Tag: চকরিয়া

  • লোহাগাড়ায় দু’হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার চকরিয়ার শাকের কারাগারে

    লোহাগাড়ায় দু’হাজার ইয়াবা নিয়ে গ্রেফতার চকরিয়ার শাকের কারাগারে

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসে করে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার চকরিয়ার মাদক বিক্রেতা মো : আরমান হোসাইন শাকের (২৮) কে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত।

    গ্রেফতারের পর আজ ৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

    এর আগের দিন সোমবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানা পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

    গ্রেফতারকৃত মো : আরমান হোসাইন শাকের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হরিদাঘোনা গ্রামের সোলতান আহমদের ছেলে।

    লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চকরিয়ার মাদক বিক্রেতা শাকেরকে আটক করে।

    আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাদার ইয়াবা বিক্রেতা বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আজ ৭ জুলাই দুপুরে চট্টগ্রাম জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

    ২৪ ঘণ্টা/এম আর/আজাদ

  • টনসিলের ব্যথা নিয়ে হাসপাতালে নয় ঘণ্টা প্রতিক্ষায় থেকে মারা গেলেন গর্ভবতী নারী

    টনসিলের ব্যথা নিয়ে হাসপাতালে নয় ঘণ্টা প্রতিক্ষায় থেকে মারা গেলেন গর্ভবতী নারী

    সাত মাসের গর্ভবতী নারী টনসিলের ব্যথা নিয়ে নয় ঘণ্টা হাসপাতালের দরজায় চিকিৎসার জন্য ঘুরে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মারাই গেলেন।

    কোনো কারণ ছাড়াই করোনারোগী সন্দেহে দুই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়নি। পাশেও যায়নি কোনো ডাক্তার, নার্স।

    উপায় না দেখে অন্তত সিজার করে বাচ্চাটা বের করে নেওয়ার জন্য স্বজনরা আকুতি জানালেও সবাই তাড়িয়ে দিল দুর দুর করে। ৯ ঘন্টার লড়াইগর্ভবতী শেষে ওই নারী বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    কক্সবাজারের চকরিয়ার বেতুয়াবাজার এলাকার রাবেয়া (৩২) সাত মাসের গর্ভবতী ছিলেন।

    বেশ কিছুদিন আগে চকরিয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে তার ঘরে পানি উঠে যায়। ওই সময় পানি সরানোসহ ঘরের অন্যান্য কাজ করতে গিয়ে ঠান্ডা লেগে যায় তার।

    রাবেয়ার ভাই দন্ত চিকিৎসক ডা. মিজান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, ‘ঘর থেকে বন্যার পানি সরাতে গিয়ে সে টনসিলে আক্রান্ত হয়। টনসিল বেড়ে যাওয়ায় একপর্যায়ে তার খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়। তার শ্বাসকষ্টও দেখা দেয়। সিজার করে বাচ্চাটা বের করে নিতে পারলে হয়তো তাকে বাঁচানো যেত। একজন মেডিসিন বিশেষজ্ঞ তাকে দেখে গাইনি ওয়ার্ডে রেফার করার পরেও তাকে গাইনি চিকিৎসা দেওয়া যায়নি। কেউ চেকআপ পর্যন্ত করেনি। এটা ডাক্তারের এই অবহেলায় মারা গেলো আমার বোন।

    জানা যায় ওইদিন সকাল নয়টার দিকে জমজম হাসপাতালে তাকে ভর্তি করা হয় মেডিসিন ওয়ার্ডে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাইনি ওয়ার্ডে রেফার করেন। কিন্তু করোনারোগী সন্দেহে গাইনি ওয়ার্ডে থাকা ডা. নাসিমা ও ডা. ফয়েজ রোগীকে গাইনি ওয়ার্ডে ভর্তি নিতে রাজি হননি। পরে সেখান থেকে রাবেয়াকে নিয়ে যাওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। কক্সবাজার সদর হাসপাতালে রাবেয়াকে ভর্তি করে রাখা হয় করোনা আইসোলেশন ওয়ার্ডে। এখানে এসে রাবেয়ার অবস্থার আরও অবনতি হয়। তাকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করতে চাইলে হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের বলা হয়, ‘এখানে চিকিৎসা হবে না, রোগীকে চট্টগ্রাম নিয়ে যান।’

    কক্সবাজার সদর হাসপাতাল থেকে মালুমঘাট নেওয়ার পথে সন্ধ্যা ছয়টার দিকে পেটে সাত মাসের বাচ্চাসহ নিয়ে রাবেয়ার মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/এম আর/এ আর

  • চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে মারধরের মূলহোতা যুবলীগ নেতা গ্রেফতার

    চকরিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে মারধরের মূলহোতা যুবলীগ নেতা গ্রেফতার

    কক্সবাজারের চকরিয়ায় এক বৃদ্ধকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার মূলহোতা যুবলীগ নেতা আনছুর আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (১০ জুন) দুপুরে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেফতার আনছুর আলম চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা পাড়ার মৃত মনির উল্লাহ’র ছেলে। সে ঢেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

    তার বিরুদ্ধে এলাকায় ডাকাতি, চাঁদাবাজী ও জবরদখলসহ নানা অভিযোগে চকরিয়া থানায় ১২টির বেশি মামলা রয়েছে।

    তবে ঘটনার পরপরই আনছুর আলমকে যুবলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    নির্যাতনের শিকার বৃদ্ধ নুরুল আলম (৭২) ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা।

    এর আগে গত ৩ জুন চকরিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ বেলাল, কায়ছার উদ্দিন ও মোহাম্মদ ফারুক নামে আরো ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

    গত ২৪ মে ঢেমুশিয়া স্টেশন থেকে ঈদের কেনাকাটা শেষে ইজিবাইক (টমটম) যোগে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ নুরুল আলম। পথে তাকে থামিয়ে নির্জন স্থানে নিয়ে নুরুল আলমকে (৭২) বিবস্ত্র করে মারধর করে ওয়ার্ড যুবলীগ সভাপতি আনছুর আলম। মারধরের সময় বৃদ্ধের পরনের লুঙ্গি ও গেঞ্জি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন যুবক মারধরের দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করে। ঘটনাটি আশপাশে থাকা বেশকিছু যুবক প্রত্যক্ষ করলেও কেউ নুরুল আলমকে রক্ষায় এগিয়ে আসেনি।

    তবে এ ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানা মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

    ঘটনার পর গত ৩১ মে রাতে নির্যাতনের শিকার বৃদ্ধের ছেলে আশরাফ হোসাইন বাদী হয়ে যুবলীগ নেতা আনছুর আলমসহ ৮ জনকে আসামি করে চকরিয়া থানায় এজাহার দায়ের করেন।

    ওসি হাবিবুর বলেন, বুধবার দুপুরে মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকায় একটি বাড়িতে আনছুর আলম আত্মগোপনে রয়েছে। এমন খবর পাওয়ার পর চকরিয়া থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

    আনছুর আলম চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুটিক্কা পাড়ার বৃদ্ধ নুরুল আলমকে বিবস্ত্র করে মারধর করার ঘটনার মূলহোতা। এ ঘটনায় দায়ের করা মামলায় সে এহাজারভূক্ত ২ নম্বর আসামি। বৃদ্ধ নুরুলের ছেলে থানায় এজাহার দায়ের করেন। এতে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

    পরে ঘটনাটি তদন্তের পর গত ৩ জুন মামলাটি নথিভুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এর আগে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি ভিডিও চিত্রটি দেখে ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেন ওসি।

    ওসি আরো জানান, আনছুর আলম একজন চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী। ডাকাতি, চাঁদাবাজী ও জবরদখলসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

    এদিকে ঘটনার মূলহোতা ওয়ার্ড যুবলীগ নেতা আনছুর আলম একজন সুযোগ সন্ধানী এবং সংগঠনে অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেন চকরিয়া উপজেলা যুবলীগ সভাপতি কাউছার উদ্দিন কছির। বলেন, আনছুরের বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজী ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সংগঠনের দায়িত্বশীলরা তার অপকর্ম সম্পর্কে আগে অবহিত ছিল না।

    ঘটনাটি শোনার পরপরই আনছুরকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে বলে জানান উপজেলা যুবলীগের এ নেতা।

    ২৪ ঘণ্টা/এম আর

  • চকরিয়ায় চলন্ত সিএনজিতে কিশোরীকে হত্যা

    চকরিয়ায় চলন্ত সিএনজিতে কিশোরীকে হত্যা

    কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলন্ত সিএনজিতে কিশোরীকে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    পরে তার লাশ চকরিয়া-পেকুয়া-বাঁশখালী সড়কের চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মরং ঘোনা এলাকায় সড়কের ওপর ফেলে দেয়া হয়।

    বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

    চকরিয়া মডেল থানার ওসি মোঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উল্লেখিত স্থানে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ফোন করে চকরিয়া মডেল থানায় অবহিত করে। পরে রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

    এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে একটি সিএনজিচালিত বেবি টেক্সি থেকে ওই কিশোরীর জবাই করা লাশ ফেলে দেয়া হয়। তার মুখউড়না দিয়ে পেচানো ছিল।

    কোনাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা জানান, হয় তো ওই কিশোরীকে গাড়িতেই হত্যা করে ওই জায়গায় নিয়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

    ঘটনার খবর পেয়ে যুবতীর পিতা কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ার রহুল আমিন উদ্ধারস্থলে গিয়ে তার কন্যার লাশটি শনাক্ত করেন। নিহত যুবতীর নাম চম্পা। বয়স ১৮/১৯ বছর হবে বলে পুলিশকে নিহত যুবতীর পিতা রুহুল আমিন জানিয়েছে।

    পুলিশকে দেওয়া রুহুল আমিনের ভাষ্য মতে, চট্টগ্রাম থেকে তার কন্যা নিহত চম্পা চকরিয়া জনতাবাজার (গরুবাজার) বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। সেখান থেকে উপকুলীয় সড়ক দিকে কক্সবাজারে আসার জন্য একটি সিএনজি-তে উঠে। সন্ধ্যার দিকে পিতার সাথে নিহত চম্পার মোবাইল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে উপকূলীয় রোডের কোনাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মুরুংঘোনা এলাকায় স্থানীয় লোকজন রাস্তায় পড়ে থাকা চম্পার লাশটি দেখতে পায়।

    চকরিয়া আরো জানান, যুবতী চম্পা’র লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশটি উদ্ধার করে রাত সাড়ে ১২ টার দিকে চকরিয়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। থানায় নিহত তরুনী চম্পা’র পিতা-মাতা ও স্বজনেরা রয়েছে।

    চম্পা হত্যার ক্লু বের করে আসামীদের আইনের আওতায় আনার জন্য রাতেই অভিযান চালানো হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে বৃহস্পতিবার ৭ মে পাঠানো হবে। এই হত্যাকান্ডের ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান, ওসি হাবিবুর রহমান।

  • চকরিয়ায় হকার মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন

    চকরিয়ায় হকার মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন

    চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ফুটপাতের বহুমুখী ফল ব্যবসায়ী ও হকারদের জন্য আলাদা মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মার্কেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

    বিশেষ অতিথি ছিলেন – চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ৮নংওযার্ড আওয়ামীলীগের সভাপতি আহমদ রেজা,চিরিঙ্গা-সোসাইটি ফল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল সওদাগর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এমপি জাফর আলম বলেন, যানজট নিরসন কল্পে সিএনজি ও টমটমের জন্যও শীঘ্রই আলাদা টার্মিনাল করা হবে।

  • বনে পশুখাদ্য বাগানের নামে ২০ লক্ষ টাকা লুট: বনভূমি জবরদখল

    বনে পশুখাদ্য বাগানের নামে ২০ লক্ষ টাকা লুট: বনভূমি জবরদখল

    এম.নুরুদ্দোজা, চকরিয়াঃ কক্সবাজার উত্তর বনবিভাগের মেধাকচ্ছপিয়া বিটে পশু-পাখির খাদ্যের জন্য ফল, ফড়ার ও মিশ্র বাগান
    নামে ৩০ হেক্টর জমিতে বাগান করেন বনবিভাগ। কোন ঠিকাদার ছাড়াই নিজেরা লেভার দিয়ে বাগানটি করেন বর্তমান রেঞ্জ কর্মকর্তা ( তৎকালীন বিট কর্মকর্তা) সাইয়েদ জাকারিয়া।

    ২০ লক্ষাধিক টাকা ব্যয় দেখিয়ে জঙ্গলকে নামমাত্র সাইবোর্ড ঝুলিয়ে পাহারাদারের নামে ৪ টি ঘর বসিয়ে দেন তিনি। এর পর থেকেই ওই বাগানের জমিকে ভিটে হিসাবে কড়ায় গন্ডায় বিক্রী করা শুরু হয়।

    জানা যায়, গত এক মাসেই ওই এলাকায় আরো ৫টি নতুন বাড়ী তৈরী চলমান রয়েছে।

    সরেজমিনে দেখা যায়, কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি বনরেঞ্জের মেধাকচ্ছপিয়া বনে একটি আগাছা ওয়ালা জঙ্গলে “পশুর খাদ্যের জন্য ফল, ফড়ার ও মিশ্র খাদ্যের বাগান”র সাইনবোর্ড। ৩০ হেক্টর বাগান হলেও ১০ হেক্টরের সাইন বোর্ড লাগানো হয়েছে। ৩০ হেক্টরের ওই পাহাড়টিতে ১/২ বছর বয়সের ১০০ থেকে দেড়শটি রোপিত চারাগাছের গোড়ালীর চিহ্ন দেখা গেলে ও আগা নাই। তাও ফলের বাগান নয়।

    ফরিদ ও আবুল কালাম নামের দুইজনের নেতৃত্বে পাহারাদার নিয়োগের নামে ঘর বসানো হয়েছে ৮-১০ টি। তৈরী হচ্ছে নতুন নতুন আরো মাটির ঘর।

    পাহারাদার ফরিদ জানায়, গুরা মিয়া নামক এক ব্যক্তি সহ ১০/১২ জন সকলকে ঘর করে দিয়েছেন সাবেক এ বিটের দায়ীত্বে থাকা বর্তমান রেঞ্জ কর্মকর্তা সাইয়েদ জাকারিয়া নিজেই।

    গুরা মিয়া গত ১৫ দিন আগে এক লক্ষ টাকায় জোস্না বেগম নামের এক ইয়াবা কারবারী মহিলাকে আরো একটি বাড়ীভিটা বিক্রী করেছেন যেটি মাটির ঘর হিসাবে নির্মানাধীন রয়েছে।

    এ ব্যাপারে সাইয়েদ জাকারিয়ার সাথে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলে ও মিটিং এ ব্যস্ত থাকার অজুহাতে কথা বলেননি।

    ঘর বাঁধার বিষয়টি নিয়ে বর্তমান নবাগত বিট কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, বনবিভাগেতো প্রতিদিন ঘর নির্মান হচ্ছে। লিখলে সবগুলো নিয়ে লিখেন। শুধু আমার গুলো নিয়ে মাথা ঘামান কেন? একটি আগাছা ওয়ালা জঙ্গলে “পশুর খাদ্যের জন্য ফল, ফড়ার ও মিশ্র খাদ্যের সাইনবোর্ড সর্বস্ব বাগান করে সরকারী টাকা আত্মসাতের বিষয়টি তদন্তে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন এলাবাসী ও সচেতন মহল।

  • চকরিযার সড়ক দূর্ঘটনায় নিহত ২

    চকরিযার সড়ক দূর্ঘটনায় নিহত ২

    কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

    মঙ্গলবার (১৪জানুয়ারী) সকাল ৭ টায় চকরিয়া উপজেলার খুটাখালীর নয়াপাড়া নতুন মসজিদের পাশে কক্সবাজার গামী কাভার্ডভ্যানের চাকা পরিবর্তনের সময় চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহনকারী একটি নোহা কুয়াশা আচ করতে না পেরে পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ড্রাইভারসহ ২ জন মারা যায়। গুরুতর আহত হয়েছে আরো কয়েকজন।

     

  • চকরিয়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্বিজীবি দিবস পালিত

    চকরিয়ায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্বিজীবি দিবস পালিত

    চকরিয়া প্রতিনিধি:  কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুম ‘মোহনা’য় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল করিম সাঈদী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা ভাইসচেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু প্রমুখ।

    এ সময় চকরিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ দেশ প্রেমিক শোকাহত জনতা উপস্থিত ছিলেন।

  • স্বাস্থ্য সেবায় চকরিয়া পৌরসভার নতুন প্রকল্পে যুক্তের আশ্বাস জাইকা প্রতিনিধি দলের

    স্বাস্থ্য সেবায় চকরিয়া পৌরসভার নতুন প্রকল্পে যুক্তের আশ্বাস জাইকা প্রতিনিধি দলের

    চকরিয়া প্রতিনিধি : কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর প্রচেষ্টায় এবার পৌরবাসির জন্য নতুন স্বাস্থ্য সেবা প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে।

    বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র আলমগীর চৌধুরী সাথে মতবিনিময় সভায় মিলিত হন জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি (জাইকা)বাংলাদেশ অফিসের প্রধান উপদেষ্টা মামুরো হানজাওয়াসহ টিম প্রধান ডা:মিজানুর রহমান,কেয়ার বাংলাদেশ প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল।

    এই সময় উপস্থিত ছিলেন, সচিব মাসউদ মোরশেদ,প্যানেল মেয়র বশিরুল আইয়ুব,৫নং ওয়ার্ডে কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু,৭নং ওয়ার্ডে কাউন্সিলর জামাল উদ্দিন,৯নং ওয়ার্ডে কাউন্সিলর নজরুল ইসলাম,পৌরসভার মেডিকেল অফিসার ডা:লোকমান,জহিরুল মওলা,হায়দার আলি সহ চকরিয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    এই সময় প্রতিনিধি দল পর্যটন নগরী কক্সবাজার জেলার প্রবেশ মুখে চকরিয়া পৌরসভাকে একটি স্বাস্থ্যকর পৌরসভা হিসাবে গড়ে তুলতে প্রয়োজনীয় সচেতনা সৃষ্টি, স্বাস্থ্য অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ পরিকল্পনা প্রণয়নে আশ্বাস প্রদান করেন। এই লক্ষে দ্রুত ওয়ার্ড ভিত্তিক সভা আহ্বান করে পৌরবাসির মতামত গ্রহন করা হবে।

  • চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

    চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

    কক্সবাজারের চকরিয়ার আজিজ নগর জাইল্লার ঢালা এলাকায় ইঞ্জিন চালিত ট্রলি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।

    জানা যায়, নিহতরা সবাই নলকূপ মিস্ত্রি তারা নলকূপ বসানোর জন্য পেকুয়া থেকে আমিরাবাদ যাচ্ছিলেন ।

    নিহতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার আব্দুল খালেকের পুত্র মামুনুর রশীদ (২১), আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ আসিফ (২২) । ঘটনায় আহত ব্যক্তি মেহেরনামা এলাকার কফিল উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    চিরিঙ্গা পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করি।