Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১০২, ২৪ ঘন্টায় ১১ জন

    চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে ১০২, ২৪ ঘন্টায় ১১ জন

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিভিল সার্জন থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসন সর্ব্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি..

  • চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ স্থাপনা

    চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ স্থাপনা

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুত্রপাত হওয়া আগুনে পুড়ল ১৭টি স্থাপনা।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মঙ্গলবার মধ্যরাত ৩টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আজ ১৮ মার্চ বুধবার ভোর পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ঠ আগুন নিয়ন্ত্রণে আনার আগে ৫টি দোকান ও ১২টি গুদাম পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ১২টি গুদামে বিভিন্ন মালামাল মজুদ ছিলো বলেও তিনি জানান।

    ২৪ ঘন্টা/আর এস পি…

  • চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল ৯ দোকান

    চট্টগ্রামে সিগারেটের আগুনে পুড়ল ৯ দোকান

    ২৪ ঘন্টা ডট নিউজ।নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি বালুরটাল এলাকায় আগুনে র ঘটনায় পুড়ে গেছে ৯টি দোকান। আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি ভোররাত সাড়ে ৩টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, সোমবার ভোররাত সাড়ে ৩টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় ভোর ৫টার সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৯টি দোকান পুড়ে গিয়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ধারণা করছেন রাতে কারো ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে কোন একটি দোকানে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

  • চট্টগ্রামে বিষপানে আত্মহত্যা করেছে ৮ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী

    চট্টগ্রামে বিষপানে আত্মহত্যা করেছে ৮ম শ্রেনীর মাদ্রাসা ছাত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াছমিন আক্তার নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছে।

    সোমবার রাত ৮ টার দিকে উপজেলার পুটিবিলা গৌড়স্থান চিরা মুড়া এলাকায় ঘটনাটি ঘটে।

    নিহত ইয়াছমিন আক্তার ওই এলাকার রিক্সা চালক শাহ আলমের মেয়ে। সে গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান হাজী মুহাম্মদ ইউনুছ। তিনি নিহতের পরিবারের বরাতে বলেন, নিহত ইয়াছমিনকে মাদ্রাসায় যাবার সময় প্রতিদিন কিছু যুবক উত্ত্যক্ত করে আসছিলো। সোমবার সে মাদ্রাসা থেকে ফিরে এসে অপমানে বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে।

    পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে গুরুতর অবস্থায় ইয়াছমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • চট্টগ্রামে বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক

    চট্টগ্রামে বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে সড়কে সচেতনতামূলক অভিযান চালিয়ে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক বিভাগ (বন্দর)।

    শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে থেকে রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সচেতনতামূলক এ অভিযানে অন্তত ২০০ চালকের কাছ থেকে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করার অঙ্গীকার নেওয়া হয়।

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলার সী-ম্যানস হোস্টেল গেট এলাকায় সচেতনতামূলক অভিযানে প্রাথমিকভাবে চালকদের সতর্ক করে অঙ্গিকার নেওয়া হলেও পরবর্তীতে কঠোর আইনের প্রয়োগ করে জরিমানা করা হবে বললেন ট্রাফিক বিভাগ।

    বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, আপাতত আমরা সচেতনমূলক অভিযান চালিয়ে তাদের থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিচ্ছি। পরবর্তীতে অঙ্গীকার ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

    তিনি বলেন সচেতনমূলক এ অভিযানের ফলে চালক-হেলপার সতর্ক হবে। যত্রতত্র গাড়ি থামাবে না। নির্ধারিত স্টপেজে বাস থামিয়ে সতর্কতার সাথে যাত্রী ওঠানামা করলে যানজট ও দুর্ঘটনা কমবে।

  • চট্টগ্রামে ট্রাকে তল্লাশীতে মিলল সাড়ে ২৩ হাজার ইয়াবা : চালক ও হেলপার আটক

    চট্টগ্রামে ট্রাকে তল্লাশীতে মিলল সাড়ে ২৩ হাজার ইয়াবা : চালক ও হেলপার আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে দাড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে সাড়ে ২৩ হাজার পিস ইয়াবা। এসময় ট্রাক চালক সৈয়দ হোসেন বাদশা (২৮) ও হেলপার আবু তাহের (৩২) কে আটক করা হয়।

    বুধবার ২২ জানুয়ারি রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। আটক দুজনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মঈনুল ইসলাম। তিনি বলেন, আমবাগান এলাকার ভাঙা পুলের কাছে মেরামতের জন্য দাড়িয়ে ছিলো মিনি ট্রাকটি। এর আগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দ্যেশে একটি ইয়াবার চালান আসছে খবর ছিলো পুলিশ সদর দপ্তরে।

    সদর দপ্তর থেকে প্রেরিত তথ্যমতে আমবাগান এলাকায় দাড়িয়ে থাকা অবস্থায় ট্রাকটি আটক করে সেখানে তল্লাশী করেন কাউন্টার টেরোরিজম ইউনিট। ট্রাকটির চালক ও হেলপারকে চ্যালেঞ্জ করলে একপর্যায়ে ট্রাকের ডেস্ক বোর্ড ও এয়ার ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে রাখা সাড়ে ২৩ হাজার পিসের চালনটি দেখিয়ে দেন। পরে ইয়াবাগুলো উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়।

    তিনি বলেন, আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টেকনাফের বাসিন্দা জনৈক সাইফুল নামে এক ব্যাক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে তারা ঢাকার উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিলেন। তবে ঢাকায় কার কাছে ইয়াবাগুলো হস্তান্তর হবে সে বিষয়ে তারা কিছুই জানাতে পারেনি।

    বিষয়টি তদন্ত করার কথা জানিয়ে আটক দুজনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বললেন এডিসি মঈনুল।

  • চট্টগ্রামে নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার

    চট্টগ্রামে নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্য গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে ৫ নারীসহ প্রতারক চক্রের ৬ সদস্য। ২২ জানুয়ারি গভীর রাত আড়াইটার সময় নগরীর ইপিজেড থানাধীন বন্দর টিলাস্থ বক্স আলী মুন্সি রোড ওলি আহাম্মদ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি সর্ট রাইফেল, গুলি, লোহার চেইন, চাকু ও চারটি মোবাইল সেট এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, মো. আবু তাহের (৪৮), হামিদা আক্তার রুনা (৩০), মনোয়ারা বেগম মিনু (৩৫), রিয়া বেগম (২৭), জনি রাণী দে(২৪) ও জোবাইদা সুলতানা হিরা (২০)।

    তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগ সাজশে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।

    ২২ জানুয়ারি গভীর রাতে এসব প্রতারক চক্রের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ প্রতারক চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন নারী ও একজন পুরুষ রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

     

  • চট্টগ্রামে বাসচাপায় পোষাক শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে বাসচাপায় পোষাক শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় বাসের চাপায় নিহত হয়েছে শিপন কর্মকার (৩০) নামে এক পোষাক শ্রমিক।

    আজ ২০ জানুয়ারি সকাল ৭টার দিকে চান্দগাঁও থানাধীন আরাকান রোডের শরাফতউল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শিপন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের নেপাল কর্মকারের ছেলে এবং ওয়েল গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

    চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে পোষাক কারখানায় যাওয়ার জন্য সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত বাস চাপায় গুরুতর আহত হয় শিপন।

    পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

  • চট্টগ্রামে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির অপরাধে ১ জনের কারাদণ্ড

    চট্টগ্রামে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির অপরাধে ১ জনের কারাদণ্ড

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ গোডাউনে মজুদ রেখে বিক্রি করার অপরাধে দুলাল মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার ১৫ জানুয়ারি দুপুরে নগরীর সদরঘাট থানার কদমতলী রওশন মসজিদ লেনে দুলাল স্টোরের গুদামঘরে অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয় এবং ওই গুদামের মালিক দুলালকে কারাদণ্ড প্রদান করা হয়।

    জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ওষুধ তত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান ও র‌্যাব ৭ এর একটি টিম সহায়তা করেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান, তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো দুলাল নামের এ ব্যাক্তি রওশন মসজিদ লেনের একটি গুদামে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ বিপুল অবৈধ ওষুধ মজুদ করেছে এবং দীর্ঘদিন ধরে সে ওই গুদাম থেকে চাহিদা মতো ওষুধ নগরীর সিনেমা প্যালেস, নতুন ব্রিজ ও রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।

    এ খবরে বুধবার দুপুর সাড়ে ১২টার সময় র‌্যাবের সহযোগীতায় ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে দুলালের গুদামে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ অবৈধ বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করে পরে তা ধ্বংস করা হয়।

    তিনি বলেন, অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

  • চট্টগ্রামে এবার বিমান যাত্রীর জুতোর তলায় মিলল ২ জোড়া স্বর্ণবার

    চট্টগ্রামে এবার বিমান যাত্রীর জুতোর তলায় মিলল ২ জোড়া স্বর্ণবার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে মাত্র ১৪ ঘন্টার ব্যবধানে আবারো স্বর্ণবার উদ্ধার হয়েছে প্রবাস ফেরত যাত্রীর কাছ থেকে। এবার যাত্রীর জুতোর তলায় মিলেছে ২ জোড়া স্বর্ণবার। যার বতৃমান বাজার মূল্য ২৫ লাখ টাকা বলে জানা গেছে।

    গোপন সূত্রের খবরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১২৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ সরওয়ার উদ্দিনের জুতোর তলায় কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণবারগুলো উদ্ধার করে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। আরো খবর : বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    আবুধাবি থেকে ঢাকাগামী কানেকটিং ফ্লাইটের যাত্রীর জুতায় ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ছাড়াও তার দেহ তল্লাশী করে আরো ২শ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া বিমান থেকে ওই যাত্রীর ব্যাগেজ এনে ২৫ কার্টন সিগারেট উদ্ধার করে এনএসআই টিম।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা উইং কমান্ডার সারওয়ার-ই-জাহান এসব তথ্য নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ সরওয়ার উদ্দিন আবুধাবি-চট্টগ্রাম-ঢাকার টিকিট কাটেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ইমিগ্রেশন হওয়ার কথা ছিলো।

    বিমানটি শাহ আমানতে অবতরণের পর লাউঞ্জে সরওয়ারকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই টিম। পরে তার জুতার তলায় লুকানো ২৪ ক্যারটের ৪৬৮ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার এবং দেহ তল্লাশী করে আরো ২শ গ্রাম ওজনের স্বর্ণের অলংকার পাওয়া যায়। পরে বিমানে তার ব্যাগেজ তল্লাশি করে ২৫ কার্টন সিগারেট পাওয়া যায়।

    পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা স্বর্ণের বার, অলংকার ও সিগারেটগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন সারওয়ার-ই-জাহান।

    এর আগে গতকাল সোমবার রাত ৯টার সময় শারজাহ ফেরত বিমান যাত্রী রাউজানের বাসিন্দা মো. মোরশেদকে চ্যালেঞ্জ করে তার মলদ্বার থেকে ৮টি স্বর্ণবার উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই টিম। পরে তাকে আটক করে নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

  • চট্টগ্রামে বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    চট্টগ্রামে বিমান যাত্রীর মলদ্বারে মিলল ৫০ লক্ষ টাকার স্বর্ণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাস ফেরত এক বিমান যাত্রীর পেটে মিলল প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণ।

    সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী মোহাম্মদ মোরশেদের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা। পরে তাকে আটক করা হয়।

    আটক মোরশেদ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা বলে জানা গেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত ৮টি স্বর্ণেও বারের ওজন ৯শ ৩৩ গ্রাম। যার বর্তমান বাজার দর প্রায় ৫০ লক্ষ টাকা।

    বিমান বন্দরের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সদস্যদের কাছে আগে থেকে স্বর্ণ আনার তথ্য ছিলো। তথ্যের ভিত্তিতে প্রবাস ফেরত যাত্রী মোরশেদ ফ্লাইট থেকে নামার পর স্বর্ণ আনার বিষয়ে তাকে চ্যালেঞ্জ করে এনএসআই টিম।

    প্রথমে অবৈধ কিছু থাকার বিষয়টি অস্বীকার করে যাত্রী মোরশেদ। তার শরীর তল্লাশি করেও প্রথমে কিছু পাওয়া যায়নি। পরে গোয়েন্দা সদস্যদের গোপন তথ্যমতে মোরশেদকে আর্চওয়ে দিয়ে হাঁটানোর ব্যবস্থা করেন।

    আর্চওয়ে পার হওয়ার সময় লাল সংকেত বেড়ে ওঠে। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং এক্স-রের ভয় দেখালে মোরশেদ নিজের মলদ্বারে ৪টি স্বর্ণের বার থাকার বিষয়টি স্বীকার করেন।

    ওয়াশরুমে পাঠিয়ে ৪টি স্বর্ণের বার উদ্ধারের পর আবার তাকে ফের আর্চওয়েতে হাঁটানো হয়। তখন আবারও লাল সংকেত বেজে ওঠে। এ পর্যায়ে গোয়েন্দারা তাকে অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণ বের করে আনার ভয় দেখালে আরও ৪টি স্বর্ণের বারের বিষয় স্বীকার করেন। পরে সেগুলোও উদ্ধার করা হয়।

    চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের করে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • চট্টগ্রামে আগুনে পুড়েছে বসত ঘর, দোকান ও গুদাম

    চট্টগ্রামে আগুনে পুড়েছে বসত ঘর, দোকান ও গুদাম

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় আগুনে পুড়ে গেছে একটি বসতঘর ও একটি গুদাম ঘর এবং তিনটি দোকান। শনিবার ভোর ৫টার দিকে ওই এলাকার সাগরিকা সিনেমা হলের পেছনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দীন তথ্যটি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণের আগে আগুনে পুড়ে সাত কক্ষ বিশিষ্ট একটি বসতঘর, আমির হোসেনের মালিকানাধীন একটি গুদাম, একটি মুদির দোকান, একটি ফার্মেসি এবং একটি কসমেটিক্সের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এতে ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এবং অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘন্টা নিউজ/আর এস প্রিন্স