Tag: চট্টগ্রামে

  • করোনা : চট্টগ্রামের সিভাসু ল্যাবে একদিনে ৫৩ পজেটিভ, চট্টগ্রামে ৩৫

    করোনা : চট্টগ্রামের সিভাসু ল্যাবে একদিনে ৫৩ পজেটিভ, চট্টগ্রামে ৩৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনা পরীক্ষায় চট্টগ্রামের ২য় ল্যাবে নতুন করে একদিনে আরো ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫৩ জনের পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ২জন ও জেলার ৫ উপজেলায় ৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    এনিয়ে আজ ১০ মে রবিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ায় ২৫৪ জন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।

    রোববার (১০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি।

    তিনি জানান, চট্টগ্রামে নুতনভাবে আরও ৩৫ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। সেখানে নতুন করে আরো ১৪ জন করোনা আক্রান্ত হয়।

    এর পরে রয়েছে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলা। সেখানে নতুন করে ১০ জন, সন্দ্বীপ উপজেলায় ৭ জন, এবং রাউজান ও বাঁশখালী উপজেলায় ১ জন করে নতুন ভাবে করোনা আক্রান্ত হয়েছে। চট্টগ্রাম মহানগরীতে ২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।

    সিভাসু ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার বাইরে আরো তিন জেলায় নতুন করে আরো ১৮ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে নোয়াখালী ৮ জন, ফেনী ৭ জন ও লক্ষ্মীপুর ৩ জন।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • করোনা/চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১৬/সিভাসু ল্যাবে নতুন আক্রান্ত সাতজনের ১ জন চট্টগ্রামের

    করোনা/চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে ১৬/সিভাসু ল্যাবে নতুন আক্রান্ত সাতজনের ১ জন চট্টগ্রামের

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে প্রথম করোনা পরীক্ষার ল্যাব বিআইটিআইডিতে গতকাল শুক্রবারের রিপোর্টে নগরীর পাহাড়তলী বাঁচা মিয়া রোডের বাঁচা মিয়া কন্ট্রাক্টর বাড়ির মৃত জাফর আহমদের ছেলে নুরুল আলম (৬৫) ‘র করোনা পজেটিভ আসে।

    তবে তিনি আর বেঁচে নেই। রিপোর্ট হাতে পাওয়ার আগের দিন গত ৭ মে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে মৃত্যুর তালিকায় আরো একজন যুক্ত হল। শুক্রবার ৮ মে রিপোর্ট অনুযায়ী চট্টগ্রামে জেলায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১৬ জনে ঠেকেছে।

    জানা যায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ৬৫ বছর বয়সী বৃদ্ধ নুরুল আলম গত ৬ মে বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

    পরের দিন বৃহস্পতিবার সকালে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। একইদিন বিকালে ওই বৃদ্ধ হাসপাতালেই মারা যান।

    তার মৃত্যুর তথ্যটি আজ ৯ মে শনিবার দুপুরে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি জানান, রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত ব্যক্তির মরদেহ চমেক হাসপাতালেই ছিলো।

    গতকাল রিপোর্টে মৃত ব্যাক্তিটির করোনা সনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী দাফন করতে বলা হয়েছে এবং বৃদ্ধার সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি তাদের বাড়িও লকডাউন করা হচ্ছে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা টেস্টের ২য় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে আরো ৭ জনের করোনা পজিটিভ এসেছে বলে তিনি জানান।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ওই ল্যাবে মোট ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এরমধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের ৩৫ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত আছে। বাকি ছয়জন লক্ষীপুর জেলার বাসিন্দা বলে তিনি জানায়।

    নতুন একজনসহ এনিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ায় ২০৭ জনে। এর মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ৪৯ জন করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা : চট্টগ্রামে নতুন ১ জনসহ মৃতের সংখ্যা বেড়ে ৭, আক্রান্ত রোগী ৮৬

    করোনা : চট্টগ্রামে নতুন ১ জনসহ মৃতের সংখ্যা বেড়ে ৭, আক্রান্ত রোগী ৮৬

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলায় আরো এক জনের মৃত্যুর খবর জানা গেছে গতকাল রবিবার। গত ৩০ এপ্রিল তিনি মারা যান। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

    করোনায় মৃত্যু নতুন ব্যাক্তিটি হলেন, চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরার বাসিন্দা।

    মৃত ব্যাক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর চারদিন আগে গত ২৬ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়লে পরদিন তাকে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) হাসপাতালে ভর্তি করা হয়।

    গত ২৮ এপ্রিল তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলেও মৃত্যুর আরো ২ দিন পর গতকাল রবিবার (৩ মে) তার ফলাফল পজেটিভ আসে। তবে এর আগে গত ৩০ এপ্রিল তিনি মারা যান। ১ মে গাউসিয়া কমিটির সদস্যরা পিপিই পরিধান করে নুরুল আবছারের দাফন সম্পন্ন করেন এমনটাই জানিয়েছেন মৃত আবছারের পরিবার।

    সর্বশেষ রোববার রাতে (৩ মে) বিআইটিআইডি ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৫ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায়। নতুন করে শনাক্ত চট্টগ্রামের ৫ জনের মধ্যে একজন ৫৫ বছর বয়সী মোহরায় মৃত আবছার চৌধুরী।

    তাছাড়া একজন ৩৮ বছর বয়সী দামপাড়া পুলিশ লাইন্সের পুরুষ পুলিশ সদস্য, সাতকানিয়ার পশ্চিম ঢেমশার সিটুয়াপাড়ার ৪৫ বছর বয়সী এক পুরুষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ৩৫ বছর বয়সী করোনা সনাক্ত ব্যাক্তিটি নগরীর পাহাড়তলীর বাসিন্দা।

    এছাড়া বিআইটিআইডিতে পরীক্ষার জন্য নমুনা জমা দেওয়া ৬২ বছর বয়সী আরেক পুরুষ সদস্যের করোনা পজেটিভ আসে। তবে তার যোগাযোগের জন্য সংরক্ষিত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে জানান সিভিল সার্জন।

    চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডি ল্যাবে নমুন সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলাফলে রবিবার পজিটিভ আসা চট্টগ্রামের ৫ জনের মধ্যে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি অন্তত দুইদিন আগে মারা গেছেন।

    মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তবে ঠিকানা হিসেবে দামপাড়া পুলিশ লাইন্সের কথা উল্লেখ থাকলেও তিনি পুলিশ সদস্য নন।

    চট্টগ্রামে এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সর্বমোট ৮৬ জনে দাঁড়ালো। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ৩৮ দিনে চট্টগ্রামে মোট ৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করানো শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরো পাঁচ ব্যক্তি।

    চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরের ৫৪ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার একজন সীতাকুণ্ডের ৩ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ৬ বছরের এক শিশু, তিন বয়স্ক পুরুষ ও দুই নারীসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও ৬ জন মারা গেছে আইসোলেশনে। তবে মৃত্যুর পর তাদের পাঁচজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ পাওয়া যায়। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২২ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স…

  • চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য বিআইটিআইডি ও চমেকে ৮ হাজার কিট!

    চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য বিআইটিআইডি ও চমেকে ৮ হাজার কিট!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল রূপ ধারণ করছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

    আক্রান্তের সংখ্যায় থেমে নেই চট্টগ্রামও। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ৬৭ জন।

    স্বস্তি বলতে, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে এলো ৮ হাজার কিট। এর মধ্যে চট্টগ্রামের করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডি পেলো ৫ হাজার কিট।

    এর আগে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) করোনাভাইরাসের কিটের জন্য চাহিদাপত্র দিয়েছিল চট্টগ্রামের ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এরপর ২৭ এপ্রিল বিআইটিআইডিতে এসে পৌঁছায় মোট পাঁচ হাজার কিট।

    এর আগে গত ১৬ এপ্রিল রাতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের গাড়িতে করে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ১ হাজার ৯২০টি কিট এনে বিআইটিআইডিকে হস্তান্তর করা হয়েছিলো।

    এদিকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের আরো একটি করোনা পরীক্ষাগার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেই হবে করোনা পরীক্ষা।

    তবে নমুনা পরীক্ষার জন্য ল্যাবটি এখনো চালু না হলেও তাদের হাতে পৌছে গেছে ৩ হাজার কিট। ল্যাবটি চালু হতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ জন।

    শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৪২ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে।

    এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • নগরীতে নতুন ৬ জন করোনা আক্রান্তের পর লকডাউন হল ২০ কাঁচাঘর ও ৭ ভবন

    নগরীতে নতুন ৬ জন করোনা আক্রান্তের পর লকডাউন হল ২০ কাঁচাঘর ও ৭ ভবন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম নগরীতে নতুন করে ৬ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।

    চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সোমবার রাতে এ তথ্য প্রকাশের পর রাত থেকে ভোর পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ২০টি কাঁচাঘর ও ৭টি ভবন লকডাউন করা হয়।

    কাঁচাঘর ও ভবন লকডাউন করার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের বিশেষ শাখা (সিটিএসবি)’র উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ।

    তিনি বলেন, নতুন করে শনাক্ত হওয়া ৬ জনের মধ্যে একজন র‌্যাব সদস্য ও একজন পুলিশ সদস্য রয়েছে। যারা আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইন এ ছিলেন তাদের কোন ঘর বা ভবন লকডাউন করা হয়নি।

    অন্য যারা করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার আগে বিভিন্ন জনের সংশ্পর্শে এসেছেন এমন ২৭টি কাঁচাঘর ও ভবন লকডাউন করা হয়েছে।

    এর মধ্যে নগরীর ইফিজেড থানাধীন দক্ষিণ হালিশহর এলাকায় ৫টি, চকবাজারে ১টি ও পাহাড়তলীতে একটি ভবন মিলে মোট ৭টি ভবন লকডাউন করা হয়। তাছাড়া নগরীর কর্ণফুলীতে ২০টি কাঁচাঘর লকলাউন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১০০টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১১ জন ও লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়েছে। এর মধ্যে সাতকানিয়ার দুজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

    এদিন নগরীতে ৬ জন, মিরসরাইতে ১জন, হাটহাজারী বিএমএ লিংক রোডে একজন এবং বোয়ালখালীতে ১জনের দেহে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাছাড়া চট্টগ্রাম জেলার বাইরে লক্ষীপুরের একজনের দেহে করোনা ধরা পড়ে।

    উল্লেখ্য : চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে এখন পর্যন্ত ২৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ জন।

    শুধুমাত্র নগরীতেই করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩৯ জন। তাছাড়া সাতকানিয়ার ১৫ জন, সীতাকুণ্ডের ২ জন, বোয়ালখালীর ২ জন, পটিয়ার ২ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইতে ২ জন এ রিপোর্ট লেখা পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে।

    এর মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তের কাতারে ভিড় করছে মধ্যবিত্তরাও!

    চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তের কাতারে ভিড় করছে মধ্যবিত্তরাও!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাজীব সেন প্রিন্স ।। লজ্জা ভেঙে নিম্নবিত্তের কাতারে এসে মধ্যবিত্তরা দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। কিনছেন কম দামে পণ্য। চট্টগ্রাম নগরীর জামালখান প্রেসক্লাবসহ চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকায় টিসিবির বিক্রয় কেন্দ্রে দেখা গেছে এমন চিত্র।

    এদিকে করোনার প্রভাবে খরচ বাঁচাতে ভর্তুকিমূল্যে পণ্য কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর বিক্রয় কেন্দ্রে নিম্ন আয়ের মানুষের সঙ্গে মধ্যবিত্তরাও ভিড় করায় চাহিদা বেড়েছে বহুগুন। দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও পণ্য না পাওয়ার অভিযোগও করেছেন কয়েকজন ক্রেতা।

    নিম্নবিত্তের কাতারে এসে মধ্যবিত্তরাও ভিড় করায় চাহিদা বেড়েছে উল্লেখ করে টিসিবি’ কর্মকর্তার দাবি করছেন, চাহিদা বাড়ায় তাদের পয়েন্টও বাড়িয়েছে। আগে ছিল ১৫টি আর এখন তা বাড়িয়ে ৩৫ পয়েন্টে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে।

    লজ্বা ভুলে নিজেকে একটু আড়াল করে প্রেস ক্লাবের সামনে টিসিবির বিক্রয় কেন্দ্রে পণ্য কিনতে লাইনে দাড়িয়েছেন নগরীর হেমশেন লেইন এলাকার একজন ব্যবসায়ি। নাম না জানানো শর্তে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, তিনি একজন ইলেকট্রনিক্স পণ্য বিক্রেতা। নগরীর তিন পোলের মাথায় তার নিজস্ব ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

    তবে করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবার নিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। আবার কারও কাছে হাতও পাততে পারছিনা লজ্জ্বায়। তাই বাধ্য হয়ে বাজারমূল্যের চেয়ে অনেক কমে পণ্য কেনার জন্য লাইনে দাড়িয়েছি।

    বেসরকারি চাকুরিজীবি নয়ন দে জানালেন, ঘরে যা মজুদ ছিলো কয়েকদিন আগেই সব শেষ হয়েছে। এদিকে জমানো অর্থটাও প্রায় শেষ তাই এখানে কমদমে পণ্য কিনতে লাইনে দাড়িয়েছি। তবে তিনি অভিযোগ করেন সরবরাহ কম থাকায় গতকালও তিনি লাইনে দাড়িয়ে পণ্য কিনতে পারেনি।

    টিসিবির পণ্য বিক্রেতারা বললেন, কয়েকদিন আগেও টিসিবির এই বিক্রয় কেন্দ্রে নিম্নআয় ও খেটে খাওয়া মানুষের ভিড় বেশি লক্ষ করা গেছে। এখন মধ্যবিত্তরাও ভিড় করছেন। প্রতিদিনই তাদের ভিড় বাড়ছে। চেহারা দেখেই টের পাচ্ছি।

    ভোক্তারা অভিযোগ করেছে টিসিবির প্রতিটি পয়েন্টে তেল, ডাল, চিনিসহ সাড়ে ৩০০ জন পণ্য পাওয়ার কথা থাকলেও ১৫০ থেকে ২০০ মানুষের কাছে পণ্য বিক্রি করে তা শেষ হয়ে যাচ্ছে।

    এবিষয়ে টিসিবি’ কর্মকর্তার দাবি, চাহিদা বাড়ায় নগরীর ১৫টির পরিবর্তে এখন ৩৫টি পয়েন্টে খাদ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে।

    চট্টগ্রাম ক্যাবের সভাপতি এস এম নাজির হোসেন করোনা দুর্যোগের সময় টিসিবির বিতরণ পয়েন্ট গুলোতে আরো বেশি পরিমাণ পণ্যের সরবরাহ বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • চট্টগ্রামে জনতা ব্যাংকের কর্মকর্তা করোনায় আক্রান্ত, নমুনায় পজেটিভ ব্যবসায়ির

    চট্টগ্রামে জনতা ব্যাংকের কর্মকর্তা করোনায় আক্রান্ত, নমুনায় পজেটিভ ব্যবসায়ির

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে এবার মরণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার এক সহকারী ব্যবস্থাপক। তার বয়স ৪০।

    চট্টগ্রাম নগরীর হালিশহর থানা নয়াবাজার চুনা ফ্যাক্টরির মোড়ে তার বাসা। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করে যে ২ জনের করোনা পজেটিভ আসে, তার মধ্যে তিনি একজন।

    এছাড়া একই দিনে আক্রান্ত অপর ব্যাক্তিটিও একই থানা এলাকার আগ্রাবাদ শান্তিবাগ আবাসিকের বাসিন্দা। বয়স ৩০। তিনি নগরীর কোতোয়ালী থানার তিন পুলের মাথায় ইলেকট্রনিক্স সামগ্রীর ব্যবসা করতেন বলে জানা গেছে।

    তথ্যগুলো নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি জানান, গতকাল শনিবার রাতে চট্টগ্রামে যে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দুজনই হালিশহর থানা এলাকার।

    এর মধ্যে একজন জনতা ব্যাংকের সীতাকুণ্ড শাখার সহকারি ব্যবস্থাপক। তিনি গত ৭ এপ্রিল সর্বশেষ কর্মস্থলে গিয়েছিলেন বলে পারিবারিক ভাবে জানানো হয়।

    অপর শনাক্ত ব্যাক্তিটি ব্যবসায়ি। নগরীর তিন পুলের মাথায় তার ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান আছে। তিনিও গত ২৫ মার্চের পরে আর দোকান খুলেননি।

    শনিবার রাত ১১টার সময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়।

    এরমধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০টি নমুনা পরীক্ষা করা হলেও সেখানে সবকয়টি ফলাফল নেগেটিভি আসে।

    তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ ১৬৯টি নমুনায় দুজন করোনায় আক্রান্ত হয়।

    চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে জানা গেছে, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ করোনা রোগীর নমুনা পরীক্ষা শুরু হয় গত ২৬ মার্চ। সেখানে গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত মোট ২ হাজার ৪শ ২১ জনের নমুন পরীক্ষা হয়।

    এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের । চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। এর মধ্যে এক শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।

    এছাড়া লক্ষ্মীপুরের ২৯ জন, নোয়াখালীর চারজন, বান্দরবানের তিনজন এবং ফেনীর দুজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

    এদিকে গতকাল ২৫ এপ্রিল থেকে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)র ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়। প্রথম দিনে ২০টি নমুনা পরীক্ষা করা হলেও সেখানে সবকয়টি ফলাফল নেগেটিভি আসে।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের তুলনায় অনেক ভাল আছে-তথ্যমন্ত্রী

    চট্টগ্রামে করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের তুলনায় অনেক ভাল আছে-তথ্যমন্ত্রী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলায় করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত ঢাকা অঞ্চলের চাইতেও অনেক ভাল আছে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

    তিনি বলেন, আমরা যাতে এ পরিস্থিতি রক্ষা করে যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদেরকে সুস্থ করে তুলতে পারি সেজন্য চট্টগ্রামের সরকারী-বেসরকারী সবাই সমন্বিতভাবে কাজ করবে।

    করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সরকারি-বেসরকারি সংস্থা সকলে একযোগে কাজ করার লক্ষ্যে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেছেন, করোনার প্রভাবে আজকে একটি মাস দেশের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। কিন্তু ১ জন মানুষও বাংলাদেশে না খেয়ে মৃত্যু বরণ করেনি। আমি বলবো-এটাই সরকারের সফলতা।

    তিনি বলেন, আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সমন্বয় সভায় কিভাবে চট্টগ্রমের করোনা রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া যায়, ভবিষ্যতে আরো রোগী বাড়লে তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে এবং যারা ভাল আছেন তাদেরকে কিভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    তিনি বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারকে দুটি বিষয় ভাবতে হয়। এক জীবন যেমন রক্ষা করতে হবে দুই জীবিকাও রক্ষা করতে হবে। সুতরাং জীবন এবং জীবিকা দুটিই রক্ষাকল্পে আমরা আজকের সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা করেছি।

    সমন্বয় সভায় প্রশাসন ও স্থানীয় নেতৃত্বদের আরো বেশি সমন্বয় ঘটিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করাসহ আরো বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে সিদ্ধান্তগুলো পরে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে বললেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

    চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। এতে তথ্যমন্ত্রী ছাড়াও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের বিভিন্ন আসনের স্থানীয় সংসদ সদস্য, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা, সিভিল সার্জন অংশ নেন।

    এতে চট্টগ্রামের বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ছাড়াও সরকার দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা সভায় অংশ গ্রহণ করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে টিম কোতোয়ালি’র উদ্দ্যেগে দেশে প্রথম করোনা প্রতিরোধ বান্ধব বাজার বসবে রেলস্টেশনে!

    চট্টগ্রামে টিম কোতোয়ালি’র উদ্দ্যেগে দেশে প্রথম করোনা প্রতিরোধ বান্ধব বাজার বসবে রেলস্টেশনে!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস কোভিড-১৯ সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় মানুষের স্বাভাবিক জীবন যাত্রা পাল্টে গেছে। সংক্রমণের ভয়ে অধিকাংশ মানুষ নিজেদের ঘরের ভেতর আলাদা করে থাকছেন।

    শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ের জন্য বাজারে যেতে হয়। কিন্তু যে বাজার থেকে ক্রয় করা জিনিসগুলো ঘরে আনা হচ্ছে তা কি জীবাণুমুক্ত? সেগুলোতে অদৃশ্য জীবাণু লেগে নেই তো? থাকলে কী করা উচিত? এমন নানা প্রশ্নে সবাই উদ্বিগ্ন।

    তবে বাংলাদেশে প্রথমবারের মতো করোনা প্রতিরোধ বান্ধব বাজার করতে যাচ্ছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের টিম। নগরীর নতুন রেলস্টেশন সংলগ্ন পার্কিং কর্নারে বসবে এ বাজার।

    চট্টগ্রামের বৃহৎ ও ব্যস্ততম রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় এ বাজার স্থাপন করা হয়েছে। আগামীকাল ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১২টায় দেশে প্রথম ব্যাতিক্রমী এই বাজারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

    তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন বলেন, করোনা প্রতিরোধে সহায়ক সকল ব্যবস্থা রাখা হয়েছে এই বাজারে। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে চট্টগ্রামের বৃহৎ বাজারটি স্থানান্তরের জন্য প্রথম দিকে নগরীর পলোগ্রাউন্ড মাঠ বিবেচনায় নেয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের সুবিধা হবে ভেবেই নতুন রেল স্টেশনের পার্কিং স্পটটি সিলেক্ট করা হয়।

    ২৪ ঘণ্টা/ রাজীব প্রিন্স

  • উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    উপসর্গ নিয়ে চট্টগ্রামে মারা যাওয়া ২জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। পরীক্ষার পর দুজনের কারো শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েনি।

    গতকাল ৬ এপ্রিল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, রবিবার বিকালে করোনা উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় সীতাকুণ্ডের মুক্তিযুদ্ধ কমান্ডার আমিন উল্লাহ (৬০)। সোমবার বিকেল ৩টার কিছু পরে আইসোলেশন ওয়ার্ডেই তার মৃত্যু হয়।

    এর আগে রোববার সন্ধ্যায় গলা ব্যাথা ও সর্দি-কাশি নিয়ে আনেয়ারা থেকে আসা এক রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসোলেশনে ভর্তি হয়। চিকিৎসাধিন অবস্থায় একইদিন রাতে যুবকটির মৃত্যু হয়।

    তিনি বলেন, দুজনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পাঠানো হয়েছিলো।

    সেই ফলাফল সোমবার (০৬ এপ্রিল) রাত ১০ টার দিকে জানানো হয়েছে। তাদের কারও শরীরেও করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

    ২৪ঘণ্টা/ আর এস পি

  • চট্টগ্রামে ১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা’র অস্তিত্ব মেলেনি

    চট্টগ্রামে ১৫ জনের নমুনা পরীক্ষায় করোনা’র অস্তিত্ব মেলেনি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বৃহত্তর চট্টগ্রামের কক্সবাজারে একজন মাত্র করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলেও বন্দর নগরী চট্টগ্রামে এখনো কারো শরীরে মরণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায়ও আনা হয়নি কাউকে।

    জানা যায়, ঢাকায় আইইডিসিআরের বাইরে একমাত্র বন্দর নগরী চট্টগ্রামেই প্রাণঘাতী এ ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালেই চলছে এ নমুনা পরীক্ষা।

    বিআইটিআইডি পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী জানিয়েছেন চট্টগ্রামে গত তিন দিনে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মেলেনি। ১৫ জনেরই রক্তের নমুনার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

    এদিকে বন্দর নগরী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টিনের আওতায় কাউকে আনা হয়নি। হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যাও কমে এসেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া।

    তিনি বলেন, শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা ছিলো ৯৫৮ জন। শনিবার (২৭ মার্চ) হোম কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার ১৪ দিনের সময়সীমা শেষ হওয়ায় ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

    ছাড়পত্র পাওয়া মোট ২৬ জনের মধ্যে কেউ করোনায় আক্রান্ত নয় জানিয়ে জেলা সিভিল সার্জন বলেন, বর্তমানে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা ৯৪৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশ ফেরত এবং হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই সুস্থ আছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

    চট্টগ্রামে কোয়ারেন্টিনে ৯৭৩, দু-একদিনের মধ্যে আসতে পারে করোনা শনাক্তের কিট

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : বন্দর নগরী চট্টগ্রামে মোট ৯৭৩ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি কোয়ারেন্টিনে থাকা সকলকে কোয়ারেন্টিনের নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

    এদিকে, করোনা শনাক্তের কিট আগামী দুই এক দিনের মধ্যে চট্টগ্রাম আসতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির।

    জানা যায়, ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস- বিআইটিআইডি এর মাইক্রোবায়োলজি বিভাগের একজন ডাক্তার এবং দুইজন টেকনিশিয়ানকে প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    তারা প্রশিক্ষণ শেষ করে কিট নিয়ে আসবেন। এরপরই চট্টগ্রামে করোনা রোগের পরীক্ষা শুরু হবে। এছাড়া করোনা মোকাবিলায় বিভিন্ন স্থানে আইসোলেশন বেডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান স্বাস্থ্য পরিচালক।

    ২৪ ঘন্টা/ আর এসপি