Tag: চকরিয়া

  • চকরিয়ায় পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    চকরিয়ায় পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে পিকআপ ও পিকনিকের বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। নিহতরা সবাই স্থানীয় শ্রমিক।

    বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ এসআই খোকন কান্তি রোদ্র।

    নিহতরা হলেন, চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিকপাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

    এসআই খোকন রোদ্র জানান, কক্সবাজারে আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫) ও চট্টগ্রামমুখী পিকআপ (চট্টমেট্রো-ন-১১-১৭৮৯) হারবাং এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে চার শ্রমিক নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যাহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।

    তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।

  • ট্রেন দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু

    ট্রেন দেখতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু

    চকরিয়ায় ট্রেন দেখতে যাওয়ার পথে বাস চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে অপর এক শিশু। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার মহাসড়কের ডুলাহাজারা ইসলামীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত দুই শিশু হলো- ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সৌদি প্রবাসী নাসির উদ্দিন কন্যা শিশু সাবা রহমান (৮) ও আবদুর রহমান (৬) । আহত হয়েছে আবদুল গফুরের কন্যা শিশু নুসরাত জাহান (৫)।

    এদিকে দুর্ঘটনার পর সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।

    স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী ট্রেন দেখতে ঘর থেকে বের হয় তিন ভাইবোন। এসময় মহাসড়ক পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি বাস তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ভাইবোন সাবা রহমান ও আবদুর রহমান। এসময় আহত হয় চাচাতো বোন নুসরাত জাহান। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা সংকটাপন্ন।

    মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোস্তফা কামাল জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে চিকিৎসক নিহত

    চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপ সংঘর্ষে চিকিৎসক নিহত

    কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ডা. সৈয়দুল ওমাম (২৮) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসে থাকা আরও ৯ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার শাহজাহান চৌধুরীর ছেলে। তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে কর্মরত ছিলেন।

    হাইওয়ে পুলিশ সূত্র জানায়, কক্সবাজার মুখি একটি যাত্রীবাহী মাইক্রোবাস ডুলাহাজারার পাগলির বিল এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ডা. ছৈয়দুল ওমামের মৃত্যু হয়। আহত হয় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী। নিহত চিকিৎসক সৈয়দুল ওমাম লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে কর্মরত ছিলেন।

    মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে চালক-হেলপার পালিয়ে গেছেন।’

     

  • চকরিয়ায় হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির এসআরকে জবাই করে হত্যা

    চকরিয়ায় হাসপাতাল মাঠে ওষুধ কোম্পানির এসআরকে জবাই করে হত্যা

    কক্সবাজারের চকরিয়ার সরকারি হাসপাতাল মাঠে ‘হেলথ কেয়ার’ নামক ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোহাম্মদ এরশাদকে (৩০) হত্যা করেছে কতিপয় দুর্বৃত্ত।

    কেন এ হত্যাকাণ্ড, জানা না গেলেও জিজ্ঞাসাবাদ করতে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে একই কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আশিক বিল্লাহকে।

    শনিবার (১৫ জুলাই) রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল মাঠে এরশাদের জবাই করা লাশ পথচারীরা দেখে থানায় খবর দিলে রাত সোয়া ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে।

    এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র সরকার।

    তিনি বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি। হত্যার ক্লু উদঘাটন করতে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    একই কোম্পানির এমআর আশিক বিল্লাহকে গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে এসআই রাজিব সরকার বলেন, গ্রেপ্তার নয়, বিভিন্ন বিষয় জানতে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

    চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, হত্যার রহস্য উন্মোচনসহ নানাদিক সহযোগিতা নিতে কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    তবে স্থানীয়রা জানান, ওই ওষুধ কোম্পানির স্টাফদের মধ্যে দ্বন্দ্ব কলহের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

  • জমকালো আয়োজনে চকরিয়া প্রেসক্লাবের পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন

    জমকালো আয়োজনে চকরিয়া প্রেসক্লাবের পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন

    জমকালো আয়োজনের মধ্যদিয়ে চকরিয়া প্রেসক্লাবের বার্ষিক পিকনিক ও ফ্যামিলি ডে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মনোরম এ বনভোজন সম্পন্ন হয়।

    এদিন সকাল থেকে ধীরে ধীরে সাফারি পার্কের পিকনিক স্পট মুখর হয়ে উঠে চকরিয়া প্রেসক্লাব সদস্যদের পদচারণায়। চকরিয়া পৌরসভা থেকে যাত্রা শুরু হয় সকাল ৮ টা থেকে। সৌহার্দ্যপূর্ণ আড্ডায় বেলা বাড়তেই মুখরিত হয়ে উঠে পার্কের পিকনিক স্পষ্ট।

    চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজবাউল হকের সঞ্চালনায় বিভিন্ন ইভেন্টের জন্য বেশ কয়েকটি পিকনিক উপকমিটি করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

    দুপুরের ভূরিভোজন শেষে পিকনিক উপকমিটির আয়োজনে সম্পন্ন হয় শিশু ও মহিলাদের বিভিন্ন খেলা ও লাকী কুপন ড্র।

    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফয়জুল করিম সাঈদী, মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, ওসি তদন্ত আব্দুল জব্বার, সমাজসেবক সরওয়ার আলম, ক্রীড়াসংগঠক ও রাজনীতিবিদ আলমগীর হোসাইন, দৈনিক বাকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।

    এ অনুষ্ঠান সম্পন্ন করতে বিভিন্ন ইউনিটের দ্বায়িত্ব পালন করেন- সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এ এম ওমর আলী, সহ-সভাপতি আরমান চৌধুরী, মুকুল কান্তি দাশ, জিয়াবুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ক্রীড়া সম্পাদক জামাল হোসাইন, আপ্যায়ন সম্পাদক হান্নান শাহ্, সাহিত্য সম্পাদক অলি উল্লাহ রনি, বশির আল মামুন, আবুল কালাম আজাদ, আব্দুল মতিন চৌধুরী, এডভোকেট ফয়জুল কবির, হেলাল উদ্দীন, কেএম নাসির উদ্দীন, বাপ্পী শাহরিয়ার, নাজমুল সাঈদ,শাহ্ মোহাম্মদ জাহেদ, মোস্তফা কামাল, ওয়াহিদুল হাসান রাহি, রাজু দাশ, আরাফাত হোসাইন, নুরুল আমিন টিপু, নিজাম উদ্দীন, কামাল, রুহুল কাদের, বশির আলম, ইউছুপ বিন হোসাইন, নুরুদ্দুজা জনি, ফেরদৌস ওয়াহিদ, ওসমান সরওয়ার প্রমুখ।

    সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টানা ক্লাব সদস্য ও অতিথিদের জম্পেশ আড্ডা, খুনসুটি, চকরিয়ার উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা চলে।

    অনুষ্ঠানের ফাঁকে কেক কেটে পালন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস।

  • চকরিয়ায় রেস্টুরেন্টে ঢুকে পড়ল ট্রাক, কিশোর নিহত

    চকরিয়ায় রেস্টুরেন্টে ঢুকে পড়ল ট্রাক, কিশোর নিহত

    কক্সবাজারের চকরিয়ার হারবাং পেট্রোল পাম্প এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে মো. ওসমান গনি (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় মো. ইসমাইল (৩২) নামে রেস্টুরেন্টের এক বাবুর্চিও গুরুতর আহত হন।

    নিহত কিশোর নিউ হাইওয়ে রেস্টুরেন্ট এন্ড বিরানি হাউসের কর্মচারী। নিহত কিশোর ও আহত বাবুর্চি হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।

    রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করা হয়। আহতকে সাথে সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    ২৪ঘণ্টা/জেআর

  • চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

    চকরিয়ায় বসতভিটায় জলবায়ু সহিষ্ণু সবজি চাষের উপকরণ বিতরণ

    জলবায়ুর পরিবর্তন জনিত কারণে সাগরের তলদেশ ভরাট ও মাতামুহুরী নদী ভরাট হয়ে যাবার কারনে সাগরের লবনাক্ত পানি উপকুলীয় এলাকায় উপকুলীয় জনগোষ্ঠির জীবন জীবিকা, কৃষি উৎপাদন ও পানির অধিকারকে হুমকির মুখে ফেলে দিয়েছে। উপরোক্ত সমস্যা সামাধানে উপকূলীয় এলাকায় জলবায়ু সহিষ্ণু কৃষি উৎপাদন বিশেষ করে বসতবাড়ীতে সবজি চাষ বাড়াতে এবং উপকূলীয় জনগোষ্ঠির জন্য বিকল্প কর্মসংস্থান ও জীবন জীবিকা নিশ্চিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ নানাবিধ উদ্যোগ নিয়েছে। তারই অংশহিসাবে ককসবাজার জেলার চকরিয়া উপকূলীয় এলাকায় বসতবাড়ীতে জলবায়ু সহিষ্ণু সবজি চাষ বৃদ্ধি করতে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণসহ নির্বাচিত নারী ও পুরুষদেরকে হাতে কলমে প্রশিক্ষন প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

    ১৫ ডিসেম্বর চকরিয়া উপজেলার বিএমএর ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব এরফানুল হক, আইএসডিই এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক এম জালাল উদ্দীন, প্রশিক্ষন কর্মকর্মতা আবদুল্লাহ মোহাম্মদ ফাহিম, প্রকল্প কর্মকর্তা সাদিয়া নাসরীন ও শহীদুল ইসলাম প্রমুখ।

    একই সাথে বদরখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরে হোসাইন আরিফ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব অজয় কুমার রুদ্র, আইএসডিই এর কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক এম জালাল উদ্দীন, প্রশিক্ষন কর্মকর্মতা আবদুল্লাহ মোহাম্মদ ফাহিম, প্রকল্প কর্মকর্তা সাদিয়া নাসরীন ও শহীদুল ইসলাম প্রমুখ।

    উল্লেখ্য বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে যুক্তরাজ্যের আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ডাব্লুজেধার এর সহযোগিতায় কমিউনিটিবেসড ক্লাইমেট রেজিলিয়ান্স ইনিশিয়াটিভ ইন কোস্টাল এরিয়াস অব বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ুর পরিবর্তন জনিত কারনে সৃষ্ঠ সমস্যা কাটিয়ে জলবায়ু সহিষ্ণু কৃষি, মৎস্য ও পশু সম্পদ উৎপাদন বাড়িয়ে বিকল্প জীবন জীবিকা নিশ্চিতে নানামূখি কর্মপ্রয়াস পরিচালিত হচ্ছে। কর্মসূচির অংশহিসাবে অনুষ্ঠানে উপকূলীয় এলাকার ২০০ নির্বাচিত উপকারভোগীদের মাঝে কৃষি উপকরণ, সার ও বীজ উপকরণ বিতরন করা হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকুলীয় এলাকায় জলবায়ুর পরিবর্তন জনিত কারনে নদীর তলদেশ ভরাট হবার কারনে লবনাক্ততা বেড়ে যাওয়ায় সুপেয় পানির সংকট যেরকম বেড়েছে, তেমনি কৃষি উৎপাদন, গবাদীপশু পালন, খাবার পানি, রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে লবণাক্ত পানি ব্যবহারের ফলে সাধারন মানুসেৎষর জীবন জীবিকা হুমকিতে পড়েছে। এছাড়াও নারীরা নানা রকম স্বাস্থ্য ঝুঁকি বিশেষ করে খিঁচুনি, জরায়ুর সমস্যাসহ গর্ভবতী নারীদের নানা ঝুঁকির সাথে নারী নির্যাতনের হারও বাড়ছে। আইএসডিই উপকূলীয় জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এধরনের সাহসী উদ্যোগ নেবার জন্য ইউনিয়ন পরিষদ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আশা করেন আগামীতে এ কর্মকান্ড আরও জোরদার করা হবে।

  • টিউবওয়েল ব্যবসায়ীরা পহরচাঁদাকে সার্বিকভাবে উন্নত করেছেঃ সালাহ উদ্দিন সিআইপি

    টিউবওয়েল ব্যবসায়ীরা পহরচাঁদাকে সার্বিকভাবে উন্নত করেছেঃ সালাহ উদ্দিন সিআইপি

    চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়া পহরচাঁদা টিউবওয়েল মিস্ত্রি এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী নজরুল পাইপ ইন্ডাস্ট্রিস লিমিটেড ও আরএফএলের সার্বিক সহযোগিতায় উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ও নজরুল পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার শহীদ মনিরের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ সাদেক এর সভাপতিত্বে কুতুব বাজার ম্যারেজ গার্ডেন ক্লাবে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নজরুল পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান এটিএম জিয়া উদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এইচ এম ওসমান সরওয়ার, আরএফএল টেকনো গ্রুপের জোনাল ম্যানেজার আরিফ সিকদার ও স্টার্ন্ডার গ্রুপের জোনাল ম্যানেজার জিয়াউর রহমান। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি ইমাম হোসেন, সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিন প্রমুখ।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের পহরচাঁদা এলাকার সার্বিক উন্নয়নে টিউবওয়েল ব্যবসায়ী ভাইদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে সবসময় তাঁদের সাথে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।”

    উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত টিউবওয়েল ব্যবসায়ীদেরকে সম্মাননা স্মারক ও মৃতদের মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

  • চকরিয়ায় চলাচলের পথেই স্যানিটারী লেট্রিনের কাচাঁ ট্যাংকী স্থাপন করল প্রভাবশালী মহল

    চকরিয়ায় চলাচলের পথেই স্যানিটারী লেট্রিনের কাচাঁ ট্যাংকী স্থাপন করল প্রভাবশালী মহল

    চকরিয়া প্রতিনিধি : কক্সবাজরের চকরিয়ায় স্যানিটেশন প্রযুক্তির পদক্ষেপ সমূহের বিস্তৃত পরিসরে বিভিন্ন গ্রাম ও সমাজে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। টেকসই স্যানিটেশন ও জরুরী স্যানিটারি ল্যাট্রিন ও মল-মুত্র ধরে রাখার জন্য বাস্তুতান্ত্রিক স্যানিটেশন পরিবেশে মানব মল-মূত্র ব্যবহার উপযোগী ব্যবস্থা মানুষ নিয়ন্ত্রিত পরিপূর্ণ স্যানিটেশন পদক্ষেপে উজ্জ্বল উদাহরণ থাকলেও আজকাল ক্ষমতাধর মানুষ গুলো তা মানছেনা।

    স্যানিটেশন ব্যবস্থা বলতে বোঝানো হয়, মানববর্জ্য মল-মুত্র ও ব্যবহৃত পানির যথাযথ নিষ্কাশন ও সংরক্ষণ, নিরাপদ যায়গায় হওয়ার কথা থাকলেও প্রভাবশালী মহল তা মানছেন না। মানববর্জ্য ও ব্যবহৃত পানি যে প্রক্রিয়ায় নিরাপদে ব্যবহারযোগ্য করে রাখা দরকার তাকে স্যানিটেশন বলা হলেও সমাজে মোডল প্রকৃতির মানুষ গুলো নিজেদের সৃষ্টি করা কৃত্তিম সংকট সমুহের সাথে প্রতিবেশি শান্তশিষ্ট মানুষ গুলোকেও অ-স্বাস্ব্যকর পরিবেশে আবদ্ধ করে জিন্মাদশায় রেখেছে।

    এ ধারাবহিকতায় স্যানিটেশন প্রযুক্তির যুগে চকরিয়া পৌর এলাকায় এসবের বিপরীত। অনুসন্ধানে মিলেছে এমনই এক অ-মানবিক আচরন ও স্যানিটেশন প্রযুক্তিকে না মেনে ইচ্ছেমতো ও ক্ষমতার দাপট দেখিয়ে চলাচলের রাস্তায়ই মল-মুত্র সংরক্ষণের ট্যাংকী স্থাপনের মতো ন্যাক্কারজনক ঘটনা।

    চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাবেক হেড মৌলানা ও চকরিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের পুর্ববিনামারা গ্রামের বাসিন্দা মৃত মৌলভি নুরুল হোসাইন ও তার অপর ভাই দুবাই প্রবাসী আমির হোসেনের পরিবারের অন্তত ৫০ জন লোক সহ পাশের কৃষি জমিতে ও স্কুল মাদ্রাসায় যাতায়াতের নিয়মিত অন্তত ৫০ জন বিদ্যালয়গামী ছাত্র-ছাত্রী ও কৃষকের অভ্যন্তরীণ একমাত্র চলাচলের রাস্তার উপরেই, বাড়ীর ভেতর স্থাপন করা স্যানিটারী ল্যাট্রিনের মানববর্জ্য মল-মুত্র ফেলার জন্য কাচাঁ ট্যাংকী স্থাপন করেছেন চকরিয়া পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেন প্রকাশ দেলা কমিশনার।

    সুত্র জানায়, একই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন দেলা কমিশনার পিতা-আব্দুল কাদের তারা একে অপরেরর ভাই সম্পর্ক। মৌলভি নুরুল হোসাইনের বড় ছেলে ব্যাবসায়ী এনামুল কাদের জানান, পারিবারিক জমিজমা বা কলহ থাকলেও তাদের পরিবারেরর সকল ওয়ারীশগন স্ব স্ব জমিতে নির্দিষ্ট চৌহর্দির আদলেই সবাই বসবাস করে আসছেন। কিন্তু, চাচা দেলা কমিশনার বিনা উস্কানিতেই তাদের হাটাচলার পথে বাড়ীর ভেতর স্থাপন করা স্যানিটারী ল্যাট্রিনের মল-মুত্র সংরক্ষণে কাচাঁ ট্যাংকী স্থাপন করে একদিকে চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অন্যদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট করে কোমলমতী শিশু-কিশোর সহ সব বয়সী স্থায়ী বসবাসকারী শতাধিক মানুষজনকে এক প্রকার জিন্মী করে রেখেছেন।

    তিনি বলেন, সামাজিক ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি সংশ্লষ্ট কতৃপক্ষ বরাবর বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে প্রতিবেদককে জানান।

    ২৪ ঘণ্টা/হাবিবুল্লাহ

  • লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল কোটি টাকার ইয়াবাসহ চকরিয়ায় আটক

    লোহাগাড়ার কথিত সাংবাদিক হেলাল কোটি টাকার ইয়াবাসহ চকরিয়ায় আটক

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারকালে লোহাগাড়ার কথিত সাংবাদিক নামধারী টাউট মো: হেলাল উদ্দিন (২৩) ও তার ছোট ভাই বেলাল উদ্দিন (২১) সহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৭ এর একটি টিম। এ সময় পাচার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকার চৌধুরী নূর ফিলিং স্টেশনের সামনে তাদেরকে আটক করা হয়।

    অভিযানে আটককৃতরা হল- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর উত্তর হরিণা চৌধুরী পাড়ার আবুল কাশেম ওরফে মাইক কালুর ছেলে মো. হেলাল উদ্দিন (২৩), মো. বেলাল উদ্দিন (২১) ও চরম্বা এলাকার আব্দুল বারীর ছেলে নুরুল আমিন (৩৩)।

    ইয়াবাসহ আটক হেলাল দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক দাবী হরে আসছিল। সে কখনো অনলাইন টিভির প্রতিনিধি আবার কখনো ভুঁইফোড় পত্রিকার প্রতিনিধি পরিচয়ে এলাকায় খুব দাপটের সাথে চলতেন।

    জানা যায়, গত ১০ নভেম্বর বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি হারবাং চৌধুরী নুর ফিলিং স্টেশনের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় কক্সবাজার থেকে আসা চট্টগ্রাম অভিমুখী তিনটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হলে র‌্যাব সদস্যরা তাদের থামানোর সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, আটককৃত ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর ও নিজ হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় থাকা ২৪,৪৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা বলেও জানান তিনি।

    জিজ্ঞাসাবাদে আটককৃতরা আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। ইতোপূর্বে বেলাল ফেনী জেলা ডিবির হাতে ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে বের হন বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আজাদ

  • চকরিয়া ও রোহিঙ্গা ক্যাম্পের কর্মহীন ৭০০ পরিবারের মাঝে আইএসডিই’র খাদ্য ও জীবানুনাশক সামগ্রী বিতরণ

    চকরিয়া ও রোহিঙ্গা ক্যাম্পের কর্মহীন ৭০০ পরিবারের মাঝে আইএসডিই’র খাদ্য ও জীবানুনাশক সামগ্রী বিতরণ

    বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠির খাদ্য ও জীবানুনাশক সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা সমুহের মানবিক কার্যক্রমের আওতায় বেসরকারী সংস্থা আইএসডিই বাংলাদেশ সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে করোনা মহামারী (কোভিট-১৯) এর কারনে ক্ষতিগ্রস্থ দরিদ্র ও কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে দাতা সংস্থা WJR UK’র সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প-১৪ ও ককসবাজার জেলার চকরিয়া উপজেলার পৌরসভা, চিরিঙ্গা, বিএমচর, পূর্ব বড় ভেওলা ও কৈয়ারবিল ইউনিয়নের ৭০০ কর্মহীন পরিবারের মাঝে জরুরি খাদ্য ও জীবানু নাশক সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

    জরুরি ত্রাণ সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি চাল ২৫ কেজি, মসুর ডাল ২ কেজি, দেশী আলু ৫ কেজি, সয়াবিন তৈল ২ কেজি, পেয়াঁজ ২ কেজি, লবন-১কেজি, মরিচ গুড়া ২০০ গ্রাম, হলুদ গুড়া ১০০ গ্রাম, আদা-৫০০গ্রাম, সাবান ২টি, মাস্ক ২টি।

    ০২ সেপ্টেম্বর ২০২০ রোহিঙ্গা ক্যাম্প-১৪ এ জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে ক্যাম্প ইন-চার্জ মিখন তৎচ্যাঙ্গ্যা, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সাইট ম্যৗানেজম্যান্ট কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসূচি ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দীন সিদ্দীকি, কর্মসুচি কর্মকর্তা আসিফ নুর হাসনাত উপস্থিত ছিলেন।

    ০৩ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব, সদস্য/সদস্যা, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    ০৪ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া উপজেলার চিরঙ্গা ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব, সদস্য/সদস্যা, গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    ০৫ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ও কৈয়ার বিল ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে পূর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক হারুন সরোয়ার বাদল, কৈয়ারবিল ইউপি প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সমাজ কর্মী শামসুল আলম, মনসুর উদ্দীন, মোরশেদুল আলম, আজিজুর রহমান মানিক, মোঃ সেলিম, মাহবুবুল আলম, মোহম্মদ হোসেন, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি সচিব, সদস্য/সদস্যা, গ্রাম পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    ০৬ সেপ্টেম্বর ২০২০ চকরিয়া পৌরসভায় ইউনিয়নে জরুরী খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন, সমাজকর্মী মনসুর উদ্দীন, যুব নেতা আবু সায়েম, শেখ আহমদ, আইএসডিই বাংলাদেশের কর্মসূচি সমন্বয়কারি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন, কর্মসুচি কর্মকর্তা আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য আইএসডিই বাংলাদেশের উদ্যোগে করোনা মহারীতে কর্মহীন ও ক্ষতিগ্রস্থদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী উদ্যোগের পাশাপাশি ককসবাজার জেলার চকরিয়া ও উখিয়া উপজেলার ২ হাজার পরিবারের মাঝে জরুরী খাদ্য ও জীবানু নাশক সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও করোনা মহামারী সংক্রান্ত প্রচার পত্র বিতরণ, ব্যানার, ফেস্টুন লাগানো, বহল জনসমাগম স্থানে হাত পরিস্কারে সুবিধাসহ বেসিন স্থাপন করা হচ্ছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চকরিয়ায় সড়কে প্রাণ গেল সাতজনের

    চকরিয়ায় সড়কে প্রাণ গেল সাতজনের

    কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁঁচজন।

    বুধবার (২৩ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় চকরিয়ার হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    সংঘর্ষের সময় গাড়ি দুটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    নিহত সাতজনের লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এরমধ্যে লেগুনার চালকসহ চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

    চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আনিসুর রহমান জানিয়েছেন, ভয়াবহ এই দুর্ঘটনার পরপরই ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় আটকা পড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

    হাইওয়ে পুলিশের সঙ্গে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না সঠিক কতজন মারা গেছেন।

    চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া জানিয়েছেন, গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/ই.মাহমুদ