Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামের কেইপিজেড-এ আগুন

    চট্টগ্রামের কেইপিজেড-এ আগুন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কেইপিজেড এর এইচকেডি ইনোভেশন কারখানার ইউনিট ১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার ভোর ৬টার দিকে কারখানাটির আউটডোরে আগুন লাগার ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।

  • চট্টগ্রামে আগুনে পুড়ল টং দোকান

    চট্টগ্রামে আগুনে পুড়ল টং দোকান

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চকবাজার অলি খাঁ মসজিদের পাশে একটি টং দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় দোকানের গ্যাস সিলিন্ডারে সংযুক্ত চুলোয় আগুন ধরাতে গিয়ে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক জসিম উদ্দীন বলেন, স্থানীয়দের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে মাত্র ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও টং দোকানের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে দোকানটি পুড়ে অন্তত ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ২০ হাজার টাকার মালামাল উদ্ধার হয়েছে বলে তিনি জানান।

  • অবশেষে টিসিবির পেঁয়াজ চট্টগ্রামে : ৪৫ টাকা কেজিতে নগরীর ৬ স্থানে বিক্রি

    অবশেষে টিসিবির পেঁয়াজ চট্টগ্রামে : ৪৫ টাকা কেজিতে নগরীর ৬ স্থানে বিক্রি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : বেশকিছুদিন ধরে পেঁয়াজের দামে উদ্ধগতি থেকে যখন কিছুটা দাম কমতে শুরু করেছে ঠিক তখনই চট্টগ্রামের মানুষ টিসিবির পেঁয়াজের দেখা পেয়েছে।

    এর আগে ঢাকার মানুষ বিভিন্ন স্পটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)ও ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ সংগ্রহ করলেও চট্টগ্রামের মানুষ এ সুবিধা ভোগ করছে আজ মঙ্গলবার থেকে।

    মঙ্গলবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নগরীর ৬টি স্থানে খোলাবাজারে সরকারীভাবে ন্যাযমূল্য পেঁয়াজ বিক্রি শুরু করেছে সরকারী এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে দুপুর থেকেই লম্বা লাইনে দাড়িয়ে থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ সংগ্রহ করতে দেখা গেছে দামপাড়া পুলিশ লাইন, কোতোয়ালী, হালিশহর, বায়েজিদ, পাহাড়তলী ও বন্দর এলাকায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে এক কেজি করে পেঁয়াজ কিনেছেন।

    প্রথম দিনে মঙ্গলবার ৬টি ট্রাকে ১ হাজার কেজি করে পেঁয়াজ বিক্রি করার কথা জানিয়েছেন টিসিবির কর্মকর্তারা।

    টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ জানান, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নগরের ৬টি পয়েন্টে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। প্রতি ট্রাকে ১ টন করে প্রথম দিন ৬টি ট্রাকে বিক্রি করা হচ্ছে। একজন সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তিনি বলেন এ সেবা নিয়ে আগামীকাল বুধবারও নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক মিযানমারের পেঁয়াজ নিয়ে হাজির হবে।

    নগরীর কোতোয়ালি মোড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর থেকে টিসিবির ট্রাক ১ টন পেঁয়াজ নিয়ে নির্দিষ্ট পয়েন্টে হাজির হয়। এ সময় কম দামে পেঁয়াজ কিনতে ভিড় করেন সাধারণ মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সুশৃঙ্খলভাবে পেঁয়াজ বিক্রিতে সহযোগিতা করেন।

    ভিড় উপেক্ষা করেও ন্যায্যমূল্যে এক কেজি পেঁয়াজ হাতে পেয়ে মহা খুশি পাথরঘাটা এলাকার বাসিন্দা আব্দুল কবির। ৪২ বছর বয়সী এ ক্রেতার সাথে কথা হলে তিনি জানান, নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে মানুষের ভিড় দেখে সামনে গিয়ে পেঁয়াজের সন্ধান পাই। মাত্র ৪৫ টাকা দামে এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে লাইনে দাড়িয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর কাঙ্খিত পেঁয়াজ হাতে পেয়ে খুব আনন্দ লাগছে।

    উনার মতই মাত্র ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন মধ্য বিত্ত নানা শ্রেণির মানুষ। তবে অনেকে টিসিবির এই উদ্যোগ দেরীতে শুরু করায় সরকারি প্রতিষ্ঠানটির সমালোচনাও করছেন।

    দিদার মার্কেটের বাসিন্দা উম্মি বেগম ক্ষোভ নিয়ে বলেন, যখন পেঁয়াজের দামে হাঁফানি শুরু হয়েছে তখন প্রতিষ্ঠানটি কোথায় ছিলো? আর এখন যখন পেঁয়াজের দাম কমতে শুরু করেছে তখন লোক দেখানো ন্যায্য মূল্যে পেঁয়াজ নিয়ে হাজির টিসিবি। তিনি এসময় অপর একজনকে বলেন, এতোদিন যখন পেঁয়াজ ছাড়াই তরকারি রান্না করেছি না হয় আরো কিছুদিন এভাবেই চলুক। লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনার দরকার নেই।

    নগরীর দামপাড়া এলাকায় দীর্ঘ এক ঘন্টা লাইনে দাড়িয়ে এককেজি পেঁয়াজ কিনেন রাজ্জাক হাওলাদার। তিনি খুশিমনে বলেন, অনেক দিন এক সঙ্গে এক কেজি পেঁয়াজ ক্রয় করতে পারিনি দাম বাড়ার কারণে। আজ ৪৫ টাকা দিয়ে এক কেজি কিনলাম। ভালো লাগছে। তিনি বলেন, খুচরা বাজারে যখন ১৫০ থেকে ২০০ টাকা ছাড়িয়ে গেল, তারপর আর পেঁয়াজ কিনিনি।

    খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতারা জানান, মূলত রোববার বিকেল থেকে খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমতে শুরু করে, সোমবার পর্যন্ত কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫০-৮০ টাকা। সরবরাহ বৃদ্ধি আর চাহিদা কমে যাওয়ায় এমন পরিস্থিতি হয়েছে বলে অভিমত ব্যবসায়ীদের।

  • চট্টগ্রামে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি ডাকাত আইজ্জা নিহত

    চট্টগ্রামে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি ডাকাত আইজ্জা নিহত

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি আজিজ ডাকাত ওরফে আইজ্জা ডাকাত নিহত হয়েছে। রবিবার গভীররাত আড়াইটার সময় নগরীর খুলশী থানা নাসিরাবাদ প্রোপার্টিস লিমিটেড নামের আবাসিক এলাকার চার নম্বর সড়কের পশ্চিমে টিলায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

    ঘটনাস্থল থেকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড অব্যবহৃত কার্তুজ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

    পুলিশ জানায়, গরিবুল্লাহ শাহ আবাসিক এলাকার এক বাসা চুরির অভিযোগের সুত্র ধরে পুলিশ আইজ্জ্যা ডাকাতকে গ্রেফতারে অভিযানে গেলে ডাকাত আইজ্জ্যা ও তার সহযোগীরা অস্ত্র সস্ত্র নিয়ে পুলিশের উপর গুলি বর্ষন করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে আইজ্জ্যা বাহিনীর সদস্যরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিব্ধ অবস্থায় আইজ্জ্যাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রনব চৌধুরী। তিনি বলেন, গত (১৫ নভেম্বর) শুক্রবার জুমার নামাযের সময় গরীবুল্লাহ হাউজিং সোসাইটি এলাকার একটি বাসায় ঢুকে এক মহিলাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে অজ্ঞাত ছিনতাইকারীরা। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করেন বাড়ির মালিক।

    মামলার তদন্ত করতে গিয়ে ঘটনার দিন ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিসহ চালক শাহজালালকে আটক করে পুলিশ। এর পর তার দেওয়া তথ্য মতে এ ঘটনায় সম্পৃক্ত জুয়েলার্স ব্যবসায়ি দুর্জয় ও মোহাম্মদ রফিক নামে আরো দুজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই গয়নাগুলো। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা আইজ্জ্যা ডাকাতের তথ্য দেন। তথ্যমতে রবিবার গভীর রাতে আইজ্জ্যাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়।

    এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং একটি হত্যা মামলা দায়ের করার কথা জানিয়ে ওসি প্রনব বলেন, আইজ্জ্যা ডাকাতের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া গত তিন মাস আগে জননিরাপত্তা আইনের একটি মামলায় ১২ বছর সাজা খাটার পর সে জামিনে মুক্তি পায় নিহত আজিজ।

  • চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

    চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ৭

    চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস লাইনের বিস্ফোরণে ৭ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ২৫ জনদগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

    রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে।

    পাথরঘাটার কুঞ্জমনি বড়ুয়া ভবন এবং জসিম ভবনের মাঝামাঝি বিস্ফারণ ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণে একটি ভবনের দেয়াল ধসে পড়েই বেশী মানুষ হতাহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

    আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তার করা হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অবস্থায় ৫ জনকে মৃত্যু ঘোষণা করা হয়। পরে আরো দুইজনের মৃত্যু হয়েছে। তবে, দগ্ধসহ আহত ২৫ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিমউদ্দিন জানিয়েছেন, গ্যাস লাইন বিস্ফোরণে একটি ভবনের দেওয়াল ধসে পড়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। দেওয়ালের নিচে মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের দেওয়ালের নিচে পথচারী চাপা পড়ে আছে।

  • চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    চট্টগ্রামে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে এসি মেরামতের কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে নয়ন ধর (২২) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে নগরীর দুই নম্বর গেট এলাকার ফিনলে প্রপার্টিজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহতের ঘটনাটি ঘটে। নিহত নয়নের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় বলে জানা গেছে।

    তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় নগরীর ২ নম্বর গেইট এলাকার ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ভবনে এসি মেরামতের কাজ করছিল।

    অসতর্ককতা বশত সে ভবন থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। অন্যান্য সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৫০

    চট্টগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১৫০

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভা চলাকালীন দু পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ১২০ থেকে ১৫০ জন। তবে সবাই অজ্ঞাত হিসেবেই দেখানো হয় মামলায়।

    তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন। তিনি বলেন, পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার গভীর রতে থানার এসআই সঞ্জয় পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দায়েরকৃত মামলাটিতে কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানান ওসি মো. মহসীন।

    যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘীর মাঠে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুবলীগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

    বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে রাখা হলেও তিনি সভাস্থলে উপস্থিত ছিলেন না।

    সমাবেশ চলাকালীন বিকাল সাড়ে চারটার দিকে যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বক্তব্য রাখার সময় লালদীঘি মাঠে একটি মিছিল প্রবেশ করে।

    এসময় এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম উদ্দিন এবং সাত নম্বর ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মোবারক আলীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয়।

    পরে ঘটনাস্থল থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সমাবেশস্থল ত্যাগ করলে সমাবেশ পণ্ড হয়ে যায়।

  • চট্টগ্রামে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, সিলগালা মেডিকেল হল

    চট্টগ্রামে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, সিলগালা মেডিকেল হল

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : এস এস সি পাস করে এমবিবিএস চিকিৎসক সেজে সাধারণ রোগীদের সাথে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ম্যাজিস্ট্রেট অভিযানের খবর পেয়ে চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে পালিয়ে যায় অপর এক ভুয়া চিকিসক।

    মঙ্গলবার চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা কালী বাড়ি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের কাছে ধরা পড়ে ভুয়া চিকিৎসক সজীব দাশ রুপন (২৯)।

    রুপন মাত্র এসএসসি পাস করে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে ওই এলাকায় নিয়মিত রোগী দেখতেন। চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে তাকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

    তিনি বলেন, মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় রুপন নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিলেও তার চিকিৎসক হিসেবে কোন কাগজপত্র দেখাতে পারেনি। ফলে প্রতারণার অভিযোগে তাকে দণ্ড দেয়া হয়।

    একই অভিযানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চন্দ্রিকা মেডিক্যাল হল থেকে অপর এক ভুয়া চিকিৎসক পালিয়ে যায়। পরে ভুয়া চিকিৎসকের চেম্বার চন্দ্রিকা মেডিক্যাল হলটি সিলগালা করে দেওয়া হয়। পালিয়ে যাওয়া চিকিৎসকের নাম বিমল দাস বলে নিশ্চিত করেন ম্যাজিস্ট্রেট।

    এছাড়া একই অভিযানে মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকায় অপর দুই ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে কালী বাড়ি এলাকার মেডিক্যাল প্লাস ফার্মেসিকে ৩ হাজার এবং স্বাগত ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করার কথা জানিয়েছে ম্যাজিস্ট্রেট।

    অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আকিব হোসেন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, কামরুল হাসান, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিকুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।

  • চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

    চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

    চট্টগ্রামে ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে শরিফা আক্তার (৩০) নামে এক গৃহবধু।

    শনিবার দিবাগত রাত ১টার সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফা নগরীর ঝাউতলা এলাকায় তার স্বামী মো. ইউছুফকে নিয়ে থাকতেন। তিনি মাদারীপুরের কালকিনি থানার নতুনচর এলাকার আশরাফ ভূঁইয়ার মেয়ে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. ইমন দাশ বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গৃহবধু শরিফার মৃত্যু হয়েছে।

    তিনি বলেন, গত ৩১ অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হলে পরীক্ষা নিরিক্ষার পর শরিফার ডেঙ্গু রোগ শনাক্ত হয়।

    এরপর থেকে তাকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

  • চট্টগ্রামের পতেঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রামের পতেঙ্গায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি অস্ত্র ও গুলিসহ মো. মোবারক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতার মোবারক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছদাকা ইউনিয়নের শিকদার পাড়ার গুরা মিয়ার বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে। আজ শনিবার সকালে পতেঙ্গার টিকে গ্রুপ মোড়ের ওমেরা ট্যাংক টার্মিনাল এলাকা থেকে অস্ত্রসহ পতেঙ্গা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

    পতেঙ্গা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আকতার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, অস্ত্র বিকিকিনির উদ্দ্যেশে এক যুবক বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে গেলে পুলিশ দেখে মোবারক পালানোর চেষ্টা করে।

    ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করার পর তার দেহ তল্লাশী করে একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার মোবারকের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • দর্শকে ভরপুর মাঠে চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা

    দর্শকে ভরপুর মাঠে চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা

    আলোর ঝলকানি বাওয়া স্কুলের মাঠে। পাহাড়ি গানের তালে মঞ্চে নৃত্যরত একঝাঁক নৃত্যশিল্পী। তাদের নাচের মধ্যেদিয়েই শুরু হয় কালচারাল ফেস্টিভ্যাল ২০১৯।

    এরপর মঞ্চে একে একে চলতে থাকে শিল্পীদের, দলীয় নৃত্য ও বিভিন্ন ফ্যাশন হাউজের পোশাকে ফ্যাশন শো। সম্পূর্ণ মাঠ ছিল দর্শকে ভরপুর ছিল ভিড়। সারা প্রাঙ্গনে জুঁড়ে ছিল সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলা।

    ৩০ অক্টবর সন্ধ্যা ৬ টায় নগরীর মহিলা সমিতি (বাওয়া) স্কুল মাঠে শুধুমাত্র নৃত্য ও ফ্যাশন শো নিয়ে প্রথমবারের মত চট্টগ্রাম কালচারাল ফেস্টিভ্যাল ২০১৯ এর আয়োজন করলো উষানিক মিডিয়া সলিউশেন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ‘এ্যাক্ট প্লাস’।

    অনুষ্ঠানে অংশগ্রহণ করে চট্টগ্রামের ৪টি ফ্যাশন গ্রুমিং স্কুল ও ১০টি নৃত্য একাডেমি ও শিশু রাজ্যক্ষেত প্রতিষ্ঠান চট্টলকুঁড়ি। এছাড়া ও এই অনুষ্ঠানে আমনত্রিত ছিলো ঢাকার এক ঝক উদীয়মান র‌্যাম্প মডেল। ফ্যাশন শো’র মাধ্যমে শিল্পীরা উপস্থাপন করেন দেশি-বিদেশি নানারকমের পোশাক।

    দেশি পোশাকগুলো মধ্যে ছিল বাঙালি নারী পুরুষের পরিহিত গ্রামীন শাড়ি, পায়জামা পাঞ্জাবি, ধুতি, ডালা শাড়ি, ফতুয়া। আবার বিদেশি পোশাকগুলোর মধ্যে ছিল জিন্স, টপ্স, গাউন, ল্যাহেঙ্গাসহ আরো নানান আধুনিক পোশাক। দেড় শতাধিক শিল্পী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে।

    চট্টগ্রামের শিশুরাজ্য খ্যাত নামের স্কুল চট্টলকুঁড়ি, ফ্যাশন প্রতিষ্ঠান উইন্ডোস মাল্টিমিডিয়া, কালার কাস্ট, প্রমোট একাডেমি, স্টার ফেয়ার এছাড়া নৃত্য প্রতিষ্ঠান প্রাপন একাডেমি, নটরাজ একাডেমি,সুরঞ্জন বিদ্যাপীঠ, নৃত্যু নিকেতন, নৃত্যুরূপ একাডেমি ফ্রিজম ড্যান্স একাডেমি, ছন্দলীন, নৃত্য রঙ একাডেমী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    ফ্যাশন ডিজাইনার দের মধ্যে উপস্থিত ছিলেন শিমুল খালেদ, সুলতানা নুর জাহান রোজী, সায়মা সুলতানা, নাবিলা নওশীন,ইরা সহ আমত্রিত অনেকে।

    অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন জনপ্রিয় ৪ জন উপস্থাপক ও উপস্থাপিকা শাওন পান্থ, আঁখি মজুমদার, স্মীতা চৌধুরী ও সাবের শাহ। সর্ম্পূণ অনুষ্ঠানটির আয়োজন পরিকল্পনায় ছিলেন সাজ্জাদ বিদ খালেদ সুমন ও শাকিল আবেদিন।

  • চট্টগ্রামে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

    চট্টগ্রামে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে গ্রেফতার হয়েছে ৪ ইয়াবা কারবারি। এসময় তাদের কাছ থেকে ৫শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নগরীর কোতোয়ালি থানা কেসিদে রোড ও ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টার সময় একই থানা এলাকার টেরিবাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

    নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান পৃথক ২ অভিযানে ৪ জন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানায়, নগরীর কোতোয়ালি থানা সিনেমা প্যালেস কেসি দে রোড এলাকায় বিক্রির উদ্দ্যেশে ইয়াবা নিয়ে কতিপয় যুবক অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযানে যায় পুলিশ। এসময় ৩ শ ১০ পিস ইয়াবাসহ মো. মোবারক হোসেন (৩৫) ও শ্রীকান্ত চন্দ্র দাশ প্রকাশ সাইফুল ইসলাম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

    এছাড়া একই থানা এলাকার টেরিবাজার আন্দরকিল্লা এলাকায় বুধবার সকালে পৃথক অভিযান চালিয়ে অপর দুজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উত্তর বরইতলী মহাজন পাড়ার নুরুল ইসলামের ছেলে মো. জুনাইদ (২৮) ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে মো. ইসমাঈল (২৭)।

    গ্রেফতার চারজনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।