Tag: চকরিয়ার

  • ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে চকরিয়ার ইমাম বোখারী মাদ্রাসার শিক্ষক ফয়েজুল গণি (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ফয়েজুল গণি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ইসলাম নগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহসীন বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাত ১১টার ট্রেনে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে চট্টগ্রাম রেল স্টেশনে আসেন মাদ্রাসা শিক্ষক ফয়েজুল গণি। তাদের কাছে গোপন এমন তথ্য ছিলো।

    তথ্যমতে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি একটি মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি মো. মহসীন।

  • চকরিয়ার মালুমঘাটে অজ্ঞাত মরদেহ উদ্ধার

    চকরিয়ার মালুমঘাটে অজ্ঞাত মরদেহ উদ্ধার

    চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে আনুমানিক ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ২৫ সেপ্টেম্বর বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহা মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    ধারণা করা হচ্ছে, মহাসড়কে গভীর রাতে গাড়ির ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

    চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন ২৪ ঘন্টা নিউজকে জানান, মহাসড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে ।

    ২৪ ঘন্টা/রাজীব..