Tag: চট্টগ্রামের

  • আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রামের ওয়াসিকা, আমিন ও দীপঙ্কর

    আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রামের ওয়াসিকা, আমিন ও দীপঙ্কর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বিতীয় দফায় ঘোষিত কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে নতুন করে বৃহত্তর চট্টগ্রাম থেকে অন্তভুক্ত হয়েছে আরো ৩ নেতা নেত্রীর নাম।

    এরমধ্যে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান এমপিকে দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন দলীয় নীতি নির্ধারকরা। ওয়াসিকা বর্তমানে ২য় বারের মতো জাতীয় সংসদের সদস্য এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

    এছাড়া আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর পূর্ণাঙ্গ কমিটিতে ২য় দফার নাম ঘোষণায় আমিনুল ইসলাম আমিনকে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদটিতেই বহাল রাখা হয়েছে এবং রাঙামাটির এমপি দীপঙ্কর তালুকদারকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে বহাল রেখে নাম ঘোষণা করেন আওয়ামী লীগ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ২য় দফায় পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রাপ্তিদের নামগুলো ঘোষণা করেন তিনি।

    তবে পূর্ণাঙ্গ কমিটিতে একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ধর্মবিষয়ক সম্পাদকের পদ খালি রয়েছে। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে শূন্য এ সাতটি পদ পূরণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

    এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে শুন্য সাতটি পদের মধ্যে বৃহত্তর চট্টগ্রামের আরো অন্তত দুই নেতার নাম অর্ন্তভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে নতুন করে যুক্ত হওয়া তিন নেতা-নেত্রীসহ বৃহত্তর চট্টগ্রামে ৮ জনের স্থান হয়েছে।

    এর আগে গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে প্রথম দফায় ঘোষিত কমিটিতে বৃহত্তর চট্টগ্রামের ৫ নেতাকে অন্তভুক্ত করা হয়।

    এদের মধ্যে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও প্রণব কুমার বড়ুয়াকে আওয়ামী লীগের নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। চট্টগ্রাম-৪ মিরসরাই আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে স্বপদে বহাল রেখে আরো দুই নেতাকে পদোন্নতি দেওয়া হয়। এরা হলেন রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    এরমধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এবং উপ দপ্তর সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে

  • চট্টগ্রামের চান্দগাঁও থানা বাহির সিগন্যাল এলাকায় আগুন

    চট্টগ্রামের চান্দগাঁও থানা বাহির সিগন্যাল এলাকায় আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই এলাকার আল আমিন বারিয়া মাদরাসার সামনের সড়ক সংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

    খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, (সন্ধ্যা সাড়ে ৬টা) আগুন এখানো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তবে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্থ হবে।

  • চট্টগ্রামের বন্দরটিলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

    চট্টগ্রামের বন্দরটিলায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ৩

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা বন্দরটিলা এলাকায় জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধু খুনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধুর স্বামী আব্দুর রাজ্জাকসহ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

    পুলিশ জানায়, ২১ ডিসেম্বর শনিবার সকালে স্থানীয়দের কাছ খবর পেয়ে ইপিজেড থানার বন্দরটিলা বক্সআলী মুন্সি রোডের মুন্সী বাড়ি এলাকার একটি বাসা থেকে গৃহবধু জেসমিনের লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার কথা জানায় পুলিশ।

    প্রতিবেশিরা জানায়, ওই বাসায় পেশায় বাবুর্চি পিরোজপুর মঠবাড়ীয়া এলাকার বাসিন্দা স্বামী আব্দুর রাজ্জাকের সাথে থাকতেন নিহত গৃহবধু জেসমিন আক্তার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা এলাকার বাসিন্দা গার্মেন্টেস শ্রমিক জেসমিন ও বাবুর্চি রাজ্জাক দুজনের এটি দ্বিতীয় বিয়ে। নিহত জেসমিনের আগের ঘরের স্বামী মারা যাওয়ায় সে দ্বিতীয় বিয়ে করে। তার ওই ঘরে একটি ছেলে সন্তান আছে। সে নানীর কাছে থাকেন।

    তবে জেসমিনের ২য় বিয়ের তথ্য জানা থাকলেও রাজ্জাক তার প্রথম বিয়ের কথা গোপন রেখে জেসমিনকে বিয়ে করেন। এবিষয় নিয়ে কিছুদিন ধরে দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। শুক্রবার রাতেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বলে জানিয়েছে প্রতিবেশিরা।

    নিহত গৃহবধুর স্বামী রাজ্জাকের বরাতে পুলিশ জানায়, রাজ্জাক বলেছে শুক্রবার রাতে তার স্ত্রী জেসমিনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে রাতে তাদের বাসার পাশে ছোট বোনের বাসায় দুজনেই চলে যান।

    পরে জেসমিন বাসায় ফিরলেও রাজ্জাক বোনের বাসায় থেকে গিয়েছিল। সকালে বাসায় সাইকেল নিতে গিয়ে স্ত্রীর বিবস্ত্র লাশ দেখতে পেয়ে ভগ্নিপতিকে খবর দেন বলে জানিয়েছে স্বামী রাজ্জাক।

    ইপিজেড থানার ওসি (তদন্ত) মো. ওসমান গণি গৃহবধু জেসমিনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাতে বা ভোরের দিকে জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তার স্বামী আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হলে সে একেকবার একেক রকম তথ্য দিচ্ছে। পরে পুলিশ রাজ্জাক ও তার একবোনসহ ৩ জনকে থানায় নিয়ে যায়।

    তিনি বলেন, প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই ধারণা করছি। লাশের ময়না তদন্ত রিপোর্ট এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার আসল রহস্য জানা যাবে বললেন ওসি তদন্ত।

  • চট্টগ্রামের কর্ণফুলিতে ঝুলন্ত লাশ উদ্ধার

    চট্টগ্রামের কর্ণফুলিতে ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর এলাকায় একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পঞ্চাশোর্ধ এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

    বুধবার সকালে উপজেলার জুলধা ডাঙ্গারচরের ঈমান আলী জামে মসজিদের সামনের খাল পাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার করা লাশটি আব্দুল করিম চরলক্ষ্যা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রাজামিয়া চৌকিদার বাড়ির মৃত গুনু মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।

    নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে আব্দুল করিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে বাড়িতে তেমন একটা থাকতেন না। তিনি নিজে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    নিহতের গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন ছিলনা জানিয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ঈসমাইল হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

    তিনি জানান, এলাকার জনপ্রতিনিধি ও পরিবারের লোকজন জানিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাই মানবিক দিক বিবেচনায় নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

  • বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন চট্টগ্রামের পেশাজীবীরা

    বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলেন চট্টগ্রামের পেশাজীবীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলেন চট্টগ্রামের পেশাজীবী নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম এর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও সম্মান জানানো হয়।

    সংগঠনের সভাপতি প্রফেসর ডঃ একেএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা রিয়াজ হায়দার চৌধুরীর নেতৃত্বে শ্রদ্ধার্ঘ্য অর্পণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. বেনু কুমার দে, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, নির্বাহি সদস্য আযহার মাহমুদ, চট্টগ্রাম সংবাদিক হাউজিং সোসাইটি চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক আবৃত্তিকার রাশেদ হাসান, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক রাশেদ মোহাম্মদ, প্রচার প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, সিইউজে’র নির্বাহী সদস্য উত্তম সেনগুপ্ত।

    শ্রদ্ধার্ঘ্য অর্পণকালে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক স ম ইব্রাহিম, মাখন লাল সরকার, খেলাঘর চট্টগ্রাম মহানগরী যুগ্ম-সম্পাদক মোরশেদুল আলম, সাংবাদিক মান্নান মেহেদী, শহিদুল ইসলাম, প্রীতম দাশ, মহররম হোসেন, কাউসার খান, মহানগর ছাত্রলীগ সহ-সভাপতি ফারুক ইসলাম, বাউবি ছাত্র সংগঠক জনি বড়য়া প্রমুখ।

    পেশাজীবী নেতারা পুস্পস্তবক দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।