Tag: গ্রেফতার

  • বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফসহ গ্রেফতার ৩

    বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফসহ গ্রেফতার ৩

    বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ দলটির ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অপর দুজন হলেন- অ্যাডভোকেট আলম ও অ্যাডভোকেট তৌহিদ।

    শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে বের হয়ে যাওয়ার পথে তাদের গ্রেফতার করে পুলিশ।

    রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) একই মামলায় সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের (ডাকসু) সাবেক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেফতার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরই একই মামলায় একই জায়গা থেকে গ্রেফতার হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। প্রায় একই সময়ে একই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

    কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল মঙ্গলবার (২৬ নভেম্বর) হাইকোর্টের সামনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় বেশ কিছু গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে দেখা যায় বিক্ষুদ্ধ নেতাকর্মীদের।

    এ ঘটনায় সরকারি কাজে বাধা দেয়া, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে ওইদিনই শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ। মামলার এজাহারে ১৫-২০ জনের নাম উল্লেখ করে মোট ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মামলা দায়েরের পর ওই রাতেই (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।

    এদিকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পরই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদ জামিন মঞ্জুর আদালত মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, খায়রুল কবির খোকনকে জামিন দেন।

    এদিকে পুলিশের করা ওই মামলায় গ্রেফতার আতঙ্কে বৃহস্পতিবার বিকেলে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

  • মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    মহসীন কলেজের এক শিক্ষার্থীর সাহসিকতায় ধরা পড়লো ২ ছিনতাইকারী

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের শিক্ষার্থী খালিদ মাহমুদ রিহামের সাহসিকতা ও স্থানীয় জনতার সহযোগীতায় পুলিশের হাতে ধরা পড়েছে দুই ছিনতাইকারী।

    বুধবার সন্ধ্যা পৌণে সাতটার সময় নগরীর রহমতগঞ্জস্থ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং রাতে দিদার মার্কেট এলাকা থেকে এ দুই কৌশলী ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতার দুই ছিনতাকারী হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি মারুকা এলাকার আবদুর রউফের ছেলে খালিদ উদ্দিন ইমন (১৮) ও ভোলা জেলার লালমোহন গাইমারা এলাকার মো. আল ইসলাম প্রকাশ খাইরুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম বাবু (১৮)। তারা দুজনই বাকলিয়ার বগারবিল এলাকায় বসবাস করে বিভিন্ন এলাকায় ছিনতাই কাজে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রিহাম বুধবার সন্ধ্যার সময় লালখান বাজারের বাসা থেকে বের হয়ে রহমতগঞ্জস্থ ক্রিয়েটিভ কোচিং সেন্টারে যাচ্ছিলেন। কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে ইমন ও বাবুসহ তিন যুবক রিহামকে ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করেন। একপর্যায়ে তিনজন মিলে রিহামকে অহেতুক কোন কারণ ছাড়াই ভয়ভীতি ও উচ্ছৃংখল আচরণ করতে থাকে।

    এসময় রিহাম সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা রিহামের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। রিহাম ছিনতাকারী বলে চিৎকার শুরু করলে আসে পাশের স্থানীয় লোকজন একজনকে আটক করতে সক্ষম হয়। পরে স্থানীয়রা টহল পুলিশকে ডেকে ঈমনকে তাদের কাছে হস্তান্তর করে।

    জিজ্ঞাসাবাদে ঈমন ছিনতাইকাজে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া তার অপর সহযোগীদের তথ্য দেন। তার দেওয়া তথ্য মতে রাতে নগরীর দিদার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই গ্রুপটির অপর সদস্য সাকিবুলকেও গ্রেফতার করে পুলিশ।

    কোতোয়ালি থানার ওসি মো.মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, আটক দুজনই ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রহমতগঞ্জ, বাংলা কলেজ, গুডস হিল, গণি বেকারী এলাকায় পাহাড়ের নির্জন, অন্ধকারাচ্ছন্ন স্থানে ছিনতাইয়ের কাজ করে থাকে। বুধবার মহসীন কলেজের শিক্ষার্থী রিহামের সাহসিকতায় এ দুজনকে গ্রেফতার করা হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ গ্রুপের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের চেষ্টা থাকবে। তাছাড়া বুধবার গ্রেফতার দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি মো. মহসীন।

  • সিআরবিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    সিআরবিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ মো. ছৈয়দ নুর প্রকাশ ফাহিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

    বুধবার বিকেল সাড়ে ৫টার সময় গোপন সূত্রের খবরে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ফাহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আক্তারিয়া পাড়ার মোজাম্মেল বাড়ির মৃত লাল মিয়ার ছেলে।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশ তথ্যটি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিম ২ সহযোগীসহ গ্রেফতার

    পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিম ২ সহযোগীসহ গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত ও রেয়াজউদ্দিন বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ি মো. নাজিম উদ্দিন (২৮) কে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    রবিবার রাত সাড়ে ৯টার সময় নগরীর জুবিলী রোডস্থ তিন পুলের মাথা গোলাম রসুল মার্কেটের মর্ডান প্লাস্টিক হাউসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গ্রেফতার নাজিম কর্ণফুলি উপজেলার চরলক্ষ্যা দক্ষিণ কুল এলাকার মৃত বাবুল ইসলামের ছেলে। এছাড়া নাজিমের দুই সহযোগী হলেন সাতকানিয়া উপজেলার কাঞ্চনা পন্ডিত বাড়ির মো. জাকারিয়ার ছেলে ইমরানুল হক প্রকাশ নয়ন (২৮) ও লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মজিদের পাড়ার আবুল হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (১৯)।

    পুলিশ জানায়, রেয়াজউদ্দিন বাজারে শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিমসহ কয়েকজন ইয়াবা কারবারি ইয়াবা বিক্রির উদ্দ্যেশে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় এক ইয়াবা কারবারি পালিয়ে গেলেও শীর্ষ ইয়াবা ব্যবসায়ি নাজিমকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করা হয়। অভিযানে নাজিমের পকেট থেকে ১২০, জাহেদের পকেট থেকে ১০০ এবং নয়নের পকেট তল্লাশী করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে নাজিম কোতোয়ালি থানা পুলিশের তালিকাভুক্ত ও রেয়াজউদ্দিন বাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ি। তার বিরুদ্ধে জেলার লোহাগাড়া থানায় ১টি এবং কোতোয়ালি থানায় ৮টি মাদক আইনে মামলা রয়েছে।

    গ্রেফতার নাজিম ও তার ২ সহযোগীর বিরুদ্ধে নতুন করে মাদক আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করার কথা জানিয়ে গ্রেফতারকৃতদের সাথে ইয়াবা কারবারে যুক্ত মো. তৌহিদুল ইসলাম (২৯)কে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে বলেন ওসি মহসিন।

  • এমইবি গ্রুপের এমডি ও বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

    এমইবি গ্রুপের এমডি ও বিএনপি নেতা শামসুল আলম গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

    মেঘনা গ্রুপের দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২ টার সময় নগরীর গোলপাহাড় মোড়ের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা তথ্যটি নিশ্চিত করে বলেন, বিএনপি নেতা শামসুল আলমের বিরুদ্ধে মেঘনা গ্রুপের পক্ষ থেকে ঢাকার আদালতে দুইটি মামলা দায়ের করা হয়। দুটি মামলায় সাজা হয় শামসুল আলমের। আদালত থেকে জারি করা সাজা পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

  • মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    মইজ্জ্যারটেকে গোয়েন্দা পুলিশের অভিযান : নগদ টাকা ও ইয়াবাসহ গ্রেফতার ১

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানা মইজ্জ্যারটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমান (৩২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।

    রবিবার রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করেন নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার মিজানুর রহমান কর্ণফুলি থানা চরলক্ষ্যা এলাকার মৃত হামিদুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আরো খবর : ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার

  • হালিশহরের ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১,মিনি ট্রাক জব্দ

    হালিশহরের ঈদগাঁহ থেকে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১,মিনি ট্রাক জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর হালিশহর থানা ঈদগাঁহ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা হয়।

    রবিবার সন্ধ্যা পৌণে ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারির নাম মো. গালমান (৩০)। তিনি শরিয়তপুর জেলার ডামুডা চর ভেয়ারার মৃত জয়নাল মাহব্বরের ছেলে।

    নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সালমানকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পরিবহণে ব্যবহৃত মিনি ট্রাকটি। তার বিরুদ্ধে হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • মাইক্রোবাসের হুট কভারেই মিলল সোয়া কোটি টাকার ইয়াবা,গ্রেফতার ২

    মাইক্রোবাসের হুট কভারেই মিলল সোয়া কোটি টাকার ইয়াবা,গ্রেফতার ২

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ৪শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। প্রশাসনের চোখ ফাঁকি দিতে মাইক্রোবাসের পেছনের হুট কভারে বিশেষ কৌশলে লুকিয়ে ইয়াবাগুলো পাচার করছিলো ইয়াবা কারবারিরা। 

    আজ রবিবার দুপুর পৌণে ২টার সময় এমন একটা সংবাদ পেয়ে ওই এলাকার খাজা কালুশাহ হোটেল এর সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় দুই ইয়াবাকারবারিকে গ্রেফতার করে র‌্যাব। জব্দ করা হয় ইয়াবা পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ- ৫১-৯০০৮)।

    গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া পালংখালী মাবুদ মেম্বার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জিসান (২৯) ও একই এলাকার বুলুর বাড়ির শামসুল আলমের ছেলে মো. জুনায়েদ (২০)।

    র‌্যাবের সহকারী পরিচালক মিডিয়া মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, গ্রেফতার দুজনই দীর্ঘদিন ধরে ইয়াবার কারবারে জড়িত। তারা কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের সাথে যোগসাজশে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে তা মাইক্রোবাসের মাধ্যমে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে।

    গোপন সূত্রে খবর পেয়ে ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাসসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার টাকা বলে জানিয়ে এসব ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাবের এ কর্মকর্তা।

  • গ্রীণলাইন পরিবহনের বাসে ইয়াবা : চালক-হেলপার গ্রেফতার,বাস জব্দ

    গ্রীণলাইন পরিবহনের বাসে ইয়াবা : চালক-হেলপার গ্রেফতার,বাস জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রীণলাইন পরিবহণের একটি এসি বাস থেকে ৯ হাজার ৬শ ৬৮পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাসটি জব্দ করার পাশাপাশি ইয়াবা পরিবহণের দায়ে বাসটির চালক ও চালকের সহকারিকে গ্রেফতার করা হয়।

    ২১ নভেম্বর বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বাসের চালক মো. মোফাজ্জল হক (৩৮) ও চালকের সহকারী মো. হাবিবুর রহমান (২৪)।

    র‌্যাব জানায়, বৃহস্পতিবার ভোরে গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে করে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে এমন তথ্য পেয়ে দামপাড়ায় বিশেষ চেক পোস্ট বসায় র‌্যাবের অভিযানিক টিম।

    ভোরে দামপাড়াস্থ স্টার লাইন স্পেশাল লিমিটেড কাউন্টারের সামনে গাড়িটি তল্লাশীর জন্য সংকেত দিলে বাসের চালক গাড়িটিকে রাস্তার পাশে থামিয়ে চালকসহ দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

    ধাওয়া করে দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পরিহণের কথা স্বীকার করে এবং বাসের ভেতরে সুকৌশলে লুকানো ইয়াবাগুলো দেখিয়ে দেন। পরে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার দেখিয়ে বাসটি (ঢাকা মেট্রো-ব- ১৪-১১০৮) জব্দ করা হয়।

    তথ্য নিশ্চিত করে র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, চালক ও চালকের সহকারী দুজনে মিলে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন অভিনব কায়দায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত বাসসহ নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

  • চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

    চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, খুনী বন্ধু গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ : চট্টগ্রামের হালিশহরে বন্ধুর ছুরিকাঘাকে খুন হয়েছে কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ইরফান আহমেদ (১৮)।

    বৃহস্পতিবার বিকালে তিনটার দিকে হালিশহর থানার বড়পুল এলাকায় পিডিবি অফিসের অদূরে আড়ং ভবনের সামনে হত্যাকাণ্ডটি ঘটে। এদিকে হত্যাকাণ্ডের পরপরই হালিশহর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় খুনী বন্ধু মো. সাদ্দামকে বড়পোল এলাকা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেফতার করে।

    নিহত ইরফান হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে এবং হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. লালনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ইরফান ও সাদ্দাম দুজনই বন্ধু এবং মইন্যাপাড়ার একই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে তুচ্ছ একটি ঘটনা নিয়ে দুই বন্ধুর মধ্যে খুব তর্তাতর্কি হয়। দুজনের ঝগড়ার রেশ ধরেই বৃহস্পতিবার বিকেলে হালিশহরের বড়পোল পিডিবি অফিসের সামনে ইরফানকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সাদ্দাম।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক আব্দুল হামিদ জানান, বৃহস্পতিবার বিকেলে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদ নামে এক কলেজ ছাত্রকে চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার বুকের বিভিন্নস্থানে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।

    হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুর রহমান এ ঘটনায় মূল হত্যাকারী সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ বড়পোল এলাকা থেকে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হত্যাকান্ডের রহস্য জানা যাবে বললেন ওসি ওবায়দুর রহমান।

  • রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

    রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইসলামপুর ইউনিয়নের ১নং গোদারপাড় এলাকায় অভিযান চালিয়ে ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

    বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা, ৩টি ছোরা, ২টি কিরিচ এবং ৪টি চাপাতি উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার গোদারপাড় এলাকার নুর মোহাম্মদের ছেলে মো. জসিম উদ্দিন (৩৬) ও একই উপজেলার ফরেষ্ট অফিস এলাকার মৃত আমিনুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, কতিপয় সন্ত্রাসী অস্ত্র সস্থ্র নিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় অবস্থান করছে এমন তথ্য পেয়ে র‌্যাবের একটি টিম অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও র‌্যাব ধাওয়া করে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে দুজনের বসত ঘরে তল্লাশী চালিয়ে আরো বেশ কিছু ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    তিনি বলেন,গ্রেফতারকৃতদের মধ্যে মো. কামাল হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৬টি এবং জসিমের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৫টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে এবং সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে ত্রাশের রাজত্ব কায়েম করে আসছে।

    দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনহত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ দুজনকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

  • চট্টগ্রামে ইয়াবার চালানসহ গ্রেফতার ৩, মোটর সাইকেল জব্দ

    চট্টগ্রামে ইয়াবার চালানসহ গ্রেফতার ৩, মোটর সাইকেল জব্দ

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে ইয়াবার চালানসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল।

    সোমবার রাত সাড়ে আটটার সময় বাকলিয়া থানা আব্দুল্লাহ আল নোমান কলেজ রোড এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ৬ নং ওয়ার্ডের গারিংগিয়া এলাকার জাহাঙ্গীর বাড়ির মো. ইছহাকের ছেলে মো. আলমগীর হোসাইর (২২), একই উপজেলার কেওচিয়া আবেদার বাড়ির মো. ইদ্রিসের ছেলে মোহাম্মদ ইয়াছিন আরাফাত (২৬) ও চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ি কম্প পাড়ার মৃত জামাল হোসেনের ছেলে রেজাউল করিম (৩৭)।

    তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গোপন সূত্রের খবরে বর্ণিত স্থানে চেকপোস্ট স্থাপন করে ইয়াবাসহ এ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।