Tag: গ্রেফতার

  • করোনা রিপোর্ট কেলেঙ্কারি, ডা. সাবরিনা আরিফ গ্রেফতার

    করোনা রিপোর্ট কেলেঙ্কারি, ডা. সাবরিনা আরিফ গ্রেফতার

    করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়া জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (১২ জুলাই) দুপুরে তাকে তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, তদন্তে জেকেজির প্রতারণার সঙ্গে ডা. সাবরিনা আরিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

    এর আগে রোববার দুপুর সোয়া ১টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুই ঘণ্টা পর বিকেল সোয়া ৩টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়।

    ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক। তিনি গণমাধ্যমে নিজেকে জেকেজির ‘চেয়ারম্যান নয়’ বরং প্রতিষ্ঠানটির ‘কোভিড-১৯ বিষয়ক পরামর্শক’ দাবি করেছেন। তবে পুলিশের তদন্ত বলছে, সাবরিনাই জেকেজির চেয়ারম্যান।

    পুলিশি জিজ্ঞাসাবাদে সাবরিনা কী বলেছেন, তা জানা না গেলেও শনিবার একটি বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে সাবরিনা দাবি করেন, ‘আমার জেকেজির চেয়ারম্যান হওয়ার কোনো প্রশ্নই আসে না। বরং এটা ওভাল কোম্পানির একটি অঙ্গ সংগঠন। ওভাল গ্রুপ ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান। যেখানকার মালিক হচ্ছেন আরিফুর রহমান।’

    তিনি আরও দাবি করেন, ‘জেকেজির বিষয়ে আমি ডিজি স্যারকে (স্বাস্থ্য অধিদফতরের আবুল কালাম আজাদ) বলেছি, এডিজিকে বলেছি।’

    এর আগে গত ৪ জুন স্বামী আরিফুলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সাবরিনা তেজগাঁও বিভাগের একটি থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন। চলতি বছরের মে মাসে স্বামী আরিফের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে বলে গণমাধ্যমে দাবি করেছেন সাবরিনা।

    সম্প্রতি সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থ নিচ্ছিল জেকেজি। পাশাপাশি নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দেয়ার অভিযোগে আরিফকে গ্রেফতার করে পুলিশ। আরিফের পাশাপাশি গত ২২ জুন জেকেজি হেলথকেয়ারের সাবেক গ্রাফিকস ডিজাইনার হুমায়ুন কবীর হিরু ও তার স্ত্রী তানজীন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানতে পারে, জেকেজি হেলথকেয়ার থেকে ২৭ হাজার রোগীকে করোনার টেস্টের রিপোর্ট দেয়া হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৪০ জনের করোনার নমুনা আইইডিসিআরের মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল। বাকি ১৫ হাজার ৪৬০ জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপে তৈরি করা হয়। জব্দ করা ল্যাপটপে এর প্রমাণ মিলেছে। আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, জেকেজির সাত-আট কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন।

    জানা গেছে, নমুনা সংগ্রহের জন্য জেকেজির হটলাইন নম্বরে ফোন করলে প্রতিষ্ঠানের কর্মীরা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতেন। আবার অনেকে জেকেজির বুথে এসে নমুনা দিতেন। বিদেশি নাগরিকদের জন্য নেয়া হতো ১০০ ডলার (প্রায় ৮ হাজার ৫০০ টাকা)। বাংলাদেশিদের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার টাকা। যদিও দাতব্যপ্রতিষ্ঠান হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির ভিত্তিতে বিনামূল্যে তাদের স্যাম্পল কালেকশন করার কথা ছিল। এসব ঘটনার পর ২৪ জুন জেকেজি হেলথকেয়ারের নমুনা সংগ্রহের যে অনুমোদন ছিল তা বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।

    ২৪ ঘণ্টা/এম আর

  • লোহাগাড়ায় দু’হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার চকরিয়ার শাকের কারাগারে

    লোহাগাড়ায় দু’হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার চকরিয়ার শাকের কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার মাদক বিক্রেতা মো : আরমান হোসাইন শাকের (২৮) কে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

    গ্রেফতারের পর আজ ৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

    এর আগের দিন সোমবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানা পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত মো : আরমান হোসাইন শাকের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হরিদাঘোনা গ্রামের সোলতান আহমদের ছেলে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চকরিয়ার মাদক বিক্রেতা শাকেরকে আটক করে।

    আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাদার ইয়াবা বিক্রেতা বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আজ ৭ জুলাই দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • সাতকানিয়ায় হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত গ্রেফতার

    সাতকানিয়ায় হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত গ্রেফতার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও নাশকতা মামলার আসামি রিফাত কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।

    গতকাল ২৭ মে বুধবার রাত সোয়া ১১টার সময় উপজেলার কাঞ্চনা ৪ নম্বর ওয়ার্ড দফাদার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেফতার রিফাত কবির ওই এলাকার নুরুল কবিরের ছেলে। সে শিবিরের রাজনীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতামূলক মামলাসহ ডজনখানেক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

    গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করে সাতকানিয়া থানার কর্তব্যরত অফিসার এস আই মো. সাইফুল বলেন, হত্যা ও নাশকতায় প্রায় ডজন খানেক মামলার এ আসামির ওয়ারেন্ট থাকা স্বর্ত্তেও দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

    বুধবার রাতে সে সাতকানিয়ায় অবস্থান করছে স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানার সকল কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে জানালেন এ পুলিশ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

    পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ৬ লক্ষ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    গোপন সূত্রের খবরে আজ ২২ মার্চ রবিবার বিকেলে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতার মাদক কারবারির নাম মোঃ সাইফুল ইসলাম (৩০)। তিনি সাতকানিয়া উপজেলার ধর্মপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মফিজুর রহমানের ছেলে।

    তথ্যটি নিশ্চিত করে পটিয়া থানার এসআই মোঃ খালেদ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ খালেদ নামে একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা জানিয়ে গ্রেফতার ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/ সঞ্জয়/ আর এস পি

  • সাংবাদিকের মোবাইল ও টাকা লুট করে গ্রেফতার হল ৪ ছিনতাইকারী

    সাংবাদিকের মোবাইল ও টাকা লুট করে গ্রেফতার হল ৪ ছিনতাইকারী

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বাকলিয়া রসূলবাগ আবাসিক এলাকায় এক সাংবাদিকের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পেশাদার ছিনতাইকারীরা। শনিবার (২১ মার্চ) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ঘটনাটির সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা, মোবাইল ফোন ছাড়াও তিনটি কিরিচ ও একটি স্ট্যাম্প উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই সাংবাদিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের পর তার কাছ থেকে স্ট্যাম্প টিতে জোরপূর্বক সই নেওয়া হয়েছিলো।

    গ্রেফতারকৃতরা ছিনতাইকারীরা হলেন, মো. রুবেল (১৯), আসিফ বিন আজাদ (২১), এসএম আসিফ উদ্দীন (২৫) ও সাজ্জাদ মিয়া (২০)।

    এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, গত ২০ মার্চ শুক্রবার বিকেলে রসূলবাগ আবাসিক এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে একটি স্ট্যাম্পে জোরপূর্বক সই নিয়েছে বলে থানায় অভিযোগ করেন হোসেন মোহাম্মদ ইকবাল নামে এক সাংবাদিক।

    এ অভিযোগের সূত্র ধরে ২১ মার্চ শনিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত পেশাদার ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ধারালো ৩টি কিরিচ ও ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা ও স্ট্যাম্প উদ্ধার করে পুলিশ।

    গ্রেফতার ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন ওসি নেজাম উদ্দিন।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • বোয়ালখালীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

    বোয়ালখালীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মদ-ইয়াবা উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযানে ১৬০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    আজ রবিবার (২২ মার্চ) ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ও পশ্চিম শাকপুরা এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ মদ ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ভোরে উপজেলার জ্যৈষ্ঠপুরা সূর্যব্রত বিল এলাকায় অভিযান চালিয়ে সুধীর দের ছেলে কাজল দে (৩৪) ও কড়লডেঙ্গা নতুন বাজার এলাকার শামসুল আলমের ছেলে সাবের আহমেদকে (৫০) মদ পাচারের সময় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৬০ লিটার পরিমাণ চোলাই মদ জব্দ করে পুলিশ।

    এছাড়া পৃথক অভিযানে পশ্চিম শাকপুরার আজগর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আহমদ সৈয়দের ছেলে নুরুল আমিনকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ১০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

    এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

    ২৪ ঘন্টা/পূজন সেন/ আর এস পি

  • করোনা : হ্যালো রোহান শিরোনামে গুজব সৃষ্টির নায়ক চিকিৎসক আদনান গ্রেফতার!

    করোনা : হ্যালো রোহান শিরোনামে গুজব সৃষ্টির নায়ক চিকিৎসক আদনান গ্রেফতার!

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে একটি মহল গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে ৩৫ সেকেন্ডের একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে।

    যার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮/১৯ জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

    এদিকে ম্যাসেঞ্জারে গুজব সৃষ্টির বিষয়ে সিএমপি পুলিশের সাইবার ক্রাইম টিম সক্রিয় ও সজাগ রয়েছে। ফেসবুক মেসেঞ্জারে গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে এক চিকিৎসকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

    আজ শনিবার বিকেলে ইফতেখার আদনান নামে এ চিকিৎসককে আটক করা হয়েছে জানিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বললেন পুলিশ।

    গুজব সৃষ্টিকারী চিকিৎসক ইফতেখার মোহাম্মদ আদনান চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডে বেসরকারি ক্লিনিক মেডিকেল সেন্টারে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

    এর আগে সকালে সেই গুজব সৃষ্টিকারীও প্রশাসনের নজরদারির মধ্যে রয়েছেন জানিয়ে সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবর রহমান গণমাধ্যমকে বলেছিলেন, গুজব সৃষ্টির বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম টিম সক্রিয় ও সজাগ আছে।

    তাছাড়া গুজবে যাতে আতঙ্কিত না হয় সে জন্য নগরীর ১৬টি থানা এলাকায় চালানো হচ্ছে পুলিশের মাইকিং। ইতিমধ্যে রটনাকারীদের মধ্যে একজনকে ধরা হয়েছে, আরেকজনকে পুলিশ চিহ্নিত করেছে বলে জানান তিনি।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, মানুষের মধ্যে একটা অযথা আতঙ্ক সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য একটা বিশেষ মহল এসব অপপ্রচার চালাচ্ছে। এর আগে গুজব সৃষ্টির অভিযোগে পটিয়ায় এক প্রকৌশলী এবং নগরীতে আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে।

  • পটিয়ায় মাদকসহ যুবক গ্রেফতার

    পটিয়ায় মাদকসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

    গতকাল শনিবার দিনগত রাতে গোপন সূত্রের খবরে পুলিশ অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ এ যুবককে হাতে নাতে গ্রেফতার করে।

    গ্রেফতার যুবকের নাম মো. আরমান প্রকাশ আরিফ প্রকাশ ছোটন (২৬)। তিনি পটিয়া ভেল্লা পাড়ার ফারুকী বেপারীর পুরাতন বাড়ির বাসিন্দা আবুল কালাম প্রকাম আবুর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/সনজয়/আরএসপি

  • গোয়েন্দা পুলিশের অভিযানে তরিকত নেতাসহ ৪ ইয়াবা পাচারকারী গ্রেফতার

    গোয়েন্দা পুলিশের অভিযানে তরিকত নেতাসহ ৪ ইয়াবা পাচারকারী গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ৩৬ হাজার পিস ইয়াবা। অভিযানে ইয়াবার চালানে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিকশাসহ ৪ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ।

    গত (৯ মার্চ) সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকা ও ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মুহাম্মদ ওসমান গনি’র নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মো. আইয়ুব (৫৫), মো. দিদার হোসেন (২৮), তাপস চন্দ্র বাবু (৪৮) ও তাপস সরকার (২২)।

    মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ইয়াবা পাচার দলের সক্রিয় সদস্য। তারা টেকনাফ এলাকা হতে বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে কম মূল্যে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম শহরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল।

    গোপন তথ্যে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে চারজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু করা হয়েছে।

    ভুজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহও ঘটনার সত্যতা স্বীকার করেন।

    উল্লেখ্য, তাপস চন্দ্র বাবু ভুজপুর ইউনিয়ন পরিষদের গেল নির্বাচনে তরিকত ফেডারেশনের সমর্থন নিয়ে ফুলের মালা মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন।

  • পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

    পটিয়ায় ৫শ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা পৌরসদরের মুন্সেফ বাজার কালী বাড়ির সামনে অভিযান চালিয়ে পুলিশ ৫শ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

    আজ ১০ মার্চ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে চোলাই মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটিও জব্দ করে পুলিশ।

    গ্রেফতার মাদক ব্যবসায়ির নাম আব্দুল আলম (২৮)। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও মাহাদবাদ পাতিল বাড়ির মাদক ব্যবসায়ী কবির আহম্দের ছেলে।

    এই ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    পটিয়া থানা এলাকায় কোন মাদক কারবারি থাকতে পারবে না এমন হুঁশিয়ারি উচ্চারন করে তিনি বলেন, পটিয়ার মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

  • পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালককে অপহরণের ঘটনায় গ্রেফতার ২

    পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালককে অপহরণের ঘটনায় গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থেকে অস্ত্র ঠেকিয়ে এক গাড়ি চালককে অপহরণের ঘটনায় ১৪ মামলার আসামি সাইফুলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২৪ ফেব্রুয়ারি) গভীররাতে চট্টগ্রামের ভাঙ্গাপুল থেকে পুলিশ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ সাইফুল উদ্দিন প্রকাশ বালু সাইফু (৩৫) ও মো. মুছা (২৭)। এর আগে গত শনিবার একই ঘটনায় পটিয়া পূর্ব হাঈদগাঁও মাহাদাবাদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কাসেমের ছেলে মোহাম্মদ নয়ন (৩২)কে পুলিশ গ্রেফতার করেছে।

    জানা যায়, গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার হাঈদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ এলাকা থেকে অস্ত্র ঠেকিয়ে চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের বাসিন্দা গাড়ি চালক মোসলেম উদ্দিনকে অপহরণ করে দুবৃর্ত্তরা।

    পুলিশ জানিয়েছে আলমগীর আলম নামের এক ব্যক্তি লাকড়ি বহনের জন্য পিকআপ ভ্যান ভাড়া করে। ওই পিকআপের চালক ছিলেন মোসলেম উদ্দিন। গত শনিবার রাত ৯টার সময় লাকড়ি নিতে যাওয়ার সময় ১০/১২ জনের উপজাতি চাকমা চেহারার সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে গাড়ি চালক মোসলেমকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করে।

    পরে তাকে ছাড়িয়ে নিতে পরিবারের লোকজন টাকা নিয়ে নির্দ্দিষ্ট স্থানে পৌছালেও ঘটনাস্থলে অপহরণকারী চক্রের কোন সদস্য টাকা নিতে আসেনি। উদ্ধার হয়নি চালক মোসলেম উদ্দিন।

    বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশের পৃথক দুটি টিম ঘটনাস্থলে যায়। সেদিন কাউকে গ্রেফতার করা সম্ভব না হলেও পরেরদিন শনিবার নয়ন নামের একজনকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ গ্রেফতার করে।

    অপহৃত গাড়ি চালক মোসলেম উদ্দিনকে উদ্ধারে পটিয়া থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, মোহাম্মদ সাইফুল উদ্দিন ও মো. মুছা নামে এ ঘটনায় জড়িত আরো দুজনকে রবিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্য মামলাসহ মোট ১৪ টি মামলা আছে বলে জানান ওসি।

    ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে তাদেরকেও গ্রেফতার চেষ্টার পাশাপাশি অপহৃত মোসলেম উদ্দিনকে উদ্ধারে চেষ্টা চলছে।

  • সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    সাতকানিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ।সাতকানিয়া প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় গানের আসর থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৩ (ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বারদোনার ৭নং ওয়ার্ডের মিয়াজী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার যুবকের নাম মো. নাছির (৩৯)। তিনি ওই পাড়ার মৃত আমিন উল্লাহর ছেলে বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেন সাতকানিয়া থানার এসআই আক্কাস আলী। তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য ছিলো বারদোনার ৭নং ওয়ার্ডের মিয়াজী পাড়ার গানের আসরে এক যুবকের কাছে অস্ত্র দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে জানালেন তিনি।