Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ২ ঘন্টা বাস ধর্মঘট : যাত্রীদের ভোগান্তি

    চট্টগ্রামে পরিবহণ শ্রমিকদের ২ ঘন্টা বাস ধর্মঘট : যাত্রীদের ভোগান্তি

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কারসহ ৪ দফা দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুটে ২ ঘন্টা বাস ধর্মঘট করেছে পরিবহন শ্রমিকরা।

    আজ রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে প্রতীকী এই ধর্মঘট। এসময় বহদ্দারহাট বাস টার্মিনালে মানববন্ধন করে শ্রমিকরা।

    ৪ দফা দাবির বাকি ৩ টি দাবী হলো- টার্মিনাল এলাকার সড়ক সংস্কার, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ ও চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান রুট থেকে নিবন্ধনহীন অবৈধ গাড়ি অপসারণ।

    বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি ও আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করে। তারা জানায় এরপরও দাবী মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেয়া হবে।

    ধর্মঘটকালে দুই ঘণ্টা চট্টগ্রাম থেকে কক্সবাজার-বান্দরবান রুটের সব বাস চলাচল বন্ধ ছিল। এতে দূর্ভোগে পড়েন এসময়ে বিভিন্ন গন্তব্যে যেতে টার্মিনালে আসা দুর দুরান্তের যাত্রীরা।

    নগরীর বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষমান আবুল খায়ের বলেন আমি দুপুরে কুমিল্লা থেকে পরিবার নিয়ে এসেছি বান্দরবান যাওয়ার উদ্দ্যেশে। এসে দেখি সব বাস বন্ধ রেখে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট পালন করছে।

    পুর্বঘোষণা ছাড়া এভাবে ধর্মঘট পালন করায় আমার মতো অনেক যাত্রীই এখন ভোগান্তিতে পড়েছে, সকলকে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রি প্রতিষ্ঠানে আগুন

    চট্টগ্রামে কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রি প্রতিষ্ঠানে আগুন

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা চৌমুহনী এলাকায় একটি কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রির প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

    গতকাল শনিবার ( ৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে চৌমুহনী এলাকার কম্পিউটার সিটিতে মো. জাবেদ হোসেনের মালিকানাধীন দোকানে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। এতে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার এক্সেসরিজ পুড়ে গেছে।

    খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন জোন ২ এর উপ সহকারি পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী। তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান।

    তবে আগুনে প্রতিষ্ঠানটির বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে যোগ করেন তিনি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

    চট্টগ্রামে বৃদ্ধের আত্মহত্যা

    নিজস্ব প্রতিনিধি : স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে আত্মহত্যা করেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর ডবলমুরিং থানা এলাকার দক্ষিণ ডেবারপার দুবাই কলোনী থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

    নিহত বৃদ্ধের নাম তোফাজ্জল সিকদার নামে (৬৫)। অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডবলমুরিং থানার এসআই নুরুল ইসলাম।

    নিহত বৃদ্ধের পরিবারের বরাতে তিনি বলেন, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন, কিন্তু ব্যয়বহুল এ চিকিৎসা করানোর মত অর্থ তার বা তার পরিবারের ছিলো না।

    মানসিক দুশ্চিন্তা থেকে হতাশাগ্রস্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও বৃদ্ধ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, আটক ৩

    ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী, আটক ৩

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা আগ্রাবাদ সুপারিওয়ালা পাড়ার একটি বাসায় ধর্ষণের শিকার হয় কিশোরী।

    এ ঘটনায় সহযোগীতা করার অপরাধে সোমবার ভোরে একই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এক দম্পতি ও ধর্ষক চান্দুর দেহরক্ষী মো. রাজিবসহ মোট তিনজনকে আটক করলেও এখনো ধরা পড়েনি ধর্ষক চান্দু মিয়া। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ।

    থানা সূত্রে জানা যায়, ধর্ষিতা কিশোরীর বাড়ি ফেনী। কিছুদিন আগে তিনি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। রবিবার রাত আটটার সময় ওই কিশোরীর চাচাতো বোনের এক বান্ধবী ও ভিকটিমের পূর্বপরিচিত নুরী আক্তারের সাথে সুপারিওয়ালা পাড়ার বাসায় বেড়াতে যান।

    একইদিন রাতে ওই বাসার পাশ্ববর্তী চান্দু মিয়া নামে এক ব্যাক্তি জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বাসায় এসে ভিকটিম তার পরিবারকে ঘটনাটি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।

    ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধর্ষিতা কিশোরীর পূর্ব পরিচিত নুরী আক্তার ও তার স্বামী মোহাম্মদ অন্তরকে আটক করে। পরে ১ নম্বর সুপারিওয়ালা পাড়ায় অভিযান চালিয়ে ধর্ষক চান্দুর দেহরক্ষী মো. রাজিবকে গ্রেফতার করা হয়।

    ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, কিশোরীকে ধর্ষনে সহযোগীতা করায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এর আগে অসুস্থ অবস্থায় ঘটনার শিকার কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

    এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর পরিবারের লোকজন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মূল ধর্ষক চান্দু মিয়াকে গ্রেফতার করার চেষ্টা চলছে বললেন ওসি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ১

    চট্টগ্রামে কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ১

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৭। এসময় মুর্তি পাচারের অপরাধে গ্রেফতার হয় মো. মফিজ (২৮) নামে এক চোরকারি।

    গত ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করার পাশাপাশি এ চোরকারবারিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার মফিজ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। মুর্তিসহ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন।

    তিনি বলেন, স্টেশন রোডের একটি ভবনের ভাড়া বাসায় কতিপয় চোরাকারবারী অবৈধ ভাবে কষ্টি পাথরের মূর্তি বেচা কেনা করছে এমন খবর পেয়ে বুধবার বিকেলে সেখানে আভিযান পরিচালনা করে র‌্যাব-৭ এর একটি টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো মফিজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

    পরে মফিজের হেফাজতে থাকা ৩ কেজি ৬৯০ গ্রাম ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে মফিজ স্বীকার করে কষ্টি পাথরের মূর্তিটি অবৈধ ভাবে বিক্রয়ের জন্য উক্ত স্থানে এনেছিলেন।

    তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    চট্টগ্রামে প্রাইভেটকার চালক খুনের ঘটনায় গ্রেফতার ৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় প্রাইভেটকার চালক আইয়ুব আলী হত্যা মামলায় ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তির ব্যবহারে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

    গ্রেফতারকৃতরা হলেন, মো রাব্বী প্রকাশ রাব্বি (২২), আল আমিন (২২), মো. সোহেল (২৫), মো. বাবু প্রকাশ ছোট বাবু প্রকাশ শাকিল (২০) ও মো. কামাল হোসেন প্রকাশ রনি (২০)।

    তথ্য নিশ্চিত করেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। তিনি বলেন, চারদিন আগে নগরীর আগ্রাবাদ চৌমুনী এলাকায় খুন হওয়া প্রাইভেট কারচালক আইয়ুব আলী হত্যাকাণ্ডে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি সদীপ।

    এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয় প্রাইভেট কারচালক আইয়ুব আলী (৫৫)। ঘটনার দিন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে সিআইডি মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে আইয়ুব আলীর পরিচয় শনাক্ত করে।

    পুলিশ জানিয়েছিল ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে এসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয় মো. আইয়ুব আলী (৫৫)। নিহত আইয়ুব আলী ফরিদপুর জেলার নাগরকান্দা এলাকার কাশেম শরীফের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনা/চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ ল্যাবে ৫৫৯ জনের নমুনায় ৫৮ জন শনাক্ত,একজনের মৃত্যু

    করোনা/চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ ল্যাবে ৫৫৯ জনের নমুনায় ৫৮ জন শনাক্ত,একজনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের চারটি সরকারি ল্যাবে মোট ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুনভাবে শনাক্ত হয়েছেন আরো ৫৮ জন করোনা রোগী।

    নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫১জন এবং উপজেলায় ৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭ হাজার ছাড়িয়ে ১শত ১০ জনে দাড়িয়েছে। গত২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ৭ জন সবাই হাটাহাজারী উপজেলার।

    জেলা সিভিল সার্জন সূত্র বলছে চট্টগ্রামে মোট আক্রান্তের মধ্যে সিংহভাগই নগরের। নগরে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১শত ৯৮ জন। তাছাড়া চার হাজার ৯শ ১২ জন মানুষ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন।

    মৃতের সংখ্যায় নতুন একজনসহ মোট সংখ্যা দাড়িয়েছে ২৭২ জন। যার মধ্যে ১৮৯ জন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ৮৩ জন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের বেসরকারি শেভরন ও ইম্পেরিয়াল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। তাছাড়া গত দুদিনের মতোই গত ২৪ ঘণ্টাতেও করোনা আক্রান্ত রোগীর সুস্থতার কোন তথ্য জানা যায়নি। ফলে আক্রান্তদের মধ্য থেকে সুস্থতার সংখ্যা চার হাজার ৯০ জনেই স্থির আছে।

    আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তাছাড়া সোমবার (৩১ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-ল্যাবে মোট ৩ শত ১ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের দেহে করোনা সংক্রমন ধরা পড়েছে। আত্রান্তরা সকলেই চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত করোনা রোগীদের মধ্যে একজন চট্টগ্রাম উপজেলার এবং বাকি সবাই নগরের বাসিন্দা।

    তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।

    চমেক ল্যাবে শনাক্ত রোগীদের মধ্যে ৭ জন নগরের ও ১ জন উপজেলার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নতুন করে শনাক্ত ৬ জন করোনা রোগীর মধ্যে ৫ জন উপজেলার এবং ১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেল চালক বন্ধু

    ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মোটরসাইকেল চালক বন্ধু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় মারা গেছে সামায়ারা স্নেহা সুমি নামে ১৯ বছর বয়সী এক কলেজ ছাত্রী।

    একই ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মোটর সাইকেল চালক বন্ধু।

    গতকাল সোমবার (১৬ জুন) রাত ১১টার দিকে মোটরসাইকেলে চড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওঠার সময় জিইসি সানমান এলাকায় একটি ট্রাক চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।

    সড়ক দুর্ঘটনায় নিহত সামায়ারা স্নেহা সুমি ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশুনার পাশাপাশি জিইসি মোড় এলাকায় মোবাইল অপারেটর কোম্পানি ‘রবি’র কাস্টমার কেয়ার সার্ভিসে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    প্রতক্ষ্যদশীরা জানায়, চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় স্নেহা আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন। মঙ্গলবার রাতে তার মায়ের জন্য ঔষধ কিনতে মোটরসাইকেলে করে জিইসির মোড় গিয়েছিলেন।

    বেপরোয়া গতির ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৮২১৬) আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপরের দিকে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে চলতে থাকে। এসময় পেছনে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়।ফ্লাইওভারে তরুণীর মৃত্যু

    এতে ট্রাকের পেছনের চাকায় পিস্ট হয় তরুণীসহ তার মোটরসাইকেল চালক বন্ধু। ঘটনাস্থলেই চাকার নিচে থেতলে প্রাণ হারান মোটর সাইকেলে থাকা কলেজ ছাত্রী স্নেহা। গুরুতর আহতাবস্থায় মোটর সাইকেল চালক বন্ধুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চমেক হাসপাতালে নেওয়া হয়।

    ঘটনার সত্যতা স্বীকার করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক জানান, রাতে ট্রাক চাপায় মোটর সাইকেলে থাকা এক মেয়ে মারা গেছে। অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় রাতেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।

    এদিকে ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব না হলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে জানালেন পাঁচলাইশ থানার কনস্টেবল সালাউদ্দিন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে মৃত্যুর মিছিলে যোগ হল আরো এক চিকিৎসকের নাম/ডা. সাদেকুর এর মৃত্যুও করোনা উপসর্গে

    চট্টগ্রামে মৃত্যুর মিছিলে যোগ হল আরো এক চিকিৎসকের নাম/ডা. সাদেকুর এর মৃত্যুও করোনা উপসর্গে

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর মৃত্যুর মিছিলে এবার নতুন করে যুক্ত হয়েছে চট্টগ্রাম জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক ডা. সাদেকুর রহমানের (৬৫) নাম।

    রোববার (১৪ জুন) ভোরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে ডা. সাদেককে হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। আজ ভোরে তিনি মারা যান।

    বিষয়টি নিশ্চিত করে মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক। তিনি বলেন, ডা. সাদেকুর রহমান বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গতকাল শনিবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শনিবার মা ও শিশু হাসপাতালে শিফট করা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি হয়। সকালে সেখানেই তিনি মারা যান।

    জানা যায়, ডা. সাদেকুর রহমানের গ্রামের বাড়ি সাতকানিয়া। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়ার সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।

    প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাতে করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মো. আরিফ হাসান নামে এক চিকিৎসকের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে ৫ জন চিকিৎসক মৃত্যু বরণ করেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন আরো এক চিকিৎসক/ চট্টগ্রামে এনিয়ে ৪ চিকিৎসকের মৃত্যু

    শ্বাসকষ্ট নিয়ে মারা গেলেন আরো এক চিকিৎসক/ চট্টগ্রামে এনিয়ে ৪ চিকিৎসকের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনাকালে শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরো এক চিকিৎসকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১২জুন) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

    মারা যাওয়া চিকিৎসকের নাম ডা, আরিফ হাসান। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের ছাত্র, থাকতেন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা আবেদিন কলোনীতে আর চেম্বার খুলে রোগী দেখতেন নগরীর পাহাড়তলীত। একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি কর্মরত ছিলেন বলে জানা গেছে।

    তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।

    তিনি জানান, করোনাকালেও তিনি পাহাড়তলীতে নিয়মিত চেম্বারে যেতেন এবং রোগীর সেবায় নিয়োজিত ছিলেন। গত এক সপ্তাহ ধরে ডা. আরিফ জ্বরে ভুগছিলেন। ১২ জুন শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে তাকে পাঁচলাইশ এলাকার ট্রিটমেন্ট হাসপাতালে নেয়া হয়।

    অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

    ইন্টানী চিকিৎসক হোসাইন আহমেদ জানান, মৃত্যুর আগে ডা. আরিফের শরীরে করোনার সবগুলো উপসর্গ দেখা দিয়েছিল। রাতে যখন অক্সিজেন লেভেল ৬০ এ নেমে আসছিল তখন তাকে প্রথমে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আরো খারাপ হলে চমেকে নিয়ে ভর্তির পর আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তিনি মারা যায়।

    ডা. আরিফ কোভিড-১৯ পজেটিভ ছিলেন কিনা তা সঠিকভাবে বলতে না পারলেও এ ইন্টানী চিকিৎসক জানিয়েছেন আরিফ ভাই চট্টগ্রামের লাভলেইন আবেদীন কলোনিতে পরিবার নিয়ে থাকতেন। তার পরিবারের আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে তিনি শুনেছেন।

    প্রসঙ্গত, চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এ এম জাফর হোসাইন রুমির মৃত্যু হয়েছে ২৫ মে ঈদুল ফিতরের দিন। এটি ছিল চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম মৃত্যু।

    এরপর গত ১ জুন করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ডা. এহসানুল করিম এবং গত ৪ জুন করোনা আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ডা. মুহিদ হাসান।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে করোনাযুদ্ধে হেরে গেলেন আরো এক চিকিৎসক/৭ ঘণ্টায় ৩ মৃত্যু

    চট্টগ্রামে করোনাযুদ্ধে হেরে গেলেন আরো এক চিকিৎসক/৭ ঘণ্টায় ৩ মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনের মাত্র ৭ ঘণ্টার ব্যবধানেই ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা যুদ্ধে হেরে গেছেন চট্টগ্রামের আরো এক চিকিৎসক।

    আজ ৪ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১২টার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    জানা যায়, আজ ৪ জুন বৃহস্পতিবার সকাল ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একই হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা.মুহিদ হাসান।

    তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

    তিনি বলেন,মাত্র একদিনের ব্যবধানে আমাদের আরেক সহকর্মীকে হারালাম। কয়েকদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। মুহিত মৃত্যুর আগ পর্যন্ত চমেক হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

    এর আগে একই হাসপাতালে চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয়েছিলো। গতকাল ৩ জুন বুধবার দুপুরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিম।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ নারীর মৃত্যু :

    আজ একদিনে চিকিৎসক মুহিদ হাসানের মৃত্যুর মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত আরো ২ নারীর মৃত্যুর খবর জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, মাত্র দুই ঘন্টার ব্যবধানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। দুজননেরই করোনা পজেটিভ ছিলো।

    তিনি বলেন, এদের একজন হলেন নগরীর জামালখান এলাকার বাসিন্দা সেলিনা আফরোজ (৫৬)। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২৯ মে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন।

    আজ ভোরে তার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালের আইসিইউতে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগেও ভোগছিলেন।

    তিনি আরো বলেন, এ নারীর মৃত্যুর মাত্র ২ ঘণ্টা আগেই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী অপর এক নারী করোনায় মারা গেছেন।

    আজ ভোর ৫টার সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় হাফসা বেগমের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার করোনা আক্রান্ত এ নারী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    করোনার পাশাপাশি তিনিও রক্ত চাপ ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

    প্রসঙ্গত : জেলা সিভিল সার্জন সুত্রে গতকাল ৩ জুন রাতে সর্বশেষ প্রকাশিত ফলাফলে জানা গেছে চট্টগ্রামের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫৩৭ জন। এর মধ্যে নগরে ২৬৬৬ জন এবং উপজেলায় ৮৭১ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৮ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে প্রথম এক চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা/মারা গেলেন মেডিসিন বিশেষজ্ঞ এহসানুল করিম

    চট্টগ্রামে প্রথম এক চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা/মারা গেলেন মেডিসিন বিশেষজ্ঞ এহসানুল করিম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে এবার এক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আজ ৩ জুন বুধবার দুপুর দেড়টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ প্রথম কোন চিকিৎসক মারা গেছেন। মৃত্যুবরণকারী চিকিৎসকের নাম ডা. এহসানুল করিম। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার বেসরকারি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। 

    এর আগে তিনি চট্টগ্রাম নগরীর ফয়েজলেক সংলগ্ন ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান। তিনি বলেন, কিছুদিন আগে মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিমের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা টেস্ট করান।

    মেডিসিন বিশেষজ্ঞ ডা: এহসানুল করিম

    গত চারদিন আগে তার করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। এরপর তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

    আজ বুধবার দুপুরে তার শারিরীক অবস্থায় অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়ার পথেই তিনি মারা যান। করোনা শনাক্তের আগে থেকে ব্লাড ক্যান্সারেও ভুগছিলেন মৃত্যুবরণকারী এ মেডিসিন বিশেষজ্ঞ।

    ২৪ ঘণ্টা/আর এস পি