Tag: গ্রেফতার

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ১

    সীতাকুণ্ডে অস্ত্রসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

    গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম মাহমুদাবাদ এলাকার কাপ্তান বাড়ির মো. আব্দুল মজিদের পুত্র বলে জানা যায়।

    রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানার এস আই জুলফিকার হোসেনের নেতৃত্ব পুলিশ দীঘিনালার হেমন্ত পুকুর পাড়ের দক্ষিনে একটি লাউ ক্ষেতের ভিতর অভিযান চালিয়ে উক্ত আসামিকে অস্ত্রসহ আটক করে।

    বিষয়টি নিশ্চিত করে মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর (ক) ধারায় আভিযোগ গঠন করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক ফয়েজুল গণি (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফয়েজুল গণি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাত ১১টার ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন মাদ্রাসা শিক্ষক ফয়েজুল গণি। তাদের কাছে গোপন এমন তথ্য ছিলো।

    তথ্যমতে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি একটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মো. মহসীন।

  • নবজাতক চুরির নেপথ্যের গল্প উদঘাটন করল পুলিশ! নবজাতক উদ্ধার, ৫ গ্রেফতার

    নবজাতক চুরির নেপথ্যের গল্প উদঘাটন করল পুলিশ! নবজাতক উদ্ধার, ৫ গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চুরি হওয়া এক নবজাতকের মায়ের দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে নবজাতক চুরির নেপথ্যের গল্প উদঘাটন করেছে সিএমপির চাঁন্দগাও থানা পুলিশ। 

    এক এক করে ৫ বার হাত বদল হওয়া ৪ মাস বয়সী নবজাতকটি উদ্ধার করার পাশাপাশি নবজাতক চোর চক্রের ৪ সদস্য এবং গল্পের রূপকার শিশুর পিতাকে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়।

    গত ১২ ফেব্রুয়ারি বুধবার থেকে ১৫ ফেব্রুয়ারি রোববার পর্যন্ত টানা চারদিন নগরী ও জেলার রাউজান এবং রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, নবজাতক শিশুটির পিতা মো. ইসহাক (৪০), রোজি, কামাল, নাজমা ও নাসিমা।

    থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকা থেকে চার মাস বয়সী এক নবজাতক শিশু চুরি হওয়ার অভিযোগ করেন শিশুটির মা। অভিযোগটি তদন্ত করতে গিয়ে ওই এলাকা থেকে সংগৃহিত একটি সিসি টিভি ফুটেজে দেখা যায় শিশুটির পিতা মো. ইসহাক স্বেচ্ছায় এক মহিলার হাতে টাকার বিনিময়ে নবজাতকটিকে হস্তান্তর করছে।

    পরবর্তীতে শিশুটির পিতাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভাবের তারনায় নবজাতকটিকে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে রোজি নামে এক মহিলার কাছে বিক্রি করার কথা স্বীকার করে নেন। এরপর শিশুটির মাকে সান্তনা দিতে মিথ্যে চুরির গল্প সাজায়।

    তার কথা মতে নগরীর চান্দগাঁও থানার এসআই কাজলের নেতৃত্বে একটি টিম রোজির অবস্থান নিশ্চিত হয়ে রাঙ্গুনিয়া জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররের পর রোজি জানায় সে কামাল নামে অন্য এক ব্যাক্তির কাছে শিশুটিকে বিক্রি করে।

    তার দেয়া তথ্যমতে পুলিশ কামালকেও গ্রেফতার করে। কামাল জানায় নাজমা নামের এক মহিলার কাছে নবজাতকটি বিক্রি করেন। গ্রেফতার করা হয় নাজমাকেও। তবে এবারও শিশুটির কোন হদিস মেলেনি। আবারও নাজমার হাত ঘুরে শিশুটি চলে যায় নাসিমা নামের অপর এক মহিলার হাতে।

    অবশেষে জেলার রাউজান থেকে নাসিমাকে গ্রেফতার করা হয় এবং ৫ বার হাত বদলের পর নবজাতক শিশুটিকে পুলিশ উদ্ধার করে।

    এসব তথ্য নিশ্চিত করে অভিযানের নেতৃত্ব দেওয়া এসআই কাজল জানায়, শিশুটি চুরি কিংবা অপহরণ হয়নি। শিশুটির পিতাই মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে তার স্ত্রীর কাছে এসে মিথ্যে চুরির গল্প সাজায়।

    তিনি বলেন, আমরা চারদিনের টানা অভিযানে এ গল্পের মূল রহস্য উদঘাটন করি এবং নবজাতক চোর চক্রের ৪ সদস্যসহ শিশুটির পিতাকে গ্রেফতার করি। থানার সকল আইনী প্রক্রিয়া শেষ করে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হবে বললেন এ পুলিশ কর্মকর্তা।

  • পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় গ্রেফতার ১

    পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় জড়িত সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। তাছাড়া ঘটনার দিন দুবৃর্ত্তদের লুট করা মালামালগুলো নূর হোসেন নামের অপর এক ব্যক্তির বাসস্থানের পাশে অভিযান চালিয়ে উদ্ধার করার তথ্য জানিয়েছে পুলিশ।

    সন্দেহভাজন গ্রেফতার আসামির নাম মাহবুবুল আলম। তিনি উপজেলার কোলাগাঁও নলান্দা এলাকার নজির আলীর ছেলে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন তথ্যটি নিশ্চিত করে বলেন, নরসিংদিও ফার্নিচার ব্যবসায়ি জামাল উদ্দিনের মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনাটি হত্যাকা- হিসেবে নিয়ে তদন্ত শুরু করে পটিয়া থানা পুলিশ। প্রাথমিক ভাবে এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহভাজন ১০জনের তথ্য পেয়েছে পুলিশ।

    সূত্র ধরেই মাহবুবুল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়। তাছাড়া মেলা থেকে লুট হওয়া ফানির্চারগুলো স্থানীয় নূর হোসেন নামের এক ব্যক্তির ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আরো খবর : মেলায় দোকান বসিয়ে লাশ হলেন নরসিংদীর কাঠ ব্যবসায়ি

    ওসি বলেন, গ্রেফতার মাহবুবুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া ২০০৮ সালের ২৫ আগস্ট কোলাগাঁওয়ে খোরশেদ আলম কুসুম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। এ ঘটনায় আর কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরকেও গ্রেফতার করা হবে বললেন ওসি।

    এদিকে গ্রেফতারের পর মাহবুবুরের বুকে ব্যাথা অনুভব হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

    এর আগে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার ওরস মেলা থেকে নরসিংদীর বেলাবো এলাকার কাঠ ব্যবসায়ি জামাল উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।
    লাশের গায়ে আঁঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে দুবৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি কোলাগাঁও ইউনিয়নের গরীব আলী শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে বসানো হয় মেলা। এ মেলায় আসবাব পত্রের পসরা নিয়ে আসেন নরসিংদীর ব্যবসায়ি জামাল। ফার্নিচার বিক্রির টাকা ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • ফটিকছড়িতে ইয়াবা-গাজাসহ গ্রেফতার-৫

    ফটিকছড়িতে ইয়াবা-গাজাসহ গ্রেফতার-৫

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ইয়াবা-গাজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারী রাতে ফটিকছড়ি থানা পুলিশ ফটিকছড়ি পৌরসভার ডাক বাংলোর পাশে এসএম আবু শোয়াইব মুনিরীর ৪তলা ভবনের নিচ তলায় অভিযান পরিচালনা করেন।

    এ সময় এসএম আবু শোয়াইব (৪০), মনির উদ্দিন আহমেদ (৪৩), মোহাম্মদ নূরুল ইসলাম(৪১) ও মোহাম্মদ আবদুল ওয়াজেদ (৪২) কে গ্রেফতার করেছে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল সেট এবং মাদক বিক্রির ১ লাখ ৫০ হাজার টাকা জব্দ করে।

    এসএম আবু শোয়াইব ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের কাজ্বী আবু জাফর মুনিরীর পুত্র, মনির উদ্দিন আহমেদ উপজেলার নানুপুর ইউনিয়নের নানুপুর গ্রামের আজগর আলী পন্ডিত বাড়ীর মৃত মাঈন উদ্দিনের পুত্র, মোঃ নজরুল ইসলাম পাইন্দং ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বেড়াজালী গ্রামের আব্দুল জলিল মিয়া বাড়ীর মজিবুল আলম চৌধুরীর পুত্র, আব্দুল ওয়াজেদ জাফতনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের আবিদ উল্লাহ উকিল বাড়ীর মৃত আব্দুল মোনাফের পুত্র।

    অন্য দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামেন বাকর আলী মিয়াজীর বাড়ীর পলাতক আসামী দৌলত খানে বসত ঘরে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ১ শত গ্রাম গাঁজাসহ মো: হারুন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

    এ বিষয়ে ফটিকছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর ১৫- তাং ১৭/০২/২০২০ইং,১৪- তাং ১৬/০২/২০২০ইং।

    এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আক্তার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৫০ ইয়াবাসহ ৪ জন, ১ কেজি ১ শত গ্রাম গাঁজাসহ ১ জন মোট ৫ যুবককে গ্রেফতার করে।

    এ সময় তাদের কাছ থেকে ৬ টি মোবাইল এবং ইয়াবা বিক্রির নগত দেড়লাখ টাকা উদ্ধার করে। তাদের আইনের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

    পাহাড়ি জমি কেটে রাস্তা, স্থাপনা ও সীমানা দেয়াল নির্মাণ : গ্রেফতার ৭, জরিমানা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী এলাকার ‘খুলশী গার্ডেন ভিউ হাউজিং সোসাইটি এলাকায় সরকারি পাহাড়ি জমি কেটে তৈরি করা হচ্ছে রাস্তা। নির্মাণ করা হচ্ছে স্থাপনা ও সীমানা দেয়াল।

    গোপন তথ্যে এমন অভিযোগ পেয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর একটি ভ্রাম্যমান টিম। অভিযানে ৭ শ্রমিককে গ্রেফতারের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।

    তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া সরকারি পাহাড়ি জমি কেটে একদল শ্রমিক ডেইরি ফার্ম স্থাপনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ পেয়ে মঙ্গলবার অভিযান চালানো হয়।

    এসময় ৭ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। পরিবেশ আইনের নানা বিধি ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে অভিযানে।

    তিনি আরো বলেন, গ্রেফতার শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে পাহাড় কাটার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম ও তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

  • সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেফতার ১

    সীতাকুণ্ডে ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ইয়াবাসহ একজনকে আটক করেছে সীতাকুন্ড মডেল থানা পুলিশ।

    রবিবার দিবাগত রাত দেড়টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর বাসস্ট্যান্ডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তল্লাশি চালালে ৫শ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইরফান (১৮)কে আটক করা হয়। সে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং ওয়ার্ড ইসলামপুর গ্রামের শফিউল্লাহ বাড়ির মো. শফিউল্লাহর পুত্র।

    এ বিষয়ে মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) সুমন বনিক জানান, তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর (৩৬)১,১০এর (ক)মূলে মামলা নং ২৩ রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যায় গ্রেফতার ১

    সাবেক পুলিশ পরিদর্শক মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যায় গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানে সাবেক পুলিশ পরিদর্শক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আজম চৌধুরীকে গলা কেটে হত্যার ৩১ ঘন্টা পর হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

    রবিবার (৯ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার পথেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী শেখ সোহরাব হোসেন সাদিচ (২৬) কে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটযুক্ত লোহার তৈরী একটি ধারালো ছুরি। তাছাড়া হত্যাকাণ্ডের সময় সোহরাবের পরিহিত রক্তমাখা জামা কাপড়ও উদ্ধার করা হয়েছে জানালেন র‌্যাব।

    র‌্যাবের সহকারী পুলিম সুপার মো. মাহমুদুল হাসান মামুন হত্যাকারী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চোড়া উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    তিনি জানান, গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার সময় সাবেক পুলিশ পরিদর্শক ও মুক্তিযোদ্ধা নুরুল আজমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত আসামী। চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-৭ ছায়া তদন্ত শুরু করে এবং ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। আরো খবর : রাউজানে মুক্তিযোদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

    তিনি বলেন, হত্যাকাণ্ডটি তদন্ত করতে গিয়ে প্রথমে হত্যাকারীর অবস্থান নিশ্চিত করে র‌্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের টিম। গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে কাপ্তাই চট্টগ্রাম মহাসড়কের উরকিরচর বইজাখালী গেইটের দক্ষিন পার্শ্বে জনৈক কর্মকার এর দোকান ঘরের ভিতরে চুলার পাশে রাখা হত্যাকান্ডে ব্যবহৃত একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরী ধারালো ছুরি (যা কাঠের বাটসহ লম্বায় ৩৩.২ ইঞ্চি) উদ্ধার করে।

    গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহরাব র‌্যাবকে জানায়, নিহত মুক্তিযোদ্ধা তাকে নিয়ে ঠাট্টা ও বিদ্রুপ করায় ৫ মাস ধরে পরিকল্পনা করে শনিবার সুযোগ বুঝে তাকে গলা কেটে হত্যা করা হয়।

    সে জানায় উদ্ধারকৃত ছুরিটি এক হাজার টাকার বিনিময়ে শনিবার সকাল ১০টার দিকে জনৈক কর্মকার এর দোকান থেকে কেনা হয়। দুপুর ১২টার সময় সে বীর মুক্তিযোদ্ধা নুরুল আজম চৌধুরী (৭২)‘কে আটকে শরীর থেকে মাথা বিছিন্ন করে তাকে হত্যার পর পালিয়ে যায় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি পানি দিয়ে ধুয়ে একই দিন ওই কামারের দোকানে ফিরিয়ে দেন।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, রাউজান উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের শেখ মোহাম্মাদ বাড়িতে থাকতেন গ্রেফতার সোহরাব। ওই বাড়ি থেকে হত্যাকাণ্ডের সময় পরিহিত সোহরাবের রক্তমাখা পোষাকগুলো উদ্ধার করা হয়।

    তিনি বলেন, এ হত্যাকান্ডে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মিত তদন্তের পাশাপাশি র‌্যাব-৭, চট্টগ্রাম ছায়া তদন্ত অব্যাহত রাখবে।

  • মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক হত্যাকাণ্ডে আরো ২ জন গ্রেফতার

    মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক হত্যাকাণ্ডে আরো ২ জন গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে ছুরিকাঘাত করে মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবককে হত্যার ঘটনায় আরো দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো খবর : মিরসরাইয়ে ছুরিকাঘাতে যুবক খুন

    এর আগে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য নিয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এ নিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে জানালেন পুলিশ। 

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ইসলামপুর এলাকার মৃত নুর আলমের ছেলে আশরাফুল আলম হৃদয় (২২), একই এলাকার ছুট্টু সওদাগর বাড়ির নুর হোসেনের ছেলে হাসান (২৫) ও আদমপুর এলাকার তালুকদার কাবলি বাড়ির মহিত উল্লাহ ভুঁইয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম ভ’ইয়া প্রকাশ রিপন (২৬)। এদের মধ্যে আশরাফুল আলম হৃদয় মূল হত্যাকারী বলে জানিয়েছে পুলিশ।

    জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিব নামে এক যুবক নিহত হওয়ার পর তদন্তে নামে তার থানা পুলিশের একটি টিম। রবিবার প্রথমে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি হৃদয়কে গ্রেফতার করা হয় এবং পরে তার দেয়া তথ্য মতে এ হত্যাকাণ্ডে জড়িত আরো ২ জনকে গ্রেফতার করা হয়।

    জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, রাকিব হত্যাকাণ্ডে জড়িত মূল আসামীকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

  • ছাত্রী আত্মহত্যার প্ররোচনা: সেই প্রধান শিক্ষক সিরাজুল গ্রেফতার

    ছাত্রী আত্মহত্যার প্ররোচনা: সেই প্রধান শিক্ষক সিরাজুল গ্রেফতার

    নীলফামারী প্রতিনিধি॥ আত্মহত্যার প্ররোচনা মামলায় নীলফামারীর ডোমারের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার(৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বোড়াগাড়ি ইউনিয়নের বাকডোকরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

    বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আত্মহননকারী তৃষ্ণা রায়ের বাবা দুলাল চন্দ্র রায়ের মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে পুলিশ।

    এরআগে একই দিনের সকালে ডোমার-চিলাহাটি সড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখেন বিক্ষুদ্ধ সহপাঠীসহ এলাকাবাসী।

    উল্লেখ্যঃ চলমান এসএসসি পরীক্ষার আগেরদিন (২ ফেব্রুয়ারী) প্রবেশপত্র দেয়া হয় ওই ছাত্রীটিকে।বাণিজ্য বিভাগের ছাত্রী হয়েও প্রবেশ পত্রে বিভাগ পরিবর্তন হয়ে আসে তার প্রবেশ পত্রে। এনিয়ে প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি গালমন্দ করে তাড়িয়ে দেন। সেদিন বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ছাত্রী তৃষ্ণা রায়।

    এনিয়ে জড়িত শিক্ষকদের বিচার দাবী করে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে সহপাঠী সহ স্থানীয়রা। শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গঠন করা হয় পৃথক তিনটি তদন্ত কমিটিও।

    ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তৃষ্ণার বাবার দায়ের করা মামলার প্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

  • জলসা মার্কেট থেকে ৪২টি চোরাই মোবাইলসহ দোকান মালিক গ্রেফতার

    জলসা মার্কেট থেকে ৪২টি চোরাই মোবাইলসহ দোকান মালিক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার জলসা মার্কেটে অভিযান চালিয়ে ৪২টি চোরাই মোবাইলসহ মোহাম্মদ হোসাইন(২২) নামে এক দোকান মালিককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জলসা শপিং কমপ্লেক্সের হুসাইন মোবাইল শপে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হোসাইন ভোজপুরের চাঁনপুর থানার রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন। তিনি বলেন, হোসাইনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বেশ কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছে।

    হোসাইন জানিয়েছে তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ঢাকা থেকে চুরি হওয়া মোবাইল সেট পাইকারি দরে ক্রয় করে জলসা মার্কেটস্থ হুসাইন শপে বসে চট্টগ্রামসহ জেলার বিভিন্ন দোকানদারদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে।

    তাদের এ চক্রটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও মোবাইল সরবরাহ করে থাকে জানিয়ে গ্রেফতার হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে জানালেন ওসি মো. মহসীন।

  • পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

    পটিয়ায় ২ মোটর সাইকেল থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় ২টি মোটর সাইকেলে তল্লাশী চালিয়ে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ।

    এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও বৈদেশিক মুদ্রা, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।

    গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরনা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের আব্দুল মান্নান এর ছেলে মোজাম্মেল হক (৩০), চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মঘাদিয়া ইউনিয়নের শেখ তোলা গ্রামের মোঃ শাহজাহান এর পুত্র মোঃ নুর নবী (২৪), চট্টগ্রাম জেলার সনদ্বীপ থানার কালাপানিয়া গ্রামের হুমায়ন কবির এর পুত্র মোঃ হাসমত কবির শাকিল (২১) ও নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুয়া গ্রামের মোঃ ইব্রাহিম খলিলের পুত্র জাহেদুল ইসলাম রাতুল (২২)।

    পটিয়া থানা সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও পটিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে পটিয়া থানার এসআই রোকন উদ্দিন, এসআই মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা, ১২শ পাউন্ড বৈদেশিক মুদ্রা, নগদ ৩২ হাজার টাকা, ২টি মোটর সাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি ব্যাগ উদ্ধার করে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ঘটনার সত্যতা প্রকাশ করে জানান ৪০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রথমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে এবং তারপর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে জানালেন ওসি।