Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

    চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদার

    নগরের খুলশী থানা এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশন ও ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে সহকারী হাইকমিশন ও ভিসা সেন্টারের আশপাশের এলাকায় নজরদারির বৃদ্ধি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

    সোমবার (২ ডিসেম্বর) বিকেলে থেকে নগরের খুলশী ভারতের সহকারী হাইকমিশন ও নগরের ২ নম্বর গেইট ভারতীয় ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রসঙ্গত, গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভিতরে বিক্ষোভ ও ন্যাক্কারজনক হামলার ঘটনার পর এ ব্যবস্থা নেওয়া হয়।

  • চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী

    চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগী

    চট্টগ্রামে মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি বছরের গত ছয় মাস আট দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগর ও জেলার বিভিন্ন হাসপাতালে ২৪২ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর মধ্যে নগরে ১১৫ জন ও উপজেলাগুলোতে ১২৭ জন রয়েছে। নগরের চেয়ে উপজেলাগুলোতে (গ্রামাঞ্চল) ডেঙ্গু আক্রান্ত বেশি।

    চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে এক শিশুসহ ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসের আট দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন। এর আগে গত জুন মাসে ভর্তি হয়েছিল ৪১ জন এবং তার আগের মাসে চিকিৎসা নেয় ১৭ জন।

    জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসে ডেঙ্গু রোগী কমে আসছিল। ফেব্রুয়ারিতে ২৫, মার্চে ২৮ ও এপ্রিলে ১৮ জন আক্রান্ত হয়েছিল। এরপর মে মাস থেকে রোগী আবার বাড়তে শুরু করেছে। এদিকে গত ছয় মাস আট দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

    সরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন ১৪৪ জনের মধ্যে জানুয়ারিতে দুজন ও মার্চে একজন রোগীর মৃত্যু হয়েছে।

    চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৩৩ জন পুরুষ, ৫৯ জন নারী ও ৫০টি শিশু। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজন পুরুষ ও একজন নারীর। মোট আক্রান্তের মধ্যে ১৫ উপজেলায় ১২৭ জন ও নগরে ১১৫ জন রয়েছে।

    সুজন বড়ুয়া বলেন, গত বছরের তুলনায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়েনি। তবে ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে।

    প্রসঙ্গত, গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৭ জনের। আর ২০২২ সালে মোট আক্রান্ত পাঁচ হাজার ৪৪৫ জনের মধ্যে মৃত্যু হয়েছিল ৪১ জনের।

  • প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ

    প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে যুব সংগঠক রাজীব হাসান রাজনের নেতৃত্ব বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগের নেতা কর্মীরা।

    শনিবার (৪ জুন) বিকেলে বিক্ষোভ মিছিলটি কদমতলী থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

    এতে উপস্থিত ছিলেন সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা সিরাজুম মনির সাকিব, ৩০নং ওয়ার্ড মাঝিরঘাট যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, যুবলীগ নেতা সৈয়দ আসিফ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল, ৩০ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন, মো. ইকবাল, মো. রফিক, মো. জুয়েল, মো. হোসেন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক যুবনেতা মিহির লাল দত্ত ও শুভ্রজিৎ শিবুসহ অংগ সংগঠনের নের্তৃবৃন্দরা।

    এ সময় যুব সংগঠক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রাজিব হাসান রাজন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

    গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগ।

    এ সময় তিনি আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত যুবলীগ মাঠে থাকবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করা হবে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • চট্টগ্রামের ৮ জনের শরীরে ওমিক্রনের বিষ

    চট্টগ্রামের ৮ জনের শরীরে ওমিক্রনের বিষ

    করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের অস্তিত্ব মিলেছে চট্টগ্রামের ৮ জনের শরীরে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে।

    এর আগে ঢাকা ও যশোরে ওমিক্রন শনাক্ত হয়। এবার চট্টগ্রামেও ওমিক্রনে আক্রান্তের তথ্য জানিয়েছে আইসিডিডিআরবি। এ নিয়ে এখন পর্যন্ত ৭১ জনের নমুনায় ওমিক্রন পাওয়া গেল।

    এর মধ্যে ৮ জনের তথ্য জানিয়েছে বিএসএমএমইউ। তাদের নমুনা গত ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারির মধ্যে সংগ্রহ করা হয়। শনাক্তদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

    ২৪ ঘন্টা/প্রিন্স

  • চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হার ১৪.৫২ শতাংশ

    চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ হার ১৪.৫২ শতাংশ

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে সে পুরনো চিরচেনা রুপই যেন ধারণ করছে প্রাণঘাতী করোনা ভাইরাস। নতুন করে আবারো আতঙ্ক ছড়াচ্ছে পুরো চট্টগ্রাম জুড়ে।

    মৃত্যুর পরিসংখ্যানে স্বস্থির খবর দেখা দিলেও সংক্রমণ হার ও শনাক্তে চোখ রাঙ্গাচ্ছে এ ভাইরাস। দিন দিন বড় লাফ দিচ্ছে শনাক্তে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২৯৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে।

    নতুন আক্রান্তদের সিংহভাগই নগরের বাসিন্দা। নতুন শনাক্ত ২৯৬ জনের মধ্যে ২৬৩ জন নগরীর এবং ৩৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

    চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ চার হাজার একশ ৮৮ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৫ হাজার ৬শ ১৪ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৫শ ৭৪ জনের করোনা শনাক্ত হয়।

    এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে কারো মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

    জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৫ জন। এর মধ্যে ৭শ ২৫ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।

    শুক্রবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

    বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩ টি ল্যাবে দুই হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২৯৬ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।

    বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ হার ১৪ দশমিক ৫২ শতাংশে দাঁড়াল।

    ২৪ ঘন্টা/রাজীব

  • চট্টগ্রামে নতুন ৭৬ জন করোনা আক্রান্ত

    চট্টগ্রামে নতুন ৭৬ জন করোনা আক্রান্ত

    চট্টগ্রামে আগের দিনের তুলনায় করোনা সংক্রমণ শনাক্তের হার বেড়েছে। আগের দিন সংক্রমণের হার চার দশমিক ৪১ শতাংশ হলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশে দাঁড়াল।

    গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৭৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। যার সিংহভাগই নগরের বাসিন্দা।

    নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে ৭১ জন নগরীর এবং ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ১১ টি উপজেলা ছিল রোগী শূণ্য।

    হাটহাজারী উপজেলায় ১ জন, সন্দ্বীপে একজন,রাউজানে একজন, বোয়ালখালী একজন ও ফটিকছড়ি উপজেলার এক বাসিন্দার শরীরে ভাইরাসটি বিষ পাওয়া গেছে।

    চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ৯শ ৮০ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৫শ ৭৫ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৪শ ৫ জনের করোনা শনাক্ত হয়।

    এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোথাও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি।

    জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৩ জন। এর মধ্যে ৭শ ২৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।

    শনিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

    বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ টি ল্যাবে এক হাজার ৫শ ৩০ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।

    ২৪ ঘন্টা/রাজীব

  • চট্টগ্রামে আরো একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

    চট্টগ্রামে আরো একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত

    চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরো এক রোগী শনাক্ত হয়েছেন। ৪৮ বছর বয়সী পুরুষ ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে গত জুলাই মাসের শেষ দিকে ষাটোর্ধ্ব এক নারীর শরীরেও ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ধরা পড়ে। ওই নারীই ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত চট্টগ্রামে প্রথম রোগী। তিনিও চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আজ সোমবার প্রথম ওই রোগীর অপারেশনের (সার্জারী) কথা রয়েছে।

    দ্বিতীয় জন হিসেবে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হওয়া ওই রোগীর বাড়ি কর্ণফুলি উপজেলায়। পরীক্ষার রিপোর্টে গত ৫ আগস্ট তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর পর ৬ আগস্ট থেকে রোগীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

    চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

    ট্রান্সপোর্ট ব্যবসার সাথে জড়িত ওই রোগী দুই ডোজ টিকা নিয়েছেন। তবে করোনায় আক্রান্ত ছিলেন না। আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অ্যাজমার জটিলতা ছিল রোগীর।

    মুখের এক পাশে দাঁতের ব্যথাজনিত জটিলতায় বেশ কিছুদিন আগে রোগীকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের পরামর্শে ২৫ জুলাই রোগীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে মুখের এক পাশ ফুলে গিয়ে চোখসহ ঢেকে যায়। সন্দেজনক মনে হওয়ায় নমুনা সংগ্রহ করে ২৮ জুলাই তা ঢাকায় পাঠান ডাক্তার। ৫ আগষ্ট পরীক্ষার রিপোর্টে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ শনাক্তের বিষয়টি জানা যায়। ব্যবসার কারণে প্রায় সময় ঢাকায় যাতায়াত ছিল রোগীর। দাঁত ব্যথাসহ জটিলতা শুরুর আগে রোগী ১৫ দিন মতো ঢাকায় ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঢাকা থেকে আসার পর জটিলতা বেড়ে যায়। পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

    তবে ব্ল্যাক ফাঙ্গাস করোনাভাইরাসের মতো সংক্রামক নয়, তাই এটি নিয়ে ততটা চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  • চট্টগ্রামে করোনা সংক্রমনে উদ্ধগতি, ২৪ ঘন্টায় ১৮৩

    চট্টগ্রামে করোনা সংক্রমনে উদ্ধগতি, ২৪ ঘন্টায় ১৮৩

    ২৪ ঘন্টায় চট্টগ্রাম : চট্টগ্রামে সাধারণ মানুষের সচেতনতার অভাবকে ভালভাবেই কাজে লাগাচ্ছে প্রাণঘাতী করোনা। আর তাইতো লাফিয়ে লাফিয়ে সংক্রমনের মাত্রা দিনকে দিন উদ্ধগতিতে রয়েছে।

    রেকর্ডে বিগত তিনমাসের সংক্রমনের সংখ্যা। মঙ্গলবার ২৪ ঘন্টায় ফের নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮৩ জন। এদিন চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ১শ ৬৪টি নমুনা পরীক্ষা করে গত তিনমাসের সর্বোচ্চ সংক্রমণ সংখ্যা দাড়ায়।

    নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১শ ৫৯ জন এবং উপজেলার ২৪ জনের শরীরে পাওয়া গেছে এ ভাইরাসটি। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ৮শ ৬৯ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

    বুধবার (১৭ মার্চ) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন জনসাধারণের সচেতনতার অভাবে করোনা সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

    এদিকে স্বাস্থবিধি নিশ্চিত করতে সোমবার (১৫ মার্চ) থেকে ঘোষণা দিয়ে মাঠে রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মাস্ক পরিধান নিশ্চিত করতে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের জনবহুল স্থান, বিভিন্ন মোড়ে ও বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালানো হচ্ছে।

    ২৪ ঘন্টা/প্রিন্স

  • চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে একদিনে নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। গত সোমবার ২৪ ঘন্টায় চট্টগ্রামের ল্যাবগুলোতে মোট এক হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করার ফলাফলে পজিটিভ শনাক্ত হয় ৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন।

    মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরী ও ১৪ জন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে এসময়ের মধ্যে জেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর জানা যায়নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১শ ১ জন। এখন পর্যন্ত করোনা থেকে ৩১ হাজারেরও বেশি লোক সুস্থ হয়েছেন বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

    জানা গেছে, ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জনের ও বিআইটিআইডি ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    ৬৪০ জনের নমুনা পরীক্ষার পর ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। সিভাসু ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪টি নমুনা পরীক্ষায় সবগুলোতে নেগেটিভ ফল আসে এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

    চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে ধ্বসে পড়েছে দেয়াল, হতাহত ৩

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের পাশের খেলার মাঠের একটি দেয়াল ধ্বসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মাঠে কাজ করার সময় আকস্মিকভাবেই দেয়ালটি ধ্বসে পড়লে হতাহতের ঘটনাটি ঘটে।

    এ ঘটনায় ঘটনাস্থলে মো. সালাউদ্দিন (১৮) ও হাসপাতালে নেওয়ার পর আব্দুস শুক্কুর (২২) নামে আরো একজনসহ মোট দুজনের মৃত্যু হয়েছে। আহতহয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো এক নির্মাণ শ্রমিক।

    নিহত মোহাম্মদ সালাউদ্দিন নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া রেলওয়ে হাসপাতাল কলোনিতে পরিবার নিয়ে থাকতো। তার পিতার নাম লেদু মিয়া ও মাতার নাম ফিরোজা বেগম।দেয়াল ধ্বস ২

    পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নগরীর লাভ লেইন এলাকার আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে সেনা বাহিনীর মালিকানাধীন একটি জায়গায় লিজ নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন এক ব্যক্তি। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমানা প্রাচীরটি ধ্বসে পড়লে দুর্ঘটনাটি ঘটে।দেয়াল ধ্বস ৩

    নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। এসময় আব্দুস শুক্কুরসহ আহত আরো ২জন শ্রমিককে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেয়াল ধসের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মহসীন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, এনায়েত বাজার থেকে দেয়াল ধ্বসে গুরুতর আহত দুই শ্রমিককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। অপরজন আশংকামুক্ত বলে তিনি জানান।

    এদিকে দেয়াল ধ্বসের ঘটনায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যায় ঘটনাস্থলে। এসময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে মাছ, মাংস ও সবজিতে স্বস্থি, বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

    চট্টগ্রামে মাছ, মাংস ও সবজিতে স্বস্থি, বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে সবজি-মাছ ও মাংসের দাম। তবে কিছুটা দাম কমার পরে সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে আলু ও পেঁয়াজের দাম।

    শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, চকবাজার, রিয়াজউদ্দিন ও কাজীর দেউড়ী কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিপ্রতি ৫-১০ টাকা কমেছে।

    সবজির মধ্যে নতুন আলু ৫৫-৬০ টাকা, পুরনো আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহেও পুরনো আলু ৩৫ থেকে ৩৮ টাকা এবং নতুন আলু ৫০ টাকার মধ্যে কেজিপ্রতি কিনতে পেরেছে ক্রেতারা।

    এদিন ফুলকপি ২৮-৩২ টাকা, বাঁধাকপি ২৫-৩০ টাকা, মুলা ২৮-৩০ টাকা, টমেটো ৬০-৮০ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, শিম ৫৫-৬৫ টাকা, শসা ৪০ টাকা, বরবটি ৪৫-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, ঢেঁড়স ৪৫ টাকা, গাজর ৬৫ টাকা, কাঁচা পেপে ৩০ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, শিমের বিচি ১৮০-২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

    এদিকে শীতকালীন সবজির পাশাপাশি সামুদ্রিক মাছের সরবরাহও বেড়েছে। ফলে গত সপ্তাহের তুলনায় চট্টগ্রামে মাছের বাজারেও দাম কেজিপ্রতি ৫-১০ টাকা কমেছে।

    বাজারে প্রতি কেজি রুই মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ৫ টাকা কেজিতে কমে এখন (আকারভেদে) ২৩৫ থেকে ৩২০ টাকা, মৃগেল ১৬৫ থেকে ২৩০ টাকা, পাঙাস ১০০ থেকে ১৫০ টাকা, ইলিশ প্রতি কেজি (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা, কাতল ১৮০ থেকে ২৮০ টাকা, পোয়া মাছ ২৫০ থেকে ৩২০ টাকা, পাবদা মাছ ৩৫০, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ফার্মের কৈ মাছ ১৪০ থেকে ১৮০ টাকা, মলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।

    অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। বাজারগুলোতে শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে ১২০ টাকা দরে। তাছাড়া ১৯০-২০০ টাকা কেজি দরে সোনালী মুরগী এবং দেশি মুরগী বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজিতে।

    ৯০-৯৫ টাকায় এক ডজন ফার্মের মুরগীর ডিম বিক্রি হচ্ছে শুক্রবারের বাজারে। গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে।

    দাম বেড়েছে নতুন আলু ও পেয়াজের। কেজিতে ১০ টাকা বেড়ে নতুন আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়, নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা, পুরানো দেশি পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

    বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকা, আটাশ চাল ৫০ থেকে ৫৪ টাকা, পায়জাম ৪৮ থেকে ৫২ টাকা, মিনিকেট প্রকারভেদে ৫৮ থেকে ৬০ টাকা, নাজিরাইশ ৬০ থেকে ৬২ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ৯৫ টাকা, খোলা ভোজ্যতেল লিটার বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে কোতোয়ালিতে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

    চট্টগ্রামে কোতোয়ালিতে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ৮৮ ভরি স্বর্ণসহ জোসেফ উদ্দিন রুবেল নামের ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণসহ পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

    আটক রুবেল রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ার জহির আহমদের ছেলে। তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানা ওসি মোহাম্মদ মহসিন।

    তিনি জানান, চট্টগ্রাম থেকে বিপুল স্বর্ণ নিয়ে পাচারকারীরা ঢাকার উদ্দ্যেশে রওনা দিতে চট্টগ্রাম স্টেশন রোডে অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় রুবেল নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ।

    রুবেল নিজেকে মোবাইল সেটের ব্যবসায়ি দাবি করলেও তার দেহ তল্লাশী করে ৮টি স্বর্ণের বার, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি কানের দুল পাওয়া যায়। যার আনুমানিক ওজন প্রায় ৮৮ ভরি।

    ওসি বলেন আটকের পর রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে মোবাইল সেটের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে স্বর্ণ পাচারের চক্রে আরো কয়েকজন সদস্যের নাম প্রকাশ করে।

    তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানায় ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব