Tag: চট্টগ্রামে

  • চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রামের স্টেশন রোডে গ্রেফতার ইয়াবা কারবারি, ইয়াবা উদ্ধার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    মঙ্গলবার ২৯ অক্টোবর সকারে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়াবা কারবারি হলেন, কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামুরি এলাকার আবুল বশরের ছেলে আনিছ-উর-রহমান (২২)।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেফতার ইয়াবা কারবারি আনিছের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

  • চট্টগ্রামে রেলের জায়গায় নির্মিত ২ শতাধিক বসতঘর ও দোকান উচ্ছেদ

    চট্টগ্রামে রেলের জায়গায় নির্মিত ২ শতাধিক বসতঘর ও দোকান উচ্ছেদ

    চট্টগ্রামের কদমতলী বাটালীরোড এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ের জায়গায় নির্মিত প্রায় দুই শতাধিক বসতঘর ও দোকানপাট উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার ১৬ অক্টোবর সকাল ৯ টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার বাটালিরোড জামতলা বস্তি, বয়লার কলোনিসহ বেশকিছু এলাকায় রেলওয়ের জায়গায় দখল করে অবৈধ স্থাপনা বানিয়ে বাস করে আসছিল একটি মহল।

    সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনায় গত কদিন ধরেই এসব স্থাপনা ছেড়ে দেয়ার মাইকিংসহ নানাভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলেও এখান থেকে কেউ সরে যায়নি। ফলে বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালিয়েছি।

    এদিকে আগাম কোন নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বস্তিবাসীরা। তবে ম্যাজিস্ট্রেট জানান, নোটিশ দেওয়া হয়েছে, মাইকিং করে রেলের জায়গা খালি করার জন্য সতর্ক করা হয়েছে। তিনি বলেন, এখন থেকে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

  • চট্টগ্রামে কিশোরীর আত্মহনন, কাপ্তাইতে গাছে ঝুলছে পাহাড়ি নারীর মরদেহ

    চট্টগ্রামে কিশোরীর আত্মহনন, কাপ্তাইতে গাছে ঝুলছে পাহাড়ি নারীর মরদেহ

    প্রেমঘটিত কারণে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী এক কিশোরী।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে বায়েজিদ থানার খান বিল্ডিং এলাকায় গলায় ফাঁস দিয়ে ফারিয়া আক্তার (১৫) নামে ওই কিশোরী আত্মহনন করে। নিগত ফারিয়া স্থানীয় মইনুল হাসানের মেয়ে বলে জানা গেছে।

    ঘটনার তথ্যসূত্র নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি নিহতের পরিবারের বরাতে জানান, প্রেমঘটিত কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

    অন্যদিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই চিৎমরম ইউনিয়ন পরিষদ থেকে ৯’কিলো মিটার ভিতরে দূর্গোম আড়াছড়ি এলাকার তাইহ্লা পাড়াস্থ নিজ বাড়ির অদূরে নদীর ধারের গাছে ঝুলছে সুইক্রাচিং মারমা (৩৮) নামে বিধবা নারীর মরদেহ।

    খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধবা এ পাহাড়ি নারীর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ। পুলিশ নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পেয়েছেন বলে জানিয়েছেন। সুইক্রাচিং ওই এলাকার মৃত. মংসুইপ্র মারমার স্ত্রী।

    নাম প্রকাম না করা স্বর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, একদল দুর্বৃত্ত নিহতের বাড়িটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছিলো। হয়তো ওই সন্ত্রাসী বাহিনীটি বিধাব নারীটিকে হত্যা কওে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে।

    চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • চট্টগ্রামে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

    চট্টগ্রামে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা নিহত

    চট্টগ্রামের আগ্রাবাদে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খুরশীদ আহম্মেদ নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

    র‌্যাব জানিয়েছে, রোববার দিবাগত রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়েছে।

    নিহত খুরশীদ আহম্মেদ (৩৬) পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি ছিলেন।

    র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বলেন, খুরশীদকে পিস্তলসহ আটক করা হয়েছিল। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সঙ্গীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।

    নিহত যুবলীগ নেতা খুরশীদ

    সংবাদমাধ্যমকে তিনি বলেন, রাত ৯টার দিকে আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ খুরশীদ আটক হন। এ সময় তিনি তার আস্তানায় আরও অস্ত্র থাকার তথ্য দেন।

    সাফায়াত জামিল আরও বলেন, সেই তথ্য নিয়ে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংলগ্ন এলাকায় তার আস্তানায় অভিযানে গেলে খুরশীদের লোকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়।

    গোলাগুলি শেষে খুরশীদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে ‍দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দেশে তৈরি একটি এলজি উদ্ধারের কথাও তিনি জানান।

    খুরশীদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে অন্তত আটটি মামলা রয়েছে বলে র‌্যাবের অভিযোগ।

  • চট্টগ্রামে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন

    চট্টগ্রামে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন পালন

    চট্টগ্রাম : নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখহাসিনার ৭৩ তম জন্মদিন।

    চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আয়োজনে দুপুরে নগরির ইন্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও আলোচনা সভা।

    এতে নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    এছাড়া প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নগরীর বিভিন্ন্ স্থানে নানা কর্মসূচি পালন করছে।

    ২৪ ঘন্টা/আরএস..