Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামে দেশিয় তৈরি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

    চট্টগ্রামে দেশিয় তৈরি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা আমবাগান ক্যান্টিন গেইট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশিয় তৈরি একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

    গোপন তথ্যের ভিত্তিতে ৮ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, মো. আশিকুর রহমান পলাশ প্রকাশ কান কাঁটা পলাশ (৩২), মো. আবু তৈয়ব (২৪), মো. রানা (২৮) ও মো. মহিউদ্দিন সিদ্দিকী প্রকাশ টিপু (৩৫)।

    তথ্য নিশ্চিত করে গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে বললেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ। তাছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

  • চট্টগ্রামে টয়োটা কারে মিলল সাড়ে ৫ হাজার ইয়াবা, গ্রেফতার ১

    চট্টগ্রামে টয়োটা কারে মিলল সাড়ে ৫ হাজার ইয়াবা, গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি থানাধীন শাহ আমানত সেতুর টোল প্লাজার পশ্চিম পাশ্বে অভিযান চালিয়ে একটি টয়োটা কার থেকে ৫ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় মো. এহেসানুল্লাহ প্রকাশ তুহিন (২৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    গত ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার সময় বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিযে টয়োটা কার ও ইয়াবাসহ তুহিনকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতার তুহিন চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট শুশরীভুজা দলদলিয়া ইউনিয়ের মুন্সিবাড়ির মৃত আতাউর রহমানের ছেলে। বর্তমানে সে নগরীর অক্সিজেন এলাকার বাগদাদ বেকারীর পিছনে জয়নালের বিল্ডিং এর ৩য় তলায় ভাড়া বাসায় থাকেন বলে পুলিশ জানিয়েছে।

    এ বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন বলেন, গ্রেফতার তুহিনের বিরুদ্ধে চট্টগ্রামের কর্ণফুলি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • চট্টগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিলেন মেয়র

    চট্টগ্রামে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিলেন মেয়র

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শুরু হয়েছে শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষ। নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ আজ বুধবার ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন আজ বুধবার সকালে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।পাঠ্যপুস্তক তুলে দিলেন মেয়র

    অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক লিলি বড়ুয়া, সহকারী প্রধান দিপ্তী সেন গুপ্ত, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন বর্তমান সরকারের আন্তরিকতা, সদিচ্ছার কারণে এ ধরণে একটি দুরহ্ন কাজকে সম্ভব করা হয়েছে। তার জন্য মেয়র বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ,শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

    মেয়র আরো বলেন সরকারে শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে সারাদেশে একযোগে নতুন বই বিতরনের কমসূচী শুরু করেছে। তারা এদিনটির নাম দিয়েছে পাঠ্যপুস্তক উৎসব।

    তিনি বলেন সরকারের রাজস্ব বাজেটের একটি বৃহৎ অংশ এই খাতে ব্যয় করা হচ্ছে। এই উদ্যোগের মুল উদ্দেশ্যে হচ্ছে ছেলে-মেয়েদের শিক্ষা-দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে স্বনির্ভর করা। দেশের ধারক-বাহক আগামী প্রজম্মের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

    সিটি মেয়র বলেন স্বাধীনতার পর আমরা বহুক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। এই অর্জনকে ধরে রাখতে পারলে দেশ স্বনির্ভরতা অর্জনে সক্ষম হবে।

    মেয়র বলেন, ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল করা এবং মেধা ও প্রতিভা বিকাশে স্কুলের শিক্ষিকদের একা দায়িত্ব পালন করা সম্ভব নয়-অভিভাবক মহলেরও দায়িত্ব রয়েছে। অভিভাবকরা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে আসা-যাওয়া, পড়া লেখার বিষয়টি খেয়াল রাখার জন্য অনুরোধ করেন মেয়র।

  • চট্টগ্রামে রপ্তানীযোগ্য পোষাক চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

    চট্টগ্রামে রপ্তানীযোগ্য পোষাক চোর চক্রের ৮ সদস্য গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে রপ্তানীযোগ্য পোষাক চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ১টি লং ভেহিকেল, কার্ভাড ভ্যানসহ রপ্তানী যোগ্য তৈরী ৫৩৫ কার্টুন লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

    আজ দুপুর আড়াইটার সময় নগরীর হালিশহর থানাধীন পোর্ট কানেকটিং (পিসি) রোডস্থ ওয়াপদা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, আহম্মেদ বিন জামিল (৪০), মো. নিজাম উদ্দিন (৩৯), মো. মোসলেম উদ্দিন (৪২), চালক মো. ইকবাল হোসেন (২৬), মো. দেলোয়ার হোসেন (৩৫), চালক মো. ইয়াকুব (২৬), হেলপার মো. সাইফুল (২৫) ও মো. আক্তার হোসেন (৩৫)।কাভার্ডভ্যানে লুন্ঠিত মালামাল

    নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন গার্মেন্টস হতে শিপমেন্টের উদ্দেশ্যে কর্ভাড ভ্যান ও লং ভেহিকেলে কাস্টম কর্তৃক সীলগালা করার পর বন্দর অভিমুখী এসব গাড়ির চালক ও হেলপারদের যোগসাজশে তা লুঠ করে নেন গ্রেফতারকৃতরা। চক্রটি সুকৌশলে মালামাল লুঠ করে যাতে সীলগালা নষ্ট না হয়।

    ফলে বাহিরে সীলগালা ও তালা ঠিক থাকলেও খালি কন্টেইনার পৌছে যায় বিদেশে। এই চক্রের জন্য একের পর এক গার্মেন্টস সেক্টর আজ ধ্বংসের পথে।

    এই চক্রের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ জানান, গোপনে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে অভিযান চালিয়ে রপ্তানীযোগ্য পোষাক চুরির সাথে জড়িত ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।

    এসময় লং ভেহিকেল চট্র্র মেট্রোঃ ঢ ৮১-২৬৬২ ও ঢাকা মেট্রোঃ-ট-১৬-৮১২৯ নাম্বারের কার্ভাড ভ্যানসহ রপ্তানী যোগ্য তৈরী ৫৩৫ কার্টুন মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

  • চট্টগ্রামে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইলসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইলসহ যুবক গ্রেফতার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম থেকে চুরি-ছিনতাই হওয়া মোবাইল ফোন সংগ্রহ করে বিক্রি করতে গিয়ে নগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মো. আরমান (২৮) নামের এক যুবক। তার কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি ছিনতাইয়ের একাধিক ব্রান্ডের ৬২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

    শনিবার (২১ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে গ্রেফতার হওয়া আরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পাহাড়িকা গুচ্ছগ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

    নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ৬২টি মোবাইলসহ আরমানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আরমান দীর্ঘদিন ধরে চুরি ছিনতাইয়ের মোবাইল সংগ্রহ করে চট্টগ্রামে স্টেশন রোডের আশেপাশে ভাসমান দোকানে এবং ঢাকার নির্দ্দিষ্ট কয়েকটি স্থানে বেশিদামে মোবাইল বিক্রি করে আসছে।

    শনিবার গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে চুরি ছিনতাইয়ের ৬২টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

  • চট্টগ্রামের বায়েজিদ থানায় ইয়াবাসহ গ্রেফতার ২

    চট্টগ্রামের বায়েজিদ থানায় ইয়াবাসহ গ্রেফতার ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    গতকাল মঙ্গলবার রাতে বায়েজিদ এলাকার বাংলাদেশ কো অপারেটিভ হাউজিং সোসাইটির সামনে থেকে দুজনকে গ্রেফতার করা হয়।

    তথ্যটি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার উপ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • চট্টগ্রামে জায়গা-জমির ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ১

    চট্টগ্রামে জায়গা-জমির ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা, গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে জায়গা-জমির ব্যবসার আড়ালে ইয়াবার কারবারে জড়িত এক যুবককে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

    শনিবার সকাল ৭টার দিকে কালামিয়া বাজার এলাকা থেকে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় ওই যুবককে। গ্রেফতার যুবকের নাম বাবুল মিয়া (৩৮)।

    গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জায়াগা-জমির দালালির পাশাপাশি দীর্ঘদিন ধরে ইয়াবার কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেন।

    ইয়াবাসহ গ্রেফতারের তথ্য স্বীকার করেন বাকলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদ। তিনি বলেন, গোপন তথ্য পেয়ে বাকলিয়া থানাধীন তুলাতলী কালামিয়া বাজারস্থ ওভার পাসের নীচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এসময় তার দেহ তল্লাশী করলে ২টি পলিজিপার (বায়ুরোধক) ব্যাগের ভিতর রাখা ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

  • চট্টগ্রামে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১৯

    চট্টগ্রামে দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার ১৯

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৭ নারীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়।

    শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে চান্দগাঁও থানাধীন সাতকানিয়া গেস্ট হাউজ ও নিউ চান্দগাঁও গেস্ট হাউজ নামের দুটি আবাসিক হোটেলে এ অভিযানটি পরিচালিত হয়।

    নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দিন বলেন, একাধিক অভিযোগে শুক্রবার রাতে আবাসিক হোটেল দুটিতে আকস্মিক অভিযান পরিচালিত হয়।

    এসময় অনৈতিক কর্মকাণ্ডের যোগান দাতা সুজন দাশ, প্রফুল্ল দাশ ও তানভীরসহ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ৭ নারী ও ৯জন পুরুষকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানবপাচার আইনে নগরীর চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান আসিফ মহিউদ্দিন।

  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে চট্টগ্রামে বায়ু দুষণ বাড়ছে, নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে চট্টগ্রামে বায়ু দুষণ বাড়ছে, নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বর্তমানে পৃথিবীতে বসবাসের অযোগ্য নগরীর ৩নং স্থানে আছে ঢাকা। বর্ষাকালে পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরী, শীতকালে ধুলাবালি, শিল্প বজ্য, পাহাড় কাটার মাঠি ক্ষয়, কলকারখানার কালো ধোঁয়ায় ক্রমাগত বায়ু দুষণের কারনে বাতাসে সীসা ছড়িয়ে বসবাস অনুপযোগী হয়ে পড়ছে দেশের বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম নগরীও।

    বিশেষজ্ঞরা বায়ু দূষণের কারণ হিসেবে উল্লেখ করেছেন যত্রতত্র ময়লা আবর্জনা স্তুপ, সমন্বয়হীন উন্নয়ন কর্মকান্ড, উন্নয়ন কর্মকান্ডে পরিবেশ সংরক্ষনের জন্য পৃথক বরাদ্ধ থাকলেও তার যথাযথ ব্যবহার নিশ্চিত না করা, বিভিন্ন শিল্প কারখানা, যানবাহনের কালো ধুয়া নির্মগন, শিল্প বজ্য, পাহাড় কাটা ও ইট ভাটার কালো ধোঁয়া।

    অন্যদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম দাবি করছে, যে কোন উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র অত্যাবশ্যক এবং পরিবেশ সংরক্ষনের জন্য পৃথক বরাদ্ধ রাখার বিধান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে বিষয়ে যথাযথ তদারকি করছে না।

    উন্নয়ন প্রকল্পে পরিবেশ সংরক্ষণ আইন মানছে না খোদ সরকারী সেবা সংস্থা, বিশেষ করে চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, টিএন্ডটি, কর্নফুলী গ্যাস ও সিটি কর্পোরেশন এর উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত ঠিকাদারগন।

    যার খেসারত দিতে হচ্ছে পুরো নগরবাসীকে। চট্টগ্রামের বায়ুুর গুণগত মান ক্রমাগত অবগতি ও বায়ু দুষণের ফলে বসবাস অযোগ্য নগরীর মধ্যে অন্যতম হিসাবে চট্টগ্রামের নাম উঠে এসেছে।

    এ অবস্থায় বায়ু দূষণ রোধে দ্রুত এ দূষণের সাথে জড়িত সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলিকে পরিবেশ সংরক্ষণ বিষয়গুলি কঠোর ভাবে মেনে চলতে বাধ্য করা ও আইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোকে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানিয়েছে ক্যাব চট্টগ্রাম।

    গতকাল নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম ও আমেরিকান কর্নারের যৌথ উদ্যোগে “পেতে হলে সুস্থ জীবন-রুখতে হবে বায়ু দুষণ” এর দাবিতে মানববন্ধন এ বিভিন্ন বক্তাগন এ দাবি জানান।

    মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বায়ুর গুণগত মান ক্রমাগত দ্রুত অবনতির কারনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্লিন ও গ্রীন সিটি নির্মাণের অঙ্গীকার যেমন অপূর্ণ থেকে যাচ্ছে, তেমনি মানুষের নির্মল বায়ু প্রাপ্তি ও বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে।

    এ অবস্থায় সাময়িক ভাবে মাক্স ব্যবহারে সুবিধা মিললেও দীর্ঘ মেয়াদে বায়ুর দূষণ থেকে বাঁচতে বায়ু দুষনের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর হস্তে দমনের বিকল্প নাই।

    বক্তাগন নগরীতে চলমান অপরিকল্পিত ও সমন্বয়হীন উন্নয়ন কর্মকান্ড, নগরীর রাস্তা খুড়ে বছরের পর পর ফেলে রেখে দুর্ভোগ সৃষ্ঠিকারী সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

    যত্রতত্র ময়লা ফেলে রাখা, নালা-নর্দমার ময়লা-আবর্জনা রাস্তায় তুলে রাখা, উন্নয়ন প্রকল্পের পরিবেশ সংরক্ষনের তহবিলের যথাযথ ব্যবহার নিশ্চিতে তদারিক নিশ্চিত করা, রাস্তার উপর ইট, সুরকি, বালি রাখা বন্ধ, বৃহৎ এপাটমেন্ট-বাড়ী নির্মানে পরিবেশ সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা, ধুলাবালি না ছড়াতে রাস্তা ও উন্নয়ন প্রকল্প এলাকায় প্রতিনিয়ত পর্যাপ্ত পানি ছিটানো, ক্যামিকেল বর্জ্য-কালো ধোঁয়া নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা, পাহাড় কাটা বন্ধ, ইট ভাটার কালো ধোয়া নির্গমন বন্ধ, পলিথিন ফেলে পরিবশে বিপর্যয় রোধে এগিয়ে আসার আহবান জানানো হয়।

    এদিকে ক্যাব নেতারা জানিয়েছেন, চিকিৎসকদের মতে একজন ধুমপায়ী নিজে তামাক সেবনের মাধ্যমে তার নিজের যে পরিমান ক্ষতি করেন, ধুমপানের ক্ষতিকর বায়ু ছড়িয়ে তার চেয়ে অনেক বেশী ক্ষতি করেন শিশু ও গর্ভবতী মা’দের।

    ঠিক একই ভাবে বায়ু ধুষণের কারনে শিশু ও মা’দের হাপানী, এ্যাজমা, ক্যান্সার, বুদ্ধিপ্রতিবন্ধী, শিশুর মেধা বিকাশে প্রতিবন্ধকতা, জন্ডিসসহ নানা জঠিল রোগ ভয়াবহ আকার ধারন করছে।

    ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নানের সভাপতিত্বে ও ক্যাব চট্টগ্রাম মহানগর সাধারন সম্পাদক অজয় মিত্র শংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শাহাব উদ্দীন, বিএড কলেজের অধ্যাপক শামশুদ্দিন শিশির, লেডিস ক্লাবের জিনাত আজম, ইনার হুইল ক্লাবের রেবেকা নাহরিন, চট্টগ্রাম উইমেন চেম্বারের খালেদা আওয়াল, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম, ক্যাব খুলসীর লায়ন প্রকৌশলী হাফিজুর রহমান, ক্যাব সদর ঘাটের শাহীন চৌধুরী, ক্যাব জামাল খানের নবুয়াত আরা সিদ্দিকী, হেলাল চৌধুরী, সালাহ উদ্দীন আহমদ, অ্যাডভোকেট সুচিত্রা গুহ, ক্যাব হালিশহরের উপদেষ্ঠা লায়ন এম আজিজ, ক্যাব চান্দগাঁও এর জানে আলম, অধ্যক্ষ মনিরুজ্জমান, আবু ইউনুচ, সেলিম সাজ্জাদ, ক্যাব পাঁচলাইশের মোঃ সেলিম জাহাঙ্গীর, রেশমী আকতার, মুক্তা শেখ মুক্তি, অধিকার ফোরামের কায়সার আলী, ক্যাব হালিশহরের লায়ন এম আজিজ, বিবিএফ’র উৎফল বড়ুয়া, বিজয় একাত্তরের জসিম উদ্দীন, নারী যোগাযোগ কেন্দ্রের সালমা জাহান, ভলান্টিয়ার ফর বাংলাদেশের জিয়া, ক্যাব আকবর শাহ থানার সাধারন সম্পাদক দিদারুল আলম প্রধান, ক্যাব পশ্চিম ষোলশহরের ইমতিয়াজ মোরশেদ খান, প্রশিকার শাহাদত হোসেন, নারী নেত্রী রেবা বড়ুয়া, মানবাধিকার ফোরামের জসিম উদ্দীন ও আমেরিকান কর্নারের পরিচালক রুমা দাস প্রমুখ।

    মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহনকারী সংগঠনগুলোর মধ্যে চট্টগ্রাম ইন্ডিপেডেন্ট ইউনিভার্সিটি, ইনার হুইল ক্লাব, বেল্টা, ইঞ্জিনিয়ার্স ক্লাব, বিবিএফ, নারী যোগাযোগ কেন্দ্র, চাটগাইয়া নওজোয়ান, ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ, শপটোক, ব্রিটো, ইউপিওএল, ১/২৪, সামাজিক আন্দোলন, সিনেমা তারুন্য, টেকসই উন্নয়নের জন্য গ্লোবাল এইড, চট্টগ্রাম ব্লাড ব্যাংক, সিএসডিএফ, আইএসডিই বাংলাদেশ, প্রশিকা, ক্যাব যুব গ্রুপ প্রমুখ।

  • চট্টগ্রামের পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ফার্মেসি ও বৈদ্যুতিক মিটার

    চট্টগ্রামের পৃথক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ফার্মেসি ও বৈদ্যুতিক মিটার

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও আকবরশাহ থানা এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ওষুধের দোকান ও বৈদ্যুতিক মিটার। মঙ্গলবার ভোর রাত তিনটা থেকে চারটার মধ্যে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা দুটি ঘটে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোর রাত তিনটার সময় নগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় সরোয়ার হোসেনের মালিকানাধীন এসআই মেডিক্যাল নামের একটি ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায়।

    চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

    এদিকে একই দিন এক ঘন্টার ব্যবধানে নগরীর আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক মিটার থেকে সৃষ্ট আগুনে মিটার ও কিছু আসবাবপত্র পুড়ে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানালেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন।

  • চট্টগ্রামের ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

    চট্টগ্রামের ইপিজেডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক :  চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় ওই এলাকার জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের একটি ওয়ার্কশপে ঘটনাটি ঘটে। আহতরা সবাই ওই ওয়ার্কশপের শ্রমিক।

    আহতরা হলেন, ওসমান গণি (৪৫), রাজিব দাশ (৩০), রাকিব(১৮), নুরুল আলম (৩৫), এনায়েত এবং আজম। বর্তমানে আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের লিডার হেলাল উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সুত্রপাত ঘটে বৃহস্পতিবার রাত ১০ টা ৫০ মিনিটে। খবর পায় ১১ টা ১০ এ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে যান।

    ফায়ার স্টেশনের এ কর্মকর্তা জানান, ওয়ার্কশপটির বাইরে রাস্তার উপর বসে শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণে সিলিন্ডারটি টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে।

    ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা বলেন, বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য হামিদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার সময় ইপিজেড এলাকার জাহাজ কাটার এক ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আহত পাঁচজনকে চমেক হাসপাতালে আনা হয়। তাদের অনেকের অবস্থা গুরুতর।

  • কক্সবাজারে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

    কক্সবাজারে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : কক্সবাজার সদরের লেংগুট বাহার বাঁশজোগা মাস্টার বাড়ি থেকে অপহৃত হওয়া শিশু সংগ্রাম মজুমদারকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব।

    বুধবার শিশুর পিতার অভিযোগের ভিত্তিতে একই দিন রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন ইসমাইলের কলোনী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের এক নারী সদস্যসহ ২ জনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে র‌্যাব।

    গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত সৈয়দ আহম্মেদের ছেলে মো. সালেহ আহম্মদ (২৯) ও কক্সবাজার জেলা সদরের খুরুস্কুল ডেইলপাড়ার মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী মায়েশা বেগম (৩৫)।

    অপহৃত শিশুর পিতা সনেক মজুমদার র‌্যাবের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, গত ২০ নভেম্বর তার কক্সবাজারের ভাড়া বাসা থেকে তার শিশুপুত্র সংগ্রামকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার পুত্র চট্টগ্রামে আছে জানিয়ে ফোনে মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দাবী করে আসছে অপহরণকারীরা।

    র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে অপহরণকারীর অবস্থান চিহ্নিত হয়ে চান্দগাঁও থানা এলাকার ইসমাইলের কলোনীতে অভিযান পরিচালনা করে র‌্যাবের টিম। অভিযানে অপহরণকারী সে কাজের বুয়াসহ দুজনকে গ্রেফতার করা হয় এবং অপহৃত শিশু সংগ্রামকে উদ্ধার করা হয়।

    গ্রেফতার অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দুজনকে কক্সবাজার জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন উদ্ধারকৃত শিশুটিকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।