নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে আগের দিনের তুলনায় বিগত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ও সংক্রমণ হার অনেক বেড়েছে। তাছাড়া এসময়ের মধ্যে চট্টগ্রাম নগরীর এক বাসিন্দা করোনা ভাইারাসে মারা গেছে।
আগের দিন সংক্রমণের হার চার দশমিক ৯৬ শতাংশ হলেও গত ২৪ ঘন্টায় তা বেড়ে ৫ দশমিক ৮৯ শতাংশে দাঁড়াল।
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১০৪ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। যার সিংহভাগই নগরের বাসিন্দা।
নতুন শনাক্ত ১০৪ জনের মধ্যে ৮৮ জন নগরীর এবং ১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এদিন চট্টগ্রামের ৭ টি উপজেলা ছিল রোগী শূণ্য।
বাকি সাত উপজেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় ৪ জন, হাটহাজারী উপজেলায় ২ জন, আনোয়ারায় ২ জন, বাঁশখালীতে একজন, সাতকানিয়ায় দুজন, রাউজানে দুজন ও ফটিকছড়ি উপজেলার তিনজন বাসিন্দার শরীরে ভাইরাসটি বিষ পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ তিন হাজার ৮৪ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৭৪ হাজার ৬শ ৬৩ জন আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ৪শ ২১ জনের করোনা শনাক্ত হয়।
এসব তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। বলা হয়, চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন একজন বাসিন্দা মারা যাওয়ার তথ্য পাওয়া যায়।
জেলায় মোট মৃতের সংখ্যা এক হাজার ৩শ ৩৪ জন। এর মধ্যে ৭শ ২৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৬শ ১০ জন।
রবিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।
বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৩ টি ল্যাবে এক হাজার ৭শ ৬৫ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের শরীরে করোনার অস্তিত্ব শনাক্ত হয়।
২৪ ঘন্টা/রাজীব