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

    জানা গেছে,বুধবার (২অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবক ছাদেককে চ্যালেঞ্জ করলে মটর সাইকেল রেখে পালানোর সময় পুলিশ তাকে আটক করে ।

    আটকের পর পুলিশ ছাদেকের দেহ তল্লাশি করে ১২৭পিস ইয়াবা ও মাদকের কাজে ব্যবহৃত একটি সিটি বাজাজ (রেজি: নীলফামারী-হ ১১-৫২২৫) মটর সাইকেল উদ্ধার করা হয়। পুলিশ রাতেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

    ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে মাদকের কাজে ব্যবহৃত মটর সাইকেলসহ পুলিশ গ্রেফতারের পর বৃহষ্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসান

    দুবাইয়ে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী জিসান

    দেশের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (২ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি (ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো) মহিউল ইসলাম।

    মহিউল ইসলাম বলেন, ইন্টারপোলের মাধ্যমে জিসানকে গ্রেফতার করা হয়েছে বলে দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।

    এছাড়া দুবাই কর্তৃপক্ষ তাকে (জিসানকে) যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে বলেওজানান তিনি।

    জানা গেছে, জিসান একটি ভারতীয় পাসপোর্ট বহন করছে। সেখানে তার নাম বলা হয়েছে আলী আকবর চৌধুরী।

    উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত এক দশকের শীর্ষ ২৩ সন্ত্রাসীর একজন হলো জিসান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

    রাজধানীর গুলমান, বনানী, বাড্ডা, মতিঝিলসহ বেশ কিছু অঞ্চলে তার একচ্ছত্র আধিপত্য ছিল। ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতো সে। ইন্টারপোল তার নামে রেড অ্যালার্ট জারি করে রেখেছে।

    সংস্থাটির ওয়েবসাইটে জিসান সম্পর্কে বলা আছে, তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ঘটানো এবং বিস্ফোরক বহনের অভিযোগ আছে।

    ২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর আলোচনায় আসে জিসান। এরপরেই গা ঢাকা দেয়। ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সে দেশ ছাড়ে বলে ধারণা করা হয়।

    সূত্র জানায়, সেসময় পালিয়ে ভারতে প্রবেশ করে জিসান। এরপর নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করে।

    সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে দুই যুবলীগ নেতা জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটকের পর তার (জিসানের) নাম ফের নতুন করে আলোচনায় আসে। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

  • দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেফতার ১

    দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেফতার ১

    চট্টগ্রাম নগরীর হালিশহর থানা টোল রোড এলাকায় অভিযান চালিয়ে মো. বেলাল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    ২ অক্টোবর সকালে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার বেলাল নোয়াখালী থানা সদরের হরিরামপুর কালামিয়ার বাড়ির মো. মোস্তাফার ছেলে। বর্তমানে সে নগরীর হালিশহর থানার হাজার দীঘির পশ্চিম পাড়ে হারুনের কলোনীতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

    নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • ধর্ষণের অভিযোগে দুই রিহ্যাব পরিচালক গ্রেফতার

    ধর্ষণের অভিযোগে দুই রিহ্যাব পরিচালক গ্রেফতার

    চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- রিহ্যাব’এর দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে পাঠানো হবে।

    রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর ধানমণ্ডির থানা পুলিশ শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদারকে গ্রেফতার করে। ধানমণ্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

    ধানমণ্ডি থানা জানায়, রোববার চাকরির জন্য ধানমণ্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ওই নারীকে ডেকে নেয়া হয়। সেখানে যাওয়ার পর দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন ওই নারী।

    এ অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের দুই পরিচালককে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি।

    এর আগে, রাতে থানা হেফাজতে তাদের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বায়েজিদে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

    বায়েজিদে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

    চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি এশটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বায়েজিদের টেক্সটাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগ মধ্যম নলুয়া সোলাইমান সওদাগর বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে শামছুল আলম প্রকাশ সাত্তার (৩২) ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব ধলই মইন্যা পুকুর পাড় আলী সেরাংয়ের বাড়ির মো. সিরাজের ছেলে মো. নবী আলম প্রকাম নবী (৩৩)।

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গোপন তথ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    ২৪ ঘন্টা/রাজীব..