Tag: গ্র্যাজুয়েট

  • তমা মির্জা এখন গ্র্যাজুয়েট

    তমা মির্জা এখন গ্র্যাজুয়েট

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। চলতি বছর তার দু-হাত ভরে ধরা দিয়েছে সাফল্য। ‘সুড়ঙ্গ’ সফলতার মাঝেই জানালেন সুখবর। তমার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রী।

    গতকাল রোববার অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এদিন সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে ছিলেন তমা মির্জাও। সাফল্যের এই দিনে তার সঙ্গে ছিলেন বাবা-মা ও ভাই তথা নায়িকার পুরো পরিবার। অবশ্য অফিসিয়ালি এখন গ্র্যাজুয়েট হলেও তমার স্নাতক সম্পন্ন হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালে।

    এক প্রতিক্রিয়ায় তমা মির্জা বলেন, ‘এতদিন ছিলাম আনঅফিসিয়াল, এখন আমি অফিসিয়ালি গ্র্যাজুয়েট (হাসি)। দীর্ঘদিন এই দিনটির প্রতীক্ষাতেই ছিলাম। আমি আমার ফলাফল নিয়ে সন্তুষ্ট। আমার পরিবার-শিক্ষকরাও আমার এই অর্জনে ভীষণ খুশি।’

    তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া, তা-ও আইনের মতো একটি কঠিন বিষয়ে। এটা যে তার জন্য কোনো সহজসাধ্য কাজ ছিল না—জানাতে ভুললেন না অভিনেত্রী। তমার কথায়, ‘আইন বিষয়ে পড়াশোনা করাটা একটু কঠিনই বটে। তারমধ্যে অভিনয়ের কারণে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারতাম না। তবে আমার বন্ধুরা এবং শিক্ষকরা আমাকে এ ব্যাপারে ভীষণ হেল্প করেছেন। অ্যাটেনডেন্সের নম্বর আমাকে পরীক্ষায় খাতায় পুষিয়ে নিতে হতো। নায়িকা বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে আলাদা কোনো সুযোগ দেয়নি। সবার সঙ্গে বসে একই দিনে পরীক্ষা দিতে হয়েছে।’

    আইন বিষয়ে পড়াশোনা করলেও এখনই আইনপেশায় জড়ানোর কোনো ইচ্ছে নেই অভিনেত্রীর। তবে ভবিষ্যতে এই পেশায় আসলেও আসতে পারেন বলে জানান তিনি। আপাতত অভিনয়েই মনোযোগী হতে চান ‘সুড়ঙ্গ’ খ্যাত এই অভিনেত্রী।

    উল্লেখ্য, গেল ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা এখনো সফলতার সঙ্গে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে চলছে। এতে তমা মির্জার ‘ময়না’ চরিত্রটি দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় তমার বিপরীতে নায়ক চরিত্রে ছিলেন আফরান নিশো। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।

  • গ্র্যাজুয়েটদের আথিতেয়তা দিতে প্রস্তুত কুবি ছাত্রলীগ

    গ্র্যাজুয়েটদের আথিতেয়তা দিতে প্রস্তুত কুবি ছাত্রলীগ

    কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সমাবর্তন। প্রায় তিন হাজার গ্র্যাজুয়েট সনদ নিতে আসবেন তাদের প্রিয় লাল মাটির সবুজ ক্যাম্পাসে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সমাবর্তনের আগের রাতে আগত গ্র্যাজুয়েটদের আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছে কুবি শাখা ছাত্রলীগ।

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় জেলা শহর থেকে দূরে অবস্থিত। এ কারণে সাবেক শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতে পারে। এছাড়া তীব্র শীতের কারণে ভোগান্তির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের থাকার জায়গা ছেড়ে দেওয়ার জন্য আবাসিক হলগুলোতে নিদের্শ প্রদান করা হলো।’

    এই থাকার ব্যাপারটি তদারকির জন্য প্রত্যেকটি হল শাখা কমিটির প্রতিনিধিদের মাধ্যমে দায়িত্বও ঠিক করে দেওয়া হয়েছে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্র্যাজুয়েটরা শাখা ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

    সাবেক শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। তিনি বলেন, ‘সাবেকদের ভোগান্তি লাঘব এবং নিজেদের ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের থাকার জায়গা ছেড়ে দিয়ে থাকার ব্যবস্থা করবে।’