দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখের (৭০) কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, আস্তে আস্তে এই সমস্যা ঠিক হয়ে যাবে।
রোববার (৬ সেপ্টেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ওমর আলীর ডায়াবেটিস আছে। ঘটনার রাতে তিনি ঘাড়ে আঘাত পান। স্পাইনাল কর্ডে আঘাতটি গুরুতর ছিল। এ ক্ষেত্রে তার দুই হাত কিছুটা সচল থাকলেও কোমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ আছে। এটি সারতে কিছুটা সময় নেবে। এমনিতেই তার অবস্থা আগের থেকে দিন দিন উন্নতি হচ্ছে।
হাসপাতালের ভিআইপি কেবিনে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। কোমরের নিচের অংশ কিছুটা অবশ হয়ে গেলেও তিনি কথা বলতে পারছেন।
গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।
২৪ ঘণ্টা/এম আর