Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামে করোনায় মারা গেলেন দেশবরেণ্য আইনজীবী মো. কবির চৌধুরী

    চট্টগ্রামে করোনায় মারা গেলেন দেশবরেণ্য আইনজীবী মো. কবির চৌধুরী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। প্রায় প্রতিদিনই এক দুটি মৃত্যুর খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। উপসর্গ নিয়েও মৃত্যু হচ্ছে কয়েকজনের।

    এরই ধারাবাহিকতায় করোনায় মৃত্যুর মিছিলে এবার যোগ হয়েছে আরো একটি নাম। আজ ২ জুন সোমবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য আইনজীবী মো. কবির চৌধুরী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

    তথ্যটি নিশ্চিত করেন হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্টে ডা. আব্দুর রব। তিনি বলেন, অ্যডভোকেট কবির চৌধুরী চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার নমুনা সংগ্রহের পর গতকাল রাতে করোনা পজেটিভ আসে। আজ ২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় তার মৃত্যু হয়।

    করোনায় মৃত্যুবরণকারী মো. নুরুল কবির বিএনপি’র প্রতিষ্ঠাতাকালিন সদস্য। তাছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

    তার মৃত্যুতে চট্টগ্রামের আইনজীবী সমাজ একজন বটবৃক্ষ ও একজন অভিভাবককে হারাল।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘণ্টায় ৩ মৃত্যু/মারা গেছে পুলিশ,চিকিৎসক ও হাসপাতাল ক্লিনার

    চট্টগ্রামে করোনা উপসর্গ নিয়ে ৩ ঘণ্টায় ৩ মৃত্যু/মারা গেছে পুলিশ,চিকিৎসক ও হাসপাতাল ক্লিনার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে একদিনের মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ৩টি মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    মৃত্যুবরণকারীদের মধ্যে একজন সিএমপি’র পুলিশ কনস্টেবল, একজন হোমিও চিকিৎসক ও অন্যজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চুক্তিভিত্তিক ক্লিনার হিসেবে কর্মরত ছিলেন।

    আজ ১ জুন সোমবার সকাল ৮টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে এ তিনজনের মৃত্যু হয়।

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার ২ নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু জানান, আজ সোমবার সকাল ৮টার সময় তার ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক হোমিওপ্যাথি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, ওই চিকিৎসক জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়মিত রোগী দেখতেন। সপ্তাহ খানেক আগে তার জ্বর ও সর্দি দেখা দিলে তিনি রোগী দেখা বন্ধ করে দেন।

    সর্বশেষ ২৭ এপ্রিল রোগী দেখেছিলেন তিনি। গত ৩১ এপ্রিল তার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়। রিপোর্ট আসার আগেই আজ সকালে তার বাকলিয়াস্থ নিজ বাসায় তিনি মারা যান।

    দিনের ঠিক একই সময়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে। তিনি ওই হাসপাতালের করোনা ইউনিটে চুক্তিভিত্তিক ক্লিনারের দায়িত্বে নিযুক্ত ছিলেন। আরো পড়ুন : উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    আজ ১ জুন সোমবার সকাল ৮ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

    এর মাত্র ৩ ঘন্টা পর করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। আজ ১ জুন সোমবার সকাল ১১টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

    নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা জানা যাবে। আরো পড়ুন : উপসর্গ নিয়ে মারা গেল সিএমপির পুলিশ কনেস্টেবল

    এদিকে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে মারা যাওয়া ওই পুলিশ কনস্টেবলের জানাযা অনুষ্ঠিত হয়।

    নগরীর সিএমপির দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে সিএমপি’র ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে বললেন সিএমপির জনসংযোগ শাখার এ কর্মকর্তা ।

    মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবলের বাড়ি ফেনী জেলার পরশুরামে এলাকায়। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে ১৭ জনসহ সারাদেশে ১৯১ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

    চট্টগ্রামে ১৭ জনসহ সারাদেশে ১৯১ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : চট্টগ্রামে ১৪টি পোশাক কারখানার ১৭ জন শ্রমিকসহ সারাদেশের ৯০টি কারখানায় এখন পর্যন্ত ১৯১ জন পোষাক শ্রমিকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

    এর মধ্যে বিজিএমইএর ১০৫ জন, বিকেএমইএ’র ৫৭ জন, ইপিজেডগুলোতে ১৪ জন ও অন্যান্য পোশাক কারখানায় ১৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বিটিএমএ সদস্য একটি টেক্সটাইল মিলসে দু’জন শ্রমিক আক্রান্ত হয়েছেন।

    শিল্প পুলিশ ও পোশাক খাত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

    এদিকে পোশাক মালিকদের বড় সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে পোশাক কারখানাগুলোয় করোনা আক্রন্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে কাজ কর‌ছে কয়েকটি টিম। তাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী গত ২৮শে এপ্রিল দেশের পোশাক কারখানায় প্রথম একজনের করোনার উপসর্গ পাওয়া যায়।

    সবশেষ তথ্য অনুযায়ী, বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ জন। বাকি ৮৪ জনের এখনো কোভিড-১৯ পজেটিভ রয়েছেন।

    শিল্প পুলিশের তথ্যমতে, দেশের ৯০টি কারখানার ১৯১ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বিজিএমইএ সদস্যভুক্ত কারখানার সংখ্যা ৪৬টি।

    এসব কারখানার ১০৫ জন শ্রমিক করোনায় আক্রান্ত। অন্যদিকে বিকেএমইএ’র সদস্য ২১টি কারখানায় ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর বাইরে ইপিজেডগুলোতে অবস্থিত ১০টি কারখানার ১৪ জন ও অন্যান্য ১২টি পোশাক কারখানার ১৩ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া বিটিএমএ সদস্য একটি টেক্সটাইল মিলসে দু’জন শ্রমিক আক্রান্ত হয়েছেন।

    শিল্প পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, সারাদেশের পোশাক কারখানার মধ্যে ঢাকার আশুলিয়ায় সবচেয়ে বেশি শ্রমিক আক্রান্ত হয়েছেন। আশুলিয়ার ২৬টি কারখানার ৬১ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন।

    এছাড়া নারায়ণগঞ্জে ২৩টি কারখানার ৬০ জন শ্রমিক আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে ১৪টি পোশাক কারখানার ১৭ জন শ্রমিক, ময়মনসিংহে তিনটি কারখানার চার জন শ্রমিক এবং খুলনায় একটি কারখানার একজন শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

    চট্টগ্রামে একদিনেই আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৭ সদস্য/এক ট্রাফিক পুলিশের পুরো পরিবারে করোনা বিষ!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ভয়ানকভাবে থাবা বসিয়েছে প্রাণঘাতী করোনা। প্রায় প্রতিদিনই কয়েকশ নারী-পুরুষ নতুন করে শনাক্ত হচ্ছে। দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরাও করোনার গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না।

    গতকাল ২৯ মে শুক্রবার চট্টগ্রামে নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য করোনা আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে।

    চট্টগ্রামে প্রধান দুটি ল্যাব সীতাকুণ্ডের বিআইটিআইডি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব থেকে আসা একদিনের রিপোর্টে আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে চট্টগ্রাম নগর পুলিশের সদস্য রয়েছেন ১১ জন। চট্টগ্রাম জেলা পুলিশে ৫ জন সদস্যের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। 

    তাছাড়া চট্টগ্রাম র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাবের বিভিন্ন পদে কর্মরত ১০ সদস্য এবং সরকারের একটি গোয়েন্দা সংস্থার জিইসি সার্কেলে কর্মরত ৩৫ বছর বয়সী এক সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এর আগে ২৮ মে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলেও চট্টগ্রামে একইদিনে আইনশৃঙ্খলা বাহিনীর ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)র ট্রাফিক বিভাগে কর্মরত মো. মহীবুল্লাহ নামে এক পুলিশ সদস্যের সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন।

    আক্রান্ত ওই ট্রাফিক পুলিশ কর্মকর্তা নিজেই এ তথ্য নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহ আগে তিনি এবং তার ছেলে করোনা আক্রান্ত হয়। গত তিনদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে জানতে পারি আমার পরিবারের বাকি দু সদস্য স্ত্রী ও মেয়ের শরীরেও করোনার অস্থিত্ব মিলেছে।

    তিনি তাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, বর্তমানে তিনি এবং তার মেয়ে নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে এবং ছেলে ও তার স্ত্রী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর পর নমুনায় মিলেছে করোনার অস্তিত্ব

    চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর পর নমুনায় মিলেছে করোনার অস্তিত্ব

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনার ছোবলে দিশেহারা হয়ে পড়ছে চট্টগ্রাম। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় গড়ছে রেকর্ড। করোনার থাবায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক নমুন নাম। মৃত্যু ঠেকাতে পারছেনা দেশের শীর্ষ শিল্পপতিরাও।

    করোনায় চট্টগ্রাম জেলায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো একটি নাম। তবে গত সোমবার তার মৃত্যুর পর সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলে করোনা সংক্রমণ ধরা পড়ে গতকাল ২৭ মে বুধবার।

    নাম আরাফাত হোসেন (৩৩)। তিনি গত ২৫ মে সোমবার করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সংগ্রহ করা নমুনায় বুধবার করোনা পজেটিভ আসে।

    মৃত্যুবরণকারী আরাফাত চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিউজ ফ্রন্টের হিসাব বিভাগের কর্মী ছিলেন বলে জানা গেছে। এদিকে ২৭ মে বুধবারের ফলাফলে পত্রিকাটির ৪২ বছর বয়সী আরো একজন সংবাদকর্মীর শরীরে করোনার জীবাণু মিলেছে। তিনি পত্রিকাটির ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।

    এর আগে মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডি ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা বিভাগের এক জ্যেষ্ঠ সাংবাদিক।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১৪ জন গণমাধ্যমকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। ৪ জন আজ-কালকের মধ্যেই করোনা মুক্ত হবেন বলে জানা গেছে।

    প্রসঙ্গত : চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২শ জনে। এরমধ্যে মৃত্যু বরণ করেছে ৬১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনার হটস্পট চট্টগ্রামে একদিনে রেকর্ড আক্রান্ত/চার ল্যাবের ৬০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১৫

    করোনার হটস্পট চট্টগ্রামে একদিনে রেকর্ড আক্রান্ত/চার ল্যাবের ৬০২টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২১৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনায় দেশে নতুন হটস্পট জেলা চট্টগ্রামে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ মে বুধবার।

    চট্টগ্রামের ৩ ল্যাব ও কক্সবাজার মেডিকেল ল্যাবে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ২১৫ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়েছে।

    এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৮২ জন এবং চট্টগ্রামের ৮ উপজেলার মোট ৩৩ জন নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে। তার মধ্যে চসিক ওয়ার্ড কাউন্সিলর, চমেক চিকিৎসক, চট্টগ্রাম কাষ্টমসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও চট্টগ্রাম কারাগারের কারারক্ষীও রয়েছেন।

    ২৮ মে রাত দেড়টার সময় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন।

    সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। ২৫৯ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ১৩৮ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে মহানগরে ১২৯ জন ও বিভিন্ন উপজেলার ৯ জন রয়েছেন।

    অন্যদিকে বিআইটিআইডি ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৩৮টি। এরমধ্যে চট্টগ্রাম মহানগরের ৩৭ জন এবং একজন উপজেলার বাসিন্দা।

    বিআইটিআইডি সূত্রে জানা যায়, ৩৮ জনের মধ্যে একজন সাংবাদিক, চারজন পুলিশ, একজন কাউন্সিলর ও পাঁচজন চট্টগ্রাম কাষ্টমসের কর্মকর্তা কর্মচারী রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম চসিক ৩৩ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব (৪৮) ও তার পরিবারের আরো ৪ সদস্য বয়স যথাক্রমে (৬),(১০),(১৪)ও (৩৮)। তারা সবাই পুরুষ।

    একজন সাংবাদিক বয়স (৪১), পাচঁজন চট্টগ্রাম কাস্টমস ও চারজন বিআইটিআইডি। একজন হাটহাজারী উপজেলার মহিলা বয়স (৫৭)। দক্ষিণ ফিরোজশাহ পুরুষ বয়স (৫৫), উত্তর কাট্টলীপুরুষ বয়স (২৭), কাট্টলী পুরুষ বয়স (৬০), আগ্রাবাদ ২ জন পুরুষ বয়স যথাক্রমে (৩৯) ও (৫৯)।

    ডবলমুরিং মহিলা বয়স (৫৫), রিয়াজ উদ্দীন বাজার মহিলা (৪৮), নাছিরাবাদ ২ জন মহিলা বয়স যথাক্রমে (৬৫) ও (৬৭)। ওআর নিজাম রোড ২ জন, মহিলা বয়স (৬৭) ও পুরুষ বয়স (৪০)। আকবরশাহ তিনজন, মহিলা বয়স (৫২), পুরুষ ২ জন বয়স (৩০) ও (৩৫)।

    তাছাড়া খুলশী তিনজন. দুইজন পুরুষ বয়স যথাক্রমে, (৫৪),(১৭)ও মহিলা বয়স(৪৫), ডিডি অফিস পুরুষ বয়স (৩২), হালিশহর পুলিশ লাইন চারজন পুরুষ বয়স যথাক্রমে,(৩৭), (৩০),(২৫) ও (২১) করোনা আক্রান্ত হয়।

    চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের নতুন করে আরো ৩৬ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ১৬ জন এবং বিভিন্ন উপজেলার আরো ২০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

    তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের মোট ৩৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম উপজেলার আরো ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন।

    চট্টগ্রামে আজ উপজেলা ভিত্তিক আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি পজেটিভ রোগী শনাক্ত হয়েছে চন্দনাইশে। সেখানে আজ নতুন করে ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এরপরেই রয়েছে হাটহাজারী। সেখানে একদিনে আক্রান্ত সংখ্যা ৮ জন। পটিয়ায় ৪ জন, লোহাগাড়ায় ৩ জন,রাঙ্গুনীয় ও বোয়ালখালীতে ২ জন করে এবং সাতকানিয়া ও রাউজানে ১ জন করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

    এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে ২ হাজার ২শ জনে দাড়িয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

    ২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে এবং কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যায় ২ হাজার ছুঁতে চলেছে।

    মঙ্গলবার (২৬ মে) চারটি ল্যাবে চট্টগ্রামের মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে ৮৮ জন চট্টগ্রামমহানগরের এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছে।

    জেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ১ জন, রাউজানে ২ জন, ফটিকছড়িতে ২ জন ও সন্দ্বীপে ৩ জন। তাছাড়া দ্বিতীয় দফা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে তিনজনের।

    ২৬ মে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

    নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব, পুলিশ ডাক্তারের পাশাপাশি করোনা আক্রান্তদের তালিকায় আছেন বিআইটিআইডির ল্যাব প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ এক কর্মকর্তাসহ আরো ২ সংবাদকর্মী। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮৫ জন।

    সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগার বিআইটিআইডি ল্যাবে। একদিনে ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহানগরে ৪৫ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন রয়েছেন। তবে এর মধ্যে একজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

    একই দিন চমেক ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় ৪৬ জনের পজিটিভ শনাক্ত হয়। ৪৪ জন নগরের ও দুই জন৷ উপজেলার বাসিন্দা।

    এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এর একটিও নগরের নয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা মিলেছে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিতকরেছেন জেলা সিভিল সার্জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চট্টগ্রামে করোনায় মৃত্যু হওয়া ৫৩ তম ব্যাক্তিটির নাম মো. নাছির উদ্দীন (৫৮)। সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি হলেও তিনি নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তিনি জানান, মো. নাছির উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ১৯ মে দুপুর ১২টার দিকে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার সময় চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    এদিকে সন্দ্বীপ উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানা যায়, নিহত মো. নাছির উদ্দিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ঠেকেছে ১ হাজার ৬৪৫ জনে। তাছাড়া জেলা সিভিল সার্জনের তথ্যমতে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দেড়শ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে করোনা আক্রান্ত ইউসিবিএল ব্যাংক কর্মকর্তা সাংবাদিকপত্নী লুনা

    চট্টগ্রামে করোনা আক্রান্ত ইউসিবিএল ব্যাংক কর্মকর্তা সাংবাদিকপত্নী লুনা

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম সংবাদ : চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীর পর এবার তার স্ত্রীর শরীরেও মিলেছে করোনার অস্তিত্ব।

    গতকাল রবিবার এ সাংবাদিক পত্নীর করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাকে বিশেষ অনুরোধে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামে করোনা আক্রান্ত প্রথম সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী। তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল রবিবার অবশেষে দুঃসংবাদটি আসে। তার স্ত্রী শাহনুর সুলতানা লুনা করোনায় আক্রান্ত।

    আরো খবর : চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত

    তবে তার দুই কণ্যা ও শ্বাশুড়ির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে দুই সন্তান তার শ্বাশুড়ির সাথে বাসায় আছেন বলে তিনি জানান।

    ফিল্ড হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, এখনও পর্যন্ত ’ফিল্ড হাসপতাালে নারীদের করোনা চিকিৎসার জন্য পৃথক কোন ব্যবস্থা না থাকলেও আমার বিশেষ অনুরোধ রেখে আমার স্ত্রীকে এ হাসপাতালে চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি এ জন্য সকলের কাছে কৃতজ্ঞ।

    জানা যায়, করোনা আক্রান্ত সাংবাদিক পত্নী শাহনুর সুলতানা লুনার শ্বাসকষ্ট এবং ডায়বেটিস আছে। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার আরএসও সেকশনে কর্মরত।

    এর আগে গত মঙ্গলবার (১৩ মে) মঙ্গলবার করোনা পজেটিভ আসার দুঃসংবাদটি পান অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী।

    কিছুদিন ধরে জ্বর সর্দিসহ করোনা উপসর্গ দেখা দিলে সাইফুল ইসলাম শিল্পী নিজেই জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১০ মে। এরপর মঙ্গলবার তার পজেটিভ আসার দুঃসংবাদটি পান।

    বর্তমানে তিনি ফিল্ড হাসপাতালে চিকিৎসাধিন আছেন। প্রতিদিন ভোরে কিছুটা জ্বর অনুভব করলেও কারোনার অন্য কোন উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল বলে তিনি নিজেই ২৪ ঘণ্টা ডট নিউজকে জানিয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে নীরবেই ত্রাণ দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টো

    চট্টগ্রামে নীরবেই ত্রাণ দিয়ে যাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টো

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সংগঠন সংবাদ : কোন হাঁকডাক নেই, করোনা দূর্যোগে একপ্রকার নীরবে নিভৃতেই ত্রাণ দিয়ে যাচ্ছেন অসহায় মানুষদের মাঝে।

    পুরো হালিশহর জুড়েই গরীব দুস্থ মানুষের মাঝে পর পর কয়েকদিন ত্রাণ দিতে দেখা গেল যুবলীগ নেতা রেজাউল করিম ভুট্টোকে।

    মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে তার ত্রান বিতরণের ছবি তুলতে চাইলে অনাগ্রহ দেখান তিনি এ প্রতিবেদককে। কিন্তু নিউজের জন্য ছবি দরকার, এটা বলাতে শেষ পর্যন্ত রাজী হন তিনি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এখন করোনা ভাইরাস মহামারী চলছে। সেবা দিয়ে মানুষের জন্য কিছু করাই হলো আসল রাজনীতি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা বাংলাদেশের কেউ অভুক্ত থাকবে না।

    সেই ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মোঃ মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা প্রায় একমাস ধরে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছি।

    বিভিন্নভাবে আমরা জেনেছি অনেক জায়গায় কেউ কেউ কয়েকবার ত্রাণ পাচ্ছে। আবার অনেকে কোন ত্রাণই পাচ্ছে না। সেজন্য যারা আসলেই অসহায় ও পরিবার পরিজন নিয়ে না খেয়ে আছে তাদের লিস্ট সরেজমিনে দেখে তারপরই আমরা ত্রাণ দিচ্ছি।

    এ যুবলীগ নেতা আরো বলেন, আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছেন এলাকার সাংসদ ডা. আফসারুল আমিন। চিকিৎসার কারনে তিনি এমূহুর্তে বিদেশে আটকে থাকলেও তার পরিবারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন।

    ইতোমধ্যে তাঁর ছোট ভাই ডা. আরিফুল আমিন, আরশাদুল আমিন, ছেলে ফয়সাল আমিন আমাদের এই মানবিক কাজে এগিয়ে এসেছেন। তারা নিজেরাও এসে অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিয়েছেন।

    তাছাড়া বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) ও মাহমুদা আকতার ফাউন্ডেশন থেকেও সহযোগিতা করা হচ্ছে।

    সামনে যুবলীগের কমিটি হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি হেসে বলেন, এসব বিষয়ে চিন্তা করার সময় এখন নয়। মানুষের সাহায্য এগিয়ে আসাই এখন কাজ। তিনি যোগ করে বলেন, মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে করোনায় মারা গেল ৬৫ বছরের নারী, মৃতের সংখ্যা বেড়ে ২০

    চট্টগ্রামে করোনায় মারা গেল ৬৫ বছরের নারী, মৃতের সংখ্যা বেড়ে ২০

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে চট্টগ্রামে কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আমেনা বেগম (৬৫)।

    আজ ১১ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর তালিকায় যুক্ত হলো আরো একজন।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা.আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে মৃত নারীটি চট্টগ্রামের কর্ণফুলি চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর কর্ণফুলী ডকইয়ার্ড সংলগ্ন এলাকার বাসিন্দা।

    করোনায় মৃত নারীর পারিবিারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তখন তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে পাঠানো হয়।

    পরে কিছুটা সুস্থ অনুভব হলে গত ২৭ এপ্রিল তাকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়। বাড়ি আসার পরদিন ২৮ এপ্রিল রাতে বিআইটিআইডিতে তার করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়।

    এরপর আন্দরকিল্লার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৪ দিনের বেশি সময় ধরে চিকিৎসাধীন থেকে অবশেষে করোনার কাছে হার মেনেছে।

    আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম নামে ভেরিফাইড ফেসবুক লাইভে এসে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২৬৮ জন।

    আজ সোমবার নতুন করে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা জয় করে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

    তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিভাগে করোনা পরীক্ষার তিন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    তিনটি ল্যাবে মোট ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলা ও বাইরের জেলায় সর্বমোট ৭৫টি পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৯ জন, নোয়াখালী ১৬ জন, ফেনী জেলায় ৭ জন এবং লক্ষীপুর জেলার তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। 

    চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৪ জন এবং নোয়াখালী জেলার ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    এছাড়া চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ টি নমুনা পরীক্ষা করে এতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

    আজ রবিবার (১০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ২১৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জন।

    চট্টগ্রাম নগর ও জেলায় ১৪ জন এবং ভিন্ন নোয়াখালী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম নগরীর ১৪ জনের মধ্যে নগরীতে ১০ জন এবং জেলায় ৪ জন করোনা পজেটিভ আসে।

    নগরীতে আক্রান্তরা হলেন, হালিশহরে ২ জন, আগ্রাবাদ (হাজীপাড়া) ১ জন, নাসিরাবাদ (মেয়রগলি) ১ জন, সরাইপাড়া ১ জন, একে খান ১ জন, উত্তর কাট্রলী ১ জন, মুন্সীপাড়া ১ জন, কর্ণেলহাট ১ জন এবং ফিল্ড হাসপাতালে ১ জন।

    চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা (ভাটিয়ারী) ১ জন, চন্দনাইশ (দোহাজারী) ১ জন, মীরসরাই (অলিনগর) ১ জন এবং হাটহাজারী (ডাকবাংলো রোড) ১ জনের করোনা শনাক্ত হয়।

    এর আগে দুপুরে চট্টগ্রামের করোনা পরীক্ষার ২য় সিভাসু ল্যাবে ৯৭ টি নমুনা পরীক্ষা করে ৫৩টি পজেটিভ আসে। এরমধ্যে চট্টগ্রাম নগরীর ২ জন এবং জেলায় ৩৩ জনসহ চট্টগ্রামের মোট ৩৫ জন শনাক্ত হয়।

    এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখা দাড়িয়েছে  পাওয়া গেছে ২৬৮ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর