Tag: চট্টগ্রামের

  • চট্টগ্রামের কাট্টলী অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের পর এবার অগ্নিদগ্ধ ছেলের মৃত্যু

    চট্টগ্রামের কাট্টলী অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের পর এবার অগ্নিদগ্ধ ছেলের মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যুর একদিন পরেই ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ ৯ জনের মধ্যে এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়।

    আজ বুধবার (১১ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪২) মারা যান। এ ঘটনার মাত্র ৩ দিনের মাথায় মায়ের পর ছেলেরও মৃত্যু হয়েছে।

    এর আগে গত সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মিজানুর রহমানের মা পেয়ারা বেগম (৬০)।

    দুর্ঘটনার শিকার পরিবারের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়। তাছাড়া সাইফুল ইসলাম (২৫), মানহা (২), সুলতানা মুন্নি (৩৫) ও মাহের (৭)সহ একই পরিবারের আরো ৫ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

    উল্লেখ্য, গত রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় উত্তর কাট্টলীর মরিয়ম ভবনের ছয়তলার ফ্ল্যাটে অগ্নিকান্ড ঘটে। এতে একই পরিবারের সাতজনসহ ৯ জন দগ্ধ হয়। দগ্ধরা হলেন পেয়ারা বেগম (৬৫), মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৯), বিবি সুলতানা (৩৬), মানহা (২), মাহের (৭), রিয়াজ (২২), জাহান (২১) ও সুমাইয়া (১৮)।

    চিকিৎসকেরা জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে পেয়ারা বেগমের শরীরে ৬৫ শতাংশ, মিজানুরের শরীরের ৪৮ শতাংশ, সাইফুরের ২২, সুলতানার ২০, মানহার ২০, রিয়াজের ১৮ শতাংশ, সুমাইয়ার ১৫, জাহানের ১২ ও মাহেরের ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে পাঁচজনের শ্বাসনালী পুড়ে যায়। তাদের অবস্থা সঙ্কটাপন্ন।

    তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করানোর পরদিন সোমবার চিকিৎসাধিন অবস্থায় পেয়ারা বেগমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় মিজানুর রহমানসহ একই পরিবারের আরো ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে তাদের পাঠানো হয়। আজ বুধবার সকালে সেখানে চিকিৎসাধিন অবস্থায় মিজানুর মারা যান।

    এদিকে ঘটনাস্থল পরিদর্শণ ও রোগীদের সাথে কথা বলে ঘটনা তদন্তে চট্টগ্রামের জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আলুর দামে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না! সবজি, মাছ ও মুরগির বাজার চড়া

    আলুর দামে সরকারি নির্দেশনা মানা হচ্ছে না! সবজি, মাছ ও মুরগির বাজার চড়া

    রাজীব সেন প্রিন্স : হঠাৎ করে দাম বেড়ে প্রায় দ্বিগুণ হওয়া আলুর দাম নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভোক্তা, আড়ত ও কোল্ডস্টোরেজ পর্যায়ে সর্বোচ্চ যে দাম বেঁধে দেওয়া হয়েছে এই নির্দেশনা মানা হচ্ছে না কোনো পর্যায়েই। কেজি এখনও ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বাজারে।

    শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা এখনো আলুর বিক্রি করছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। সরকারের নির্দেশে অনুযায়ী, খুচরায় প্রতিকেজি আলুর দাম হবে ৩০ টাকা নির্ধারণ করা হলেও সরকারের এ নির্দেশনার কোনো প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে না।

    কম দামে আলু পাওয়ার আশায় সকালে অনেক ক্রেতাই বাজারে ছুটে যান। তবে বাজারে গিয়ে তাদের হতাশ হতে হয়েছে। কারণ আগের মতোই আলুর জন্য চড়া দাম গুনতে হয়েছে।

    অন্যদিকে চট্টগ্রামের বাজারগুলোতে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। গত সপ্তাহের তুলনায় গুটি কয়েক সবজি ৫০ টাকার নিচে নামলেও অধিকাংশ সবজি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে। পাশাপাশি মাছ ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

    গতকাল শুক্রবার সরকারি বন্ধের দিনে চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার ও চাক্তাই বাজারে সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরেই চড়া দামে বিক্রি হওয়া সবজির বাজারে এখনো অস্থিরতা বিরাজ করছে। দু-একটি সবজি কেজিতে ৫-১০ টাকা করে কমলেও অধিকাংশ সবজিতেই হাত দেওয়ার জোঁ নেই নি¤œ ও মধ্যবিত্ত ক্রেতাদের।

    চাক্তাই বাজারে গিয়ে দেখা যায়, এখনো ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো। ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। গাজর ৮০ থেকে ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।

    আর শসার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, বরবটির কেজি গত সপ্তাহের মতোই ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনও গত সপ্তাহের মতো ৫৫ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    তাছাড়া কাঁকরোল, করলা, ঢেঁড়স, পটল, ছোট কচু ও ঝিঙ্গা ৬০ টাকা কেজিতে এবং মিষ্টি কুমড়া, লাউ ও পেঁপে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কচুর লতি ৪০ টাকা ও প্রতি শাক আটি প্রতি ১৫-২০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা।

    গত সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমলেও এখনো ক্রেতাদের নাগালের বাইরে। স্বস্তি মিলছে না পেঁয়াজের দামেও। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। আমদানি করা বড় আকারের ভারতীয় পেঁয়াজের কেজির জন্যও গুনতে হচ্ছে ৮০ টাকা। শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৪০ টাকা।

    নগরীর পাথরঘাটা থেকে চাক্তাই সবজির বাজারে আসা চাকরীজীবি শুভ্রা দাশ হতাশার সুরে বলেন, এখন একশ টাকার সবজি কিনলে এক বেলাও ঠিক মতো হয় না। এক সপ্তাহে শুধু সবজির পেছনেই দেড়-দুই হাজার টাকা খরচ হচ্ছে। অবস্থা এমন চলতে থাকলে আমাদের পক্ষে টেকাই মুশকিল হবে।

    সবজির দামের বিষয়ে বিক্রেতা আব্দুল গফর বলেন, বন্যার পর টানা বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় বাজারে সবজির সরবরাহ অনেক কম। এ কারণে সবজির দাম কিছুটা চড়া। তাছাড়া আড়ৎ থেকে সবজি আনার পর অনেক সবজি নষ্ট হয়, ফেলে দিতে হয়। ফলে গড় দামে বৃদ্ধি পড়ছে।

    নগরীর রেয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগিতে ১০ টাকা এবং এবং প্রায় প্রতিটি মাছে কেজি প্রতি ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১০ টাকা বেড়ে ১২০ টাকা, লেয়ার মুরগি ২৪০ টাকা এবং ২০০ টাকা কেজি দরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে শুক্রবারের বাজারে। এক হালি মুরগির ডিম কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৪০ টাকা।

    বাজারে লইট্টা মাছ বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা, দেশি রুই প্রতিকেজি ১৯০ থেকে ২৩০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, পোপা ২৪০ টাকা, কাতাল ২৬০ থেকে ২৯০ টাকা, গলদা চিংড়ি আকার ভেদে ৩৮০ থেকে ৬৫০ টাকা, রূপচাঁদা ৬০০ থেকে ৭০০ টাকা এবং ৫শ টাকা কেজিতে পাবদা মাছ বিক্রি করছে বিক্রেতারা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

    চট্টগ্রামের কোতোয়ালীতে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্য গ্রেফতার

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন সংলগ্ন গনশৌচাগারের সামনে থেকে পেশাদার ছিনতাই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ২টার সময় ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল, ৬ টি টিপ ছোরা ও ১টি চাপাতির তথ্য দিয়েছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলো- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো.মামুন (২২), মেহেদী হাসান (২৩), মো. সোহেল (২৫), মো. তারেক (২৭), আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), রিপন দত্ত (২০) ও জুয়েল দাশ (২৬)।

    গ্রেফতারকৃত ৮ নই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে নগরীর রেল স্টেশন সংলগ্ন এলাকা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় পথচারিকে আটকে ভয় দেখিয়ে ছিনতাই করে আসছে।

    মধ্যরাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন গোপন তথ্য পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দেশিয় অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    ওসি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বদেউল আলমের বিরুদ্ধে ৩ টি, মো.মামুনের বিরুদ্ধে ২টি, জুয়েলের বিরুদ্ধে ১টি, আসিফ হোসেনের বিরুদ্ধে ৩টি ও রিপন দত্তের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মামলাগুলোর অধিকাংশই মাদক ও অস্ত্র মামলা। তাদের প্রত্যেককে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি মহসিন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • এবার করোনা আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন

    এবার করোনা আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেলা প্রশাসনের আরো এক উচ্চ পদস্থ কর্মকর্তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডিসি অফিস চট্টগ্রামের উপ পরিচালক, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি।

    আজ ১২ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে প্রকাশিত করোনা পরীক্ষার যে ফলাফল প্রকাশকরা হয়েছে তার মধ্যে করোনা পজেটিভ তালিকায় তিনিও একজন।

    চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার ও সরকারের উপসচিব ইয়াসমিন পারভীন তিবরীজি গত ৩ জুন চট্টগ্রামমেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ ১২ জুন সিএমসি ল্যাব থেকে জানানো হয় তার করোনা পজেটিভ।

    বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো জানিয়ে জেলা প্রশাসন সূত্র জানায় অল্প কাশি ও জর থাকলেও অন্য কোন উপসর্গ নেই। তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২জনসহ একদিনে নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত

    কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২জনসহ একদিনে নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮৩ জন নমুনা পরীক্ষায় ৯৬ জন পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯২ জন। অপর ৪ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

    নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৫ রোহিঙ্গা সহ ৯০ জন। এতে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৩৫ জন।

    এছাড়া রামু উপজেলার ২২ জন, উখিয়া উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলার ১৪ জন, টেকনাফ উপজেলার ৪ জন, পেকুয়া উপজেলার ২ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ১ জন এবং চাঁদগাঁও’র ১ জন রয়েছে।

    সোমবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

    গত ৬১ দিনে মোট ৭০৪৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৮৭৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৭৯৫ জন।

    এর মধ্যে মহেশখালীতে ৩২ জন, টেকনাফে ৩৬ জন, উখিয়ায় ১০৫ জন, রামু ৪৯ জন, চকরিয়ায় ১৭৩ জন, কক্সবাজার সদরে ৩২১ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৪১ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা।

    অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।

    কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, ইতিমধ্যে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কক্সবাজার জেলায় মোট ১৪২ জন। আর মৃত্যু বরণ করেছেন ১২ জন।

    এর মধ্যে সদর উপজেলায় সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যুবরণ করেছেন ১০ জন, রামু উপজেলায় সুস্থ ২ জন, মৃত্যু ১ জন, চকরিয়ায় সুস্থ ৭০ জন, মৃত্যু ১ জন, পেকুয়ায় সুস্থ ২১ জন, মহেশখালীতে ২জন, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে সুস্থ ৭ জন ও টেকনাফে সুস্থ ৮ জন।

    ২৪ ঘণ্টা/ইসলাম মাহমুদ/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

    চট্টগ্রামের খুলশীতে যুবক খুন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা ওয়ারলেস এলাকায় ছুরিকাঘাতে ১৯ বছর বয়সী এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে।

    গতকাল ২৭ মে বুধবার মধ্যরাতে দুপক্ষের মারামারিতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এক ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পুলিশ হত্যাকাণ্ড ধরেই লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    নিহত যুবকের নাম মো. সাব্বির। তিনি পেশায় দিনমজুর এবং সে একই এলাকার মো. ইকবালের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।

    এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে খুনের কারণ এখনও অস্পষ্ট।

    এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামের ৪০ পয়েন্টে টিসিবির নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি অব্যাহত

    চট্টগ্রামের ৪০ পয়েন্টে টিসিবির নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি অব্যাহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা পরিস্থিতিতে এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামে ও সাধারণ মানুষের জন্য টিসিবির ন্যার্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।

    আজ ১৯ মে মঙ্গলবার নগরীর দামপাডা, কাজির দেউরি, নিউমার্কেট, টাইগারপাশ, কোতোয়ালি, সদর ঘাট, মাঝির ঘাট, আন্দরকিল্লা, জামাল খান, ২ নং গেইট আগ্রাবাদ দামপাডাসহ ৪০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্রি হয়েছে টিসিবির পণ্য।

    প্রতিটি পয়েন্টে টিসিবি নিযুক্ত ডিলারগণ ন্যায্যমূল্যে গুডা দুধ, চিনি, চা- পাতা, আদা, পেয়াজ, ময়দা, মশুর ডাল, নুডলস, সয়াবিন তেল, খেজুর ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি করেছেন।

    সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে নানা শ্রেণী পেশার মানুষ ন্যায্যমূল্যে এসব ভোগ্যপণ্যে ক্রয় করছে। শুক্রবার ছাড়া, সপ্তাহে ৬ দিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত নগরীতে টিসিবির ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন টিসিবির ডিলাররা।

    ২৪ ঘণ্টা/শারমিন সুমি/ আর এস পি

  • সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

    সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)তে গত ২৪ ঘণ্টায় ৬১টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা সনাক্ত হয়।

    এরমধ্যে ৩৯ জন চট্টগ্রাম জেলা এবং ১ জন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা। আজ ৮ মে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, সিভাসু ল্যাবে সনাক্ত হওয়া চট্টগ্রামের ৩৯ জনের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৫ জন এবং জেলার ৪ উপজেলায় আরো ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম নগরীতে সনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে নগরীর বাকলিয়ায় ৪ জন, হালিশহরে ৩ জন, ইপিজেড ২ জন, সাগরিকা অলংকারে ১ জন, সাগরিকা কাজিরদীঘিতে ১জন এবং নগরীর বহদ্দারহাট ১, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, নাসিরাবাদ ১, মোগলটলী ১, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী রোড ১, মীর্জাপুল ১, সদরঘাট ১ ও আম বাগান রেলওয়ে কলোনীতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়।

    তাছাড়া গত ২৪ ঘণ্টায় একই ল্যাবে নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৪টি উপজেলায় আরো ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের করোনা হটস্পট সাতকানিয়ায় ৭ জন, সীতাকুণ্ডে ৫ জন, হাটহাজারীতে ১ জন এবং বোয়ালখালীতে আরো একজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তি দাঁড়াল ১৯৭ জনে। বাইরে থেকে পজিটিভ হয়ে আসা চট্টগ্রামের বাসিন্দা আছেন আরও পাঁচজন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ৪৭ জন।

    একই ল্যাবে আজ ভিন্ন জেলার একমাত্র রোগীটি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে ৩০ পয়েন্টে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য

    চট্টগ্রামে ৩০ পয়েন্টে টিসিবি’র নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামে ও ৩০টি পয়েন্টে বিক্রি হচ্ছে ন্যায্যমূল্যের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য।

    পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য টিসিবির ন্যার্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম করোনা পরিস্থিতিতেও অব্যাহত রাখা হয়েছে।

    আজ ২৮ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ ৩০ টি পয়েন্টে টিসিবি নিযুক্ত ডিলারগণ ন্যায্যমূল্যে চা পাতা, চিনি, মশুর ডাল, নুডলস, সয়াবিন তেল,খেজুর ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে বিক্রি করছেন।

    সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে নানা শ্রেণীর পেশার মানুষ ন্যায্যমূল্যে এসব ভোগ্যপণ্যে ক্রয় করতে দেখা গেছে প্রায় প্রতিটি পয়েন্টে।

    বিক্রেতারা জানান, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত নগরীতে টিসিবির ভোগ্যপণ্যে বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/শারমিন সুমি/ আর এস পি

  • লকডাউন চট্টগ্রামের ফটিকছড়ি

    লকডাউন চট্টগ্রামের ফটিকছড়ি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে জনসাধারণের জানমাল নিরাপত্তার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে এ ঘোষণা কার্যকর হয়।

    ফটিকছড়িতে কর্মরত এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।

    এদিকে, ফটিকছড়িতে যে চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাকে বৃহস্পতিবার সকালেই তার পরিবারসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই চিকিৎসক ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    তবে তার বাড়ি সাতকানিয়ায়। বুধবার রাতেই নাজিরহাট হাসপাতালের উত্তর পাশে তার ভাড়া থাকা ভবনটি লকডাউন করে দেয়া হয়েছে।

    চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার বলেন, ‘চিকিৎসক আক্রান্ত হলেও স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা যাবে না। আমরা ওই চিকিৎসকের সব কিছু ট্রেসিং করে ব্যবস্থা নেবো। তিনি সাতকানিয়া থেকে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এ ব্যাপারে উপজালা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মহোদয়ের সদয় অনুমতিক্রমে ফটিকছড়ি উপজেলায় লকডাউন ঘোষণা করা হলো। এ আদেশ অমান্যকারীরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    ২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি

  • চট্টগ্রামের রাউজান উপজেলা লকডাউন ঘোষণা

    চট্টগ্রামের রাউজান উপজেলা লকডাউন ঘোষণা

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিক্রমে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে রাউজান উপজেলা প্রশাসন।

    আজ ২৩ এপ্রিল এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ।

    গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, লকডাউন চলাকালীন সময়ে ” সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮” এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে রাউজান উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অন্য উপজেলা বা জেলা হতে কোনো ব্যক্তি বা যানবাহন রাউজান উপজেলায় প্রবেশ করতে পারবেনা, সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে, এক এলাকা হতে অন্য এলাকার চলাচল কঠোরভাবে সীমিত করা হলো।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লকডাউন চলাকালীন সময়ে যে পরিসেবাসমূহ চালু থাকবে সেগুলো হলো, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ব্যাংকিং কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসা সরঞ্জামাদি, রোগী ও ঔষধ বহনকারী যানবাহন ও কর্মী।

    এছাড়াও জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্যদ্রব্য, শিল্পপণ্য, শিশুখাদ্য এবং পশুখাদ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, কৃষিজ পণ্য, সার, কীটনাশক ও জ্বালানি পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, ত্রাণ কার্য এবং সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।

    রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি জোনায়েদ কবীর সোহাগ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি রোধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অনুমতিক্রমে রাউজান উপজেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

    ২৪ ঘণ্টা/ নেজাম উদ্দিন রানা/আর এস পি

  • চট্টগ্রামের ফতেয়াবাদে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ!

    চট্টগ্রামের ফতেয়াবাদে শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ!

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম হাটহাজারী থানার চেীধুরীহাট এলাকায় শতবর্ষী একটি পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়াই পরিবেশ আইন অমান্য করে দুই থেকে আড়াই শতাধিক পরিবারের ব্যবহারযোগ্য পুকুরটি রাতের আঁধারে ভরাট করা হচ্ছে।

    কয়েক মাস আগে এই পুকুর ভরাটের কাজ শুরু করে। কিন্তু বর্তমানে নিষেধাজ্ঞা না মেনে এখন প্রতিরাতেই বিশাল আকৃতির এই পুকুরটি ভরাট করে সমতল ভূমিতে পরিণত করে চলেছে একটি সিন্ডিকেট।

    জানা যায়, ফতেয়াবাদ চেীধুরীহাটের পূর্বদিকে ক্ষেত্রপাল বাড়ী সংলগ্ন পুকুরটি দীর্ঘদিন যাবত এলাকার মানুষ গোসল ও নানান নিত্য ব্যবহারিক কাজে পানির প্রয়োজনীয়তা মিঠিয়ে আসছিলো। আইনের তোয়াক্কা না করে পুকুরটি রাতের অন্ধকারে ভরাট করে ফেলছে।

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শতবর্ষী এই পুকুরটি এলাকার দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছে। কিন্তু পুকুরের ক্রয়কৃত মালিকগণ আইন না মেনে এই পুকুরটি ভরাট করে ফেলেছেন।

    স্থানীয় অধিবাসী নারায়ণ ধর জানান দুই থেকে আড়াই শতাধিক পরিবার এ পুকুরের পানি ব্যবহার করে। এ ছাড়াও এলাকায় অগ্নিকাণ্ডের সময় এ পুকুরের পানি ব্যবহৃত হয়।’

    তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ কমিশনার ও স্থানীয় ভূমি কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হলে সরেজমিন তদন্ত করে পুকুর ভরাট কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তর।

    ‘পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ভূমি কর্মকর্তার নিষেধাজ্ঞা থাকার পরও রাতের আঁধারে পুকুর ভরাটের কাজ চলে আসছে এবং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে রাতে ট্রাকে করে বালি ফেলে পুকুরটি ভরাট করার অভিযোগ করেছেন স্থানীয়রা।

    এদিকে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় সিন্ডেকেটকে পরিবেশ অধিদপ্তরে কৈফিয়ত দেওয়ার জন্য তলব করা হবে বলে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে সাংবাদিকদের জানানো হয়।

    পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহানগর পরিচালক আজাদুর রহমান মল্লিক সাংবাদিকদের জানান, জলাশয় আইন অনুযায়ী কোনো ব্যক্তি মালিকানাধীন পুকুরও ভরাট করা যাবে না। পুকুর ভরাটকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয়ে পুকুরের ক্রয়কৃত মালিক সুবল ধরের মুঠোফোনে (01819….58) যোগাযোগ করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।