Tag: ঘন কুয়াশা

  • ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

    ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ ১৭ ফেব্রুয়ারী সোমবার মধ্যরাত থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী। এ কারণে দৃষ্টিসীমা কম থাকায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় প্রায় আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। একই অবস্থা দেখা গেছে সড়ক ও রেলপথের পরিবহন যাতায়াতে।

    সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস জানায়, (সকাল ১০টা) ঘন কুয়াশার কারণে এ অঞ্চলে দৃষ্টিসীমা রয়েছে মাত্র ২০০ মিটারের কম। গত দুই দিন থেকে ঘন কুয়াশার কারনে এ অবস্থা চলছে বিমানবন্দরে। এতে সকালের ফ্লাইটগুলো প্রায় ২ ঘন্টা দেরিতে চলাচল করছে।

    ঘন কুয়াশার কারনে সৈয়দপুর-ঢাকা রুটে চলাচলকারী উড়োজাহাজের সিডিউল বিপর্যয় হয়েছে। বেলা ২টা পর্যন্ত কোন উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরন না করায় ঢাকাগামী ৪টি উড়োজাহাজের আড়াই শতাধিক যাত্রী আটকা পড়েছে। অপরদিকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে একই সংখ্যক সৈয়দপুরগামী যাত্রী আটকা পড়েছে।

    এদিকে মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীরগতিতে। সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিতে চলছে বাহনগুলো। এতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে পারছেনা দূরপাল্লার কোচগুলো। সিডিউল মেনে চলছে না ট্রেনগুলো।

    ঘন কুয়াশা পড়লেও গতকাল রবিবারের চেয়ে তাপমাত্রা ২ ডিগ্রী বেড়েছে। সোমবার এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রী সেলসিয়াস।

    সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুশান্ত দত্ত জানান, ঘন কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে।

  • ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

    ঘন কুয়াশা : আজও চট্টগ্রামের বদলে কলকাতা ফিরে গেল ৩ বিমান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ না করে কলকাতা ফিরে গেছে ৩টি আন্তর্জাতিক বিমান।

    তাছাড়া মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কোনো ফ্লাইট অবতরণ করেনি বলে জানা গেছে।

    জানা যায়, এ সময়ের মধ্যে দোহা থেকে আসা ইউএস বাংলা, মাসকাট থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ও শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করে।

    বিষয়টি নিশ্চিত করেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ব্যবস্থাপক খাইরুল কবির। তিনি বলেন, মঙ্গলবার ভোর থেকে সকাল পৌণে ১০টা পর্যন্ত ফ্লাইট কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় ৩টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেন।

    তিনি বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর এসব ফ্লাইট চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে। তাছাড়া কুয়াশা কেটে যাওয়ার পর বিমানবন্দরটিতে আগের শিডিউল অনুযায়ী ফ্লাইট চলাচল করছে বলে তিনি জানিয়েছেন।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপন উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান জানিয়েছেন কুয়াশা কেটে যাওয়ার পর কলতাকায় ফিরে যাওয়া ফ্লাইটগুলো একে একে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরিয়ে আনা হচ্ছে।

    এর মধ্যে সকাল পৌণে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে আসা ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ করে। তিনি বলেন দুপুর ১টার মধ্যেই বাকি দুটি ফ্লাইটও চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করবে বলে তিনি জানিয়েছেন।

    এরআগে সোমবার সকালে মাস্কট থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ঘন কুয়াশার কারনে চট্টগ্রাম নামতে না পেরে কলকাতায় ফিরে যায়। পরে কুয়াশা কেটে গেলে বিমানটিকে ফের চট্টগ্রাম বিমান বন্দরে নিয়ে আসা হয়।

  • মাসকাট থেকে আসা বিমান শাহ আমানত এ না নেমে ফিরে গেলো কলকাতা

    মাসকাট থেকে আসা বিমান শাহ আমানত এ না নেমে ফিরে গেলো কলকাতা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ফিরে গেছে কলকাতা।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে বিমানের ১২২ ফ্লাইটটি ঘন কুয়াশার কারনে চট্টগ্রামে নামতে পারেনি। বিমানটি ফিরে গিয়ে কলকাতা বিমান বন্দরে অবতরণ করেছে।

    তবে কুয়াশার কেটে গেলে ফ্লাইটটি আবার চট্টগ্রামে চলে আসবে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছাড়া বাকী সবগুলো ফ্লাইট উঠা-নামায় কোন সমস্যা হয়নি। ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের তিনটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে বলে তিনি জানান।

  • ঘন কুয়াশায় রানওয়ের কার্যক্রমে সমস্যা : শাহ আমানতে বিমান ওঠানামায় বিঘ্ন

    ঘন কুয়াশায় রানওয়ের কার্যক্রমে সমস্যা : শাহ আমানতে বিমান ওঠানামায় বিঘ্ন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের কার্যক্রমে সাময়িক সমস্যা হওয়ায় সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ ছিল।

    এ সময়ের মধ্যে বিমান সূচি অনুযায়ী অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক বিমান।

    শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কেটে গেলে সাড়ে ৯টা থেকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

    তবে এ সময়ের মধ্যে বিমান উড্ডয়নের কোনো শিডিউল ছিল না জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটসহ তিনটি বিমান শিডিউল অনুযায়ী অবতরণ করতে পারেনি। এসব বিমানে ১৫ মিনিট থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় দেরি হয় অবতরণে।