Tag: ঘুষের টাকা

  • ঘুষের পাঁচ লাখ টাকাসহ জেলা অডিটর গ্রেফতার

    ঘুষের পাঁচ লাখ টাকাসহ জেলা অডিটর গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরসহ ৪ জনকে ঘুষের টাকা লেনদেনের সময় আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই)।

    বৃহস্পতিবার বিকেলে জেলা হিসাব রক্ষণ অফিস থেকে তাদেরকে টাকা সমেত আটক করা হয়।

    আটককৃতরা হলেন, রাজস্ব শাখার অডিটর কুতুব উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের ৪র্থ শ্রেণির কর্মী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ুন।

    সূত্র জানায়, ঘুষের ৫ লাখ টাকা সড়ক ও জনপথ বিভাগের ৩ জন কর্মী ট্রেজারি অফিসে নিয়ে যায়। এ সময় তাদের এনএসআই এর কর্মকর্তারা আটক করে। পরে তাদের ৪ জনকে টাকাসহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এনএসআই এর একজন কর্মকর্তা জানিয়েছেন টাকাসহ তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, এটি দুদক তদন্ত করবে। এটি তাদের এখতিয়ার।

    স্থানীয় সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের মাষ্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মীর ১ কোটি ৭ লাখ টাকার বিল আসে। এরআগে ৬০ লাখ টাকার উপরে টাকা নেয়া হয়েছে। বৃহস্পতিবার পূর্বের বেতন ভাতার মোট ১ কোটি ৭ লাখ পেতে অডিট অফিসের সাথে চুক্তি করে। প্রথম দফায় ৬৪ লাখ টাকা নিয়ে যায়। বৃহস্পতিবার বাকী ৪৩ লাখ টাকার বিল করা হয়েছিল। এ টাকা নিতে পারশ্রমিক হিসেবে সওজের কর্মচারীদের পক্ষ থেকে ৫ লাখ টাকা পারিশ্রমিক দেয়া হয়। এ টাকাসহ তাদের এনএসআই আটক করে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কোটি টাকার চেক নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্বার,ভূমি কর্মকর্তাসহ আটক ৩

    কোটি টাকার চেক নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্বার,ভূমি কর্মকর্তাসহ আটক ৩

    চট্টগ্রাম জেলার ভূমি অফিসের বিভিন্ন গ্রাহকের প্রায় ১ কোটি টাকার চেক ও নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ ভূমি অফিসের এক কর্মকর্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর ষোলশহর চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের একটি দোকানে বিকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন গ্রাহকের দলিল ও কাগজপত্র জব্দ করা হয়।

    জানাগেছে, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. নজরুল ইসলাম নামের এই কর্মচারীকে ঘুষের নগদ টাকা ও চেকসহ হাতেনাতে আটক করেছে দুদক।

    পাশাপাশি ওই দোকানে অবস্থান করায় চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহকারী তসলীম উদ্দিনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ। তিনি বলেন, প্রায় ১০ টাকার মতো ঘুষ লেনদেনের হওয়ার খবরে আমরা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার আনুকা নামক একটি পোশাকের দোকানে অভিযান চালাই। এসময় তল্লাশি চালিয়ে নগদ সাড়ে ৭ লাখ টাকা এবং সাড়ে ৯০ লাখ টাকার ৮টি চেক পাই। এছাড়া ওই দোকান থেকে জমি অধিগ্রহণ সম্পর্কিত বেশ কিছু কাগজপত্রও উদ্ধার করা হয়েছে।

    তিনি বলেন, নজরুল ওই নগদ টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া দোকানে এদিন কোনো বেচাকেনাও হয়নি। মূলত জমি অধিগ্রহণের নামে চেকগুলোর টাকা উত্তোলন করে ঘুষ বাবদ অগ্রিম টাকা নেয়া হয়েছিলো। তাই ওই দোকানের মালিক নজরুলকে আটক করেছি। এছাড়া এসময় দোকানে জেলা প্রশাসনের অফিস সহকারী তসলীম উদ্দিনকে অবস্থান করতে দেখে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

    দুদক সূত্রে জানা যায়, ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ যে টাকা পান সেই টাকা ছাড় করাতে কমিশন দিতে হয় একটি চক্রকে। আর এ কমিশনের ভাগ অনেকেই পান। কমিশন তোলার কাজটি করতেন নজরুলসহ জড়িত কয়েকজন। অগ্রিম কমিশনের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে চেক ও টাকাগুলো নেওয়া হয়েছে। তছলিম উদ্দিনও তাদের সঙ্গে কাজ করতেন।

    এ বিষয়ে দুদক সজেকা চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাস বাদী হয়ে একটি মামলা করেন।

    উল্লেখ্য, শপিং কমপ্লেক্সস্থ আনুকা নামক দোকানের মালিক নজরুল ইসলাম চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কার্যালয়ের শিকলবাহক (চেইনম্যান) হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকেসহ তিনজনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দিয়েছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। পরে তাকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত করা হয়।

     

  • ঘুষ নেওয়ায় দুদকের হাতে গ্রেফতার সার্ভেয়ার আবদুর রহমান

    ঘুষ নেওয়ায় দুদকের হাতে গ্রেফতার সার্ভেয়ার আবদুর রহমান

    ঘুষ নেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে দুদকের হাতে গ্রেফতার হয়েছে কক্সবাজারের মহেশখালী ভূমি অফিসের সার্ভেয়ার আবদুর রহমান। গ্রেফতার পরবর্তী তার কাছ থেকে ঘুষের আড়াই লাখ টাকাও উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    আজ সোমবার বিকেলে মহেশখালী ভূমি অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    দুদকের চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুষ নেওয়ার অভিযোগ পেয়ে অভিযানে মহেশখালী ভূমি অফিসে অভিযানে গেলে ঘুষ লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়। এসময় ঘুষের আড়াই লাখ টাকাসহ সার্ভেয়ার আবদুর রহমানকে গ্রেফতার করা হয়।